এখানে মূলত আমাদের তিনটি কোর্সের কালেকশন করা হয়েছে। একসাথে নিলে বিশাল মূল্যছাড় এবং পরিপূর্ণ গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল প্যাকেজ।
তিনটি কোর্স নামঃ
আর কোর্সগুলো দেখতেও হবে উপরের মত ধারাবাহিক আকারে। অর্থাৎ ফটোশপ প্রথমে তারপর ইলাস্ট্রেটর এবং শেষে লোগো ও ফ্রিল্যান্সিং কোর্স।
এডোবি ফটোশপ এমন একটি সফটওয়্যার যেটা এখন প্রায় সকল অফিশিয়াল কাজেই প্রয়োজন হয়। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ফটোগ্রাফি, থ্রিডি অ্যানিমেশন, ভিডিও প্রোডাকশন সহ সকল মাল্টিমিডিয়া সম্পর্কিত কাজে ফটোশপ সফটওয়্যার ব্যবহার লাগবেই। অর্থাৎ শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের জন্য ফটোশপ দরকার হয় এমন নয়; এই সফটওয়্যার এখন মাইক্রোসফট অফিসের মত সকলের জন্যই জানা আবশ্যক।
এডোবি সফটওয়্যার শেখার অন্যতম সুবিধা হচ্ছে একটি শিখলে অন্যগুলোতেও কাজ করা সহজ হয়ে যায়। তবে হ্যা শেখার সময় শুধু টুলসের উপর ফোকাস করে শিখলে হবে না। ডিজাইন সেন্স ডেভেলপ করাও বেশ জরুরী। শুরুতেই ডিজাইন সেন্স নিয়ে চিন্তা করা দরকার নেই। ধীরে ধীরে সেটা ডেভেলপ করতে হবে এবং প্রচুর অনুশীলন করতে হবে।
এডোবি ফটোশপ সিসি ২০২১ ভার্শনে এমন সব নতুন ফিচার যুক্ত করা হয়েছে যা পূর্বের ভার্শনগুলোতে করতে অনেক সময় লাগতো। আমাদের এই টিউটোরিয়াল কোর্স সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে অর্থাৎ নতুন করে এডোবি ফটোশপ সিসি ২০২১ ভার্শনে রেকর্ড করা হয়েছে। টিউটোরিয়াল সময় বৃদ্ধি, কন্টেন্ট ভ্যারিয়েশন সহ এখন এই কোর্স আরও বেশি পরিমার্জিত এবং নির্ভুল। আমাদের নিজস্ব সাউন্ড রেকর্ডিং স্টুডিওতে টিউটোরিয়ালগুলো রেকর্ড করা হয়েছে। তাই টিউটোরিয়াল কোর্সগুলো HD কোয়ালিটি এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। কোয়ালিটি যাচাই করতে দেখুন আমাদের ফ্রি টিউটোরিয়াল।
অর্থাৎ এই ফটোশপ কোর্স পরিপূর্ণভাবে শেষ করতে পারলে আপনি ভবিষ্যতে গ্রাফিক ডিজাইনের পাশাপাশি মাল্টিমিডিয়া সেক্টরের যে কোন জায়গাতেই কাজ করতে পারবেন।
এবার জেনে নেই শুধুমাত্র এই ফটোশপ কোর্স করেই অনলাইনে/ চাকরীতে যে কাজগুলো পাবেনঃ
আমরা এই টিউটোরিয়াল প্যাকেজে বিশেষভাবে নতুনদের জন্য শূন্য থেকে এডভান্স সকল টিপস এবং ট্রিকস আলোচনা করেছি। আমাদের টিউটোরিয়াল অনুসরণ করে শত শত ফ্রিল্যান্সার তৈরি হয়েছে। আমরা নিশ্চিত হয়েই বলতে পারি বাংলায় ফটোশপ নিয়ে আমরাই সবচেয়ে সফল টিউটোরিয়াল তৈরি করেছি।রকমারিতে গত ৯ বছর ধরে আমাদের টিউটোরিয়াল ডিভিডিগুলো রয়েছে বেস্ট সেলার তালিকার শীর্ষে! আমাদের একটি টিউটোরিয়াল প্যাকেজ যারা নিয়েছেন তাদের মধ্যে ৮০% শিক্ষার্থীই বাকি টিউটোরিয়ালগুলোও সংগ্রহ করেছেন। সব চেয়ে বড় কথা আমরা বিশ্বের সেরা সেরা টিউটোরিয়াল অনুসরণ করে তৈরি করে থাকি। এছাড়াও আমরা সরাসরি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকি।
