এডোবি প্রিমিয়ার প্রো সিসি বাংলা ভিডিও এডিটিং টিউটোরিয়াল কোর্স ডিভিডি!

প্রকাশিতঃ ২২ সেপ্টেম্বর, ২০২১, দেখা হয়েছেঃ ৬৮,৯৭৩ বার

ভিডিও এডিটিং এর জন্য অন্যতম একটি সফটওয়্যার হলো এডোবি প্রিমিয়ার প্রো। এডোবি মাস্টার কালেকশন সফটওয়্যারের সুবিধা হলো একটি সফটওয়্যার জানা থাকলে অন্য সফটওয়্যারগুলোও শেখা সহজ হয়ে যায়। এই টিউটোরিয়াল দেখার জন্য পূর্বে কোন সফটওয়্যার জানা আবশ্যক নয় তবে ফটোশপ  জানা থাকলে প্রফেশনাল ভিডিও এডিটিং এ সাহায্য হবে। এডোবি প্রিমিয়ার প্রো সিসি সফটওয়্যার দিয়ে তৈরি এই টিউটোরিয়াল ডিভিডি দেখে যে কেউ ভিডিও এডিটিং শিখতে পারবে। এখানে ভিডিও এডিটিং নিয়ে পরিপূর্ণ টিউটোরিয়াল কোর্স রয়েছে।

ভিডিও এডিটিং শিখে শখের শর্টফিল্ম এডিট করা ছাড়াও প্রফেশনালি কাজ করা সম্ভব। অন্যান্য কাজের তুলনায় ভিডিও এডিটিং শেখা সহজ। মোটামুটি মানের কম্পিউটার হলেই ভিডিও এডিটিং করা যায়। ফ্রিল্যান্সিং, ইউটিউব থেকে আয়, মিডিয়া হাউজে ভিডিও এডিটর হওয়া সহ সকল ধরণের মিডিয়ার কাজে ভিডিও এডিটিং এর প্রয়োজন হয়ে থাকে। টিভি চ্যানেলগুলোতেও রয়েছে ব্যাপক চাহিদা।

সবগুলো টিউটোরিয়াল Full HD (1920×1080) ফরম্যাটে তৈরি করা হয়েছে।

 

প্রিমিয়ার প্রো বাংলা টিউটোরিয়াল

 

কি কি থাকছে এই কোর্সেঃ

  1. ধারাবাহিক ৫০+ টি Full HD ভিডিও টিউটোরিয়াল। সর্বমোট ১২+ ঘন্টার টিউটোরিয়াল।
  2. এডোবি প্রিমিয়ার প্রো সিসি সফটওয়্যার এবং ইন্সটল করার গাইডলাইন।
  3. টিউটোরিয়ালে দেখানো অনুশীলন ফাইল
  4. বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও ফুটেজ এবং অফিও ফাইল

টিউটোরিয়াল ট্রেইলারঃ

এক নজরে দেখে নিন এডোবি প্রিমিয়ার প্রো সিসি টিউটোরিয়াল ট্রেইলার।

 

এক নজরে দেখে নেই এই টিউটোরিয়াল কোর্স কাদের জন্যঃ

  • ডিরেক্টর/ এসিস্ট্যান্ট ডিরেক্টর
  • ভিডিও এডিটর
  • ভিডিও গ্রাফার
  • ইউটিউবার
  • ব্র্যান্ড এক্সিকিউটিব
  • সাব এডিটর
  • মিডিয়া এক্সিকিউটিবbullet
  • ভিএফক্স আর্টিস্ট
  • ট্রেইনার
  • মিউজিক ডিরেকটর
  • ভিডিও টিউটোর ইত্যাদি

অর্থাৎ এই ভিডিও এডিটিং কোর্স ভালমত শেষ করলে ভিডিও, অডিও এডিট নিয়ে কোন সমস্যা থাকবে না। যে কোন ধরণের ভিডিও প্রডাকশনের এডিট করা যাবে অনায়াসেই!

 

এবার জেনে নেই শুধুমাত্র এই ভিডিও এডিটিং কোর্স করেই অনলাইনে/ চাকরীতে যে কাজগুলো পাবেনঃ

  • ভিডিও এডিটিং
  • অডিও প্রোডাকশন
  • বিজ্ঞাপন মিডিয়া হাউজ
  • এক্সপ্লেইনার ভিডিও
  • ফিল্ম এডিটিং
  • মোশন গ্রাফিক্স
  • পোস্ট প্রডাকশন
  • ভিডিও ব্রডকাস্টিং
  • ভিডিও সার্ভিস
  • ভিডিওগ্রাফি
  • স্টোরিবোর্ড এবং স্ক্রিপ্ট রাইটিং
  • ফাইনাল কম্পোজিশন
  • ইউটিউব ভিডিও মার্কেটিং
  • কালার কারেকশন
  • মিউজিক মিক্সিং ইত্যাদি

কেন নিবেন আমাদের এই টিউটোরিয়াল কোর্স?

