কলেজ কিংবা ইউনিভার্সিটির গন্ডি পেরোতে সকল শিক্ষার্থীকেই প্রেজেন্টেশন দিতে হয়। সাধারণত এসব পর্যায়ে সুন্দর প্রেজেন্টেশনের চর্চা পরবর্তীকালে শিক্ষার্থীদের কর্মজীবনে বেশ ভাল কাজে দেয়। এককথায়, যেকোনো শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী ও কর্মতৎপর হয়ে উঠতে প্রেজেন্টেশনের বিকল্প নেই। সাধারনতঃ প্রেজেন্টেশনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে যা সকল শিক্ষার্থীকেই মেনে চলতে হয়। সুন্দর পোশাক-পরিচ্ছদের পাশাপাশি একটা সুন্দর স্লাইড। আগের দিনে ব্ল্যাকবোর্ডে বা রঙিন পোস্টারে প্রেজেন্টেশনের কাজ শেষ করা গেলেও এখন তা স্লাইডে দিতে হয়। পাওয়ারপয়েন্ট, ওপেন অফিস, প্রেজেন্টেশন টুল, পিডিএফ অথবা প্রেযি – এই সবধরনের টুলস ব্যবহার করে আজকাল একটা সুন্দর প্রেজেন্টেশন দেয়া যায়!
একটা সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে শ্রোতাদের বিমুগ্ধ করতে চাইলে স্লাইডের কন্টেন্ট, ফন্ট, স্লাইড টেম্পলেট প্রভৃতি বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হয়। অনেক শিক্ষার্থীই উপযুক্ত টেম্পলেটের অভাবে গড়িমসি করে কাজের খাতিরে সাধারণ একটা টেম্পলেট দিয়ে স্লাইড তৈরি করে। অনেকেই আবার MS Powerpoint এর ডিফল্ট টেম্পলেটগুলো দিয়েও স্লাইড বানানোর কাজে ইতি টানে। আর মূলতঃ এই কাজটিই সবাই করে। যার ফলে, বেশ কয়েকটা গ্রুপের একটা প্রেজেন্টেশন সেশনে শ্রোতাকে আলাদাভাবে বিমুগ্ধ করার মতো বিশেষ কোনো প্রেজেন্টেশন গ্রুপ থাকে না! অথচ অনলাইনে বেশ কিছু চমৎকার ফ্রি টেম্পলেট আছে যেগুলো ডাউনলোড করে শিক্ষার্থীরা তাদের টেম্পলেটে ব্যবহার করে খুব সহজেই শ্রোতাদের বিমুগ্ধ করতে পারে।
আজ আমি এমন কিছু চমৎকার ফ্রি টেম্পলেট নিয়ে কথা বলবো।
কালারফুল প্রেজেন্টেশন দেয়ার জন্য Christmas Theme Template টেম্পলেটটির বিকল্প নেই। প্রায় ২২ ধরণের ডিজাইন রয়েছে এই টেম্পলেটে! ভিন্নমাত্রার প্রেজেন্টেশন দিতে Christmas Theme Template টি ব্যবহার করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
সবুজ রঙের প্রাধান্য পাওয়া এই ফ্রি স্লাইডটি যেকোনো কোর্সের প্রেজেন্টেশন থেকে শুরু করে ব্যবসা কিংবা অন্যান্য প্রফেশনাল লেকচারে ব্যবহার করা যাবে। প্রায় ২৫ ধরণের ভিন্ন ভিন্ন ডিজাইনের স্লাইড পাওয়া যাবে এতে। প্রেজেন্টেশনে Balthasar টেম্পলেট ব্যবহার করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
কালো ও বাদামি রঙের ভেতর সোনালি, সাদা ও ধূসর রঙের চমৎকার কম্বিনেশন পেতে Gold Keynote টেম্পলেটটি ব্যবহার করা যেতে পারে। এই টেম্পলেটের স্লাইডের প্রেজেন্টেশন একদিক দিয়ে যেমন প্রেজেন্টারের প্রফেশনালিজমকে ফুটিয়ে তুলবে তেমন প্রেজেন্টেশনও হয়ে উঠবে আকর্ষণীয়। অসাধারণ এই Gold Keynote এর টেম্পলেটগুলো ব্যবহার করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
হালকা রঙের প্যালেট, দুইপাশের কোণাকুণি অবস্থান থেকে টাইলড বক্স এবং একটা হালকা ব্যকগ্রাউন্ড – এই ধরণের ডিজাইন নিয়ে Titania এর চমৎকার টেম্পলেটগুলো প্রেজেন্টেশনের স্লাইডে ব্যবহার করলে স্লাইড হয়ে উঠবে আরও আকর্ষণীয়। সম্পূর্ণ বিনামূল্যের এই Titania এর টেম্পলেটগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
সবুজ ও নীল রঙের কালার স্কিমের সমন্বয়ে গঠিত এই টেম্পলেটটি প্রেজেন্টেশন দেয়ার জন্য অত্যন্ত উপযোগী। প্রায় ২৫ ধরণের ডিজাইন রয়েছে এই টেম্পলেটে এবং এগুলোর সবগুলোই নিজের মনমতো এডিট করা যাবে। স্লাইডে গ্রাফ, চার্ট কিংবা টেবিলের প্রয়োজন হলে এই টেম্পলেটের স্লাইডে আলাদা আলাদা থিম তৈরি করা আছে। এছাড়াও এতে রয়েছে বিশাল আইকন ফ্যামিলি এবং এর সবগুলোই এডিট করা যাবে। চমৎকার এই টেম্পলেটগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