এডোবি ফটোশপ সিসি ২০২১ এর নতুন ফিচারঃ
মোট কথা এই সবগুলো টিউটোরিয়াল দেখে শেষ করলে ফটোশপের পরিপূর্ণ ধারণা পাওয়া যাবে। অর্থাৎ ফটোশপ নিয়ে কখনো কোথাও আটকাতে হবে না। অনুগ্রহ করে ধৈর্য্য সহকারে টিউটোরিয়ালগুলো দেখবেন এবং প্রচুর অনুশীলন করবেন তাহলেই পাবেন সফলতা। নিশ্চিত হয়েই বলতে পারি এত বিস্তারিত গাইডলাইন সহ টিউটোরিয়াল আর কোথাও পাবেন না। রকমারি লক্ষাধিক বই/ডিভিডি এর মধ্যে বেস্ট সেলার এমনিতেই হয়নি!!
একনজরে টিউটোরিয়াল ট্রেইলারঃ
এখানে কিছু প্রজেক্ট সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। শুধু ট্রেইলারে আটকে থাকলে ভুল করবেন!
আমাদের কিছু শিক্ষার্থীর রিভিউঃ
গ্রাফিক্স ডিজাইনের উপর আমার কালেকশনে অন্তত ১০-১৫ জনের টিউটোরিয়াল আছে।
তার মধ্যে বাংলায় হাসান যোবায়েরের টিউটোরিয়ালই সেরা বলে মনে হয়েছে।
এর কারণগুলো হলো-
১. ভিডিও টিউটোরিয়ালগুলো আপডেটেট সফটওয়ার দিয়ে তৈরি করা হয়েছে।
২. টিউটোরিয়ালের সাথে আপডেটেট সফটওয়ারটিও দিয়ে দেওয়া হয়েছে।
৩. প্র্যাকটিসের জন্যে প্রয়োজনীয় ফাইল দেওয়া হয়েছে।
৪. বাস্তব ভিত্তিক প্রজেক্ট দেখানো হয়েছে।
৫. টিউটোরিয়ালগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার উপযোগী করে তৈরি করা হয়েছে।
সব শেষ এক কথায় বলছি, হাসান যোবায়েরের সবগুলো টিউটোরিয়াল কেউ যদি যথাযথভাবে দেখে প্রাকটিস করে তার আর অন্য কোন টিউটোরিয়াল দেখার প্রয়োজন হবে না, সে সরাসরি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বা লোকাল মার্কেটে কাজ করার জন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।
আমি মনে করি, হাসান যোবায়েরের মতো আপডেটেট টিউটোরিয়াল বাজারে আর দ্বিতীয়টি নেই।
আমি হাসান যোবায়েরের দীর্ঘায়ু কামনা করি, যেন তিনি ভবিষ্যতে বাংলাদেশের জন্যে আরো ভালো কিছু উপহার দিতে পারেন।
সাইদুল ইসলাম
টপ রেটেড ফ্রিল্যান্সার, Upwork.com
Tarek Khan বলেছেনঃ
প্রথমেই ধন্যবাদ যানাই হাসান যুবায়ের ভাইকে। যার ভিডিও টিউটরিয়াল দেখে কাজ শিখে আজ আমি ইনকাম করছি এবং ভাল আছি।