আমরা এই টিউটোরিয়াল প্যাকেজে বিশেষভাবে নতুনদের জন্য শূন্য থেকে এডভান্স সকল টিপস এবং ট্রিকস আলোচনা করেছি। আমাদের টিউটোরিয়াল অনুসরণ করে শত শত ফ্রিল্যান্সার তৈরি হয়েছে। আমরা নিশ্চিত হয়েই বলতে পারি বাংলায় প্রিমিয়ার প্রো নিয়ে আমরাই সবচেয়ে সফল টিউটোরিয়াল তৈরি করেছি।রকমারিতে গত ৭ বছর ধরে আমাদের টিউটোরিয়াল ডিভিডিগুলো রয়েছে বেস্ট সেলার তালিকার শীর্ষে! আমাদের একটি টিউটোরিয়াল প্যাকেজ যারা নিয়েছেন তাদের মধ্যে ৮০% শিক্ষার্থীই বাকি টিউটোরিয়ালগুলোও সংগ্রহ করেছেন। সব চেয়ে বড় কথা আমরা বিশ্বের সেরা সেরা টিউটোরিয়াল অনুসরণ করে তৈরি করে থাকি। এছাড়াও আমরা সরাসরি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকি।

প্রধান যে টপিকগুলো আলোচনা করা হয়েছেঃ

  • খুব দ্রুত কিভাবে প্রিমিয়ারে ভিডিও এডিট করা যায়
  • একটি প্রজেক্ট এবং সিকোয়েন্স সেটিং করার বিস্তারিত
  • মিডিয়া ফাইল ইমপোর্ট করা এবং সাজানো
  • ক্লিপের গুরুত্বপূর্ণ অংশ মার্ক করা
  • ভিডিও ইনসার্ট, ওভাররাইট এবং রিপ্লেস করা
  • ক্লিপ ট্রিমিং, ভাগ করা, মুভ করা এবং ডিলেট করা
  • অন্যান্য সফটওয়্যারের সাথে লিংক করে ডায়নামিক এডিট করা
  • অডিও এডিটিং এবং মিক্সিং
  • সাউন্ড কম্পোজিশন
  • ক্লিয়ার ভয়েস রেকর্ড করার পদ্ধতি
  • ট্রাঞ্জিশন, ইফেক্টস এবং ফিল্টার অ্যাপ্লাই করার পদ্ধতি
  • ক্লিপ স্পীড বাড়ানো এবং কমানো
  • কালার কারেকশন
  • গ্রিন স্ক্রিন/ ব্লু স্ক্রিন ভিডিও এডিট
  • মাল্টিক্যাম এডিটিং টেকনিকস
  • ফাইনাল প্রজেক্ট এক্সপোর্ট করা
  •  স্টিল ইমেজ দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি
  • সেরা রেন্ডার কোয়ালিটি সেটিংস সহ বিস্তারিত সকল গাইডলাইন!

 

