রিলিজ হলো সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য অটোক্যাড বাংলা টিউটোরিয়াল ২ডি । ৩ডি । কন্সট্রাকশন ড্রয়িং

প্রকাশিতঃ 28 ডিসেম্বর, 2021, দেখা হয়েছেঃ

সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য অটোক্যাড

প্ল্যান, এলিভেশন, সেকশন  এই ধরণের ড্রয়িংগুলো স্ট্রাকচারাল ড্রয়িং এর বাইরে এবং আর্কিটেকচারাল ড্রয়িং এর অন্তর্ভুক্ত হলেও আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়াররাই এই ড্রয়িংগুলো করে থাকেন।কলাম শিডিউল, কলাম লেয়াউট, ফুটিং সেকশন, বীম সেকশন এই ধরণের ড্রয়িংগুলোই প্রধানতঃ স্ট্রাকচারাল ড্রয়িং এর অন্তর্গত। স্ট্রাকচারাল ড্রয়িং এর প্রধান উদ্দেশ্যই হল ডিজাইনের বিভিন্ন অংশগুলোর ব্যাপারে বিস্তারিত ধারণা নেয়া।

যেকোন স্ট্রাকচারাল ড্রয়িং এর মূল্ভিত্তি হলো প্ল্যান। একজন আর্কিটেক্ট প্রথমে প্ল্যান, এলিভেশন, সেকশন এই ধরণের ড্রয়িং এর কাজ করে থাকেন। ফ্লোর প্ল্যানের মাধ্যমে তিনি টপ ভিউ থেকে একটি ল্যান্ডস্ক্যাপে কি ধরণের ডিজাইন হয় তা খুব সহজে উপস্থাপন করে থাকেন।একটি নির্দিষ্ট জায়গায় কয়টি রুম হবে; রুমের বিভিন্ন আসবাবপত্র কিরকম হবে; রান্নাঘর, টয়লেট কোথায় হবে; বারান্দা কোন কোন রুমের সাথে থাকবে- এই সব বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায় একটি সুনির্দিষ্ট প্ল্যান থেকে।এরপর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই মূল চারটি দিক থেকে তিনি চারটি এলিভেশন তৈরি করেন যেগুলো যথাক্রমে নর্থ এলিভেশন, সাউথ এলিভেশন, ইস্ট এলিভেশন ও ওয়েস্ট এলিভেশন নামে পরিচিত। এর বাইরেও উত্তর-পূর্বকোণ, দক্ষিণ-পূর্বকোণ- এরকম বিভিন্ন কৌণিক দিক থেকেও একটি দালানের বিভিন্ন এলিভেশন আঁকা যায়।এরপরই আসে সেকশনের কাজ। যেকোন সেকশন আমরা সাধারণতঃ উলম্বদিকের বা ভার্টিক্যাল ডাইমেনশন বা পরিমাপ জানার জন্যই এঁকে থাকি। সেকশন কমপক্ষে দুইটি আঁকা উচিত- একটি অনুভূমিক সেকশন এবং অপরটি উলম্ব সেকশন। দুই সেকশনের যেকোন একটিকে অবশ্যই সিঁড়ির উপর দিয়ে টানতে হবে-  যাতে সবকিছুরই পরিমাপ আমরা পুংখানুপুংখরূপে অনুধাবন করতে পারি। রাজউক প্ল্যান অনুমোদনের জন্য অন্যান্য বিভিন্ন ড্রয়িং এর পাশাপাশি প্ল্যান, এলিভেশন,সেকশন কিন্তু অবশ্যই অন্তর্ভুক্ত করতে হয়।এই আর্কিটেকচারাল ড্রয়িংগুলো আঁকা প্রধানতঃ আর্কিটেক্টদের কাজ হলেও আমাদের দেশে অনেক ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়াররাও বিশেষ প্রয়োজনে এই কাজগুলো সম্পন্ন করে থাকেন।

এরপরই শুরু হয় অটোক্যাডে স্ট্রাকচারাল ড্রয়িং এর কাজ।কারণ, অটোক্যাডে স্ট্রাকচারাল ড্রয়িং এর মূল ভিত্তিই হলো বিল্ডিং এর ফ্লোর প্ল্যান। এর পাশাপাশি ইট্যাবস বা এই ধরণের বিভিন্ন স্ট্রাকচারাল এনালাইসিস সফটওয়্যার থেকে বিভিন্ন ডাটা নিয়ে ইঞ্জিনিয়াররা তাদের স্ট্রাকচারাল ডিজাইনে পরিপূর্ণতা নিয়ে আসেন। স্ট্রাকচারাল এনালাইসিস সফটওয়্যার থেকে পাওয়া এই ডাটাই কিন্তু কলাম পজিশন নির্ধারণ করার মূল ভিত্তি। কলাম পজিশন জেনে নেয়ার পর, অটোক্যাডে ইঞ্জিনিয়াররা কলাম লেয়াউট, কলাম শিডিউল, ফুটিং লেয়াউট, গ্রেড বীম-ফ্লোর বীম লেয়াউট প্রভৃতি ডিজাইনিং এর কাজ শুরু করেন। এর পাশাপাশি কলাম সেকশন, ফুটিং সেকশন, বীম সেকশন এর মাধ্যমে যে উলম্ব সেকশনের কাজ তাও একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার সহজেই ফুটিয়ে তোলেন। বিভিন্ন সেকশনের ডিজাইনের মাধ্যমে যে পরিমাণ রড লাগবে তার হিসাব সহজেই পরিমাপ করা যায়। প্রতি সেকশনের ডিজাইনেই দেখিয়ে দেয়া হয় কি পরিমাণ স্ট্রেইট বার থাকা প্রয়োজন বা কি পরিমাণ এক্সট্রা টপ বা এক্সট্রা বটম বার স্ট্রাকচারের দীর্ঘস্থায়িত্বের জন্য প্রয়োজনীয় তার পরিপূর্ণ ডিজাইন। রাজউকে প্ল্যানের অনুমোদনের জন্য স্ট্রাকচারাল ডিজাইন রাজউক শিটে ব্যবহার করার প্রয়োজন না হলেও-পৌরসভাতে প্ল্যান অনুমোদনের জন্য যেকোন একটি স্ট্রাকচারাল ড্রয়িং কিন্তু অবশ্যই প্রদান করতে হয়।কাজেই সহজেই বোঝা যাচ্ছে যে, অটোক্যাডে স্ট্রাকচারাল ড্রয়িং কিভাবে করতে হয় তা না জানলে একজন সিভিল ইঞ্জিনিয়ার কর্মক্ষেত্রে খুব একটা সুবিধা করে উঠতে পারবেন না। এমনকি, তিনি যদি ডিজাইনার নাও হন-তাও অন্য ইঞ্জিনিয়ারের পাঠানো ডিজাইন পরিপূর্ণভাবে বুঝতেও কিন্তু অটোক্যাডে স্ট্রাকচারাল ড্রয়িং – এ দক্ষতা অর্জন করা অতীব জরুরী।

অটোক্যাড  এমন একটি সফটওয়্যার যা সিভিল ইঞ্জিনিয়ারিং এর  এই ধরণের ডিজাইনিং এর কাজে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্মে ও ফ্যাক্টরিতে বহুল ব্যবহৃত হয়। বিভিন্ন সহজ ও জটিল নকশা তৈরির জন্য ডিজাইনারদের প্রথম পছন্দই হল অটোক্যাড। অটোক্যাড হল একটি Computer Aided Design software যা 2-D ও 3-D ডিজাইনে বহুল ব্যবহৃত হয়। এর প্রস্তুতকারক ও প্রকাশক হল Autodesk Inc. পিসিতে প্রথম দিকের Computer Aided Design এর সফটওয়্যার গুলার একটি হল অটোক্যাড। প্রায় ৩৭ বছর যাবত এই অটোক্যাড সফটওয়্যার রাজত্ব করছে এবং ভবিষ্যতেও করবে।

এক নজরে এই প্যাকেজে যা থাকছে ঃ
• ধারাবাহিক ১০০+ HD ভিডিও টিউটোরিয়াল, যা সব মিলিয়ে প্রায় ২০+ ঘন্টার টিউটোরিয়াল! (৩ টি ডিভিডি)
• অটোক্যাড ২০২০  ইন্সটল করার গাইডলাইন
• টিউটোরিয়ালে ব্যবহৃত সকল অনুশীলন ফাইল
• ২৪/৭ ঘন্টা অনলাইন সাপোর্ট সিস্টেম
• সবগুলো টিউটোরিয়াল রেকর্ড করা হয়েছে আমাদের সাউন্ডপ্রুফ রেকর্ডিং স্টুডিওতে তাই পুরোপুরি নয়েজমুক্ত ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড

টিউটরের সংক্ষিপ্ত পরিচিতিঃ

আলী কায়সার, একজন ইঞ্জিনিয়ার ও ডিজাইনার। বিএসসি করেছেন, ম্যাটেরিয়ালস এন্ড ম্যাটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বুয়েট থেকে।এরপর বেশ কয়েক বছর সফলতার সাথে কাজ করেছেন দেশের সনামধন্য ফ্যাক্টরিতে ম্যাটেরিয়াল সিলেকশন ও ডিজাইনিং এ ।

ম্যাটেরিয়াল সিলেকশন করে তার সাপেক্ষে পণ্যের ডিজাইনের বিভিন্ন নকশার কাজ করে তিনি কুড়িয়েছেন সুনাম। এছাড়াও পণ্যের বিভিন্ন ডিজাইনের মার্কেট এনালাইসিসের কাজও তিনি করেছেন সফল্ভাবে।প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বেশ কিছুদিন।বর্তমানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন।

কেন নিবেন আমাদের এই টিউটোরিয়াল কোর্স?

এই টিউটরিয়াল প্যাকেজে আমরা একদম নতুনদের জন্য অটোক্যাড সফটওয়্যারের প্রাথমিক ধারণা থেকে শুরু করে উচ্চতর ধাপ পর্যন্ত এর প্রায়োগিক বিষয়গুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। এরপর অটোক্যাডে কিভাবে কন্সট্রাকশন ড্রয়িং করবেন তার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বিস্তারিত দেখিয়েছি। অটোক্যাডে থ্রিডি এর কমান্ডগুলোর বেসিক আলোচনা করে তা দিয়ে একটি পরিপূর্ণ থ্রিডি বিল্ডিং তৈরির সব কলাকৌশল আমরা দেখিয়েছি এই টিউটোরিয়ালে। বাংলা টিউটোরিয়াল নির্মাণের জগতে আমাদের সফলতার উপর ভিত্তি করেই আমরা নিয়ে এসেছি বাংলায় তৈরি প্রথম সবচেয়ে বিস্তারিত সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য অটোক্যাড এর টিউটোরিয়াল। আমাদের টিউটোরিয়াল অনুসরণ করে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন কর্মক্ষেত্রে দক্ষতার  পরিচয় দিতে পেরেছেন। এই টিউটোরিয়াল থেকে অর্জিত দক্ষতা তাতে যুক্ত করবে এক নতুন মাত্রা।  এই টিউটোরিয়াল্গুলো নির্মাণে আমরা সহায়তা নিয়েছি বিশ্বের সবচেয়ে দর্শক সমাদৃত টিউটোরিয়ালের, যা আমাদের কাজকে করেছে আরো সমৃদ্ধ।

অর্থাৎ এই কোর্সটি সম্পূর্ণরূপে শেষ করতে পারলে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের বেসিক থেকে এডভান্সড বিভিন্ন ডিজাইনিং এর বিষয়ে জানতে পারবেন।

এক নজরে দেখে নিই এই টিউটোরিয়াল কোর্স কাদের জন্যঃ

  • সিভিল ইঞ্জিনিয়ার
  • ক্যাড ডিজাইনার
  • প্রজেক্ট ডিজাইনার
  • ড্রাফটসম্যান
  • সাইট সারভেয়র

এবার জেনে নিই এই কোর্সটি করে আপনি চাকরি/অনলাইনে কি কি কাজ করতে পারবেনঃ

  • বিল্ডিং ফ্লোর প্ল্যান ডিজাইন
  • বিভিন্ন ধরণের এলিভেশন ড্রয়িং
  • বিভিন্ন ধরণের সেকশনের কাজ
  • কলাম লেয়াউট
  • কলাম শিডিউলিং
  • গ্রেড বীম লেয়াউট
  • ফুটিং লেয়াউট
  • কলাম সেকশন
  • বীম সেকশন
  • রাজউক প্ল্যান সাবমিশন

এক নজরে আমাদের কোর্স কন্টেন্টঃ

অটোক্যাড ২০২০ সফটওয়্যারের নতুন ফিচারসমূহঃ

  • পর্ব ১ঃ অটোক্যাড ২০২০ এর নতুন রাইট ক্লিক মেন্যু
  • পর্ব ২ঃ অটোক্যাড ২০২০ এর কিবোর্ড শর্টকাট
  • পর্ব ৩ঃ অটোক্যাড ২০২০ ইউজার ইন্টারফেসে নেভিগেশন
  • পর্ব ৪ঃ অটোক্যাড ২০২০ তে অবজেক্ট লেয়ার প্রোপার্টিজ
  • পর্ব ৫ঃ অটোক্যাড ২০২০ এর কুইক ম্যাজার কমান্ড- টুল প্যালেট

অটোক্যাড  বেসিক ফিচারঃ

  • পর্ব ৬ঃ ইউজার ইন্টারফেস ইন্ট্রোডাকশন (এপ্লিকেশন মেন্যু, ট্যাবস, রিবন, প্যানেল)
  • পর্ব ৭ঃ স্ট্যাটাস বারের ব্যবহার
  • পর্ব ৮ঃ অবজেক্ট স্ন্যাপ এবং অবজেক্ট ট্র্যাকের ব্যবহারিক প্রয়োগ
  • পর্ব ৯ঃ অর্থো মুড এবং পোলার ট্র্যাকিং এর ব্যবহার
  • পর্ব ১০ঃ ড্রয়িং লাইন, আর্ক, সারকেল, রেকটেঙ্গেল, পলিগন
  • পর্ব ১১ঃ ড্রয়িং পলিলাইন, স্প্লাইন
  • পর্ব ১২ঃ লেয়ার প্রোপার্টিজ এর প্রাথমিক ধারণা
  • পর্ব ১৩ঃ প্যান, জুম, ভিউ কিউব, নেভিগেশন বার এর ব্যবহার
  • পর্ব ১৪ঃ সিলেক্টিং অবজেক্ট
  • পর্ব ১৫ঃ ডাইমেনশন স্টাইল সেট আপ
  • পর্ব ১৬ঃ গ্রিড , স্ন্যাপ, কো-অর্ডিনেট ব্যবহার করে ড্রয়িং
  • পর্ব ১৭ঃটেক্সট স্টাইল এর ব্যবহার
  • পর্ব ১৮ঃ টাইটেল ব্লক তৈরি এবং পেইজ সেটাপ- পার্ট ১
  • পর্ব ১৯ঃ টাইটেল ব্লক তৈরি এবং পেইজ সেটাপ- পার্ট ২
  • পর্ব ২০ঃ টাইটেল ব্লক তৈরি এবং পেইজ সেটাপ- পার্ট ৩
  • পর্ব ২১ঃ মুভ-কপি-রোটেট-স্কেল কমান্ড এর প্রয়োগ
  • পর্ব ২২ঃ রেক্টেংগুলার এবং পোলার এরে
  • পর্ব ২৩ঃ অফসেট ও মিররের ব্যবহারিক প্রয়োগ
  • পর্ব ২৪ঃ ফিলেট ও চেমফারের ব্যবহার
  • পর্ব ২৫ঃ স্ট্রেচ ও লেংদেনের ব্যবহার
  • পর্ব ২৬ঃ ট্রিম ও এক্সটেন্টের ব্যবহার
  • পর্ব ২৭ঃ ব্রেক ও জয়েন কমান্ডের ব্যবহার
  • পর্ব ২৮ঃ ডিভাইড ও মেজার কমান্ডের ব্যবহার
  • পর্ব ২৯ঃ কুইক এক্সেস টুলবার কাস্টোমাইজ করা
  • পর্ব ৩০ঃ ডাইমেনশন ও ডাইমেনশন ওভাররাইডের এডিটিং
  • পর্ব ৩১ঃ কন্টিনিউয়াস ডাইমেনশনিং ও বেজলাইন ডাইমেনশনিং
  • পর্ব ৩২ঃ অবজেক্ট লেয়ার প্রোপার্টিজের ব্যবহার এবং এলটি স্কেল এর প্রয়োগ
  • পর্ব ৩৩ঃ হাইড এবং আইসোলেট অবজেক্ট এর সিস্টেম
  • পর্ব ৩৪ঃ অটোক্যাডে একটি টেবল তৈরি করার পদ্ধতি
  • পর্ব ৩৫ঃ টেবলে ফিল্ড ব্যবহার করা
  • পর্ব ৩৬ঃ গ্রুপ ম্যানেজার এর প্রয়োগ
  • পর্ব ৩৮ঃ ব্লক রিডিফাইন করা
  • পর্ব ৩৯ঃ ডাইনামিক ব্লক ব্যবহার করা
  • পর্ব ৪০ঃ ডাব্লিউ ব্লকের প্রয়োগ
  • পর্ব ৪১ঃ সেন্টার লাইন ডাইমেনশনিং
  • পর্ব ৪২ঃ রিজিওনের ব্যবহার
  • পর্ব ৪৩ঃ মেজার টুলের ব্যবহারিক প্রয়োগ
  • পর্ব ৪৪ঃ এরিয়া টুলের ব্যবহার
  • পর্ব ৪৫ঃ ডিফল্ট টেমপ্লেটের সাহায্যে ড্রয়িং সেটাপ
  • পর্ব ৪৬ঃ ২ ডি প্ল্যান ড্রয়িং এ দরজা  আঁকা
  • পর্ব ৪৭ঃ ২ ডি তে সিঁড়ি আঁকা
  • পর্ব ৪৮ঃপ্ল্যান ড্রয়িং এ ওয়াল এবং কলাম আঁকা
  • পর্ব ৪৯ঃ প্ল্যান ড্রয়িং এ টেক্সটের ব্যবহার
  • পর্ব ৫০ঃপ্ল্যান ড্রয়িং এ জানালার ব্যবহার
  • পর্ব ৫১ঃ প্ল্যান ড্রয়িং এর বিস্তারিত বিষয়াবলী
  • পর্ব ৫২ঃ ফ্লোর প্ল্যানের এলিভেশনের কন্সট্রাকশন লাইন ড্রয়িং
  • পর্ব ৫৩ঃএলিভেশনের উইন্ডো আঁকা
  • পর্ব ৫৪ঃএলিভেশনের দরজা আঁকা
  • পর্ব ৫৫ঃএলিভেশনের দরজা আঁকা
  • পর্ব ৫৬ঃগ্রাউন্ড ফ্লোরের এলিভেশন আঁকা
  • পর্ব ৫৭ঃছাদের এলিভেশন আঁকা
  • পর্ব ৫৮ঃপ্ল্যানের এলিভেশনের হ্যাঁচ আঁকা
  • পর্ব ৫৯ঃফ্লোর প্ল্যানের সেকশন আঁকা
  • পর্ব ৬০ঃ সেকশন ড্রয়িং এর জানালা আঁকা
  • পর্ব ৬১ঃসেকশন ড্রয়িং এর দরজা আঁকা
  • পর্ব ৬২ঃসেকশন ড্রয়িং এর সিড়ির রেলিং
  • পর্ব ৬৩ঃসেকশন ড্রয়িং এর বীম আঁকা
  • পর্ব ৬৪ঃসেকশন প্ল্যানে হ্যাচ আঁকা

