এডোবি ইলাস্ট্রেটর এমন একটি সফটওয়্যার যেটা এখন প্রায় সকল অফিশিয়াল কাজেই প্রয়োজন হয়। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, মোশন গ্রাফিক্স , ইলাস্ট্রেশন, প্রিন্ট ও প্রেস, ভিডিও প্রোডাকশন সহ সকল মাল্টিমিডিয়া সম্পর্কিত কাজে ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার লাগবেই। অর্থাৎ শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের জন্য ইলাস্ট্রেটর দরকার হয় এমন নয়; এই সফটওয়্যার এখন মাইক্রোসফট অফিসের মত সকলের জন্যই জানা আবশ্যক।
এডোবি সফটওয়্যার শেখার অন্যতম সুবিধা হচ্ছে একটি শিখলে অন্যগুলোতেও কাজ করা সহজ হয়ে যায়। তবে হ্যা শেখার সময় শুধু টুলসের উপর ফোকাস করে শিখলে হবে না। ডিজাইন সেন্স ডেভেলপ করাও বেশ জরুরী। শুরুতেই ডিজাইন সেন্স নিয়ে চিন্তা করা দরকার নেই। ধীরে ধীরে সেটা ডেভেলপ করতে হবে এবং প্রচুর অনুশীলন করতে হবে।
এডোবি ইলাস্ট্রেটর সিসি ২০২১ ভার্শনে এমন সব নতুন ফিচার যুক্ত করা হয়েছে যা পূর্বের ভার্শনগুলোতে করতে অনেক সময় লাগতো। আমাদের এই টিউটোরিয়াল কোর্স সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে অর্থাৎ নতুন করে ইলাস্ট্রেটর সিসি ২০২১ ভার্শনে রেকর্ড করা হয়েছে। টিউটোরিয়াল সময় বৃদ্ধি, কন্টেন্ট ভ্যারিয়েশন সহ এখন এই কোর্স আরও বেশি পরিমার্জিত এবং নির্ভুল। আমাদের নিজস্ব সাউন্ড রেকর্ডিং স্টুডিওতে টিউটোরিয়ালগুলো রেকর্ড করা হয়েছে। তাই টিউটোরিয়াল কোর্সগুলো HD কোয়ালিটি এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। কোয়ালিটি যাচাই করতে দেখুন আমাদের ফ্রি টিউটোরিয়াল।
অর্থাৎ এই ইলাস্ট্রেটর কোর্স পরিপূর্ণভাবে শেষ করতে পারলে আপনি ভবিষ্যতে গ্রাফিক ডিজাইনের পাশাপাশি মাল্টিমিডিয়া সেক্টরের যে কোন জায়গাতেই কাজ করতে পারবেন।
এবার জেনে নেই শুধুমাত্র এই ইলাস্ট্রেটর কোর্স করেই অনলাইনে/ চাকরীতে যে কাজগুলো পাবেনঃ
আমরা এই টিউটোরিয়াল প্যাকেজে বিশেষভাবে নতুনদের জন্য শূন্য থেকে এডভান্স সকল টিপস এবং ট্রিকস আলোচনা করেছি। আমাদের টিউটোরিয়াল অনুসরণ করে শত শত ফ্রিল্যান্সার তৈরি হয়েছে। আমরা নিশ্চিত হয়েই বলতে পারি বাংলায় ইলাস্ট্রেটর নিয়ে আমরাই সবচেয়ে সফল টিউটোরিয়াল তৈরি করেছি।রকমারিতে গত ৯ বছর ধরে আমাদের টিউটোরিয়াল ডিভিডিগুলো রয়েছে বেস্ট সেলার তালিকার শীর্ষে! আমাদের একটি টিউটোরিয়াল প্যাকেজ যারা নিয়েছেন তাদের মধ্যে ৮০% শিক্ষার্থীই বাকি টিউটোরিয়ালগুলোও সংগ্রহ করেছেন। সব চেয়ে বড় কথা আমরা বিশ্বের সেরা সেরা টিউটোরিয়াল অনুসরণ করে তৈরি করে থাকি। এছাড়াও আমরা সরাসরি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকি।
প্রধান যে টপিকগুলো আলোচনা করা হয়েছেঃ
এক নজরে আমাদের কোর্স কন্টেন্টঃ
মোট কথা এই সবগুলো টিউটোরিয়াল দেখে শেষ করলে ইলাস্ট্রেটর পরিপূর্ণ ধারণা পাওয়া যাবে। অর্থাৎ ইলাস্ট্রেটর নিয়ে কখনো কোথাও আটকাতে হবে না। অনুগ্রহ করে ধৈর্য্য সহকারে টিউটোরিয়ালগুলো দেখবেন এবং প্রচুর অনুশীলন করবেন তাহলেই পাবেন সফলতা। নিশ্চিত হয়েই বলতে পারি এত বিস্তারিত গাইডলাইন সহ টিউটোরিয়াল আর কোথাও পাবেন না। রকমারি লক্ষাধিক বই/ডিভিডি এর মধ্যে বেস্ট সেলার এমনিতেই হয়নি!!