সূচিপত্রঃ
* পর্ব-০১ পরিচিতি
* পর্ব-০২ প্রজেক্ট ওপেন করা
* পর্ব-০৩ ইন্টারফেস কাস্টোমাইজ করা
* পর্ব-০৪ কুইক এডিটিং-১
* পর্ব-০৫ কুইক এডিটিং-২
* পর্ব-০৬ কুইক এডিটিং-৩
* পর্ব-০৭ কুইক এডিটিং-৪
* পর্ব-০৮ কুইক এডিটিং-৫
* পর্ব-০৯ কুইক এডিটিং-৬
* পর্ব-১০ কুইক এডিটিং-শেষ পর্ব
* পর্ব-১১ ফাইল ইমপোর্ট
* পর্ব-১২ অফলাইন মিডিয়া লিঙ্ক করা
* পর্ব-১৩ সিকোয়েন্স সেটিংস
* পর্ব-১৪ ইনসার্ট এবং ট্রিম
* পর্ব-১৫ এডিটিং টেকনিক
* পর্ব-১৬ স্লিপ এবং স্লাইড টুল
* পর্ব-১৭ মন্টেজ এডিটিং-১
* পর্ব-১৮ মন্টেজ এডিটিং-২
* পর্ব-১৯ মার্কার ট্রিক্স
* পর্ব-২০ কীবোর্ড শর্টকাট কী
* পর্ব-২১ অডিও এডিটিং-১
* পর্ব-২২ অডিও এডিটিং-২
* পর্ব-২৩ অডিও এডিটিং-৩
* পর্ব-২৪ অডিও এডিটিং-৪
* পর্ব-২৫ ইমেজ দিয়ে অ্যানিমেশন তৈরি-১
* পর্ব-২৬ ইমেজ দিয়ে অ্যানিমেশন তৈরি-২
* পর্ব-২৭ ইমেজ দিয়ে অ্যানিমেশন তৈরি-৩
* পর্ব-২৮ ভিডিও ট্রানজিশন
* পর্ব-২৯ ভিডিও ইফেক্ট
* পর্ব-৩০ অডিও ইফেক্ট
* পর্ব-৩১ এডজাস্টম্যান্ট লেয়ারস
* পর্ব-৩২ মাস্টার ক্লিপ এডিট
* পর্ব-৩৩ ট্র্যাকিং ইফেক্ট
* পর্ব-৩৪ গ্রিন স্ক্রিন এডিট
* পর্ব-৩৫ রিয়েল টাইম রেন্ডার
* পর্ব-৩৬ আফটার ইফেক্টের সাথে লিঙ্ক
* পর্ব-৩৭ ফ্রেম ফ্রিজ করা
* পর্ব-৩৮ ক্লিপ স্পীড
* পর্ব-৩৯ কালার কারেকশন-১
* পর্ব-৪০ কালার কারেকশন-২
* পর্ব-৪১ কালার কারেকশন-৩
* পর্ব-৪২ কালার কারেকশন-৪
* পর্ব-৪৩ কালার কারেকশন-৫
* পর্ব-৪৪ টাইটেল তৈরি করা
* পর্ব-৪৫ রোলিং টাইটেল তৈরি
* পর্ব-৪৬ মাল্টিক্যাম এডিট-১
* পর্ব-৪৭ মাল্টিক্যাম এডিট-২
* পর্ব-৪৮ ফাইল এক্সপোর্ট
* পর্ব-৪৯ ফাইল এক্সপোর্ট সেটিংস
* পর্ব-৫০ সমাপ্তি

 

মোট কথা এই সবগুলো টিউটোরিয়াল দেখে শেষ করলে প্রিমিয়ার প্রো পরিপূর্ণ ধারণা পাওয়া যাবে। অর্থাৎ প্রিমিয়ার প্রো নিয়ে কখনো কোথাও আটকাতে হবে না। অনুগ্রহ করে ধৈর্য্য সহকারে টিউটোরিয়ালগুলো দেখবেন এবং প্রচুর অনুশীলন করবেন তাহলেই পাবেন সফলতা। নিশ্চিত হয়েই বলতে পারি এত বিস্তারিত গাইডলাইন সহ টিউটোরিয়াল আর কোথাও পাবেন না। রকমারি লক্ষাধিক বই/ডিভিডি এর মধ্যে বেস্ট সেলার এমনিতেই হয়নি!!

premiere pro cc

আমাদের কিছু শিক্ষার্থীর রিভিউঃ

Mohammad Saidul Islam বলেছেনঃ 

গ্রাফিক্স ডিজাইনের উপর আমার কালেকশনে অন্তত ১০-১৫ জনের টিউটোরিয়াল আছে।
তার মধ্যে বাংলায় হাসান যোবায়েরের টিউটোরিয়ালই সেরা বলে মনে হয়েছে।

এর কারণগুলো হলো-
১. ভিডিও টিউটোরিয়ালগুলো আপডেটেট সফটওয়ার দিয়ে তৈরি করা হয়েছে।
২. টিউটোরিয়ালের সাথে আপডেটেট সফটওয়ারটিও দিয়ে দেওয়া হয়েছে।
৩. প্র্যাকটিসের জন্যে প্রয়োজনীয় ফাইল দেওয়া হয়েছে।
৪. বাস্তব ভিত্তিক প্রজেক্ট দেখানো হয়েছে।
৫. টিউটোরিয়ালগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার উপযোগী করে তৈরি করা হয়েছে।

সব শেষ এক কথায় বলছি, হাসান যোবায়েরের সবগুলো টিউটোরিয়াল কেউ যদি যথাযথভাবে দেখে প্রাকটিস করে তার আর অন্য কোন টিউটোরিয়াল দেখার প্রয়োজন হবে না, সে সরাসরি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বা লোকাল মার্কেটে কাজ করার জন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।

আমি মনে করি, হাসান যোবায়েরের মতো আপডেটেট টিউটোরিয়াল বাজারে আর দ্বিতীয়টি নেই।
আমি হাসান যোবায়েরের দীর্ঘায়ু কামনা করি, যেন তিনি ভবিষ্যতে বাংলাদেশের জন্যে আরো ভালো কিছু উপহার দিতে পারেন।

