ওয়েব ডিজাইনারদের জন্য ফটোশপ টুলবক্স, বুকমার্ক করুন এক্ষনই!
Published on:

আপনি দৈনিক ফটোশপ ব্যবহার করছেন? অ্যাসেট লাইব্রেরী তৈরী করা আপনার জন্য আপরিহার্য। একটি প্রি-মেইডটুলবক্স/অ্যাসেট লাইব্রেরী আপনার জন্য অত্যন্ত সুবিধাজনক হতে পারে। একটি সঠিক টুলবক্স নির্বাচন আপনার অনেক সময় বাচাবে এবং অত্যন্ত সুশৃঙ্খল রিসোর্সের যোগান দিবে। যদি আপনি একজন ওয়েব ডিজাইনার হোন, তাহলে অবশ্যই আপনার লাইব্রেরী একজন ফটোগ্রাফার এর লাইব্রেরীর চাইতে ভিন্ন হবে। আজ আপনাদের সাথে আলোচনা করব একজন ফটোশপ ব্যবহারকারীর টুলবক্স কেমন হওয়া উচিৎ।
আপনি হয়ত ঘন্টার পর ঘন্টা ব্যয় করছেন রিসোর্স তৈরী করার জন্য, সাধারণত তা করার প্রয়োজন নেই। আজকাল ওয়েব প্রি-মেইড হাই কোয়ালিটি রিসোর্সে পরিপূর্ণ। আমি আজ বিভিন্ন সাইট এবং টুল্স রিসোর্সের নিয়ে আলোচনা করব, আশা করি তা আপনার কর্ম প্রকৃয়াকে আরো গতিশীল করবে। আমার দেয়া রিসোর্সে যদি আপনার কোন প্রিয় সাইট/টুল দেখতে না পান তাহলে দয়া করে কমেন্ট করে উল্লেখ করার জন্য অনুরোধ করছি।
ফ্রি ফটোশপ ব্রাশ
১. (ব্রাশ ইজি) Brusheezy
ব্রাশ ইজি ফটোশপ ব্রাশের অসারণ একটি রিসোর্স।
৩. PS Brushes (পিএস ব্রাশেস)
পিএস ব্রাশ এর আরেকটি কালেকশান।
৩. Brush Lovers (ব্রাশ লাভারস্)
উচ্চ মানের ফটোশপ ব্রাশের এক বিশাল সংগ্রহ হচ্ছে ব্রাশ লাভারর্স। এখানে আপনি ব্যক্তিগত ও বানিজ্যিক ভাবে ব্যহার করার জন্য ব্রাশ সংগ্রহ করতে পারেন।
ফ্রি প্যাটার্নস
1. Colour Lovers (কালার লাভারস্)
কালার লাভার্স প্রফেশনাল আর্টিষ্ট এবং ডিজাইনারদের এক আন্তর্জাতিক কমিউনিটি। প্রফেশনালরা এখানে তাদের আইডিয়া, কালার কনসেপ্ট, প্রযেক্ট এবং ফিডব্যাক প্রদান করে থাকেন। এখানে প্রায় ১,৪১০,৯৮৯ জন ইউসার রয়েছেন।
৩. Squid Fingers (স্কুইড ফিংগার্স)
স্কুইড ফিঙ্গারস এ আপনি আপনার কাজের জন্য জন্য ১০০ টিরও বেশি পেটার্ন খুঁজে পেতে পারেন।
৩. BG Patterns (বিজি প্যাটার্ণস্)
মাত্র কয়েক ক্লিকে ব্যকগ্রাউন্ড প্যাটার্ণ তৈরীর জন্য একটি ছোট ওয়েব অ্যাপ্লিকেশন।
৪. Background Labs (ব্যাকগ্রাউন্ড ল্যাব)
ব্যাকগ্রাউন্ড ল্যাবস আপনার টুইটার প্রোফাইল, ব্লগ এবং ওয়েবসাইট কাস্টমাইজ এর জন্য ফটোশপ ব্যাকগ্রাউন্ড, পেটার্ন, টেক্সচার এবং গ্রাফিক্স এর একটি বিশাল সংগ্রহ।
ফ্রি টেক্সচার
১. CG Textures (সিজি টেক্সচার্স)
সিজি টেক্সচার বিশ্বের সেরা একটি টেক্সচার সাইট। ভাল ফটো মেটেরিয়াল ছাড়া টেক্সচার তৈরী করা অত্যন্ত কঠিন। টেক্সচার তৈরী করা আসলেই ক্রিয়েটিভিটি। সিজি টেক্সচার আপনার টেক্সার তৈরীর মেটেরিয়াল এর জন্য অন্যতম রিসোর্স হতে পারে।
২. Texture King (টেক্সচার কিং)
টেক্সচার কিং ফ্রি স্টক টেক্সচারের একটি রিসোর্স। বর্তমানে এই সাইটে ১৬ ক্যাটাগরিতে ৩০০ টেক্সচার রয়েছে।
৩. Lost & Taken (লস্ট এন্ড টেকেন)
লস্ট এন্ড টেকেন টেক্সচার সাইট টি আড়াই বছর আগে তৈরী করা হয়েছিল যেন ডিজাইনাররা খুব সহজেই পেটার্ন তৈরী করার রিসোর্স পেতে পারেন। আজ পর্যন্ত এই সাইটটি ১০ মিলিয়ন বার দেখা হয়েছে এবং হাজারো ডিজাইনার উপকৃত হয়েছেন।
৪. Mayang’s Free Textures (মায়াঙ্গ’স ফ্রি টেক্সচার্স)
মায়াঙ্গ টেক্সচার লাইব্রেরীতে ৩৮০০ এর ও বেশি হাই-রেজুলেশন টেক্সচার রয়েছে।
৫. Texture Lovers (টেক্সচার লাভার্স)
টেক্সচার প্রেমীদের উদ্দেশ্য ওয়েব জুড়ে থেকে সেরা বিনামূল্যে টেক্সচারের আর্কাইভ।
ফ্রি স্টক ফটো
১. NegativeSpace (নিগেটিভ স্পেস)
২. Freeimages (ফ্রি ইমেজেস)
ফ্রি ইমেজে বিশ্বের সেরা ফ্রি স্টক সাইট. স্টক ফটোগ্রাফির জন্য একটি বিকল্প হিসেবে ফেব্রুয়ারীর ২০০১ সালে চালু করা হয়েছিল। ধারণা করা হয় একটি সাইট যেখানে সৃষ্টিশীল মানুষের অনুপ্রেরণা বা কাজের জন্য স্টক ফটো বিনিময়ের মাধ্যম হিসেবে তৈরী করা হয়।
৩.Everystockphoto (এভরি স্টক ফটো)

