About Course
সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য অটোক্যাড
প্ল্যান, এলিভেশন, সেকশন এই ধরণের ড্রয়িংগুলো স্ট্রাকচারাল ড্রয়িং এর বাইরে এবং আর্কিটেকচারাল ড্রয়িং এর অন্তর্ভুক্ত হলেও আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়াররাই এই ড্রয়িংগুলো করে থাকেন।কলাম শিডিউল, কলাম লেয়াউট, ফুটিং সেকশন, বীম সেকশন এই ধরণের ড্রয়িংগুলোই প্রধানতঃ স্ট্রাকচারাল ড্রয়িং এর অন্তর্গত। স্ট্রাকচারাল ড্রয়িং এর প্রধান উদ্দেশ্যই হল ডিজাইনের বিভিন্ন অংশগুলোর ব্যাপারে বিস্তারিত ধারণা নেয়া।
যেকোন স্ট্রাকচারাল ড্রয়িং এর মূল্ভিত্তি হলো প্ল্যান। একজন আর্কিটেক্ট প্রথমে প্ল্যান, এলিভেশন, সেকশন এই ধরণের ড্রয়িং এর কাজ করে থাকেন। ফ্লোর প্ল্যানের মাধ্যমে তিনি টপ ভিউ থেকে একটি ল্যান্ডস্ক্যাপে কি ধরণের ডিজাইন হয় তা খুব সহজে উপস্থাপন করে থাকেন।একটি নির্দিষ্ট জায়গায় কয়টি রুম হবে; রুমের বিভিন্ন আসবাবপত্র কিরকম হবে; রান্নাঘর, টয়লেট কোথায় হবে; বারান্দা কোন কোন রুমের সাথে থাকবে- এই সব বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায় একটি সুনির্দিষ্ট প্ল্যান থেকে।এরপর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই মূল চারটি দিক থেকে তিনি চারটি এলিভেশন তৈরি করেন যেগুলো যথাক্রমে নর্থ এলিভেশন, সাউথ এলিভেশন, ইস্ট এলিভেশন ও ওয়েস্ট এলিভেশন নামে পরিচিত। এর বাইরেও উত্তর-পূর্বকোণ, দক্ষিণ-পূর্বকোণ- এরকম বিভিন্ন কৌণিক দিক থেকেও একটি দালানের বিভিন্ন এলিভেশন আঁকা যায়।এরপরই আসে সেকশনের কাজ। যেকোন সেকশন আমরা সাধারণতঃ উলম্বদিকের বা ভার্টিক্যাল ডাইমেনশন বা পরিমাপ জানার জন্যই এঁকে থাকি। সেকশন কমপক্ষে দুইটি আঁকা উচিত- একটি অনুভূমিক সেকশন এবং অপরটি উলম্ব সেকশন। দুই সেকশনের যেকোন একটিকে অবশ্যই সিঁড়ির উপর দিয়ে টানতে হবে- যাতে সবকিছুরই পরিমাপ আমরা পুংখানুপুংখরূপে অনুধাবন করতে পারি। রাজউক প্ল্যান অনুমোদনের জন্য অন্যান্য বিভিন্ন ড্রয়িং এর পাশাপাশি প্ল্যান, এলিভেশন,সেকশন কিন্তু অবশ্যই অন্তর্ভুক্ত করতে হয়।এই আর্কিটেকচারাল ড্রয়িংগুলো আঁকা প্রধানতঃ আর্কিটেক্টদের কাজ হলেও আমাদের দেশে অনেক ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়াররাও বিশেষ প্রয়োজনে এই কাজগুলো সম্পন্ন করে থাকেন।
এরপরই শুরু হয় অটোক্যাডে স্ট্রাকচারাল ড্রয়িং এর কাজ।কারণ, অটোক্যাডে স্ট্রাকচারাল ড্রয়িং এর মূল ভিত্তিই হলো বিল্ডিং এর ফ্লোর প্ল্যান। এর পাশাপাশি ইট্যাবস বা এই ধরণের বিভিন্ন স্ট্রাকচারাল এনালাইসিস সফটওয়্যার থেকে বিভিন্ন ডাটা নিয়ে ইঞ্জিনিয়াররা তাদের স্ট্রাকচারাল ডিজাইনে পরিপূর্ণতা নিয়ে আসেন। স্ট্রাকচারাল এনালাইসিস সফটওয়্যার থেকে পাওয়া এই ডাটাই কিন্তু কলাম পজিশন নির্ধারণ করার মূল ভিত্তি। কলাম পজিশন জেনে নেয়ার পর, অটোক্যাডে ইঞ্জিনিয়াররা কলাম লেয়াউট, কলাম শিডিউল, ফুটিং লেয়াউট, গ্রেড বীম-ফ্লোর বীম লেয়াউট প্রভৃতি ডিজাইনিং এর কাজ শুরু