ফটোশপে ২.৫ ডি প্যারালাক্স ইফেক্ট তৈরির কৌশল (স্টেপ বাই স্টেপ)

প্রকাশিতঃ 29 April, 2021, দেখা হয়েছেঃ

কেমন হয় যদি একটি স্টিল ইমেজকে জীবন্ত রুপ দেয়া যায়! ফটোশপে 2.5D parallax ইফেক্ট ব্যবহার করে খুব সহজে এই কাজটি করা সম্ভব! ফোরগ্রাউন্ড ও ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে সমন্বয় সাধন করে এই কাজটি করা সম্ভব। আজ আমরা ফটোশপে এই কাজটি কিভাবে করা যায় তা ধাপে ধাপে দেখবো!

আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুট নিচের ভিডিও থেকে আগেই দেখে রাখতে পারি!

তো শুরু করা যাক!

ধাপ ১ঃ

প্রথমে আমরা এই ইমেজটি ফটোশপে ওপেন করবো। ইমেজটি এই লিঙ্ক থেকে পাওয়া যাবে।

parallax effect

ধাপ ২ঃ

এবার Quick Selection Tool দিয়ে মানুষ ও তার নিচের পাথরের অংশটুকু Select করে নেই। প্রয়োজনে Alt চেপে বাড়তি অংশ ঠিক করে নেই। এরপর Refine Edge ক্লিক করে এটাকে New Layer এ Save করে নেই।

parallax effect

 

parallax effect

 

parallax effect

ধাপ ৩ঃ

এবার Background Unlock করে নেই। Layer 0 তে সিলেক্ট থাকা অবস্থায় উপরের Background Copy এর Thumbnail এর উপর CTRL চেপে ক্লিক করি। এটি Top Layer এ Selection তৈরি করবে।

 

parallax effect

 

parallax effect

ধাপ ৪ঃ

এবার Select > Modify > Expand থেকে 2 pixels করে দেই।

parallax effect

 

parallax effect

ধাপ ৫ঃ

এই ধাপে Edit > Fill > Content > Content-Aware করে ok ক্লিক করি। এক্ষেত্রে Opacity 100% থাকবে।

parallax effect

ধাপ ৬ঃ

Top Layer Hide করে দেই। CTRL+D চেপে Deselect করি। এরপর Spot Healing Brush Tool দিয়ে অবাঞ্ছিত দাগগুলো মুছে ফেলি।

parallax effect

ধাপ ৭ঃ

Layer দুটি যথাক্রমে Man ও background দিয়ে rename করি।

parallax effect

ধাপ ৮ঃ

এবার  File > New থেকে একটি New Document নেই। আমাদের আগের দুটি লেয়ার CTRL দিয়ে Move Tool দিয়ে New Document এ Drag and Drop করে বসাই। Layer দুটিকে Smart object হিসেবে save করে নেই।

parallax effect

 

parallax effect

 

parallax effect

ধাপ ৯ঃ

এই ধাপে window > timeline > create video timeline এ ক্লিক করি।

parallax effect

 

parallax effect

ধাপ ১০ঃ

এই ধাপে প্রথমে Background select করি। Ctrl + T চেপে background ইমেজটিকে Canvas এর সাথে fit করে নেই। এরপর enter বা চিহ্নিত অংশ ক্লিক করি।

parallax effect

 

parallax effect

ধাপ ১১ঃ

এই ধাপে Man এ ক্লিক করে Ctrl + T চেপে মানুষের ইমেজকে resize করে enter চাপি।

parallax effect

ধাপ ১২ঃ

এই ধাপে background এ ক্লিক করে transform এ ক্লিক করি। এরপর এখানে থাকা slider কে timeline এর একপ্রান্ত থেকে অপরপ্রান্তে Drag করে নেই। এই ধাপটি Man এর ক্ষেত্রেও পুনরাবৃত্তি করতে হবে।

parallax effect

 

parallax effect

 

parallax effect

ধাপ ১৩ঃ

এবার alt+Shift চেপে background image কে resize করে নেই। Man এ ক্লিক করে ধাপ ২২ পুনরায় করি।

parallax effect

 

parallax effect

ধাপ ১৪ঃ

ctrl +shift cepe মানুষের ইমেজটি রিসাইজ করে নেই।

parallax effect

ধাপ ১৫ঃ

পূর্বে ডাউনলোড করা ভিডিওটি Drag and Drop করে লেয়ারের উপর বসাই। Blend Mood screen করে দেই। এরপর নিচের লেয়ারগুলোর সাথে ভিডিও এর timeline একই রেঞ্জে আনি। এরপর file > export > render video তে ক্লিক করে ভিডিও রেজুলেসন সেট করে render দেই। এক্ষেত্রে ভিডিও সেভ হওয়ার লোকেশন বলে দিতে হবে। আর এভাবে ধাপে ধাপে আমাদের ফটোশপে 2.5D প্যারালাক্স ইফেক্ট তৈরি সম্পন্ন হলো।

parallax effect

 

parallax effect

 

parallax effect

 

parallax effect

 

parallax effect

parallax effect

parallax effect

 

আপনারা প্যারালাক্স ইফেক্ট নিয়ে আরও কাজ করতে চাইলে নিচের লিঙ্ক থেকে আরেকটি ভিডিও দেখে ধাপে ধাপে আরেকটি প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন!!

সকল মন্তব্য (0)

মন্তব্য করুন

ফেইসবুক দিয়ে মন্তব্য