C# প্রোগ্রামিং টিউটোরিয়াল সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি। সমসাময়িক ফ্রীলান্স আউটসোর্সিংয়ের জগতে ডেক্সটপ অ্যাপ্লিকেশান ডেভেলপারদের জুড়ি মেলে এবং ওয়েব এর মত এটিও বর্তমান যুগের একটি ট্রেন্ডি প্রফেশন। একইভাবে ফ্রীলান্স সাইটগুলোর দিতে নজর দিলে দেখা যায় অনেক প্রোজেক্টের দেখা মিলে যা সি শার্প ( C# )ডেক্সটপ অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টের উপরেই পোস্ট হয়ে থাকে। সি শার্প মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্কে চলে তাই মাইক্রোসফট বেজড প্রতিটি প্লার্টফর্ম যেমন এএসপি ডট নেট, এক্সবক্স, উইন্ডোজ ফোন ইতাদি অ্যাপ্লিকেশান তৈরি করা যায় শুধুমাত্র একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেই। শুধু ভাল, এক্সপার্ট এবং প্রোফেসনাল মানের কাজ জানা থাকলেই আপনিও সি শার্প দিয়ে ফ্রীলান্সিং শুরু করতে পারবেন। বাংলা ভাষায় প্রোফেসনাল ওয়েবসাইট ডিজাইনিং এর এই ভিডিও কোর্সটি থেকে আপনি একজন ফ্রেসার লেভেল পারসন থেকে এক্সপার্ট, স্টাইলিশ এবং প্রোফেসনাল প্রোগ্রামার হতে সহায়তা করবে।