আমি অনেক বাংলা টিউটরিয়াল দেখেছি কিন্তু এত সহজ এবং বিস্তারিত ভাবে কেউ টিউটরিয়াল তৈরি করে নাই। যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতে চান, আপনারা নিরদিধায় হাসান যুবায়ের ভাইয়ের ফটোশপ ,ফটোশপ এডভান্স, এডোব ইলাস্ট্রেটর সিএস৬, লোগো এবং বিজনেস কার্ড ডিজাইন এবং প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল কিনতে পারেন। আমি মনে করি অন্য সব টিউটরিয়াল থেকে এটাতে ভাল এবং তারাতারি শিখতে পারবেন।
Mohammad Ali বলেছেনঃ
হাসান জুবায়ের ভায়ের করা ফটোশপ ও ইলাস্ট্রটর এর উপর টিউটোরিয়াল গুলো এক কথায় অনন্য। আমার কালেক্সনে অন্য কোম্পানীর টিউটোরিয়াল আছে যেমন: আল হেরা অথবা ইনফোনেট। সেগুলোর তুলনায় হাসান ভায়ের করা টিউটোরিয়াল গুলো অনেক অনেক ভাল এবং তথ্যবহুল। একদম বেসিক থেকে শুরু করে এ্যাডভান্স লেভেল পর্যন্ত যার যেমন প্রয়োজন সেভাবে তৈরি করা টিউটোরিয়াল। হাসার ভায়ের করা ফটোশপ বা ইলাস্ট্রেটর এর সব গুলো ডিভিডি আমার সংগ্রহে আছে।
প্রতিটা টুল্স গুলো যেভাবে বিস্তারিত বণনা করা আছে তা খুব সহজেই নতুন শিক্ষার্থীর নিকট আয়ত্ত করা সহজ। আবার এ্যাডভান্স লেভেলের শিক্ষার্থীদের জন্য “ফটোশপ এ্যাডভান্স” টিউটোরিয়াল গুলো যথেষ্ট সাহায্যকারী এবং ফ্রিলান্সিং উপযোগী।
সবশেষে, হাসান জুবায়ের ভাইকে বলবো আপনি আরো বেশী ফ্রিলান্সিং উপযোগী টিউটোরিয়াল বানান। আমাদের মতো যারা গ্রাফিক্স ডিজাইন শিখছি এবং আপওযার্কের মতো মার্কেট প্লেস এ নিজেকে মেলে ধরতে চাই তাদের কথা চিন্তা করে আরো বেশী
টিউটোরিয়াল বানান।
এই রকম আরো রিভিউ চেক করতে দেখুন আমাদের প্রযুক্তি টিম ফেসবুক পেজ রিভিউ।
আমিতো নতুন। আমি কি শিখতে পারবো?
-হ্যা অবশ্যই পারবেন কারণ একেবারেই শুরু থেকে ধীরে ধীরে এডভান্স টপিকে যাওয়া হয়েছে।
আমি কি এই ফটোশপ কোর্স শিখে ফ্রিল্যান্সিং করতে পারবো?
-ফ্রিল্যান্সিং/চাকরী করার আগে আপনাকে ভালমত শিখতে হবে এবং ভাল একটি পোর্টফোলিও বানাতে হবে। আপনি যদি এই সবগুলো টিউটোরিয়াল দেখে শেষ করেন তাহলে অনায়াসেই ফ্রিল্যান্সিং করতে পারবেন।
আমার কাছেতো সফটওয়্যার নেই। কিভাবে শিখবো?
-আমাদের টিউটোরিয়াল কোর্সে সফটওয়্যার দেয়া আছে। কিভাবে ইন্সটল করতে হবে সেটাও ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেখানো আছে।
ইউটিউব থেকেইতো সব শেখা যায়। তাহলে এই পেইড টিউটোরিয়ালের কি দরকার?
-ইউটিউব থেকে সব শেখা গেলে সারা বিশ্বে এত জনপ্রিয় পেইড টিউটোরিয়াল সাইট তৈরি হতো না। স্কুল , কলেজ দরকার হতো না। ধারাবাহিকভাবে শিখতে চাইলে সাজানো গোছানো টিউটোরিয়াল এর বিকল্প নেই। তবে হ্যা আপনি যখন এডভান্স হয়ে যাবেন তখন নির্দিষ্ট টপিক সার্চ করে ইউটিউব থেকে শিখতে পারবেন। তবে শুরুটা গোছানোভাবেই করুন!
ফটোশপ নিয়ে আপনাদের আর কোন টিউটোরিয়াল ডিভিডি রয়েছে কি?