এখানে কিছু প্রজেক্ট সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। শুধু ট্রেইলারে আটকে থাকলে ভুল করবেন!
আমাদের কিছু শিক্ষার্থীর রিভিউঃ
গ্রাফিক্স ডিজাইনের উপর আমার কালেকশনে অন্তত ১০-১৫ জনের টিউটোরিয়াল আছে।
তার মধ্যে বাংলায় হাসান যোবায়েরের টিউটোরিয়ালই সেরা বলে মনে হয়েছে।
এর কারণগুলো হলো-
১. ভিডিও টিউটোরিয়ালগুলো আপডেটেট সফটওয়ার দিয়ে তৈরি করা হয়েছে।
২. টিউটোরিয়ালের সাথে আপডেটেট সফটওয়ারটিও দিয়ে দেওয়া হয়েছে।
৩. প্র্যাকটিসের জন্যে প্রয়োজনীয় ফাইল দেওয়া হয়েছে।
৪. বাস্তব ভিত্তিক প্রজেক্ট দেখানো হয়েছে।
৫. টিউটোরিয়ালগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার উপযোগী করে তৈরি করা হয়েছে।
সব শেষ এক কথায় বলছি, হাসান যোবায়েরের সবগুলো টিউটোরিয়াল কেউ যদি যথাযথভাবে দেখে প্রাকটিস করে তার আর অন্য কোন টিউটোরিয়াল দেখার প্রয়োজন হবে না, সে সরাসরি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বা লোকাল মার্কেটে কাজ করার জন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।
আমি মনে করি, হাসান যোবায়েরের মতো আপডেটেট টিউটোরিয়াল বাজারে আর দ্বিতীয়টি নেই।
আমি হাসান যোবায়েরের দীর্ঘায়ু কামনা করি, যেন তিনি ভবিষ্যতে বাংলাদেশের জন্যে আরো ভালো কিছু উপহার দিতে পারেন।
সাইদুল ইসলাম
টপ রেটেড ফ্রিল্যান্সার, Upwork.com
Tarek Khan বলেছেনঃ
প্রথমেই ধন্যবাদ যানাই হাসান যুবায়ের ভাইকে। যার ভিডিও টিউটরিয়াল দেখে কাজ শিখে আজ আমি ইনকাম করছি এবং ভাল আছি।
আমি অনেক বাংলা টিউটরিয়াল দেখেছি কিন্তু এত সহজ এবং বিস্তারিত ভাবে কেউ টিউটরিয়াল তৈরি করে নাই। যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতে চান, আপনারা নিরদিধায় হাসান যুবায়ের ভাইয়ের ফটোশপ ,ফটোশপ এডভান্স, এডোব ইলাস্ট্রেটর সিএস৬, লোগো এবং বিজনেস কার্ড ডিজাইন এবং প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল কিনতে পারেন। আমি মনে করি অন্য সব টিউটরিয়াল থেকে এটাতে ভাল এবং তারাতারি শিখতে পারবেন।
Mohammad Ali বলেছেনঃ
