আজকের পোস্ট সাজিয়েছি কিভাবে Windows 7 Install করতে হবে সেটি নিয়ে। একেবারে আনাড়ীদের জন্য উপযোগী করে ভিডিও টিউটোরিয়ালটি তৈরী করার চেষ্টা করেছি। তো আর নয় বড় ভাইদের কাছে দৌড়াদৌড়ি। এবার নিজেই নিজের পিসির উইন্ডোজ ফরমেট করে নতুন করে দিয়ে ফেলুন Windows 7
টিউটোরিয়ালটির ভালো মন্দ দিক সহ যেকোন প্রশ্ন জানতে আপনার জন্য নিচের মন্তব্য বক্স অপেক্ষায় আছে। যদি মনে করেন যে বাংলা ভাষায় তৈরী এই টিউটোরিয়ালটি আপনি ছাড়াও আপনার আরো বন্ধুদের কাজে লাগবে তাহলে নিচের ফেসবুক লাইক বাটনে ক্লিক করে ছড়িয়ে দিন আপনার ফেসবুক টাইমলাইনে। শেয়ার করুন গুগল প্লাসে। মনে চাইলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খোদা হাফেজ।
ami usb diye dite chasse………bt mother option ta passe na plz hlp……eta gigabyte h81m-ds2