বিশ্বের সর্বত্রই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অটোমোবাইল ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। দৈনন্দিন জীবনে মানুষের জীবনযাত্রাকে সহজ করার লক্ষ্যে তৈরি করা এই অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করেন অনেক অটোমোবাইল ইঞ্জিনিয়ার। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি বা ডিপ্লোমা সম্পন্ন করা এই ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন বিভিন্ন বাইক, কার, বাস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজেদের অভিজ্ঞতার ঝুলিকে আরো প্রসারিত করছেন। এ ধরনের ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনার ক্ষেত্রে শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দিতে হয় ড্রয়িং এ। কারণ, অটোমোবাইল ড্রয়িং হল একটি মোটোরযানের খুঁটিনাটি সব বিষয়ের ব্যপারে একজন ইঞ্জিনিয়ারের জ্ঞান আহরণ করার প্রথম ধাপ। একটি মোটোরযানের ইঞ্জিন থেকে শুরু করে এর বডিপার্টের বিভিন্ন অংশ যখন একজন শিক্ষার্থী মনের খাতায় এঁকে নিতে পারেন, তখনই কিন্তু তার আয়ত্বে চলে আসে এই পুরো প্রক্রিয়াটি।আর মোটোরযান ডিজাইনিং এ এখন পুরো বিশ্বেই দাপটের সাথে রাজত্ব করছে সলিডওয়ার্কস।
হার্ডওয়্যারের উন্নয়নের সাথে সাথে আর্টিফিশিয়াল ইন্ট্যালিজেন্সের ব্যবহার এখন অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে করে তুলেছে অনেক সমৃদ্ধ। গাড়ি ও মোটর বাইকের ডিজাইন আগের প্রথাগত ডিজাইন থেকে অনেকটা সরে এসে এখন হয়েছে অনেকটা পরিবর্তিত। এই পরিবর্তনের পেছনে মুখ্য ভূমিকা রয়েছে গাড়ি ও বাইক ডিজাইনারদের। ডিজাইনাররা বছরের পর বছর গবেষণা করে অন্যান্য প্রযুক্তির সাথে তাল রেখে সুনিপুণভাবে কাজ করে চলেছেন গাড়ির ডিজাইন আরো আকর্ষণীয় ও ব্যবহারকারীর জন্য আরো আরামদায়ক করে তোলার জন্য।এই ডিজাইনিং এর জটিল কাজকে আরো সহজ করে তুলেছে সলিডওয়ার্কস। সলিডওয়ার্কসের মাধ্যমে ম্যাটেরিয়াল সিলেকশন করে একজন ডিজাইনার গাড়ির ইন্টেরিয়র ও এক্সটেরিয়র দুটিই খুব সহজে ডিজাইন করতে পারেন। একজন ডিজাইনার সলিডওয়ার্কসের এডভান্সড সিমুলেশন টেকনিকের মাধ্যমে মোটরযানের বিভিন্ন অংশ থেকে ক্রিটিক্যাল জোনগুলি আলাদা করে নিতে পারেন। এরপর তিনি সেই অংশের উন্নয়ন নিয়ে কাজ করতে পারেন।
অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ হাতে-কলমে শিক্ষার জন্য বাংলাদেশের তরুণরাও এখন বেশ আগ্রহ প্রকাশ করছেন। এসব তরুণদের মধ্যে মোটরযানের মেকানিক্যাল বিষয়গুলি বোঝার আগ্রহ ও দেশের মোটর চালিত যানবাহন মেইন্টেইন্যান্স এ ক্রমাগত চাহিদার উপর ভিত্তি করে বাংলাদেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে বেশ কিছু কারিগরী প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
বাংলাদেশে দুটি সরকারিসহ মোট আটটি ইন্সটিটিউটে অটোমোবাইল ইঞ্জিনিইয়ারিং বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। ইন্সটিটিউটগুলি হলোঃ
এর মধ্যে গাড়ি উৎপাদনের ক্ষেত্রে ডিজাইন, ড্রয়িং, ক্যাল্কুলেশনের সবচেয়ে বেশি প্রয়োজন পড়লেও বাকে ক্ষেত্রগুলোতেও ড্রয়িং সেন্সের অনেক প্রয়োজন পড়ে। কারণ, একটি গাড়ির বেসিক ড্রয়িং দেখেই তার মেইন ফিচারগুলি বুঝতে পারা একজন দক্ষ ইঞ্জিনিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর সলিডওয়ার্কসের থ্রিডি ডিজাইনে ভালো দক্ষতা থাকলে এ ধরণের কাজগুলোতে দক্ষ হওয়া খুবই সহজ হয়ে যায়।আর এই দক্ষ লোকদের সুনাম পুরো ইন্ডাস্ট্রিতে থাকে সবার মুখে মুখে। তাই, সহজেই বলা যায় যে, সলিডওয়ার্কস ডিজাইন ও মোটরযান এর থ্রিডি মডেলিং পরস্পরের পরিপুরক হয়ে দাঁড়িয়েছে।
পরিশেষে, এটি দ্ব্যর্থহীন কন্ঠে বলা যায় যে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর এই স্বর্ণালী যুগে একজন ইঞ্জিনিয়ারের উচিত যত তাড়াতাড়ি পারা যায় সলিডওয়ার্কসের এই থ্রিডি ডিজাইন টেকনিকের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। সলিডওয়ার্কসে পারদর্শিতাই একজন ইঞ্জিনিয়ারকে তৈরি করতে পারে অটোমোবাইল জগতের একজন নতুন সম্রাট হিসেবে।
Mahedi Hasan
22 August, 2019 at11:19:39 PM,
আপনার ব্লগটি সম্পুর্ণ পড়ে অনেক কিছু জানতে পেরেছি। তাই আপনাকে অসংখ্য ধন্যবা। ????
Eng. Ali Kaiser
23 August, 2019 at11:07:18 AM,
আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন।