গ্রাফিক ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল প্যাকেজ (ফটোশপ সিসি ২০২১, ইলাস্ট্রেটর, লোগো ও ফ্রিল্যান্সিং কোর্স)

প্রকাশিতঃ 18 November, 2021, দেখা হয়েছেঃ

এখানে মূলত আমাদের তিনটি কোর্সের কালেকশন করা হয়েছে। একসাথে নিলে বিশাল মূল্যছাড় এবং পরিপূর্ণ গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল প্যাকেজ।

তিনটি কোর্স নামঃ

আর কোর্সগুলো দেখতেও হবে উপরের মত ধারাবাহিক আকারে। অর্থাৎ ফটোশপ প্রথমে তারপর ইলাস্ট্রেটর এবং শেষে লোগো ও ফ্রিল্যান্সিং কোর্স।

এডোবি ফটোশপ এমন একটি সফটওয়্যার যেটা এখন প্রায় সকল অফিশিয়াল কাজেই প্রয়োজন হয়। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ফটোগ্রাফি, থ্রিডি অ্যানিমেশন, ভিডিও প্রোডাকশন সহ সকল মাল্টিমিডিয়া সম্পর্কিত কাজে ফটোশপ সফটওয়্যার ব্যবহার লাগবেই। অর্থাৎ শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের জন্য ফটোশপ দরকার হয় এমন নয়; এই সফটওয়্যার এখন মাইক্রোসফট অফিসের মত সকলের জন্যই জানা আবশ্যক।

এডোবি সফটওয়্যার শেখার অন্যতম সুবিধা হচ্ছে একটি শিখলে অন্যগুলোতেও কাজ করা সহজ হয়ে যায়। তবে হ্যা শেখার সময় শুধু টুলসের উপর ফোকাস করে শিখলে হবে না। ডিজাইন সেন্স ডেভেলপ করাও বেশ জরুরী। শুরুতেই ডিজাইন সেন্স নিয়ে চিন্তা করা দরকার নেই। ধীরে ধীরে সেটা ডেভেলপ করতে হবে এবং প্রচুর অনুশীলন করতে হবে।

এডোবি ফটোশপ সিসি ২০২১ ভার্শনে এমন সব নতুন ফিচার যুক্ত করা হয়েছে যা পূর্বের ভার্শনগুলোতে করতে অনেক সময় লাগতো। আমাদের এই টিউটোরিয়াল কোর্স সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে অর্থাৎ নতুন করে এডোবি ফটোশপ সিসি ২০২১ ভার্শনে রেকর্ড করা হয়েছে। টিউটোরিয়াল সময় বৃদ্ধি, কন্টেন্ট ভ্যারিয়েশন সহ এখন এই কোর্স আরও বেশি পরিমার্জিত এবং নির্ভুল। আমাদের নিজস্ব সাউন্ড রেকর্ডিং স্টুডিওতে টিউটোরিয়ালগুলো রেকর্ড করা হয়েছে। তাই টিউটোরিয়াল কোর্সগুলো HD কোয়ালিটি এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। কোয়ালিটি যাচাই করতে দেখুন আমাদের ফ্রি টিউটোরিয়াল।  

Don’t look at who this tutorial course is for:

  • Graphic design
  • ওয়েব ডিজাইন
  • ফটোগ্রাফি
  • Video Production
  • থ্রিডি টেক্সচার আর্ট
  • ২ডি অ্যানিমেশন
  • মোশন গ্রাফিক্স ইত্যাদি।

অর্থাৎ এই ফটোশপ কোর্স পরিপূর্ণভাবে শেষ করতে পারলে আপনি ভবিষ্যতে গ্রাফিক ডিজাইনের পাশাপাশি মাল্টিমিডিয়া সেক্টরের যে কোন জায়গাতেই কাজ করতে পারবেন।

এবার জেনে নেই শুধুমাত্র এই ফটোশপ কোর্স করেই অনলাইনে/ চাকরীতে যে কাজগুলো পাবেনঃ

  • Photo Ritach
  • Background Remove
  • Manopulation
  • cover design
  • Complex masking
  • Product Design
  • Icon design
  • Flash Presentation
  • কোর্পোরেট আইডেন্টিটি ক্রিয়েশন
  • ইন্ড্রাস্ট্রিয়াল ডিজাইন
  • মাল্টিমিডিয়া অ্যানিমেশন
  • Photos and image editing
  • Infographic Design etc

কি কি থাকছে এই কোর্সেঃ

  1. ধারাবাহিক ১১০ টি HD ভিডিও টিউটোরিয়াল। সর্বমোট ২০+ ঘন্টার টিউটোরিয়াল।
  2. এডোবি ফটোশপ সিসি ২০২১ সফটওয়্যার এবং ইন্সটল করার গাইডলাইন।
  3. টিউটোরিয়ালে দেখানো অনুশীলন ফাইল

কেন নিবেন আমাদের এই টিউটোরিয়াল কোর্স?