হাসান জুবায়ের ভায়ের করা ফটোশপ ও ইলাস্ট্রটর এর উপর টিউটোরিয়াল গুলো এক কথায় অনন্য। আমার কালেক্সনে অন্য কোম্পানীর টিউটোরিয়াল আছে যেমন: আল হেরা অথবা ইনফোনেট। সেগুলোর তুলনায় হাসান ভায়ের করা টিউটোরিয়াল গুলো অনেক অনেক ভাল এবং তথ্যবহুল। একদম বেসিক থেকে শুরু করে এ্যাডভান্স লেভেল পর্যন্ত যার যেমন প্রয়োজন সেভাবে তৈরি করা টিউটোরিয়াল। হাসার ভায়ের করা ফটোশপ বা ইলাস্ট্রেটর এর সব গুলো ডিভিডি আমার সংগ্রহে আছে।
প্রতিটা টুল্স গুলো যেভাবে বিস্তারিত বণনা করা আছে তা খুব সহজেই নতুন শিক্ষার্থীর নিকট আয়ত্ত করা সহজ। আবার এ্যাডভান্স লেভেলের শিক্ষার্থীদের জন্য “ফটোশপ এ্যাডভান্স” টিউটোরিয়াল গুলো যথেষ্ট সাহায্যকারী এবং ফ্রিলান্সিং উপযোগী।
সবশেষে, হাসান জুবায়ের ভাইকে বলবো আপনি আরো বেশী ফ্রিলান্সিং উপযোগী টিউটোরিয়াল বানান। আমাদের মতো যারা গ্রাফিক্স ডিজাইন শিখছি এবং আপওযার্কের মতো মার্কেট প্লেস এ নিজেকে মেলে ধরতে চাই তাদের কথা চিন্তা করে আরো বেশী
টিউটোরিয়াল বানান।
এই রকম আরো রিভিউ চেক করতে দেখুন আমাদের প্রযুক্তি টিম ফেসবুক পেজ রিভিউ।
আমিতো নতুন। আমি কি শিখতে পারবো?
-হ্যা অবশ্যই পারবেন কারণ একেবারেই শুরু থেকে ধীরে ধীরে এডভান্স টপিকে যাওয়া হয়েছে।
আমি কি এই ইলাস্ট্রেটর কোর্স শিখে ফ্রিল্যান্সিং করতে পারবো?
-ফ্রিল্যান্সিং/চাকরী করার আগে আপনাকে ভালমত শিখতে হবে এবং ভাল একটি পোর্টফোলিও বানাতে হবে। আপনি যদি এই সবগুলো টিউটোরিয়াল দেখে শেষ করেন তাহলে অনায়াসেই ফ্রিল্যান্সিং করতে পারবেন।
আমার কাছেতো সফটওয়্যার নেই। কিভাবে শিখবো?
-আমাদের টিউটোরিয়াল কোর্সে সফটওয়্যার দেয়া আছে। কিভাবে ইন্সটল করতে হবে সেটাও ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেখানো আছে।
ইউটিউব থেকেইতো সব শেখা যায়। তাহলে এই পেইড টিউটোরিয়ালের কি দরকার?
-ইউটিউব থেকে সব শেখা গেলে সারা বিশ্বে এত জনপ্রিয় পেইড টিউটোরিয়াল সাইট তৈরি হতো না। স্কুল , কলেজ দরকার হতো না। ধারাবাহিকভাবে শিখতে চাইলে সাজানো গোছানো টিউটোরিয়াল এর বিকল্প নেই। তবে হ্যা আপনি যখন এডভান্স হয়ে যাবেন তখন নির্দিষ্ট টপিক সার্চ করে ইউটিউব থেকে শিখতে পারবেন। তবে শুরুটা গোছানোভাবেই করুন!