কোনো কলাম ছাড়া এই টেম্পলেটের স্লাইডগুলো প্রায় ১৭ ধরণের ডিজাইনে পাওয়া যাবে। সৃজনশীল কাজের সাথে জড়িত মানুষরা এই টেম্পলেটগুলো দিয়ে তাদের প্রেজেন্টেশনের স্লাইডগুলো ডিজাইন করতে পারেন। চমৎকার এই ফ্রি টেম্পলেটগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
দুই ধরণের রঙের মধ্যে গ্র্যাডিয়েন্ট ইফেক্ট ব্যবহার করে এই টেম্পলেটগুলোর স্লাইড ডিজাইন করা হয়েছে। সাধারণত ফরমাল প্রেজেন্টেশনগুলো দিতে এই টেম্পলেটগুলোর জুড়ি নেই। এতেও প্রায় ২৫ ধরণের ডিজাইন পাওয়া যাবে। Warwick এর টেম্পলেটগুলোর মতো স্লাইডে গ্রাফ, চার্ট কিংবা টেবিলের আলাদা আলাদা থিম তৈরি করা আছে। এছাড়াও এতে রয়েছে বিশাল আইকন ফ্যামিলি এবং এর সবগুলোই এডিট করা যাবে। চমৎকার এই টেম্পলেটগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
কর্পোরেট লেভেলে প্রেজেন্টেশন দিতে ছিমছাম, আধুনিক ও চমৎকার প্রেজেন্টেশন দিতে Nowco টেম্পলেট ব্যবহার করা যেতে পারে। এই স্লাইডের টেম্পলেটগুলোও পছন্দমতো ফন্ট ও ছবি পরিবর্তন করে ব্যবহার করা যাবে। সম্পূর্ণ ফ্রি এই টেম্পলেটগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
সূক্ষ্ম ইলাস্ট্রেটেড ব্যাকগ্রাউন্ডের এই চমৎকার টেম্পলেটগুলো অন্যান্য সব স্লাইড থেকে আপনার স্লাইডকে আলাদা করে তুলবে এটা শতভাগ নিশ্চিত! হাতে আঁকা ইলাস্ট্রেশন ও টাইপোগ্রাফি এই টেম্পলেটের স্লাইডগুলোতে দিয়েছে ভিন্নমাত্রা। এতেও প্রায় ২৫ ধরণের ডিজাইন পাওয়া যাবে। সেরিফ টাইপোগ্রাফি ও সিঙ্গেল অ্যাকসেন্ট কালারের এই টেম্পলেটগুলোতেও Warwick এর টেম্পলেটগুলোর মতো স্লাইডে গ্রাফ, চার্ট কিংবা টেবিলের আলাদা আলাদা থিম তৈরি করা আছে। সম্পূর্ণ ফ্রি এই টেম্পলেটগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
প্রেজেন্টেশনকে ভাবপ্রবণ ও নস্টালজিক করে তুলতে এই টেম্পলেটের ডিজাইনাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। পছন্দমতো টেক্সট ও ছবি পরিবর্তন করা যাবে এই টেম্পলেটের স্লাইডগুলোতে। এতেও প্রায় ২৫ ধরণের ডিজাইন পাওয়া যাবে। সম্পূর্ণ ফ্রি এই টেম্পলেটগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
এক রঙের উপর গুরুত্ব আরোপ করে এই টেম্পলেটগুলো ডিজাইন করা হয়েছে। প্রেজেন্টেশনকে গুরুত্ববহ, সাধারণ কিন্তু আকর্ষণীয় করে তুলতে Viola টেম্পলেটগুলো ব্যবহার করা যেতে পারে। এতেও প্রায় ২৫ ধরণের স্লাইডের ডিজাইন পাওয়া যাবে। এছাড়াও এতে রয়েছে বিশাল আইকন ফ্যামিলি এবং এর সবগুলোই এডিট করা যাবে। সম্পূর্ণ ফ্রি এই টেম্পলেটগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
এখনকার দিনে স্লাইড ছাড়া একটা প্রেজেন্টেশন কার্যত অচল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কর্পোরেট লেভেল পর্যন্ত সর্বত্রই প্রেজেন্টেশন প্রচলিত। আর একটা সুন্দর প্রেজেন্টেশনের জন্য চমৎকার ও আকর্ষণীয় স্লাইডের ভূমিকা অনস্বীকার্য। উপর্যুক্ত সম্পূর্ণ বিনামূল্যের স্লাইডগুলো প্রেজেন্টেশনের জন্য অনেক উপযোগিতা রাখবে বলে আশা করছি!
তথ্যসূত্রঃ
https://www.hongkiat.com/blog/powerpoint-templates-for-awesome-keynotes/
https://www.slidescarnival.com/
https://www.youtube.com/
Proshanta Shil
9 এপ্রিল, 2018 at12:33:49 অপরাহ্ন,