আমরা এই টিউটোরিয়াল প্যাকেজে বিশেষভাবে নতুনদের জন্য শূন্য থেকে এডভান্স সকল টিপস এবং ট্রিকস আলোচনা করেছি। আমাদের টিউটোরিয়াল অনুসরণ করে শত শত ফ্রিল্যান্সার তৈরি হয়েছে। আমরা নিশ্চিত হয়েই বলতে পারি বাংলায় ফটোশপ নিয়ে আমরাই সবচেয়ে সফল টিউটোরিয়াল তৈরি করেছি।রকমারিতে গত ৯ বছর ধরে আমাদের টিউটোরিয়াল ডিভিডিগুলো রয়েছে বেস্ট সেলার তালিকার শীর্ষে! আমাদের একটি টিউটোরিয়াল প্যাকেজ যারা নিয়েছেন তাদের মধ্যে ৮০% শিক্ষার্থীই বাকি টিউটোরিয়ালগুলোও সংগ্রহ করেছেন। সব চেয়ে বড় কথা আমরা বিশ্বের সেরা সেরা টিউটোরিয়াল অনুসরণ করে তৈরি করে থাকি। এছাড়াও আমরা সরাসরি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকি।

প্রধান যে টপিকগুলো আলোচনা করা হয়েছেঃ

এডোবি ফটোশপ সিসি ২০২১ এর নতুন ফিচারঃ

  • অটো সিলেকশন আগের চেয়েও উন্নত (Better Auto Selections)
  • সিলেকটিভ সিলেকশনের শুরু! (Selective Selections)
  • প্রোপারটিস প্যানেলে নতুন ফিচার (Enhanced Properties Panel)
  • কাস্টমাইজেবল ওয়ার্প (Customizable Warp)
  • নতুন প্রিসেট প্যানেল (New Preset Panels)
  • কনটেক্সট এওয়ার ফিল এ পরিবর্তন (Context-Aware Fill Changes)

ফটোশপ কোর্সের শুরুর অধ্যায় ( ব্যাসিক)

  • ফটোশপ ইউজার ইন্টারফেস নিয়ে আলোচনা
  • Customization of Best Settings of Photoshop
  • ইমেজ সাইজ এবং রেজুলেশন নিয়ে বিস্তারিত আলোচনা
  • Detailed technique of image crop
  • লেয়ার কি এবং কিভাবে কাজ করতে হয়
  • Best format to save Photoshop files
  • Balance settings of Brightness and Contrast
  • Make Color Balance
  • Creating selection in the best method
  • Method of making Quick Mask
  • কিভাবে প্রফেশনাল মানের ফটো রিটাচ করা যায়
  • ফটোগ্রাফির জন্য কিভাবে ক্যামেরা র‍্য ব্যবহার করা যায়
  • টেক্সট কিভাবে ফরম্যাট করা যায়
  • Best settings for image print
  • ওয়েব ইমেজের জন্য সেরা সেটিংস

ফটোশপ কোর্সের মধ্যম অধ্যায় (ইন্টারমিডিয়েট)

  • Select object in photograph
  • স্মাডজ টুল, রিফাইন মাস্ক এবং রিফাইন রেডিয়াসের মাধ্যমে মাস্ক এডিট করা
  • ফোকাস এরিয়া টুলের ব্যবহার
  • স্মার্ট অবজেক্ট দিয়ে মাস্ক তৈরি করা
  • Use of smart filter
  • একসাথে একাধিক ইমেজ নিয়ে কাজ করার পদ্ধতি
  • Detailed use of liquifi filter
  • কাস্টম ভেক্টর শেপ ড্রয়িং করা
  • Contrast, Color and Luminance Balance using Blend Mood

ফটোশপ কোর্সের শেষ অধ্যায় (এডভান্স)

  • Top Secret Tips and Tricks of Shortcut Key
  • Details of color profile
  • স্মার্ট ফিল্টারের ক্রিয়েটিভ ব্যবহার
  • Excellent illusion of image through glass filter
  • ক্যামেরা র‍্য তে নয়েজ কমানো
  • আলফা চ্যানেল কে লেয়ার মাস্ক হিসেবে ব্যবহার
  • Remove background from the image of green screen
  • পেন টুল দিয়ে ট্রেস করা
  • Panorama's use
  • ফটোশপ দিয়ে ভিডিও এডিট করা
  • লেয়ার কম্পস দিয়ে প্রেজেন্টেশন তৈরি করা
  • মাত্র এক ক্লিকেই অ্যাকশন এবং ব্যাচ প্রসেসিং দিয়ে এডিট করা

মোট কথা এই সবগুলো টিউটোরিয়াল দেখে শেষ করলে ফটোশপের পরিপূর্ণ ধারণা পাওয়া যাবে। অর্থাৎ ফটোশপ নিয়ে কখনো কোথাও আটকাতে হবে না। অনুগ্রহ করে ধৈর্য্য সহকারে টিউটোরিয়ালগুলো দেখবেন এবং প্রচুর অনুশীলন করবেন তাহলেই পাবেন সফলতা। নিশ্চিত হয়েই বলতে পারি এত বিস্তারিত গাইডলাইন সহ টিউটোরিয়াল আর কোথাও পাবেন না। রকমারি লক্ষাধিক বই/ডিভিডি এর মধ্যে বেস্ট সেলার এমনিতেই হয়নি!!

