ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য Camtasia সফটওয়্যার সেরা তা সবাই এক কথায় মেনে নিবে। কারণ অনেক অনেক ফিচার ছাড়াও এই সফটওয়্যার দিয়েই করা যায় ভিডিও সকল ধরণের এডিট। শুধু তাই নয় ব্যবহার করাও অনেক সহজ। তবে যেহেতু এটি প্রফেশনাল ভিডিও টিউটোরিয়াল সফটওয়্যার তাই নতুনদের জন্য প্রথমে ভিডিও তৈরি করা কিছুটা সমস্যার তৈরি করে। তাই কয়েক পর্বের এই ভিডিও টিউটোরিয়ালে দেখানো হবে কিভাবে ক্যামতাসিয়া ব্যবহার করা যায় এবং ফাইনালি ভিডিও সেভ করা যায়।
এই পর্বে ক্যামতাসিয়া সফটওয়্যারের মাধ্যমে কিভাবে বিভিন্ন স্পেশাল ইফেক্ট দেয়া যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে।
Camtasia downlod link+ser dan