সাইদুল ইসলাম
টপ রেটেড ফ্রিল্যান্সার, Upwork.com

Tarek Khan বলেছেনঃ 

প্রথমেই ধন্যবাদ যানাই হাসান যুবায়ের ভাইকে। যার ভিডিও টিউটরিয়াল দেখে কাজ শিখে আজ আমি ইনকাম করছি এবং ভাল আছি।
আমি অনেক বাংলা টিউটরিয়াল দেখেছি কিন্তু এত সহজ এবং বিস্তারিত ভাবে কেউ টিউটরিয়াল তৈরি করে নাই। যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতে চান, আপনারা নিরদিধায় হাসান যুবায়ের ভাইয়ের ফটোশপ ,ফটোশপ এডভান্স, এডোব ইলাস্ট্রেটর সিএস৬, লোগো এবং বিজনেস কার্ড ডিজাইন এবং প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল  কিনতে পারেন। আমি মনে করি অন্য সব টিউটরিয়াল থেকে এটাতে ভাল এবং তারাতারি শিখতে পারবেন।

এই রকম আরো রিভিউ চেক করতে দেখুন আমাদের প্রযুক্তি টিম ফেসবুক পেজ রিভিউ।

 

কিছু সাধারণ প্রশ্ন এবং উত্তরঃ

আমিতো নতুন। আমি কি শিখতে পারবো? 

-হ্যা অবশ্যই পারবেন কারণ একেবারেই শুরু থেকে ধীরে ধীরে এডভান্স টপিকে যাওয়া হয়েছে।

আমি কি এই প্রিমিয়ার প্রো সিসি কোর্স শিখে ফ্রিল্যান্সিং করতে পারবো?

-ফ্রিল্যান্সিং/চাকরী করার আগে আপনাকে ভালমত শিখতে হবে এবং ভাল একটি পোর্টফোলিও বানাতে হবে। আপনি যদি এই সবগুলো টিউটোরিয়াল দেখে শেষ করেন তাহলে অনায়াসেই ফ্রিল্যান্সিং করতে পারবেন।

আমার কাছেতো সফটওয়্যার নেই। কিভাবে শিখবো?

-আমাদের টিউটোরিয়াল কোর্সে সফটওয়্যার দেয়া আছে। কিভাবে ইন্সটল করতে হবে সেটাও ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেখানো আছে।

ইউটিউব থেকেইতো সব শেখা যায়। তাহলে এই পেইড টিউটোরিয়ালের কি দরকার?

-ইউটিউব থেকে সব শেখা গেলে সারা বিশ্বে এত জনপ্রিয় পেইড টিউটোরিয়াল সাইট তৈরি হতো না। স্কুল , কলেজ দরকার হতো না। ধারাবাহিকভাবে শিখতে চাইলে সাজানো গোছানো টিউটোরিয়াল এর বিকল্প নেই। তবে হ্যা আপনি যখন এডভান্স হয়ে যাবেন তখন নির্দিষ্ট টপিক সার্চ করে ইউটিউব থেকে শিখতে পারবেন। তবে শুরুটা গোছানোভাবেই করুন!

ভিডিও এডিটিং নিয়ে আপনাদের আর কোন টিউটোরিয়াল ডিভিডি রয়েছে কি?

– না নেই। এই টিউটোরিয়াল কোর্সেই পুরো ভিডিও এডিটিং  নিয়ে আলোচনা করা হয়েছে।

এডোবি প্রিমিয়ার প্রো সিসি টিউটোরিয়াল কোর্স মূল্যঃ

আমরা এই প্রিমিয়ার প্রো সিসি টিউটোরিয়াল কোর্সের মূল্য ধরেছি ১৫০০ টাকা। তবে এখন নতুন রিলিজ হওয়াতে ৫০% ছাড় দিয়ে মূল্য রাখা হয়েছে ৭৫০ টাকা। 

এই অফার সীমিত সময়ের জন্য।

 

অনলাইনে এই কোর্স করার পদ্ধতিঃ

আমাদের এই নতুন প্রযুক্তি টিম সাইটে চাইলে অনলাইনেই কোর্স করা যাবে। কোর্স করার পর সার্টিফিকেটও সংগ্রহ করা যাবে। অনলাইন কোর্সের মূল্যও কম। পেমেন্ট করার সাথে সাথে অনলাইন কোর্স আনলকড হয়ে যাবে এবং যখন ইচ্ছে টিউটোরিয়ালগুলো দেখা যাবে। অনলাইন কোর্সগুলো অর্ডার করা যাবে এখানে।  