একনজরে টিউটোরিয়াল ট্রেইলারঃ

এখানে কিছু প্রজেক্ট সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। শুধু ট্রেইলারে আটকে থাকলে ভুল করবেন!

আমাদের কিছু শিক্ষার্থীর রিভিউঃ

Mohammad Saidul Islam বলেছেনঃ 

গ্রাফিক্স ডিজাইনের উপর আমার কালেকশনে অন্তত ১০-১৫ জনের টিউটোরিয়াল আছে।
তার মধ্যে বাংলায় হাসান যোবায়েরের টিউটোরিয়ালই সেরা বলে মনে হয়েছে।

এর কারণগুলো হলো-
১. ভিডিও টিউটোরিয়ালগুলো আপডেটেট সফটওয়ার দিয়ে তৈরি করা হয়েছে।
২. টিউটোরিয়ালের সাথে আপডেটেট সফটওয়ারটিও দিয়ে দেওয়া হয়েছে।
৩. প্র্যাকটিসের জন্যে প্রয়োজনীয় ফাইল দেওয়া হয়েছে।
৪. বাস্তব ভিত্তিক প্রজেক্ট দেখানো হয়েছে।
৫. টিউটোরিয়ালগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার উপযোগী করে তৈরি করা হয়েছে।

সব শেষ এক কথায় বলছি, হাসান যোবায়েরের সবগুলো টিউটোরিয়াল কেউ যদি যথাযথভাবে দেখে প্রাকটিস করে তার আর অন্য কোন টিউটোরিয়াল দেখার প্রয়োজন হবে না, সে সরাসরি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বা লোকাল মার্কেটে কাজ করার জন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।

আমি মনে করি, হাসান যোবায়েরের মতো আপডেটেট টিউটোরিয়াল বাজারে আর দ্বিতীয়টি নেই।
আমি হাসান যোবায়েরের দীর্ঘায়ু কামনা করি, যেন তিনি ভবিষ্যতে বাংলাদেশের জন্যে আরো ভালো কিছু উপহার দিতে পারেন।

সাইদুল ইসলাম
টপ রেটেড ফ্রিল্যান্সার, Upwork.com

Tarek Khan বলেছেনঃ 

প্রথমেই ধন্যবাদ যানাই হাসান যুবায়ের ভাইকে। যার ভিডিও টিউটরিয়াল দেখে কাজ শিখে আজ আমি ইনকাম করছি এবং ভাল আছি।
আমি অনেক বাংলা টিউটরিয়াল দেখেছি কিন্তু এত সহজ এবং বিস্তারিত ভাবে কেউ টিউটরিয়াল তৈরি করে নাই। যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতে চান, আপনারা নিরদিধায় হাসান যুবায়ের ভাইয়ের ফটোশপ ,ফটোশপ এডভান্স, এডোব ইলাস্ট্রেটর সিএস৬, লোগো এবং বিজনেস কার্ড ডিজাইন এবং প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল  কিনতে পারেন। আমি মনে করি অন্য সব টিউটরিয়াল থেকে এটাতে ভাল এবং তারাতারি শিখতে পারবেন।

Mohammad Ali বলেছেনঃ 

হাসান জুবায়ের ভায়ের করা ফটোশপ ও ইলাস্ট্রটর এর উপর টিউটোরিয়াল গুলো এক কথায় অনন্য। আমার কালেক্সনে অন্য কোম্পানীর টিউটোরিয়াল আছে যেমন: আল হেরা অথবা ইনফোনেট। সেগুলোর তুলনায় হাসান ভায়ের করা টিউটোরিয়াল গুলো অনেক অনেক ভাল এবং তথ্যবহুল। একদম বেসিক থেকে শুরু করে এ্যাডভান্স লেভেল পর্যন্ত যার যেমন প্রয়োজন সেভাবে তৈরি করা টিউটোরিয়াল। হাসার ভায়ের করা ফটোশপ বা ইলাস্ট্রেটর এর সব গুলো ডিভিডি আমার সংগ্রহে আছে।

প্রতিটা টুল্স গুলো যেভাবে বিস্তারিত বণনা করা আছে তা খুব সহজেই নতুন শিক্ষার্থীর নিকট আয়ত্ত করা সহজ। আবার এ্যাডভান্স লেভেলের শিক্ষার্থীদের জন্য “ফটোশপ এ্যাডভান্স” টিউটোরিয়াল গুলো যথেষ্ট সাহায্যকারী এবং ফ্রিলান্সিং উপযোগী।

সবশেষে, হাসান জুবায়ের ভাইকে বলবো আপনি আরো বেশী ফ্রিলান্সিং উপযোগী টিউটোরিয়াল বানান। আমাদের মতো যারা গ্রাফিক্স ডিজাইন শিখছি এবং আপওযার্কের মতো মার্কেট প্লেস এ নিজেকে মেলে ধরতে চাই তাদের কথা চিন্তা করে আরো বেশী 
টিউটোরিয়াল বানান।

এই রকম আরো রিভিউ চেক করতে দেখুন আমাদের প্রযুক্তি টিম ফেসবুক পেজ রিভিউ।

কিছু সাধারণ প্রশ্ন এবং উত্তরঃ

আমিতো নতুন। আমি কি শিখতে পারবো? 

