দূর্দান্ত ১০ টিপ্‌স, ট্রিকস্‌ এবং হ্যাক: ফটোশপ সিসি

প্রকাশিতঃ 25 নভেম্বর, 2021, দেখা হয়েছেঃ

আজ আমি অ্যাডোব ফটোশপ সিসি এর ১০ টি দুর্দান্ত ফিচার, ট্রিকস, হ্যাকস এবং আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। এতে থাকবে কিছু সহজ, কিছু কঠিন, কিছু ভাল পরিচিত ট্রিকস্‌।

ফটো এডিটিংয়ের জন্য অ্যাডোবি ফটোশপ সবসমই প্রশংসিত। এর বিভিন্ন সুবিধার জন্য একজন ইমেজ এডিটরকে অনেক স্বাচ্ছন্দ্যে প্রয়োজনীয় কাজ সম্পাদন করাতে পারেন সহজেই। ছবির গুণগত মান বজায় রেখে এর বহুমুখী ব্যবহার ছবিকে ভিন্নমাত্রা এনে দিতে পারে। এর পলিগন ছবি এডিট করার কাজকে অনেক সহজ করেছে বলেই বিশ্বে ইমেজ এডিটিং সফটওয়্যার বলতে সবাই অ্যাডোবি ফটোশপকেই বোঝে। কিন্তু এই সফটওয়্যারটির পরিপূর্ণ ব্যবহার না জানার কারণে অনেক ইমেজ এডিটরকে সমস্যায় পড়তে হচ্ছে। আপাত দৃষ্টিতে এসব ভুল চোখে ধরা না পড়লেও প্রফেশনাল ইমেজ এডিটরদের কাছে এগুলো ক্ষমার অযোগ্য।

দ্রুত দাঁত সাদা করার ট্রিক

১. প্রথমেই আপনার ছবি ওপেন করুন। তারপর New Adjustment Layer থেকে  Vibrance এবং  Vibrance-60” তে নিয়ে আসুন।

photoshop-tips-and-tricks-01a

২. তারপর Vibrance layer এ layer mask সিলেক্ট করুন।

৩. এরপর Window>Properties থেকে Invert বাটন সিলেক্ট করুন।

photoshop-tips-and-tricks-01b

৪. ব্রাশ টুল (B) সিলেক্ট করুন। ব্রাশ টুলের Opacity 50 তে সেট করুন।

৫. দাঁতের উপর ব্রাশ দিয়ে পেইন্ট করুন। এভাবে আপনি খুব সহজেি এবং দ্রুত রিয়েলস্টিক ভাবে দাঁত সাদা করতে পারেন।

photoshop-tips-and-tricks-01c

সব লেয়ারকে দ্রুত একটি লেয়ারে রুপান্তর

যখন আমরা অনেকগুলি লেয়ারের অথবা মাত্র কয়েকটি লেয়ার এর কোন ফটোশপ ডকুমেন্ট এ কাজ করি, ফাইনাল কাজের আউটপুট দেখার জন্য আমাদেরকে সবগুলি লেয়ার মার্জ করার প্রয়োজন পরে। এ কাজটি করার জন্য ফটোশপে কোন নির্দিষ্ট ফিচার  নেই। তবে একটি হট-কী রয়েছে। Ctrl + Shift + Alt+ E হচ্ছে Windows এবং Cmd+ Shift +Opt + E ম্যাক ব্যবহারকারীদের জন্য।

photoshop-tips-and-tricks-02b

রুটেট ভিউ টুল

tumblr_njcqip69oi1r0ke1zo2_1280

আপনি যখন retouching বা কোন ধরণের shading এর কাজ করবেন, অথবা dodging বা  burning করবেন, এর জন্য  Rotate View tool ই হচ্ছে ফটোশেপের সবচেয়ে দরকারি টুলস্‌। এই টুলটির মাধ্যমে আপনি আপনার ছবির ভিউকে ঘুরাতে পারেন ছবির কোন  প্রকার পরিবর্তন ছাড়াই। এটা দ্রুত এবং ব্যবহার করা সহজ! টুল বক্সে থেকে Hand টুলটি ক্লিক করুন এবং ধরে রাখুন। এখানে Rotate View tool দেখতে পাবেন। তারপর ছবিটি ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আপনারে কাজের সুবিধামত Rotate করুন।