অনলাইন কোর্স করার বিস্তারিত গাইডলাইন দেখুন এই ভিডিওতে।

 

DVD সংগ্রহ করার পদ্ধতিঃ

 প্রযুক্তি টিম টিউটোরিয়াল কোর্স ডিভিডি নিতে চাইলেঃ

আপনি আমাদের টিউটোরিয়াল কোর্স ডিভিডি রকমারি/ দারাজ/ ইভ্যালি/  মাল্টিপ্ল্যান সেন্টার/ আইডিবি থেকে সংগ্রহ করতে পারেন। যদি সেভাবে সংগ্রহ করতে অসুবিধা হয় তাহলে নিচের এই অর্ডার ফর্ম ফিল আপ করুন। আমরাই আপনার সাথে যোগাযোগ করে ডিভিডি পাঠানোর ব্যবস্থা করে দিবো। যে কোন তথ্য জানতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল এই নাম্বারেঃ ০১৮৭৩৫৫৪৬৬৮

আমাদের ক্যাশ অন ডেলেভারি সার্ভিস রয়েছে। অর্থাৎ আপনি আমাদের টিউটোরিয়াল ডিভিডি হাতে পাওয়ার পরেই বিল পরিশোধ করতে পারবেন। তাই নিচের ফর্মটি ফিল আপ করে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন।

আপনি যখন আমাদের টিউটোরিয়াল ডিভিডি হাতে পাবেন তখনই বিল পরিশোধ করতে পারবেন অর্থাৎ আমাদের ক্যাশ অন ডেলেভারি সার্ভিস রয়েছে। তাই নিশ্চিন্তে অর্ডার দিতে পারেন। আপনার যে যে কোর্স ডিভিডি দরকার উপরে লিস্ট থেকে সেখানে ক্লিক করে (☑) চিহ্ন দিন।

 

অনলাইন মার্কেট রকমারি.কম(rokomari.com):

projukti team

সাড়া বাংলাদেশ থেকে ডিভিডি সংগ্রহ করা যাবে এই সাইট থেকে।  অনলাইন বই/সিডি/ ডিভিডি স্টোর হিসেবে রকমারি ডটকম  এখন সাড়া দেশেই অনেক জনপ্রিয়। ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধা থাকায় এ সাইটে বই/ডিভিডি অর্ডার দেওয়ার সময় টাকা পরিশোধ করতে হয় না। বইটি গ্রাহকের কাছে পৌঁছানোর পরই শুধু গ্রাহককে মূল্য পরিশোধ করতে হয়। দেশের যে প্রান্তেই হোক না কেন, মাত্র ৪০ টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে বই/ ডিভিডি পৌঁছে দেয় রকমারি। বইয়ের সংখ্যা বেশি হলেও চার্জ একই। স্থানভেদে দুই থেকে ৫ দিনের মধ্যে পৌঁছে যায় কাঙ্ক্ষিত বই।  অর্ডার করা খুবই সহজ। সাইটে গিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন  তারপর আপনার কাংখিত ডিভিডিটি   Add to Cart।  ডিভিডি অর্ডার লিঙ্কঃ

 

প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল

 

রকমারি হেল্প লাইনে ফোন করেও অর্ডার দিতে পারেন। হট লাইন নাম্বারঃ Customer care: 16297 ,  01519521971 (২৪ ঘন্টা)। সপ্তাহে যে কোন সমস্যায় যে কোন সময়ে ফোন করতে পারেন। সাড়া বাংলাদেশ থেকে এভাবেই আপনি প্রিমিয়ার প্রো, ফটোশপ, ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। এমনকি এখানে থেকে আপনি গিফটও করতে পারবেন। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected] 

এছাড়া একসাথে নিতে পারেন আমাদের টোটাল গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল প্যাকেজ যেখানে ছাড় রয়েছে এবং কুরিয়ার চার্জ ফ্রি।

 

গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়াল

অনলাইন মার্কেট দারাজ(daraz.com.bd):

এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপের (এপিএজিআইসি) একটি অনলাইন শপিং প্রতিষ্ঠান দারাজ। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দারাজ বাংলাদেশে কার্যক্রম শুরু করে। দেশি ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ড দারাজ বাংলাদেশ প্ল্যাটফর্মটি ব্যবহার করে অনলাইনে পণ্য বিক্রি করে। দারাজ বাংলাদেশ ব্যবহার করে ঘরে বসেই পণ্য ফরমায়েশ দেওয়া যায় এবং পণ্য বুঝে নেওয়ার পর অর্থ পরিশোধ করার সুযোগ রয়েছে। পণ্য পৌঁছে দেওয়ার জন্য আলাদা কোনো খরচ দিতে হয় না। দারাজের নিজস্ব কর্মীরাই পণ্য পৌঁছে দেন।

projukti team daraz

 