-হ্যা অবশ্যই পারবেন কারণ একেবারেই শুরু থেকে ধীরে ধীরে এডভান্স টপিকে যাওয়া হয়েছে।

আমি কি এই ফটোশপ কোর্স শিখে ফ্রিল্যান্সিং করতে পারবো?

-ফ্রিল্যান্সিং/চাকরী করার আগে আপনাকে ভালমত শিখতে হবে এবং ভাল একটি পোর্টফোলিও বানাতে হবে। আপনি যদি এই সবগুলো টিউটোরিয়াল দেখে শেষ করেন তাহলে অনায়াসেই ফ্রিল্যান্সিং করতে পারবেন।

আমার কাছেতো সফটওয়্যার নেই। কিভাবে শিখবো?

-আমাদের টিউটোরিয়াল কোর্সে সফটওয়্যার দেয়া আছে। কিভাবে ইন্সটল করতে হবে সেটাও ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেখানো আছে।

ইউটিউব থেকেইতো সব শেখা যায়। তাহলে এই পেইড টিউটোরিয়ালের কি দরকার?

-ইউটিউব থেকে সব শেখা গেলে সারা বিশ্বে এত জনপ্রিয় পেইড টিউটোরিয়াল সাইট তৈরি হতো না। স্কুল , কলেজ দরকার হতো না। ধারাবাহিকভাবে শিখতে চাইলে সাজানো গোছানো টিউটোরিয়াল এর বিকল্প নেই। তবে হ্যা আপনি যখন এডভান্স হয়ে যাবেন তখন নির্দিষ্ট টপিক সার্চ করে ইউটিউব থেকে শিখতে পারবেন। তবে শুরুটা গোছানোভাবেই করুন!

ফটোশপ নিয়ে আপনাদের আর কোন টিউটোরিয়াল ডিভিডি রয়েছে কি?

– না নেই। এই টিউটোরিয়াল কোর্সেই পুরো ফটোশপ নিয়ে আলোচনা করা হয়েছে।

মোট কথা এই সবগুলো টিউটোরিয়াল দেখে শেষ করলে ফটোশপের পরিপূর্ণ ধারণা পাওয়া যাবে। অর্থাৎ ফটোশপ নিয়ে কখনো কোথাও আটকাতে হবে না। অনুগ্রহ করে ধৈর্য্য সহকারে টিউটোরিয়ালগুলো দেখবেন এবং প্রচুর অনুশীলন করবেন তাহলেই পাবেন সফলতা। নিশ্চিত হয়েই বলতে পারি এত বিস্তারিত গাইডলাইন সহ টিউটোরিয়াল আর কোথাও পাবেন না। রকমারি লক্ষাধিক বই/ডিভিডি এর মধ্যে বেস্ট সেলার এমনিতেই হয়নি!!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

রিলিজ হলো গ্রাফিক ডিজাইনের জন্য এডোবি ইলাস্ট্রেটর সিসি ২০২১ পরিপূর্ণ টিউটোরিয়াল কোর্স

এডোবি ইলাস্ট্রেটর এমন একটি সফটওয়্যার যেটা এখন প্রায় সকল অফিশিয়াল কাজেই প্রয়োজন হয়। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, মোশন গ্রাফিক্স , ইলাস্ট্রেশন, প্রিন্ট ও প্রেস, ভিডিও প্রোডাকশন সহ সকল মাল্টিমিডিয়া সম্পর্কিত কাজে ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার লাগবেই। অর্থাৎ শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের জন্য ইলাস্ট্রেটর দরকার হয় এমন নয়; এই সফটওয়্যার এখন মাইক্রোসফট অফিসের মত সকলের জন্যই জানা আবশ্যক।

এডোবি সফটওয়্যার শেখার অন্যতম সুবিধা হচ্ছে একটি শিখলে অন্যগুলোতেও কাজ করা সহজ হয়ে যায়। তবে হ্যা শেখার সময় শুধু টুলসের উপর ফোকাস করে শিখলে হবে না। ডিজাইন সেন্স ডেভেলপ করাও বেশ জরুরী। শুরুতেই ডিজাইন সেন্স নিয়ে চিন্তা করা দরকার নেই। ধীরে ধীরে সেটা ডেভেলপ করতে হবে এবং প্রচুর অনুশীলন করতে হবে।