এভরি ষ্টকফটো একটি লাইসেন্স স্পেসিফিক ফটো সার্চ ইঞ্জিন।
৪.Morguefile (মর্গ ফাইল)
মর্গ ফাইল বিশ্বের তৃতীয় বৃহত্তম ফ্রি স্টক ফটো সাইট।
ফ্রি আইকন
১. Icon Finder (আইকন ফাইন্ডার)
আইকন ফাইন্ডার একটি জনপ্রিয় ফ্রি আইকন সাইট। ওয়েব ডিজাইন ও ডেভেলাপারদের জন্য হাই কোয়ালিটি আইকনের বিরাট কালেকশান এই সাইট। এটি চালু করা হয় ২০০৭ সালে।
২. FindIcons (ফাইন্ড আইকনস্)
২. Flat Icon (ফ্ল্যাট আইকন)
ফ্রি ফন্টস্
১. Dafont (ডা ফন্ট)
ডাফন্ট ওয়েবের বৃহত্তম ফ্রি ফন্ট লাইব্রেরী।
২. Font Squirrel (ফন্ট স্কুইরল)
ফন্ট স্কুইরল হাই কোয়ালিটি ফ্রি ফন্টের একটি অসারণ সাইট। এই সাইটের ফন্ট আপনি ব্যক্তিগত বা বাণিজ্যিক উভয় ভাবে ব্যবহার করতে পারেন।
চিটশিট
১. Photoshop Cheat Sheet (ফটোশপ চিটশিট)
২. Photoshop Toolbox Reference (ফটোশপ টুলবক্স রেফারেন্স)
৩. Photoshop Etiquette (ফটোশপ এটিকিউট)
পিএসডি’র জেনারেল রিসোর্স
১. Blue Vertigo (ব্ল ভার্টিগো)
1.1. Graphic Clouds (গ্রাফিক ক্লাউডস্)
২. Premium Pixels (প্রিমিয়াম পিক্সেল)
৩. Swift PSD (সুইফট্ পিএসডি)
৪. Free PSD (ফ্রি পিএসডি)
৫. 365psd (৩৬৫ পিএসডি)
৬.PSD Graphics (পিএসডি গ্রাফিক্স)
ফ্রি ফটোশপ প্লাগিন্স
১. Nik Software (নিক সফ্টওয়্যার)
২. Topaz Labs (টোপাজ ল্যাব)
লেখাটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ইনশা আল্লাহ খুব শীঘ্রই ফিরছি অন্য আরেক টপিক নিয়ে সেই পর্যন্ত পযুক্তি টিমের সাথে থাকুন, ভাল থাকুন, এ কামানায় আজ এখানেই বিদায় নিচ্ছি।
Other Blog
Related Posts
Author

Jubair Hasan
Joined 2 years ago
📬 Let's keep in touch
Join our mailing list for the latest updates
Something went wrong!
Please try again.