আমরা এই ফটোশপ টিউটোরিয়াল কোর্সের মূল্য ধরেছি ১৫০০ টাকা। তবে এখন নতুন রিলিজ হওয়াতে ৫০% ছাড় দিয়ে মূল্য রাখা হয়েছে ৭৫০ টাকা।
এই অফার সীমিত সময়ের জন্য।
আমাদের এই নতুন প্রযুক্তি টিম সাইটে চাইলে অনলাইনেই কোর্স করা যাবে। কোর্স করার পর সার্টিফিকেটও সংগ্রহ করা যাবে। অনলাইন কোর্সের মূল্যও কম। পেমেন্ট করার সাথে সাথে অনলাইন কোর্স আনলকড হয়ে যাবে এবং যখন ইচ্ছে টিউটোরিয়ালগুলো দেখা যাবে। অনলাইন কোর্সগুলো অর্ডার করা যাবে এখানে।
অনলাইন কোর্স করার বিস্তারিত গাইডলাইন দেখুন এই ভিডিওতে।
আপনি আমাদের টিউটোরিয়াল কোর্স ডিভিডি রকমারি/ দারাজ/ ইভ্যালি/ মাল্টিপ্ল্যান সেন্টার/ আইডিবি থেকে সংগ্রহ করতে পারেন। যদি সেভাবে সংগ্রহ করতে অসুবিধা হয় তাহলে নিচের এই অর্ডার ফর্ম ফিল আপ করুন। আমরাই আপনার সাথে যোগাযোগ করে ডিভিডি পাঠানোর ব্যবস্থা করে দিবো। যে কোন তথ্য জানতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল এই নাম্বারেঃ ০১৮৭৩৫৫৪৬৬৮
আমাদের ক্যাশ অন ডেলেভারি সার্ভিস রয়েছে। অর্থাৎ আপনি আমাদের টিউটোরিয়াল ডিভিডি হাতে পাওয়ার পরেই বিল পরিশোধ করতে পারবেন। তাই নিচের ফর্মটি ফিল আপ করে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন।
সাড়া বাংলাদেশ থেকে ডিভিডি সংগ্রহ করা যাবে এই সাইট থেকে। অনলাইন বই/সিডি/ ডিভিডি স্টোর হিসেবে রকমারি ডটকম এখন সাড়া দেশেই অনেক জনপ্রিয়। ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধা থাকায় এ সাইটে বই/ডিভিডি অর্ডার দেওয়ার সময় টাকা পরিশোধ করতে হয় না। বইটি গ্রাহকের কাছে পৌঁছানোর পরই শুধু গ্রাহককে মূল্য পরিশোধ করতে হয়। দেশের যে প্রান্তেই হোক না কেন, মাত্র ৫০ টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে বই/ ডিভিডি পৌঁছে দেয় রকমারি। বইয়ের সংখ্যা বেশি হলেও চার্জ একই। স্থানভেদে দুই থেকে ৫ দিনের মধ্যে পৌঁছে যায় কাঙ্ক্ষিত বই। অর্ডার করা খুবই সহজ। সাইটে গিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন তারপর আপনার কাংখিত ডিভিডিটি Add to Cart। ডিভিডি অর্ডার লিঙ্কঃ
রকমারি হেল্প লাইনে ফোন করেও অর্ডার দিতে পারেন। হট লাইন নাম্বারঃ Customer care: 16297 , 01519521971 (২৪ ঘন্টা)। সপ্তাহে যে কোন সমস্যায় যে কোন সময়ে ফোন করতে পারেন। সাড়া বাংলাদেশ থেকে এভাবেই আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। এমনকি এখানে থেকে আপনি গিফটও করতে পারবেন। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন hasan.jubair@yahoo.com
এছাড়া একসাথে নিতে পারেন আমাদের টোটাল গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল প্যাকেজ যেখানে ছাড় রয়েছে এবং কুরিয়ার চার্জ ফ্রি।
এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপের (এপিএজিআইসি) একটি অনলাইন শপিং প্রতিষ্ঠান দারাজ। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দারাজ বাংলাদেশে কার্যক্রম শুরু করে। দেশি ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ড দারাজ বাংলাদেশ প্ল্যাটফর্মটি ব্যবহার করে অনলাইনে পণ্য বিক্রি করে। দারাজ বাংলাদেশ ব্যবহার করে ঘরে বসেই পণ্য ফরমায়েশ দেওয়া যায় এবং পণ্য বুঝে নেওয়ার পর অর্থ পরিশোধ করার সুযোগ রয়েছে। পণ্য পৌঁছে দেওয়ার জন্য আলাদা কোনো খরচ দিতে হয় না। দারাজের নিজস্ব কর্মীরাই পণ্য পৌঁছে দেন।
সুখবর হচ্ছে আমাদের প্রযুক্তি টিম টিউটোরিয়াল ডিভিডি কোর্স এখন দারাজ থেকেও পাওয়া যাবে। ফ্রি ডেলেভারি, কুপন/ ভাউচার, মূল্য ছাড় সহ অনেক সুবিধা থাকছে দারাজে। দারাজে অর্ডার দিতে নিচের প্রযুক্তি টিম স্টোরে ক্লিক করুন।
বিভিন্ন মার্কেটে টিউটোরিয়াল ডিভিডিগুলো পাওয়া যাবে। যেখানে যেখানে পাওয়া যাবে সেই মার্কেটের লিস্টঃ
সারা বাংলাদেশ থেকে নেয়ার জন্য rokomari.com ; daraz.com.bd আর evaly.com.bd তো আছেই!