এডোবি ইলাস্ট্রেটর সিসি ২০২১ ভার্শনে এমন সব নতুন ফিচার যুক্ত করা হয়েছে যা পূর্বের ভার্শনগুলোতে করতে অনেক সময় লাগতো। আমাদের এই টিউটোরিয়াল কোর্স সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে অর্থাৎ নতুন করে ইলাস্ট্রেটর সিসি ২০২১ ভার্শনে রেকর্ড করা হয়েছে। টিউটোরিয়াল সময় বৃদ্ধি, কন্টেন্ট ভ্যারিয়েশন সহ এখন এই কোর্স আরও বেশি পরিমার্জিত এবং নির্ভুল। আমাদের নিজস্ব সাউন্ড রেকর্ডিং স্টুডিওতে টিউটোরিয়ালগুলো রেকর্ড করা হয়েছে। তাই টিউটোরিয়াল কোর্সগুলো HD কোয়ালিটি এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। কোয়ালিটি যাচাই করতে দেখুন আমাদের ফ্রি টিউটোরিয়াল।  

কেন শিখবেন ইলাস্ট্রেটর?

  • আপনার ডিজাইন যত ইচ্ছা তত বড় করতে পারবেন, কোয়ালিটি নষ্ট হবে না।
  • ইনফোগ্রাফিক তৈরিতে ইলাস্ট্রেটরের জুড়ি নেই।
  • সেরা কোয়ালিটি প্রিন্টের জন্য সঠিক কালার সেটিংস যা শুধুমাত্র ইলাস্ট্রেটর দিয়েই সম্ভব।
  • কার্টুন বা 2D অ্যানিমেশন ক্যারেকটার তৈরির জন্য ইলাস্ট্রেটর মাস্টার পিস সফটওয়্যার।
  • লোগো ডিজাইনের জন্য ইলাস্ট্রেটর অপ্রতিদ্বন্ধী।
  • ইলাস্ট্রেটর দিয়ে 3D গ্রাফিকস এর কাজও করা হয়ে থাকে।
  • সব চেয়ে মজার বিষয় হচ্ছে ইলাস্ট্রেটর শিখে যাওয়ার পর অন্যান্য গ্রাফিক সফটওয়্যার এর চেয়ে ইলাস্ট্রেটর সফটওয়্যারটাই সব চেয়ে বেশি ব্যবহার করবেন নিশ্চিত।

Don’t look at who this tutorial course is for:

  • Graphic design
  • ওয়েব ডিজাইন
  • প্রিন্ট মেক
  • প্রডাকশন ডিজাইন
  • Motion graphics
  • Video Production
  • ২ডি অ্যানিমেশন
  • ইলাস্ট্রেশন ইত্যাদি।

অর্থাৎ এই ইলাস্ট্রেটর কোর্স পরিপূর্ণভাবে শেষ করতে পারলে আপনি ভবিষ্যতে গ্রাফিক ডিজাইনের পাশাপাশি মাল্টিমিডিয়া সেক্টরের যে কোন জায়গাতেই কাজ করতে পারবেন।

এবার জেনে নেই শুধুমাত্র এই ইলাস্ট্রেটর কোর্স করেই অনলাইনে/ চাকরীতে যে কাজগুলো পাবেনঃ

  • Logo Design
  • Business card design
  • ওয়েব পেজ ডিজাইন
  • Book cover design
  • Brand Guide
  • Packaging Design
  • T-shirt design
  • Product Design
  • Icon design
  • Flash Presentation
  • কোর্পোরেট আইডেন্টিটি ক্রিয়েশন
  • ইন্ড্রাস্ট্রিয়াল ডিজাইন
  • মাল্টিমিডিয়া অ্যানিমেশন
  • Photos and image editing
  • Infographic Design etc

কি কি থাকছে এই কোর্সেঃ

  • ধারাবাহিক ১০০+ টি Full HD ভিডিও টিউটোরিয়াল। সর্বমোট ২০+ ঘন্টার টিউটোরিয়াল।
  • এডোবি ইলাস্ট্রেটর সিসি ২০২১ সফটওয়্যার এবং ইন্সটল করার গাইডলাইন।
  • টিউটোরিয়ালে দেখানো অনুশীলন ফাইল
  • আরও কত কি!

কেন নিবেন আমাদের এই টিউটোরিয়াল কোর্স?