করেন। এর পাশাপাশি কলাম সেকশন, ফুটিং সেকশন, বীম সেকশন এর মাধ্যমে যে উলম্ব সেকশনের কাজ তাও একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার সহজেই ফুটিয়ে তোলেন। বিভিন্ন সেকশনের ডিজাইনের মাধ্যমে যে পরিমাণ রড লাগবে তার হিসাব সহজেই পরিমাপ করা যায়। প্রতি সেকশনের ডিজাইনেই দেখিয়ে দেয়া হয় কি পরিমাণ স্ট্রেইট বার থাকা প্রয়োজন বা কি পরিমাণ এক্সট্রা টপ বা এক্সট্রা বটম বার স্ট্রাকচারের দীর্ঘস্থায়িত্বের জন্য প্রয়োজনীয় তার পরিপূর্ণ ডিজাইন। রাজউকে প্ল্যানের অনুমোদনের জন্য স্ট্রাকচারাল ডিজাইন রাজউক শিটে ব্যবহার করার প্রয়োজন না হলেও-পৌরসভাতে প্ল্যান অনুমোদনের জন্য যেকোন একটি স্ট্রাকচারাল ড্রয়িং কিন্তু অবশ্যই প্রদান করতে হয়।কাজেই সহজেই বোঝা যাচ্ছে যে, অটোক্যাডে স্ট্রাকচারাল ড্রয়িং কিভাবে করতে হয় তা না জানলে একজন সিভিল ইঞ্জিনিয়ার কর্মক্ষেত্রে খুব একটা সুবিধা করে উঠতে পারবেন না। এমনকি, তিনি যদি ডিজাইনার নাও হন-তাও অন্য ইঞ্জিনিয়ারের পাঠানো ডিজাইন পরিপূর্ণভাবে বুঝতেও কিন্তু অটোক্যাডে স্ট্রাকচারাল ড্রয়িং – এ দক্ষতা অর্জন করা অতীব জরুরী।
অটোক্যাড এমন একটি সফটওয়্যার যা সিভিল ইঞ্জিনিয়ারিং এর এই ধরণের ডিজাইনিং এর কাজে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্মে ও ফ্যাক্টরিতে বহুল ব্যবহৃত হয়। বিভিন্ন সহজ ও জটিল নকশা তৈরির জন্য ডিজাইনারদের প্রথম পছন্দই হল অটোক্যাড। অটোক্যাড হল একটি Computer Aided Design software যা 2-D ও 3-D ডিজাইনে বহুল ব্যবহৃত হয়। এর প্রস্তুতকারক ও প্রকাশক হল Autodesk Inc. পিসিতে প্রথম দিকের Computer Aided Design এর সফটওয়্যার গুলার একটি হল অটোক্যাড। প্রায় ৩৭ বছর যাবত এই অটোক্যাড সফটওয়্যার রাজত্ব করছে এবং ভবিষ্যতেও করবে।
Course Content
অটোক্যাড ২০২০ নতুন ফিচার নিয়ে টিউটোরিয়াল
অটোক্যাড ইউজার ইন্টারফেস পরিচিতি
অটোক্যাডে ড্রয়িং এর বিভিন্ন বেসিক বিষয়
অটোক্যাডে টাইটেল ব্লক এবং স্কেলিং
অটোক্যাডে দ্বিমাত্রিক ব্যবস্থায় বহুল ব্যবহৃত কমান্ডসমূহ
অটোক্যাডে দ্বিমাত্রিক অবস্থায় ব্যবহৃত কিছু এডভান্স কমান্ড
এডভান্সড ডাইমেনশনিং
বিভিন্ন ধরণের ব্লক সম্পর্কে বিস্তারিত ধারণা
অটোক্যাডের বিভিন্ন টুলের প্রয়োগ করে বিভিন্ন জ্যামিতিক আকৃতি তৈরির পদ্ধতি
দ্বিমাত্রিক ব্যবস্থায় প্ল্যান ড্রয়িং এর বিস্তারিত বিষয়াবলী
এলিভেশন ড্রয়িং এর টিউটোরিয়ালসমূহ
সেকশন ড্রয়িং এর টিউটোরিয়ালসমূহ
গ্রেড বীম-ফুটিং-কলাম লেয়াউট
কলাম সেকশন- বীম সেকশন এর টিউটোরিয়ালসমূহ
রাজউক এবং পৌরসভা প্ল্যানিং এর বিষয়াবলী
অটোক্যাডে থ্রিডি এর বেসিক কমান্ড এর টিউটোরিয়ালসমূহ
অটোক্যাডে থ্রিডি বিল্ডিং স্ক্র্যাচ থেকে তৈরির পদ্ধতি
Student Ratings & Reviews
আমাকে ফ্রী কোর্স গিফট করায় আমি আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাচ্ছি প্রযুক্তি টিমের সকল কর্মকর্তাকে। এগিয়ে যান আপনারা। এভাবেই পাশে থাকবেন আমাদের সাথে এটাই কামনা করি।