সুখবর হচ্ছে আমাদের প্রযুক্তি টিম টিউটোরিয়াল ডিভিডি কোর্স এখন দারাজ থেকেও পাওয়া যাবে। ফ্রি ডেলেভারি, কুপন/ ভাউচার, মূল্য ছাড় সহ অনেক সুবিধা থাকছে দারাজে। দারাজে অর্ডার দিতে নিচের প্রযুক্তি টিম স্টোরে ক্লিক করুন।

দারাজ প্রযুক্তি টিম স্টোর। 

বিভিন্ন মার্কেটে টিউটোরিয়াল ডিভিডিগুলো পাওয়া যাবে। যেখানে যেখানে পাওয়া যাবে সেই মার্কেটের লিস্টঃ

  • মাল্টি প্ল্যান সেন্টার (এলিফ্যান্ট রোড, ঢাকা)। দোকানের নামঃ SOLAR SOFT দোকান নাম্বারঃ ১৫৮, নিচ তলা(01912278913)। মঙ্গলবার বন্ধ থাকে।
  • BCS কম্পিউটার সিটি IDB ভবন।  দোকানের নামঃ Nikor, দোকানের সিরিয়াল নাম্বারঃ ১২১ ( দ্বিতীয় তলা) (01914266383)। । রবিবার বন্ধ থাকে।

সারা বাংলাদেশ থেকে নেয়ার জন্য rokomari.com ; daraz.com.bd  আর evaly.com.bd তো আছেই!

কাস্টমার সাপোর্টের জন্য জয়েন করুনঃ

প্রযুক্তি টিম অফিসিয়াল ফ্যান পেজ। 

প্রযুক্তি টিম অফিসিয়াল ফেসবুক গ্রুপ।

প্রযুক্তি টিম লিংকডইন অফিসিয়াল ফ্যান পেজ। 

প্রযুক্তি টিম অফিসিয়াল লিংকডইন গ্রুপ।

প্রযুক্তি টিম টুইটার একাউন্ট

পরিশেষে বলতে চাই টিউটোরিয়াল কেমন হয়েছে বা কেমন আশা করেন সব কিছুই জানতে চাই আপনাদের কাছ থেকে।

ধন্যবাদ সবাইকে।

সকল মন্তব্য (40)

sakil

২২ অক্টোবর, ২০১৫ at১১:২৪:২২ অপরাহ্ণ, Reply

এই ডিভিডি কি বেসিক লেভেল এর নাকি এডভান্স লেভেল এর।

    হাসান যোবায়ের

    ২২ অক্টোবর, ২০১৫ at১১:৩০:১১ অপরাহ্ণ, Reply

    প্রিমিয়ার প্রো নিয়ে পরিপূর্ণ টিউটোরিয়াল প্যাকেজ। বেসিক থেকে শুরু করে এডভান্স সকল টুলসের ব্যবহার দেখানো হয়েছে।

TaniaRahman

৩ নভেম্বর, ২০১৫ at০৩:৪০:২৪ অপরাহ্ণ, Reply

ধন্যবাদ পোষ্টটির জন্য……………..
ডিভিডিতে কি বেসিক থেকে দেওয়া আছে ?

    হাসান যোবায়ের

    ৩ নভেম্বর, ২০১৫ at০৯:১৫:৪৮ অপরাহ্ণ, Reply

    হ্যা। বেসিক থেকে এডভান্স সবকিছুই রয়েছে। 🙂

Mansur Ahmed

৮ নভেম্বর, ২০১৫ at০৭:০২:১৫ অপরাহ্ণ, Reply

apner a dvd ami akhono dekhiny but sucite dekhlam animation o royeche. animation sikte naki art ba drawinger bapere darona thaka lage amar jodi darona na thake se khetre apner a dvdte aloccho animation amar kototuku kaje labe? janaben please.

    হাসান যোবায়ের

    ১০ নভেম্বর, ২০১৫ at১২:৫৫:৪৫ অপরাহ্ণ, Reply

    এই ডিভিডিতে অ্যানিমেশন শেখানো হয়নি। এখানে শুধু এডিটিং দেখানো হয়েছে। 🙂

      Mansur Ahmed

      ১০ নভেম্বর, ২০১৫ at০৭:৩২:৫০ অপরাহ্ণ, Reply

      animation sikhte drawing jana ki abossok?

        mdhamim

        ১১ নভেম্বর, ২০১৫ at১১:৩৫:১৫ পূর্বাহ্ণ, Reply

        ভাই এই টিউটরিয়াল শিখতে হলে কি প্রথম এ কি ফটোশপ টিউটরিয়াল শিখবো । আমি ফটোশপ ৭ মুটামুটি কাজ জানি।

          হাসান যোবায়ের

          ১১ নভেম্বর, ২০১৫ at০৯:২১:৪১ অপরাহ্ণ,

          জানা থাকলে ভাল। তবে ফটোশপ জানতেই হবে এমন বাধ্য বাধকতা নেই। 🙂

Minhaz

৩০ নভেম্বর, ২০১৫ at১২:১৬:০৪ পূর্বাহ্ণ, Reply

ভাইয়া সফটওয়্যার কি সার্ভারে আপলোড করে দিতে পারবেন না? 😀

    হাসান যোবায়ের

    ৩০ নভেম্বর, ২০১৫ at০৯:৪৪:৩৩ পূর্বাহ্ণ, Reply

    গুগল থেকে ডাউনলোড করে নেন। 😀

আবরার ফুয়াদ

১৬ জানুয়ারি, ২০১৬ at১১:২০:৩৫ পূর্বাহ্ণ, Reply

হাসান যোবায়ের ভাই সামনে নতুন কোন ডিভিডি কি বের হচ্ছে ?

Md.Aslam Hossen

১৯ অক্টোবর, ২০১৬ at০২:১৯:১৬ অপরাহ্ণ, Reply

ভাই Software কি crack version নাকি full Original version.

Shihab

২৯ নভেম্বর, ২০১৬ at১১:২১:২৯ পূর্বাহ্ণ, Reply

Graphics motion pro er Tutorial ke bhaiya ber hobe ?

    হাসান যোবায়ের

    ২৯ নভেম্বর, ২০১৬ at০১:৪৯:১৯ অপরাহ্ণ, Reply

    এখন পর্যন্ত তেমন কোন পরিকল্পনা নেই।

Md.Monerul Islam

৩ ডিসেম্বর, ২০১৬ at০১:৪০:২৯ পূর্বাহ্ণ, Reply

ভাই এসইও(SEO) এর কোন টিউটেরিয়াল আছে???

Sujon Khan

৬ মে, ২০১৭ at০৭:২৩:০৮ অপরাহ্ণ, Reply

Thanks

md rob

৯ জুলাই, ২০১৭ at০২:২০:৩৩ অপরাহ্ণ, Reply

ভাই এ টিউটোরিয়াল শিখলে টিভিচেনেলে নিউজ এডিটিংসহ কাজ করা সম্ভব হবে? আমার বাংলাদেশ টিভি তে কন্টাকে জব অপার পেয়িছ বাট ঐখানে দেখলাম উনারা Adius6 & adobe cloud ব্যবহার করে so Adius or adobe cloud এর টিউট হবে? apnader এই টিউট শিখলে কি adius or cloud পারা যাবে?

    হাসান যোবায়ের

    ৯ জুলাই, ২০১৭ at০৮:২৮:০৭ অপরাহ্ণ, Reply

    হ্যা এই ভিডিও টিউটোরিয়াল দেখে শিখেও আপনি টিভি চ্যানেলে কাজ করতে পারবেন। এডোবি ক্লাউডের সফটওয়্যারই হচ্ছে প্রিমিয়ার প্রো নিশ্চিন্তে এই ডিভিডি অর্ডার করতে পারেন। ধন্যবাদ।

Meshkat vs wild

১৬ অক্টোবর, ২০১৭ at০৩:৩৫:০৫ অপরাহ্ণ, Reply

আমার অনেক দিনের ইচ্ছা আছে grapich degain শিখবো।।
কিন্তু সমস্যা হচ্ছে এর আগে একটা ওয়েট সাইট থেকে seo এর ডিস্ক কিনেছিলাম।।
সেখানে বলা হয়েছিলো যে এখানে advence lavel seo শেখানো হয়েছে।।
কিন্তু ডিভিডি হাতে পাওয়র পরে দেখলাম একদম ব্যাসিক লেভেল seo রয়েছে।।
যা যে কেও জানে।।
আর youtube এ ফ্রিতে পাওয়া যায়।।
আমার কথা হচ্ছে এখন এই গ্রাফিক্স ডিজাইন ভিডিওটাও এমন হবে নাতো?????