কন্সট্রাকশন ড্রয়িং সংক্রান্ত বিষয়াবলীঃ

  • পর্ব ৬৫ঃ কলাম লেয়াউট আঁকা
  • পর্ব ৬৬ঃ গ্রেড বীম লেয়াউট আঁকা
  • পর্ব ৬৭ঃ কলাম শিডিউল আঁকা
  • পর্ব ৬৮ঃ ফুটিং লেয়াউট নিয়ে বিস্তারিত আলোচনা
  • পর্ব ৬৯ঃফুটিং সেকশনের খুঁটিনাটি বিষয়াবলী
  • পর্ব ৭০ঃকলাম সেকশন নিয়ে বিস্তারিত আলোচনা- পার্ট ০১
  • পর্ব ৭১ঃকলাম সেকশন নিয়ে বিস্তারিত আলোচনা- পার্ট ০২
  • পর্ব ৭২ঃবীম সেকশন – পার্ট ০১
  • পর্ব ৭৩ঃবীম সেকশন – পার্ট ০২
  • পর্ব ৭৪ঃবীম সেকশন – পার্ট ০৩
  • পর্ব ৭৫ঃ রাজউক প্ল্যান প্রস্তুতি
  • পর্ব ৭৬ঃ রাজউক এবং পৌরসভা শিটের পার্থক্য
  • পর্ব ৭৭ঃ রাজউক শিটের চুড়ান্ত প্রস্তুতি