আমরা এই টিউটোরিয়াল প্যাকেজে বিশেষভাবে নতুনদের জন্য শূন্য থেকে এডভান্স সকল টিপস এবং ট্রিকস আলোচনা করেছি। আমাদের টিউটোরিয়াল অনুসরণ করে শত শত ফ্রিল্যান্সার তৈরি হয়েছে। আমরা নিশ্চিত হয়েই বলতে পারি বাংলায় ইলাস্ট্রেটর নিয়ে আমরাই সবচেয়ে সফল টিউটোরিয়াল তৈরি করেছি।রকমারিতে গত ৯ বছর ধরে আমাদের টিউটোরিয়াল ডিভিডিগুলো রয়েছে বেস্ট সেলার তালিকার শীর্ষে! আমাদের একটি টিউটোরিয়াল প্যাকেজ যারা নিয়েছেন তাদের মধ্যে ৮০% শিক্ষার্থীই বাকি টিউটোরিয়ালগুলোও সংগ্রহ করেছেন। সব চেয়ে বড় কথা আমরা বিশ্বের সেরা সেরা টিউটোরিয়াল অনুসরণ করে তৈরি করে থাকি। এছাড়াও আমরা সরাসরি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকি।

প্রধান যে টপিকগুলো আলোচনা করা হয়েছেঃ

ইলাস্ট্রেটর কোর্সের শুরুর অধ্যায় ( ব্যাসিক)

  • ইলাস্ট্রেটরে কিভাবে ফাইল ওপেন, তৈরি, সেভ এবং ক্লোজ সেটিংস নিয়ে আলোচনা
  • আর্টবোর্ড নিয়ে কিভাবে কাজ করতে হয়
  • জুম এবং প্যানের বিস্তারিত
  • ড্রয়িং লাইনস, আর্ক, গ্রিড এবং স্পাইরাল তৈরির পদ্ধতি
  • বিভিন্ন শেপ তৈরির গাইডলাইন
  • কম্পাউন্ড প্যাথ তৈরির পদ্ধতি
  • RGB & CMYK কালার মোডের বিস্তারিত আলোচনা
  • কালার সোয়াচ তৈরি এবং ব্যবহার
  • স্ট্রোকের ব্যবহার
  • টেক্সটের ক্রিয়েটিভ ব্যবহার
  • শেপ বিল্ডার টুল এবং জয়েন টুল দিয়ে কাস্টম প্যাথ তৈরির পদ্ধতি
  • পেন্সিল দিয়ে ফ্রিফর্ম ড্রয়িং
  • ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে ডিজিটাল পেইন্টিং করা হয়
  • স্ক্রিন গ্রাফিক্সের জন্য সেরা সেটিংস

ইলাস্ট্রেটর কোর্সের মধ্যম অধ্যায় (ইন্টারমিডিয়েট)

  • ইলাস্ট্রেটরে অটো ট্রেসিং
  • ইমেজ রেজুলেশন কিভাবে বাড়ানো যায়
  • ডায়নামিক কম্পাউন্ড শেপ তৈরির পদ্ধতি
  • বিভিন্ন প্যাথফাইন্ডার অপশনের ব্যবহার পদ্ধতি
  • লেয়ার প্যানেলের ব্যবহার
  • লেয়ার তৈরি, প্রদর্শন করা, হাইড করা
  • এপিয়ারেন্স প্যানেলের টিপস ও ট্রিকস
  • স্কেলিং এবং রোটেটিং টিপস
  • এলাইনিং এবং ডিস্ট্রিবিউটিং
  • কাস্টম শেপ গ্রাডিয়েন্টে তৈরি
  • ডায়নামিক ইফেক্টের চমৎকার ব্যবহার টিপস
  • আর্টওয়ার্ক রিকালার করা
  • প্রিন্টের জন্য সেরা সেটিংস নিয়ে আলোচনা

ইলাস্ট্রেটর কোর্সের শেষ অধ্যায় (এডভান্স)

  • ইলাস্ট্রেটর টুলবক্সের কাস্টমাইজিং টিপস
  • এডভান্স ব্লেন্ড মোডের টিপস ও ট্রিক্সস
  • ব্রাশ প্যানেলের স্মার্ট ব্যবহার
  • একই প্যাটার্নের বিভিন্ন ব্যবহার
  • বিভিন্ন মেশ অবজেক্টকে ব্লেন্ড করার পদ্ধতি
  • গ্রাডিয়েন্ট মেশের ব্যবহার
  • অক্ষর এবং সংখ্যা রিফরম্যাট করার পদ্ধতি
  • থ্রিডি স্পেস নিয়ে বিস্তারিত গাইডলাইন

একনজরে টিউটোরিয়াল ট্রেইলারঃ

এখানে কিছু প্রজেক্ট সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। শুধু ট্রেইলারে আটকে থাকলে ভুল করবেন!

লোগো, কর্পোরেট ব্রান্ডিং ডিজাইন এবং ফ্রিল্যান্সিং গাইডলাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল কোর্স

লোগো এবং কর্পোরেট ব্রান্ডিং ডিজাইন টিউটোরিয়াল কোর্সে একই সাথে লোগো ডিজাইনের সকল এডভান্স টিপস ও ট্রিক্স, গোল্ডেন রেশিও, মক আপ তৈরি ও ব্যবহার, বিজনেস কার্ড ডিজাইনের বিস্তারিত, কর্পোরেট আইডেন্টিটি তৈরির কমপ্লিজ প্যাকেজ, টি-শার্ট ডিজাইনের বেসিক থেকে এডভান্স, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন বিস্তারিত এবং গ্রাফিক ডিজাইন থেকে UI/ UX এ ক্যারিয়ার গাইডলাইনের বিস্তারিত বর্ণনা করা আছে।