লেয়ার অপাসিটি পরিবর্তনের হট-কী

Layer প্যানেলে Layer অপাসিটি স্লাইডার ব্যবহার করার পরিবর্তে, আপনি সহজভাবে মুভ টুল (V) সিলেক্ট করে Layer Opacity পরিবর্তন করতে পারেন আপনার কীবোর্ড কোন সংখ্যা চেপে। কি-বোর্ডে 1 প্রেস করলে অপাসিটি 10%, 5 প্রেস করলে 50% ইত্যাদি। একইভাবে Shift প্রেস করে যদি আপনি বিভিন্ন সংখ্যা প্রেস করেন তাহলে Fill অপাসিটি পরিবর্তন হবে।

layers-06

লেয়ার সিলেকশন ট্রিক

আপনার Layer প্যানেলটি দেখুন এবং কোন একটি Layer নির্বাচন করুন। আপনি উপরে বা নীচের কোন Layer দ্রুত নির্বাচন করতে পারেন শুধুমাত্র Alt+ [ ] (অল্টার + স্কয়ার ব্রেকেট) প্রেস করার মাধ্যমে।

mDWq869p7C

লেয়ার মুভিং ট্রিক

maxresdefault

অনেকটাই উপরের ট্রিকের মত। আপনি যে কোন Layer মুভ করতে পারেন কি-বোর্ডের Ctrl+  [   ]। Ctrl + [ লেয়ার কে মুভ করে নিচে নামানোর জন্য এবং Ctrl + ] লেয়ার কে উপরে উঠানোর জন্য।

দ্রুত ফটোশপ ডকুমেন্ট এর সেন্টার বের করার ট্রিক

2017-05-23 (1)

আপনার ফটোশপ ডকুমেন্টটির খুব সহজেই Center খুঁজে পাওয়া যায়। এজন্য আপনাকে যা করতে হবে:

১. View থেকে New Guide Layout.

২. “Columns” এবং “Rows” এ টিক মার্ক (ছবির মত) করুন।

2566985

৩. ২ Columns এবং ২ Rows সিলেক্ট করুন। অবশ্যই, “Gutter” “0” তে সেট করতে ভুলবেন না। তারপর ok বাটন এ ক্লিক করুন। এভাবে আপনি খুব সহজে ডকুমেন্ট সেন্টার বের করতে পারেন।

দ্রুত রং পরিবর্তন করার ট্রিক

ফটোশপে কালার পরিবর্তন করা অনেকের কাছেই কঠিন মনে হতে পারে। আমি আজ আপনাদের সাথে খুব সহজ একটি ট্রিক শেয়ার করছি। সহজে কোন ইমেজ এর রং পরিবর্তন করতে হলে:

2569

১. আপনার ছবিটির উপর নতুন একটি Layer নিন।

২. টুলস্‌ থেকে ব্রাশ (B) টুল নিয়ে আপনার পছন্দের Color টি করুন।

Screenshot_1

৩. পেইন্ট করা লেয়ারটির  Blend mode পরিবর্ত করে Color সিলেক্ট করুন। এভাবে আপনি রিয়েস্টিক ভাবে রং পরিবর্তন করতে পারেন।

Screenshot_2

দ্রুত টেক্সট এবং শেপ কালার চেঞ্জ ট্রিক

123

আপনি দ্রুত কোন ধরনের Layer, Solid Color Adjustment এবং Layer এর কালার পরিবর্তন করতে পারেন খুব সহজেই। প্রথমে যে Text/Fill layer এর কালার পরিবর্তন করবেন সেটি সিলেক্ট করুন। তারপর কি-বোর্ডের Alt + Delete প্রেস করুন। এভাবে খুব সহজে আপনি কোন Text/Fill color লেয়ার এর কালার পরিবর্তন করতে পারেন।

ইন্সটাগ্রাম ফেড ইফেক্ট ট্রিক

২. New Adjustment Layer থেকে  Selective Color সিলেক্ট করুন।

৩. কালার ড্রপ ডাউন মেনু থেকে Neutrals সিলেক্ট করুন।

256885

৪. Black স্লাইডারটি -20 তে সেট করুন।

1234

৫. কালার ড্রপ ডাউন মেনু থেকে Black সিলেক্ট করুন।

৬.  Black স্লাইডারটি -15 তে সেট করুন। তাহলে পেয়ে যাবেন আপনার কাঙ্খিত Fade Effect.

2222222222222

সিলেকশান প্লেসমেন্ট হ্যাকিং

266

আপনি আপনার Selection টি ড্রাগ করার সময় এক যায়গা থেকে অন্য যায়গায় সরাতে পারেন। ধরুন আপনি কোন একটি যায়গা সিলেক্ট করলেন। কিন্তু এটি অন্য যায়গায় সরাতে পারেন। ড্রাগ করার সময় Ctrl+Spacebar এ প্রেস করে রাখুন। তারপর মাউস মুভ করুন, দেখবেন আপনার সিলেকশানটি মুভ হচ্ছে।

  • ট্যাগস

সকল মন্তব্য (2)

al ahad

4 জুন, 2017 at03:51:49 অপরাহ্ন, জবাব

আচ্ছা আমি সহজে ডিজাইন শিখব কিভাবে

Mish

23 জুলাই, 2019 at03:21:22 পূর্বাহ্ন, জবাব

Wow, give you five start review – continue nice post love it

মন্তব্য করুন

ফেইসবুক দিয়ে মন্তব্য