থ্রিডি ড্রয়িং এর বেসিক টিউটোরিয়ালঃ

  • পর্ব ৭৮ঃ অটোক্যাড থ্রিডিতে বক্স-কোণ- স্ফিয়ার কমান্ড
  • পর্ব ৭৯ঃ ডাইনামিক ইউসিএস -কোঅর্ডিনেটের কাজ
  • পর্ব ৮০ঃ থ্রিডি এক্সট্রুড কমান্ড
  • পর্ব ৮১ঃ লফট কমান্ড
  • পর্ব ৮২ঃ থ্রিডি রিভোলভ কমান্ড
  • পর্ব ৮৩ঃ থ্রিডি সুইপ কমান্ড এর প্রয়োগ
  • পর্ব ৮৪ঃ  প্রেসপুল কমান্ড এর ব্যবহারিক প্রয়োগ
  • পর্ব ৮৫ঃ ত্রিমাত্রিক ব্যবস্থায় বুলিয়ান অপারেশন
  • পর্ব ৮৬ঃ থ্রিডিতে রেকটেংগুলার এবং পোলার এরে
  • পর্ব ৮৭ঃ সেকশন এবং প্লেনের বিস্তারিত আলোচনা
  • পর্ব ৮৮ঃ ফিলেট – এইজ – চেমফার কমান্ড এর প্রয়োগ
  • পর্ব ৮৯ঃ সারফেস কমান্ড এর প্রয়োগ

স্ক্র্যাচ থেকে থ্রিডি বিল্ডিং অংকনের বিস্তারিত বিষয়াবলীঃ

  • পর্ব ৯০ঃ থ্রিডি বিল্ডিং এর ওয়াল এবং কলাম তৈরি
  • পর্ব ৯১ঃ থ্রিডি বিল্ডিং এর ওয়ালে উইন্ডো তৈরি
  • পর্ব ৯২ঃ থ্রিডি বিল্ডিং এর উইন্ডো প্যানেল
  • পর্ব ৯৩ঃ থ্রিডি বিল্ডিং এর সিড়ি
  • পর্ব ৯৪ঃ থ্রিডি বিল্ডিং এর বারান্দা এবং সিড়ির রেইলিং
  • পর্ব ৯৫ঃ থ্রিডি বিল্ডিং এর ত্রিমাত্রিক দরজা
  • পর্ব ৯৬ঃ থ্রিডি বিল্ডিং এর প্লিন্থ এবং র‍্যাম
  • পর্ব ৯৭ঃ থ্রিডি বিল্ডিং এর স্ল্যাব এবং ছাদ
  • পর্ব ৯৮ঃ থ্রিডি বিল্ডিং এর বিভিন্ন ক্ষেত্রে ম্যাটেরিয়াল তৈরি
  • পর্ব ৯৯ঃ থ্রিডি বিল্ডিং এর ফিনিশিং
  • পর্ব ১০০ঃ থ্রিডি বিল্ডিং এর ড্রয়িং এর কারেকশনসমূহ

মোট কথা এই সবগুলো টিউটোরিয়াল দেখে শেষ করলে ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ফিল্ডে অটোক্যাডের ব্যবহার সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যাবে। অর্থাৎ  অটোক্যাড  নিয়ে কখনো কোথাও আটকাতে হবে না। অনুগ্রহ করে ধৈর্য্য সহকারে টিউটোরিয়ালগুলো দেখবেন এবং প্রচুর অনুশীলন করবেন তাহলেই পাবেন সফলতা। নিশ্চিত হয়েই বলতে পারি বাংলায় এত বিস্তারিত গাইডলাইন সহ টিউটোরিয়াল আর কোথাও পাবেন না। আপনাদের উপকারে আসলেই আমাদের এই প্রচেষ্টা স্বার্থক হবে।আর আপনাদের যেকোন প্রয়োজনে আমরা তো পাশে আছিই !!