এই কোর্সের আগে Our Illustrator CC Course দেখার অনুরোধ রইল। কারণ এখানে প্রথম থেকে এডভান্স টপিকগুলো আলোচনা করা হয়েছে। এডোবি সফটওয়্যার শেখার অন্যতম সুবিধা হচ্ছে একটি শিখলে অন্যগুলোতেও কাজ করা সহজ হয়ে যায়। তবে হ্যা শেখার সময় শুধু টুলসের উপর ফোকাস করে শিখলে হবে না। ডিজাইন সেন্স ডেভেলপ করাও বেশ জরুরী। শুরুতেই ডিজাইন সেন্স নিয়ে চিন্তা করা দরকার নেই। ধীরে ধীরে সেটা ডেভেলপ করতে হবে এবং প্রচুর অনুশীলন করতে হবে।

লোগো ডিজাইন

কি কি থাকছে এই কোর্সেঃ

  • ধারাবাহিক ১০০+ টি Full HD ভিডিও টিউটোরিয়াল। সর্বমোট ২০+ ঘন্টার টিউটোরিয়াল।
  • এডোবি ইলাস্ট্রেটর সিসি ২০২০ সফটওয়্যার এবং ইন্সটল করার গাইডলাইন।
  • টিউটোরিয়ালে দেখানো অনুশীলন ফাইল
  • আরও কত কি!

01 Logo Design:

শিক্ষা প্রতিষ্ঠান এবং ডিজাইন ইন্ডাস্ট্রির মধ্যে বিস্তর ফারাক। ডিজাইন ইন্ড্রাস্ট্রিতে কাজ করতে করতে আমরা যে বিষয়গুলো অনেক কঠিন পদ্ধতিতে শিখেছি সেই টেকনিকগুলো আমরা আপনার জন্য সহজেই শেয়ার করবো এই টিউটোরিয়াল কোর্সে। ব্র্যান্ড ডিজাইনার হিসেবে কাজ করার জন্য যে বিষয়গুলো অবশ্যই জানা দরকার সেভাবেই এই কোর্স কারিকুলাম তৈরি করা হয়েছে। প্রতিটি টিউটোরিয়াল আপনাকে ডিজাইন থিওরি শেখাবে, অনুশীলনের জন্য প্রজেক্ট থাকবে এবং তারপর ক্লায়েন্টের চ্যালেঞ্জিং প্রজেক্ট করে ডিজাইন স্কিল বাড়াবে।

একটি ভাল লোগো হয়ে থাকে সিম্পল, মিনিমাল এবং সহজেই আইডেন্টিফাই করা যায়। চমৎকার একটি লোগো ডিজাইন করার আগে বড় বড় কোম্পানীর সফল লোগোগুলো আমরা এনালাইসিস করবো এবং সেভাবে আমাদের নিজেদের লোগো ডিজাইন করবো। এডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে কিভাবে চমৎকার সব লোগো ডিজাইন করা যায় সেটা আমরা শিখবো।যে টপিকগুলো কভার করা হয়েছেঃ 

  • ইলাস্ট্রেটর ওয়ার্কফ্লো
  • Logo Design Theory
  • রিয়েলিস্টিক প্রজেক্ট
  • Details of brand style guide
  • Design Pressmentation
  • Select the right typeface
  • টাইপ ভ্যারিয়েবল নিয়ে আলোচনা
  • Circular logo made
  • Hand draw logo
  • সিম্পল শেপ দিয়ে লোগো তৈরি
  • Multiple Paths offset logo made
  • নেগেটিভ স্পেস দিয়ে লোগো তৈরি
  • ফাইনাল ফাইল রেডি করা সহ আরো অনেক অনেক এডভান্স টপিক কভার করা হয়েছে।

02 Business Card Design:

এই কোর্সে থাকছে কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। এই কোর্সে  ফন্ট চয়েস থেকে পেপার সিলেকশন করা অর্থাৎ আই ক্যাচিং বিজনেস কার্ড ডিজাইনের পাশাপাশি কার্যকর কার্ড যেন হয় সেটাও এই কোর্সে আলোচনা করা হয়েছে। কোন কোন তথ্য বিজনেস কার্ডে থাকবে, সাইজ কি হবে ফরম্যাট কি হবে এবং প্রিন্টিং সেটিংস কি হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।The topics that contain: 

  • লে আউট কিভাবে করতে হয়, টাইপোগ্রাফি এবং ডিজাইনে অন্য এলিমেন্ট কিভাবে যুক্ত করতে হয়
  • Method of using image
  • Select the right paper
  • কমন বিজনেস কার্ড সাইজ এবং ফরম্যাট নিয়ে আলোচনা
  • Different size business card design
  • Printing options
  • Accurate position of logo and text
  • Creating business card for print