– না নেই। এই টিউটোরিয়াল কোর্সেই পুরো ফটোশপ নিয়ে আলোচনা করা হয়েছে।
মোট কথা এই সবগুলো টিউটোরিয়াল দেখে শেষ করলে ফটোশপের পরিপূর্ণ ধারণা পাওয়া যাবে। অর্থাৎ ফটোশপ নিয়ে কখনো কোথাও আটকাতে হবে না। অনুগ্রহ করে ধৈর্য্য সহকারে টিউটোরিয়ালগুলো দেখবেন এবং প্রচুর অনুশীলন করবেন তাহলেই পাবেন সফলতা। নিশ্চিত হয়েই বলতে পারি এত বিস্তারিত গাইডলাইন সহ টিউটোরিয়াল আর কোথাও পাবেন না। রকমারি লক্ষাধিক বই/ডিভিডি এর মধ্যে বেস্ট সেলার এমনিতেই হয়নি!!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
রিলিজ হলো গ্রাফিক ডিজাইনের জন্য এডোবি ইলাস্ট্রেটর সিসি ২০২১ পরিপূর্ণ টিউটোরিয়াল কোর্স
এডোবি ইলাস্ট্রেটর এমন একটি সফটওয়্যার যেটা এখন প্রায় সকল অফিশিয়াল কাজেই প্রয়োজন হয়। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, মোশন গ্রাফিক্স , ইলাস্ট্রেশন, প্রিন্ট ও প্রেস, ভিডিও প্রোডাকশন সহ সকল মাল্টিমিডিয়া সম্পর্কিত কাজে ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার লাগবেই। অর্থাৎ শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের জন্য ইলাস্ট্রেটর দরকার হয় এমন নয়; এই সফটওয়্যার এখন মাইক্রোসফট অফিসের মত সকলের জন্যই জানা আবশ্যক।
এডোবি সফটওয়্যার শেখার অন্যতম সুবিধা হচ্ছে একটি শিখলে অন্যগুলোতেও কাজ করা সহজ হয়ে যায়। তবে হ্যা শেখার সময় শুধু টুলসের উপর ফোকাস করে শিখলে হবে না। ডিজাইন সেন্স ডেভেলপ করাও বেশ জরুরী। শুরুতেই ডিজাইন সেন্স নিয়ে চিন্তা করা দরকার নেই। ধীরে ধীরে সেটা ডেভেলপ করতে হবে এবং প্রচুর অনুশীলন করতে হবে।
এডোবি ইলাস্ট্রেটর সিসি ২০২১ ভার্শনে এমন সব নতুন ফিচার যুক্ত করা হয়েছে যা পূর্বের ভার্শনগুলোতে করতে অনেক সময় লাগতো। আমাদের এই টিউটোরিয়াল কোর্স সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে অর্থাৎ নতুন করে ইলাস্ট্রেটর সিসি ২০২১ ভার্শনে রেকর্ড করা হয়েছে। টিউটোরিয়াল সময় বৃদ্ধি, কন্টেন্ট ভ্যারিয়েশন সহ এখন এই কোর্স আরও বেশি পরিমার্জিত এবং নির্ভুল। আমাদের নিজস্ব সাউন্ড রেকর্ডিং স্টুডিওতে টিউটোরিয়ালগুলো রেকর্ড করা হয়েছে। তাই টিউটোরিয়াল কোর্সগুলো HD কোয়ালিটি এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। কোয়ালিটি যাচাই করতে দেখুন আমাদের ফ্রি টিউটোরিয়াল।
অর্থাৎ এই ইলাস্ট্রেটর কোর্স পরিপূর্ণভাবে শেষ করতে পারলে আপনি ভবিষ্যতে গ্রাফিক ডিজাইনের পাশাপাশি মাল্টিমিডিয়া সেক্টরের যে কোন জায়গাতেই কাজ করতে পারবেন।
এবার জেনে নেই শুধুমাত্র এই ইলাস্ট্রেটর কোর্স করেই অনলাইনে/ চাকরীতে যে কাজগুলো পাবেনঃ