প্রযুক্তি টিম অফিসিয়াল ফ্যান পেজ।
প্রযুক্তি টিম অফিসিয়াল ফেসবুক গ্রুপ।
প্রযুক্তি টিম লিংকডইন অফিসিয়াল ফ্যান পেজ।
প্রযুক্তি টিম অফিসিয়াল লিংকডইন গ্রুপ।
পরিশেষে বলতে চাই টিউটোরিয়াল কেমন হয়েছে বা কেমন আশা করেন সব কিছুই জানতে চাই আপনাদের কাছ থেকে।
ধন্যবাদ সবাইকে।
Mahedi Hassan
11 June, 2019 at08:43:47 PM,
খুব ভালো লেগেছে জেনে যে, ইলাস্ট্রেটর নতুন ডিভিডি রিলিজ হয়েছে।
হাসান যোবায়ের
11 June, 2019 at11:08:52 PM,
ধন্যবাদ মেহেদি। 🙂
Bikash Singh
11 December, 2019 at07:16:12 AM,
great I need the training
হাসান যোবায়ের
12 December, 2019 at01:38:38 PM,
Please order our tutorial dvd. Thanks
Tanvirul Haider
4 July, 2020 at04:18:47 PM,
আমি টিউটোরিয়ালটা অনলাইন কোর্স হিসেবে নিয়েছি এবং আমি সব ফাইলগুলোতে এক্সেস করতে পারছি। কিন্তু সফটওয়্যার এর লিংক এবং ইন্সটল পদ্ধতির লেকচার দেখছিনা। যদি অপশানটি দেখিয়ে দিতেন উপকৃত হতাম।
ধন্যবাদ
হাসান যোবায়ের
5 July, 2020 at01:26:56 PM,
আশা করি পেয়েছেন।
sanim
10 July, 2020 at09:29:15 AM,
ভাইয়া আপনি ইলাস্টরের সফটওয়্যার কিভাবে ক্র্যাক ইন্সটল করতে হয় সেটা শিখাবেন?
হাসান যোবায়ের
10 July, 2020 at09:30:32 AM,
হ্যা সাথে সফটওয়্যার দেয়া আছে।
দিবস হালদার
13 July, 2020 at04:18:06 PM,
টোটাল গ্রাফিক্স কোর্স টি পুরোটা নিলে ফ্রিল্যাংসিং মার্কেটে কাজ করার উপযোগী হতে পারবো.?
হাসান যোবায়ের
13 July, 2020 at07:36:52 PM,
ভাল মত দেখলে এবং চেষ্টা করলে অবশ্যই সম্ভব। আমাদের ফেসবুক পেজের রিভিউ দেখে আইডিয়া নিতে পারেন।
shuddhohoney
13 September, 2021 at07:43:27 PM,
Core i3 প্রসেসর এর ল্যাপটপ দিয়ে কি illustration এর কাজ শিখতে পারব?
হাসান যোবায়ের
17 September, 2021 at07:30:29 PM,
Yes.