All students have to present to the college or university’s gondy. Usually, the practice of beautiful presentation at these levels works well for students afterwards. In a single way, there is no alternative to presentation to become confident and active. Generally, there are some important things in the presentation that all students have to comply with. Beautiful clothes as well as a beautiful slide. While the presentation work on the blackboard or color poster was completed on the previous day, it is now slide. PowerPoint, Open Office, Presentation Tool, PDF or Prejee – These tools can be given a beautiful presentation nowadays using!
If you want to impress the audience through a beautiful presentation, you have to focus on the content, font, slide template etc. Many students create slides with a common template for work by gaping due to lack of suitable templates. Many again end up working to create slides with the default templates of MS Powerpoint. And basically, that’s what everyone does. As a result, there is no special presentation group to impress the audience separately in a presentation session of several groups! But there are several excellent free templates online that students can easily fascinate the audience by downloading them on their templates.
Today I’ll talk about some wonderful free templates.
To present colorful presentation Christmas Theme Template The template has no option. There are about 22 types of designs in this template! Give different presentation Christmas Theme Template Click the link below to use T:
This free slide, which is dominated by green color, can be used from any course presentation to business or other professional lectures. There are about 25 different design slides available. In Presentation Balthasar Click the link below to use the template:
Get excellent combination of golden, white and grey color inside black and brown color Gold Keynote The template can be used. The presentation of this template slide in one way will be attractive as the presentation of the presenter will also be attractive. This is wonderful Gold Keynote Click the link below to use its templates:
হালকা রঙের প্যালেট, দুইপাশের কোণাকুণি অবস্থান থেকে টাইলড বক্স এবং একটা হালকা ব্যকগ্রাউন্ড – এই ধরণের ডিজাইন নিয়ে Titania এর চমৎকার টেম্পলেটগুলো প্রেজেন্টেশনের স্লাইডে ব্যবহার করলে স্লাইড হয়ে উঠবে আরও আকর্ষণীয়। সম্পূর্ণ বিনামূল্যের এই Titania এর টেম্পলেটগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
সবুজ ও নীল রঙের কালার স্কিমের সমন্বয়ে গঠিত এই টেম্পলেটটি প্রেজেন্টেশন দেয়ার জন্য অত্যন্ত উপযোগী। প্রায় ২৫ ধরণের ডিজাইন রয়েছে এই টেম্পলেটে এবং এগুলোর সবগুলোই নিজের মনমতো এডিট করা যাবে। স্লাইডে গ্রাফ, চার্ট কিংবা টেবিলের প্রয়োজন হলে এই টেম্পলেটের স্লাইডে আলাদা আলাদা থিম তৈরি করা আছে। এছাড়াও এতে রয়েছে বিশাল আইকন ফ্যামিলি এবং এর সবগুলোই এডিট করা যাবে। চমৎকার এই টেম্পলেটগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
কোনো কলাম ছাড়া এই টেম্পলেটের স্লাইডগুলো প্রায় ১৭ ধরণের ডিজাইনে পাওয়া যাবে। সৃজনশীল কাজের সাথে জড়িত মানুষরা এই টেম্পলেটগুলো দিয়ে তাদের প্রেজেন্টেশনের স্লাইডগুলো ডিজাইন করতে পারেন। চমৎকার এই ফ্রি টেম্পলেটগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
দুই ধরণের রঙের মধ্যে গ্র্যাডিয়েন্ট ইফেক্ট ব্যবহার করে এই টেম্পলেটগুলোর স্লাইড ডিজাইন করা হয়েছে। সাধারণত ফরমাল প্রেজেন্টেশনগুলো দিতে এই টেম্পলেটগুলোর জুড়ি নেই। এতেও প্রায় ২৫ ধরণের ডিজাইন পাওয়া যাবে। Warwick এর টেম্পলেটগুলোর মতো স্লাইডে গ্রাফ, চার্ট কিংবা টেবিলের আলাদা আলাদা থিম তৈরি করা আছে। এছাড়াও এতে রয়েছে বিশাল আইকন ফ্যামিলি এবং এর সবগুলোই এডিট করা যাবে। চমৎকার এই টেম্পলেটগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
কর্পোরেট লেভেলে প্রেজেন্টেশন দিতে ছিমছাম, আধুনিক ও চমৎকার প্রেজেন্টেশন দিতে Nowco টেম্পলেট ব্যবহার করা যেতে পারে। এই স্লাইডের টেম্পলেটগুলোও পছন্দমতো ফন্ট ও ছবি পরিবর্তন করে ব্যবহার করা যাবে। সম্পূর্ণ ফ্রি এই টেম্পলেটগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
সূক্ষ্ম ইলাস্ট্রেটেড ব্যাকগ্রাউন্ডের এই চমৎকার টেম্পলেটগুলো অন্যান্য সব স্লাইড থেকে আপনার স্লাইডকে আলাদা করে তুলবে এটা শতভাগ নিশ্চিত! হাতে আঁকা ইলাস্ট্রেশন ও টাইপোগ্রাফি এই টেম্পলেটের স্লাইডগুলোতে দিয়েছে ভিন্নমাত্রা। এতেও প্রায় ২৫ ধরণের ডিজাইন পাওয়া যাবে। সেরিফ টাইপোগ্রাফি ও সিঙ্গেল অ্যাকসেন্ট কালারের এই টেম্পলেটগুলোতেও Warwick এর টেম্পলেটগুলোর মতো স্লাইডে গ্রাফ, চার্ট কিংবা টেবিলের আলাদা আলাদা থিম তৈরি করা আছে। সম্পূর্ণ ফ্রি এই টেম্পলেটগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
প্রেজেন্টেশনকে ভাবপ্রবণ ও নস্টালজিক করে তুলতে এই টেম্পলেটের ডিজাইনাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। পছন্দমতো টেক্সট ও ছবি পরিবর্তন করা যাবে এই টেম্পলেটের স্লাইডগুলোতে। এতেও প্রায় ২৫ ধরণের ডিজাইন পাওয়া যাবে। সম্পূর্ণ ফ্রি এই টেম্পলেটগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
এক রঙের উপর গুরুত্ব আরোপ করে এই টেম্পলেটগুলো ডিজাইন করা হয়েছে। প্রেজেন্টেশনকে গুরুত্ববহ, সাধারণ কিন্তু আকর্ষণীয় করে তুলতে Viola টেম্পলেটগুলো ব্যবহার করা যেতে পারে। এতেও প্রায় ২৫ ধরণের স্লাইডের ডিজাইন পাওয়া যাবে। এছাড়াও এতে রয়েছে বিশাল আইকন ফ্যামিলি এবং এর সবগুলোই এডিট করা যাবে। সম্পূর্ণ ফ্রি এই টেম্পলেটগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
এখনকার দিনে স্লাইড ছাড়া একটা প্রেজেন্টেশন কার্যত অচল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কর্পোরেট লেভেল পর্যন্ত সর্বত্রই প্রেজেন্টেশন প্রচলিত। আর একটা সুন্দর প্রেজেন্টেশনের জন্য চমৎকার ও আকর্ষণীয় স্লাইডের ভূমিকা অনস্বীকার্য। উপর্যুক্ত সম্পূর্ণ বিনামূল্যের স্লাইডগুলো প্রেজেন্টেশনের জন্য অনেক উপযোগিতা রাখবে বলে আশা করছি!
তথ্যসূত্রঃ
https://www.hongkiat.com/blog/powerpoint-templates-for-awesome-keynotes/
https://www.slidescarnival.com/
https://www.youtube.com/
Proshanta Shil
9 April, 2018 at12:33:49 PM,