আমরা এই টিউটোরিয়াল প্যাকেজে বিশেষভাবে নতুনদের জন্য শূন্য থেকে এডভান্স সকল টিপস এবং ট্রিকস আলোচনা করেছি। আমাদের টিউটোরিয়াল অনুসরণ করে শত শত ফ্রিল্যান্সার তৈরি হয়েছে। আমরা নিশ্চিত হয়েই বলতে পারি বাংলায় ইলাস্ট্রেটর নিয়ে আমরাই সবচেয়ে সফল টিউটোরিয়াল তৈরি করেছি।রকমারিতে গত ৯ বছর ধরে আমাদের টিউটোরিয়াল ডিভিডিগুলো রয়েছে বেস্ট সেলার তালিকার শীর্ষে! আমাদের একটি টিউটোরিয়াল প্যাকেজ যারা নিয়েছেন তাদের মধ্যে ৮০% শিক্ষার্থীই বাকি টিউটোরিয়ালগুলোও সংগ্রহ করেছেন। সব চেয়ে বড় কথা আমরা বিশ্বের সেরা সেরা টিউটোরিয়াল অনুসরণ করে তৈরি করে থাকি। এছাড়াও আমরা সরাসরি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকি।
প্রধান যে টপিকগুলো আলোচনা করা হয়েছেঃ
এখানে কিছু প্রজেক্ট সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। শুধু ট্রেইলারে আটকে থাকলে ভুল করবেন!
লোগো, কর্পোরেট ব্রান্ডিং ডিজাইন এবং ফ্রিল্যান্সিং গাইডলাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল কোর্স
লোগো এবং কর্পোরেট ব্রান্ডিং ডিজাইন টিউটোরিয়াল কোর্সে একই সাথে লোগো ডিজাইনের সকল এডভান্স টিপস ও ট্রিক্স, গোল্ডেন রেশিও, মক আপ তৈরি ও ব্যবহার, বিজনেস কার্ড ডিজাইনের বিস্তারিত, কর্পোরেট আইডেন্টিটি তৈরির কমপ্লিজ প্যাকেজ, টি-শার্ট ডিজাইনের বেসিক থেকে এডভান্স, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন বিস্তারিত এবং গ্রাফিক ডিজাইন থেকে UI/ UX এ ক্যারিয়ার গাইডলাইনের বিস্তারিত বর্ণনা করা আছে।
এই কোর্সের আগে Our Illustrator CC Course দেখার অনুরোধ রইল। কারণ এখানে প্রথম থেকে এডভান্স টপিকগুলো আলোচনা করা হয়েছে। এডোবি সফটওয়্যার শেখার অন্যতম সুবিধা হচ্ছে একটি শিখলে অন্যগুলোতেও কাজ করা সহজ হয়ে যায়। তবে হ্যা শেখার সময় শুধু টুলসের উপর ফোকাস করে শিখলে হবে না। ডিজাইন সেন্স ডেভেলপ করাও বেশ জরুরী। শুরুতেই ডিজাইন সেন্স নিয়ে চিন্তা করা দরকার নেই। ধীরে ধীরে সেটা ডেভেলপ করতে হবে এবং প্রচুর অনুশীলন করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠান এবং ডিজাইন ইন্ডাস্ট্রির মধ্যে বিস্তর ফারাক। ডিজাইন ইন্ড্রাস্ট্রিতে কাজ করতে করতে আমরা যে বিষয়গুলো অনেক কঠিন পদ্ধতিতে শিখেছি সেই টেকনিকগুলো আমরা আপনার জন্য সহজেই শেয়ার করবো এই টিউটোরিয়াল কোর্সে। ব্র্যান্ড ডিজাইনার হিসেবে কাজ করার জন্য যে বিষয়গুলো অবশ্যই জানা দরকার সেভাবেই এই কোর্স কারিকুলাম তৈরি করা হয়েছে। প্রতিটি টিউটোরিয়াল আপনাকে ডিজাইন থিওরি শেখাবে, অনুশীলনের জন্য প্রজেক্ট থাকবে এবং তারপর ক্লায়েন্টের চ্যালেঞ্জিং প্রজেক্ট করে ডিজাইন স্কিল বাড়াবে।
একটি ভাল লোগো হয়ে থাকে সিম্পল, মিনিমাল এবং সহজেই আইডেন্টিফাই করা যায়। চমৎকার একটি লোগো ডিজাইন করার আগে বড় বড় কোম্পানীর সফল লোগোগুলো আমরা এনালাইসিস করবো এবং সেভাবে আমাদের নিজেদের লোগো ডিজাইন করবো। এডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে কিভাবে চমৎকার সব লোগো ডিজাইন করা যায় সেটা আমরা শিখবো।যে টপিকগুলো কভার করা হয়েছেঃ
