ডিজাইন নিঃসন্দেহে সৃজনশীল কাজ। এই সৃজনশীলতাকে আরো প্রাণবন্ত করতে প্রয়োজন হয় বিভিন্ন রিসোর্সের। আজ আলোচনা করব গ্রাফিক/ওয়েব ডিজাইনের জন্য প্রয়োজনীয় ২০০ অ্যাপ, টুলস্ আর রিসোর্স নিয়ে। চলুন দেখে নেয়া যাক।
সারাবিশ্বের সৃজনশীল গ্রাফিক ডিজাইনাররা নিজেদের কাজ এবং পন্য প্রদর্শনের জন্য রয়েছে জনপ্রিয় কিছু ওয়েবসাইট নেটওয়ার্ক। ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনারদের কাছে এই ওয়েবসাইটগুলো খুবই কার্যকরি। বর্তমানে ডিজাইনাররা সমমনা অন্যান্য ডিজাইনার এবং ক্লায়েন্টদের কাছে তাদের পারদর্শিতা এবং যোগ্যতা প্রকাশের অন্যতম সামাজিক মাধ্যম হিসেবে বিবেচনা করেন, যেখানে সংশ্লিষ্ট শিল্পের সেবাগ্রহীতা এবং সেবাপ্রদানকারিদের মধ্যে একটি বিশ্বস্ত অনলাইন যোগাযোগ মাধ্যমের বিকাশ ঘটেছে। ডিজাইনাররা সাধারণত তাদের প্রকল্পগুলো পোর্টফোলিও হিসেবে রাখেন এবং অন্নান্য ডিজাইনার এবং বায়াররা সেগুলো পর্যবেক্ষণ করে এবং অনেক সাময় বায়াররা এখান থেকে তাদের চাহিদা উপযোগি পন্যের অর্ডার দেন, কিংবা যোগ্যতাসম্পন্ন ডিজাইনারদের তাদের কাস্টম প্রজেক্টের জন্য হায়ার করেন।
ডিজাইনারদের জন্য অনেক ফন্টের প্রয়োজন হয়। সময়মত প্রয়োজনীয় ফন্টের জন্য পোহাতে হয় বিড়ম্বনা। পেশাদার কাজের জন্য প্রয়োজন হয় ভালো মানের ফন্টের তাই ফন্ট রিসোর্স এর কিছু ওয়েবসাইট। বুকমার্ক করে নিন।
প্রত্যেক ডিজাইনারেরই অনেকগুলো টুলস আর রিসোর্স দরকার পরে, সময় মতো সঠিক টুলস না পেলে কাজ করতে অনেক অনেক ঝামেলা পোহাতে হয়। তাই ডিজাইনের প্রয়োজনীয় টুলসগুলো গুছিয়ে আলাদা আলাদা ফোল্ডারে রাখা দরকার। প্রয়োজনিয় সাইটগুলোর লিঙ্ক বুকমার্ক করে রাখুন।
অসাধারণ কিছু আইপ্যাড এবং আইফোন অ্যাপ ডিজাইনের জন্য। বুকমার্ক করে রাখতে পারেন।
যারা ইনফোগ্রাফি এবং ডাটা ভিজুয়েলাইজেশন কাজ করে থাকেন তাদের জন্য অসাধারণ কিছু রিসোর্সঃ
অনপেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এই টুলগুলো বেশ কাজের, তবে নতুনদের জন্যে এ টুলগুলোর ব্যবহার একটু কঠিন মনে হতে পারে।
আমি সুলতান মাহমুদ, আজ এখানেই বিদায় নিচ্ছি। থাকুন প্রযুক্তি টিমের সাথেই, রইল শুভ কামনা।
আরো দেখতে পারেনঃ
প্রফেশনাল লোগো এবং বিজনেস কার্ড ডিজাইন বাংলা টিউটোরিয়াল ডিভিডি!
Md Rakib
7 November, 2016 at09:27:09 AM,
Thanks
Hasan Jubair
7 November, 2016 at09:23:00 PM,
welcome.
Shafiq Shaheen
7 November, 2016 at11:31:12 PM,
Adobe InDesign এর কোনো টিউটোরিয়াল থাকলে অনেক উপকৃত হতাম।
Raheen Amin
19 December, 2016 at12:48:25 AM,
Great…