একনজরে টিউটোরিয়াল ট্রেইলারঃ

এই কোর্সে অনেক টপিক নিয়েই আলোচনা করা হয়েছে। তারমধ্যে অন্যতম প্রজেক্টগুলো সম্পর্কে আইডিয়া নিতে দেখুন এই টিউটোরিয়াল ট্রেইলার।

কোর্স মূল্যঃ

৩৭% ছাড় দিয়ে মূল্য রাখা হয়েছে ৯৫০ টাকা। 

অনলাইনে কোর্স এর মূল্যঃ মাত্র ৭৯৯ টাকা 

অনলাইনে এই কোর্স করার পদ্ধতিঃ

আমাদের এই নতুন প্রযুক্তি টিম সাইটে চাইলে অনলাইনেই কোর্স করা যাবে। কোর্স করার পর সার্টিফিকেটও সংগ্রহ করা যাবে। অনলাইন কোর্সের মূল্যও কম। পেমেন্ট করার সাথে সাথে অনলাইন কোর্স আনলকড হয়ে যাবে এবং যখন ইচ্ছে টিউটোরিয়ালগুলো দেখা যাবে। অনলাইন কোর্সগুলো অর্ডার করা যাবে এখানে।  

অনলাইন কোর্স করার বিস্তারিত গাইডলাইন দেখুন এই ভিডিওতে।

 

DVD সংগ্রহ করার পদ্ধতিঃ

 প্রযুক্তি টিম টিউটোরিয়াল কোর্স ডিভিডি নিতে চাইলেঃ

আপনি আমাদের টিউটোরিয়াল কোর্স ডিভিডি রকমারি/ দারাজ/ ইভ্যালি/  মাল্টিপ্ল্যান সেন্টার/ আইডিবি থেকে সংগ্রহ করতে পারেন। যদি সেভাবে সংগ্রহ করতে অসুবিধা হয় তাহলে নিচের এই অর্ডার ফর্ম ফিল আপ করুন। আমরাই আপনার সাথে যোগাযোগ করে ডিভিডি পাঠানোর ব্যবস্থা করে দিবো। যে কোন তথ্য জানতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল এই নাম্বারেঃ ০১৮৭৩৫৫৪৬৬৮

আমাদের ক্যাশ অন ডেলেভারি সার্ভিস রয়েছে। অর্থাৎ আপনি আমাদের টিউটোরিয়াল ডিভিডি হাতে পাওয়ার পরেই বিল পরিশোধ করতে পারবেন। তাই নিচের ফর্মটি ফিল আপ করে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন।

[wpforms id=”15642″ title=”false” description=”false”]

অনলাইন মার্কেট রকমারি.কম(rokomari.com):

projukti team

সাড়া বাংলাদেশ থেকে ডিভিডি সংগ্রহ করা যাবে এই সাইট থেকে।  অনলাইন বই/সিডি/ ডিভিডি স্টোর হিসেবে রকমারি ডটকম  এখন সাড়া দেশেই অনেক জনপ্রিয়। ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধা থাকায় এ সাইটে বই/ডিভিডি অর্ডার দেওয়ার সময় টাকা পরিশোধ করতে হয় না। বইটি গ্রাহকের কাছে পৌঁছানোর পরই শুধু গ্রাহককে মূল্য পরিশোধ করতে হয়। দেশের যে প্রান্তেই হোক না কেন, মাত্র ৫০ টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে বই/ ডিভিডি পৌঁছে দেয় রকমারি। বইয়ের সংখ্যা বেশি হলেও চার্জ একই। স্থানভেদে দুই থেকে ৫ দিনের মধ্যে পৌঁছে যায় কাঙ্ক্ষিত বই।  অর্ডার করা খুবই সহজ। সাইটে গিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন  তারপর আপনার কাংখিত ডিভিডিটি   Add to Cart।  ডিভিডি অর্ডার লিঙ্কঃ

 

 

রকমারি হেল্প লাইনে ফোন করেও অর্ডার দিতে পারেন। হট লাইন নাম্বারঃ Customer care: 16297  (২৪ ঘন্টা)। সপ্তাহে যে কোন সমস্যায় যে কোন সময়ে ফোন করতে পারেন। সারা বাংলাদেশ থেকে এভাবেই আপনি আমাদের অটোক্যাড সিভিল কোর্স সংগ্রহ করতে পারবেন। এমনকি এখানে থেকে আপনি গিফটও করতে পারবেন। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected] 

এছাড়া একসাথে নিতে পারেন আমাদের টোটাল গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল প্যাকেজ যেখানে ছাড় রয়েছে এবং কুরিয়ার চার্জ ফ্রি।

 

গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়াল

অনলাইন মার্কেট দারাজ(daraz.com.bd):

এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপের (এপিএজিআইসি) একটি অনলাইন শপিং প্রতিষ্ঠান দারাজ। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দারাজ বাংলাদেশে কার্যক্রম শুরু করে। দেশি ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ড দারাজ বাংলাদেশ প্ল্যাটফর্মটি ব্যবহার করে অনলাইনে পণ্য বিক্রি করে। দারাজ বাংলাদেশ ব্যবহার করে ঘরে বসেই পণ্য ফরমায়েশ দেওয়া যায় এবং পণ্য বুঝে নেওয়ার পর অর্থ পরিশোধ করার সুযোগ রয়েছে। পণ্য পৌঁছে দেওয়ার জন্য আলাদা কোনো খরচ দিতে হয় না। দারাজের নিজস্ব কর্মীরাই পণ্য পৌঁছে দেন।

projukti team daraz

 

সুখবর হচ্ছে আমাদের প্রযুক্তি টিম টিউটোরিয়াল ডিভিডি কোর্স এখন দারাজ থেকেও পাওয়া যাবে। ফ্রি ডেলেভারি, কুপন/ ভাউচার, মূল্য ছাড় সহ অনেক সুবিধা থাকছে দারাজে। দারাজে অর্ডার দিতে নিচের প্রযুক্তি টিম স্টোরে ক্লিক করুন।

দারাজ প্রযুক্তি টিম স্টোর। 

 

আরো যে সব জায়গায় পাওয়া যাবেঃ

বিভিন্ন মার্কেটে টিউটোরিয়াল ডিভিডিগুলো পাওয়া যাবে। যেখানে যেখানে পাওয়া যাবে সেই মার্কেটের লিস্টঃ

  • মাল্টি প্ল্যান সেন্টার (এলিফ্যান্ট রোড, ঢাকা)। দোকানের নামঃ SOLAR SOFT দোকান নাম্বারঃ ১৫৮, নিচ তলা(01912278913)। মঙ্গলবার বন্ধ থাকে।
  • BCS কম্পিউটার সিটি IDB ভবন।  দোকানের নামঃ Nikor, দোকানের সিরিয়াল নাম্বারঃ ১২১ ( দ্বিতীয় তলা) (01914266383)। । রবিবার বন্ধ থাকে।

সারা বাংলাদেশ থেকে নেয়ার জন্য rokomari.com ; daraz.com.bd  আর evaly.com.bd তো আছেই!

কাস্টমার সাপোর্টের জন্য জয়েন করুনঃ

প্রযুক্তি টিম অফিসিয়াল ফ্যান পেজ। 

প্রযুক্তি টিম অফিসিয়াল ফেসবুক গ্রুপ।

প্রযুক্তি টিম লিংকডইন অফিসিয়াল ফ্যান পেজ। 

প্রযুক্তি টিম অফিসিয়াল লিংকডইন গ্রুপ।

প্রযুক্তি টিম টুইটার একাউন্ট

পরিশেষে বলতে চাই টিউটোরিয়াল কেমন হয়েছে বা কেমন আশা করেন সব কিছুই জানতে চাই আপনাদের কাছ থেকে।

ধন্যবাদ সবাইকে।

 

সকল মন্তব্য (4)

shuvo sarkar

7 আগস্ট, 2020 at09:44:54 পূর্বাহ্ন, জবাব

iam totally fresher, so can i learn this program.

GM Mohibur Islam

21 অক্টোবর, 2020 at06:21:52 অপরাহ্ন, জবাব

আমি Civil 3D® software work শিখতে চাচ্ছি| আপনাদের কাছের Civil 3D® software ভিডিও আছে?

    হাসান যোবায়ের

    22 অক্টোবর, 2020 at05:59:21 অপরাহ্ন, জবাব

    হ্যা এটাই আমাদের থ্রিডি টিউটোরিয়াল কোর্স। অটোক্যাড দিয়ে তৈরি টিউটোরিয়াল।

মন্তব্য করুন

ফেইসবুক দিয়ে মন্তব্য