এই কোর্সে থাকছে কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। এই কোর্সে ফন্ট চয়েস থেকে পেপার সিলেকশন করা অর্থাৎ আই ক্যাচিং বিজনেস কার্ড ডিজাইনের পাশাপাশি কার্যকর কার্ড যেন হয় সেটাও এই কোর্সে আলোচনা করা হয়েছে। কোন কোন তথ্য বিজনেস কার্ডে থাকবে, সাইজ কি হবে ফরম্যাট কি হবে এবং প্রিন্টিং সেটিংস কি হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।The topics that contain:
আপনি যদি আমাদের পরিপূর্ণ গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল প্যাকেজ সংগ্রহ করে থাকেন এবং প্রচুর পরিমাণে অনুশীলন করে থাকেন তাহলে এবার গ্রাফিক ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গঠনের দিকে নজর দিতে পারেন। গ্রাফিক্স ডিজাইন প্যাকেজের এই শেষ ডিভিডিতে ক্যারিয়ার গাইড লাইন নিয়ে আলোচনা করেছেন ফ্রিল্যান্সার ফারহান রিজভি। যেসব টপিক রয়েছেঃ
ক্যারিয়ার গাইডলাইন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ক্লায়েন্টের জন্য ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করার পর আপনাকে ফাইনাল প্যাকেজের সাথে লোগো ব্যবহার গাইডলাইন, কালার স্কিম এবং ফন্টের ব্যবহার অবশ্যই যুক্ত করে দিতে হবে যা এই টিউটোরিয়াল কোর্সে আলোচনা করা হয়েছে। এই কোর্সে আইডেন্টিটি প্যাকেজ ডিজাইন করার প্রসেস এবং ডেলেভারি সেটিংস নিয়ে আলোচনা করা হয়েছে। আইডেন্টিটি ডিজাইনের কোর কনসেপ্ট যেমন ব্র্যান্ডিং এবং লোগোর মধ্যে পার্থক্য; ক্লায়েন্টের জন্য অ্যাসেট ডেভেলপ যেমন লোগো, স্টাইল গাইড, বিজনেস কার্ড এবং লেটারহেড ডিজাইন সহ পরিপূর্নভাবে ফাইনাল ফাইল ক্লায়েন্টের কাছে ডেলেভারি করার সকল পদ্ধতি আলোচনা করা হয়েছে।
এই টিউটোরিয়াল কোর্সে আমরা জানবো কিভাবে এডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে টি শার্ট ডিজাইন করা যায়। প্রথমে টি শার্ট ডিজাইনের বেসিক জানানো হয়েছে তারপর প্রিন্টিং প্রসেস, কী টার্মস এবং বেসিক কালার ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরের ধাপে আপনি আপনার শার্টের জন্য নিজেই ডিজাইন করবেন, কমার্শিয়াল প্রিন্টের জন্য প্রস্তুত করবেন এবং তারপর এডভান্স কালার টেকনিক ব্যবহার করবেন যেমন স্পট কালার। ফাইনালি আপনি শিখতে পারবেন কিভাবে Direct to Garment (DTG) সার্ভিস অনলাইনে ব্যবহার করে ক্লায়েন্টকে বা নিজের জন্য দ্রুত ডেলেভারি নিবেন। এই কোর্স শেষে আপনি টি শার্ট ডিজাইনের বিস্তারিত জানবেন, প্রিন্টিং এবং প্রস্তুত প্রণালি সম্পর্কেও জানবেন। এছাড়া নিজের শার্ট নিজেই ডিজাইন করতে পারবেন তাও আবার ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করেই!