    হাসান যোবায়ের

    ১৬ অক্টোবর, ২০১৭ at০৬:৩৫:৪৭ অপরাহ্ণ, Reply

    আমাদের ওয়েব সাইটে অনেকগুলো ফ্রি টিউটোরিয়াল দেয়া আছে। সেগুলো দেখুন। যদি মনে হয় এগুলো থেকে শিখতে পারছেন তাহলে ডিভিডি অর্ডার করতে পারেন।

Md kutubuddin Gazi

১৫ ফেব্রুয়ারি, ২০১৮ at০৮:৫১:৪০ অপরাহ্ণ, Reply

আমি প্রিমিয়ার প্রো সিসি ২০১৭ ইনস্টল করেছি কিন্তু টাইটেল মেনু দিচ্ছে না।গ্রাফিক্স দিচ্ছে ।কারন টি একটু বলবেন please.

    হাসান যোবায়ের

    ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ at০১:৪৯:৩৩ অপরাহ্ণ, Reply

    স্ক্রিনশট সহ পোস্ট দিন। আমরা দেখছি কি সমস্যা।

      Md kutubuddin Gazi

      ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ at০৭:২১:১৩ অপরাহ্ণ, Reply

      স্ক্রিন শট করে পাঠাতে পারছি না তাই লিখে পাঠালাম
      File Edit Clip Sequence Markers Graphics window help. এই মেনু গুলো আছে কিন্তু Title নামের মেনুটি নেই।যার দ্বারা আমি লেখা যুক্ত করবো ভিডিও তে।

Arif

১ মে, ২০১৮ at০৪:০১:৩৯ অপরাহ্ণ, Reply

amar pc duel core… 2gb ram 64 bit windows 7 ai software ki amar pc te cholbe?

    হাসান যোবায়ের

    ১ মে, ২০১৮ at০৬:৩৮:৫৫ অপরাহ্ণ, Reply

    হ্যা চলবে কোন সমস্যা নেই। এই কম্পিউটারেই শিখতে পারবেন।

Rabbi

১৭ মার্চ, ২০১৯ at০৬:২৯:০৬ অপরাহ্ণ, Reply

Amr windows 7 (32bit), core i3 processor, 2gb ddr3 ram. Adobe premier pro use korte r ki ki lagbe???

    হাসান যোবায়ের

    ১৭ মার্চ, ২০১৯ at০৭:৫৮:৩৮ অপরাহ্ণ, Reply

    ৬৪ বিট উইন্ডোজ লাগবে। র‍্যাম ৪জিবি হলে ভাল হয়।

আনিক আশরাফ

২ নভেম্বর, ২০১৯ at১০:১০:৫১ পূর্বাহ্ণ, Reply

ভাই vfx এর কাজ আছে এই কোর্সে?

    হাসান যোবায়ের

    ২ নভেম্বর, ২০১৯ at০৫:৫৯:৪৬ অপরাহ্ণ, Reply

    সরাসরি দেখানো হয়নি। তবে গ্রিন স্ক্রিনের কাজ দেখানো হয়েছে।

Shakhawat Hossain

৪ সেপ্টেম্বর, ২০২০ at০৯:৫৭:২৭ অপরাহ্ণ, Reply

আফটার ইফেক্টস এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল চাই ।
?
ইউটিউবে বাংলাতে আফটার ইফেক্টস এর অ্যাডভান্স লেভেল এর টিউটোরিয়াল অনেক অনেক কম।
তাই আফটার ইফেক্টস নিয়ে টিউটোরিয়াল বানালে অনেক উপকৃত হতাম ❤️

    হাসান যোবায়ের

    ৪ সেপ্টেম্বর, ২০২০ at১০:৫২:১৯ অপরাহ্ণ, Reply

    হ্যা হবে। সাথেই থাকুন সব সময়।

Rafat Rajib

৯ নভেম্বর, ২০২০ at১১:৪৯:১৫ পূর্বাহ্ণ, Reply

I dont have any DVD Rom. Can I get a download link? then I can Pay

    হাসান যোবায়ের

    ৯ নভেম্বর, ২০২০ at১১:৫২:১৮ পূর্বাহ্ণ, Reply

    হ্যা পারবেন। আপনি আমাদের প্রযুক্তি টিম ফেসবুক পেজে ম্যাসেজ দিন। আমরা লিংক দিয়ে দিবো।

A. Ibn Faruk

৪ এপ্রিল, ২০২১ at০৩:৪০:১৩ অপরাহ্ণ, Reply

আসসালামু আলাইকুম ।
Adobe Premiere Pro CC এর ডিভিডি কোন Version?
প্লিজ জানাবেন!

    হাসান যোবায়ের

    ৫ এপ্রিল, ২০২১ at১০:০৭:২৯ পূর্বাহ্ণ, Reply

    সিসি ২০১৫। যেটা লো কনফিগার কম্পিউটারেও চলবে।

মন্তব্য করুন

ফেইসবুক দিয়ে মন্তব্য