ধরেই নিচ্ছি আপনি আমাদের টোটাল গ্রাফিক ডিজাইন প্যাকেজ অর্থাৎ ফটোশপ টিউটোরিয়াল কোর্স, ইলাস্ট্রেটর টিউটোরিয়াল কোর্স এবং এই লোগো এবং কর্পোরেট ব্র্যান্ডিং ডিজাইন কোর্স টিউটোরিয়াল দেখে শেষ করেছেন। সেই হিসেবে এবার আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠনের দিকে যেতে পারেন। সেই জন্যই আমাদের এই ফ্রিল্যান্স ক্যারিয়ার গাইডলাইন। এই জন্য থাকছে ৭টি মডিউল। চলুন জেনে নেয়া যাক মডিউলগুলো সম্পর্কে।
Module 01
ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সঠিক পিকচার আইডিয়া পাবেন। কিভাবে শুরু করবেন, সেলফ সার্চিং এবং প্রথম স্টেপ কি হবে তা জানা। আপনি জানতে পারবেন কিভাবে এবং কেন আরো বেশি ইনকাম করা যায়, বেটার ক্লায়েন্ট পছন্দ করা এবং একটি প্রমানিত ফ্রিল্যান্স জীবন কিভাবে এনজয় করবেন তা জানতে পারবেন।
Module 02
বিজনেস বা ফ্রিল্যান্সিং শুরুর সময় কি কি বিষয় ঠিক রাখতে হবে। কিভাবে ব্যবসা এবং আপনার ব্যক্তিগত জীবন ব্যালেন্স করবেন সেটা থাকবে এই মডিউলে।
Module 03
কিভাবে উদ্যোক্তা জীবন গড়লে সফল হবেন থাকবে সেই গাইডলাইন। আপনার মাইন্ডসেট পরিবর্তন, স্কিলের উপর ফোকাস করা এবং কোন কোন টুল থাকলে হতে পারবেন একজন সফল উদ্যোক্তা তা জানতে পারবেন। এই মডিউল আপনাকে সাহায্য করবে সঠিক অভ্যাস তৈরিতে যা আপনাকে সফল উদ্যোক্তা হতে হেল্প করবে।
Module 04
একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে, শক্তিশালী এবং ইউনিক ব্র্যান্ড ডেভেলপ করতে হবে, সঠিক ক্লায়েন্ট যেন আপনাকে হায়ার করে সেভাবেই নিজেকে তৈরি করতে হবে। কিভাবে বিশ্বাস তৈরি করবেন যাতে করে অন্য সবার চেয়ে আপনি হয়ে উঠেন আলাদা এবং বিশ্বস্ত।
Module 05
ভ্যালু তৈরি করতে হবে, কিভাবে আপনার মূল্য নির্ধারণ করবেন এবং কিভাবে কাজের সঠিক এস্টিমেট তৈরি করবেন আর কিভাবে রেভেনিউ বাড়াবেন। এই মডিউলে জানতে পারবেন আপনার কিভাবে চার্জ করা উচিত এবং সঠিক প্রাইস কেমন হওয়া উচিত।
Module 06
সঠিক ক্লায়েন্ট পেতে আপনার করতে হবে নেটওয়ার্কিং এবং কাজের আদর্শ পরিবেশ। হ্যাপি ক্লায়েন্টকে দিয়েই করা যায় একাধিক কাজ এবং রিটার্নিং ক্লায়েন্ট। এই মডিউলে পাবেন কিভাবে ক্লায়েন্টের সাথে সুসম্পর্ক করলে আপনার কাজের অভাব হবে না!
Module 07
এবার সময় হয়েছে আপনার মাঠে নামার! আপনার পোর্টফোলিও, ডেমো রিল আপনার হয়ে কথা বলবে। কিভাবে আপনি আপনার সেরা পোর্টফোলিও, ডেমোরিল তৈরি করবেন সেটাই পাবেন এই শেষ ফাইনাল মডিউলে।
একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনি এখন কালার, লে আউট বুঝেন এবং ক্লায়েন্টের সাথে কোলাবরেট করে কাজ করতে জানেন। তাই এখন খুব সহজেই User Experience (UX) and User Interface (UI) ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইনের পরের লেভেল। আপনি এই কোর্সে ধারণা পাবেন কিভাবে গ্রাফিক ডিজাইন থেকে UX/UI তে আপগ্রেড করবেন নিজেকে। এই কোর্সে প্রয়োজনীয় UI ও UX কন্সেপ্ট ডেভেলপ, এডোবি এক্সডি সিসি ভার্শন ব্যবহার করে প্রটোটাইপ ডেভেলপ করার পদ্ধতি জানতে পারবেন। UX ডিজাইন ওয়ার্কফ্লো এবং প্রটোটাইপিং টুলের সেরা ব্যবহার পদ্ধতি এই কোর্সে আলোচনা করা হয়েছে।
এখানে কিছু প্রজেক্ট সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। শুধু ট্রেইলারে আটকে থাকলে ভুল করবেন!
এখানে ৩টি কোর্স একসাথে রয়েছে। ডিসকাউন্ট ছাড়া যে প্যাকেজের দাম হয় ৪৫০০ টাকা। কিন্তু এই প্যাকেজে ৫৬% ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র ২০০০ টাকায়!
আমাদের এই নতুন প্রযুক্তি টিম সাইটে চাইলে অনলাইনেই কোর্স করা যাবে। কোর্স করার পর সার্টিফিকেটও সংগ্রহ করা যাবে। অনলাইন কোর্সের মূল্যও কম। পেমেন্ট করার সাথে সাথে অনলাইন কোর্স আনলকড হয়ে যাবে এবং যখন ইচ্ছে টিউটোরিয়ালগুলো দেখা যাবে এবং লাইফটাইম থাকবে। অনলাইন কোর্সগুলো অর্ডার করা যাবে এখানে।
অনলাইন কোর্স করার বিস্তারিত গাইডলাইন দেখুন এই ভিডিওতে।
আপনি আমাদের টিউটোরিয়াল কোর্স ডিভিডি রকমারি/ দারাজ/ ইভ্যালি/ মাল্টিপ্ল্যান সেন্টার/ আইডিবি থেকে সংগ্রহ করতে পারেন। আর সরাসরি আমাদের মাধ্যমে যদি নিতে চান তাহলে নিচের এই অর্ডার ফর্ম ফিল আপ করুন। আমরাই আপনার সাথে যোগাযোগ করে ডিভিডি পাঠানোর ব্যবস্থা করে দিবো। যে কোন তথ্য জানতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল এই নাম্বারেঃ ০১৮৭৩৫৫৪৬৬৮
বর্তমানে ইকমার্স জগতে আমাদের দেশে সবচেয়ে আলোচিত সাইট হলো ইভ্যালি। আনন্দের বিষয় হচ্ছে এখন আমাদের প্রযুক্তি টিমের সবগুলো টিউটোরিয়াল ইভ্যালিতেও পাওয়া যাবে। বিশাল ডিসকাউন্ট এবং ছাড়ের জন্য ইভ্যালি অনেক অনেক জনপ্রিয়। আমাদের প্রযুক্তি টিম শপেও রয়েছে আপ টু ২০% ডিসকাউন্ট এবং আপ টু ১০০% ক্যাশব্যাক। তাই আপনার সুবিধামত এখানেও অর্ডার দিতে পারেন।
বিভিন্ন মার্কেটে টিউটোরিয়াল ডিভিডিগুলো পাওয়া যাবে। যেখানে যেখানে পাওয়া যাবে সেই মার্কেটের লিস্টঃ
সারা বাংলাদেশ থেকে নেয়ার জন্য rokomari.com ; daraz.com.bd আর evaly.com.bd তো আছেই!
প্রযুক্তি টিম অফিসিয়াল ফ্যান পেজ।
প্রযুক্তি টিম অফিসিয়াল ফেসবুক গ্রুপ।
প্রযুক্তি টিম লিংকডইন অফিসিয়াল ফ্যান পেজ।
প্রযুক্তি টিম অফিসিয়াল লিংকডইন গ্রুপ।
পরিশেষে বলতে চাই টিউটোরিয়াল কেমন হয়েছে বা কেমন আশা করেন সব কিছুই জানতে চাই আপনাদের কাছ থেকে।
ধন্যবাদ সবাইকে।
মন্তব্য করুন
ফেইসবুক দিয়ে মন্তব্য