 ০৩ গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার গাইডলাইনঃ

আপনি যদি আমাদের পরিপূর্ণ গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল প্যাকেজ  সংগ্রহ করে থাকেন এবং প্রচুর পরিমাণে অনুশীলন করে থাকেন তাহলে এবার গ্রাফিক ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গঠনের দিকে নজর দিতে পারেন। গ্রাফিক্স ডিজাইন প্যাকেজের এই শেষ ডিভিডিতে ক্যারিয়ার গাইড লাইন নিয়ে আলোচনা করেছেন ফ্রিল্যান্সার ফারহান রিজভি। যেসব টপিক রয়েছেঃ

  • UX/UI ডিজাইন কি? ক্যারিয়ার হিসেবে UI ডিজাইনারের কেমন চাহিদা রয়েছে?
  • কিভাবে ডিজাইন আইডিয়া জেনারেট করতে হয়? কিভাবে চিন্তা করলে সুন্দর সুন্দর ডিজাইন করা সম্ভব?
  • Portfolio কি? কিভাবে তৈরি করতে হয়? কেন তৈরি করতে হয়? তৈরি করার জন্য কি কি জানা প্রয়োজন?
  • কিভাবে অনলাইন Portfolio ব্যবহার করতে হয়? কোন সাইটগুলোতে পোর্টফোলিও করলে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়?
  • কিভাবে নিজের Portfolio ওয়েবসাইট সাইট তৈরি করতে হয়?
  • The best site reviews for designers including freelancer,upwork,99designs, peopleperhour
  • কিভাবে মার্কেটপ্লেসে কাজ খুজতে হয়? কিভাবে কাজ সিলেক্ট করলে সফল হওয়ার সম্ভবনা বেড়ে যায়?
  • কিভাবে Cover Letter লিখলে কাজ পাওয়া সহজ হয়ে যায়? cover letter কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ?
  • ক্লায়েন্টের সাথে কিভাবে যোগাযোগ করতে হয়? কিভাবে ক্লায়েন্টের সাথে ভালভাবে সম্পর্ক তৈরি করে কাজ বুঝে নেয়া যায়?
  • Live Work করে কিভাবে নিজের কাজের উন্নতি করা যায়?
  • কিভাবে রিমোটলি স্থায়ী জব করা সম্ভব?

ক্যারিয়ার গাইডলাইন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

04 Corporate Identity Design

ক্লায়েন্টের জন্য ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করার পর আপনাকে ফাইনাল প্যাকেজের সাথে লোগো ব্যবহার গাইডলাইন, কালার স্কিম এবং ফন্টের ব্যবহার অবশ্যই যুক্ত করে দিতে হবে যা এই টিউটোরিয়াল কোর্সে আলোচনা করা হয়েছে। এই কোর্সে আইডেন্টিটি প্যাকেজ ডিজাইন করার প্রসেস এবং ডেলেভারি সেটিংস নিয়ে আলোচনা করা হয়েছে। আইডেন্টিটি ডিজাইনের কোর কনসেপ্ট যেমন ব্র্যান্ডিং এবং লোগোর মধ্যে পার্থক্য; ক্লায়েন্টের জন্য অ্যাসেট ডেভেলপ যেমন লোগো, স্টাইল গাইড, বিজনেস কার্ড এবং লেটারহেড ডিজাইন সহ পরিপূর্নভাবে ফাইনাল ফাইল ক্লায়েন্টের কাছে ডেলেভারি করার সকল পদ্ধতি আলোচনা করা হয়েছে।

05 shirts designs

এই টিউটোরিয়াল কোর্সে আমরা জানবো কিভাবে এডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে টি শার্ট ডিজাইন করা যায়। প্রথমে টি শার্ট ডিজাইনের বেসিক জানানো হয়েছে তারপর প্রিন্টিং প্রসেস, কী টার্মস এবং বেসিক কালার ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরের ধাপে আপনি আপনার শার্টের জন্য নিজেই ডিজাইন করবেন, কমার্শিয়াল প্রিন্টের জন্য প্রস্তুত করবেন এবং তারপর এডভান্স কালার টেকনিক ব্যবহার করবেন যেমন স্পট কালার। ফাইনালি আপনি শিখতে পারবেন কিভাবে Direct to Garment (DTG) সার্ভিস অনলাইনে ব্যবহার করে ক্লায়েন্টকে বা নিজের জন্য দ্রুত ডেলেভারি নিবেন। এই কোর্স শেষে আপনি টি শার্ট ডিজাইনের বিস্তারিত জানবেন, প্রিন্টিং এবং প্রস্তুত প্রণালি সম্পর্কেও জানবেন।  এছাড়া নিজের শার্ট নিজেই ডিজাইন করতে পারবেন তাও আবার ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করেই!

০৬ ফ্রিল্যান্স ক্যারিয়ার গাইডলাইন

ধরেই নিচ্ছি আপনি আমাদের টোটাল গ্রাফিক ডিজাইন প্যাকেজ অর্থাৎ ফটোশপ টিউটোরিয়াল কোর্স, ইলাস্ট্রেটর টিউটোরিয়াল কোর্স এবং এই লোগো এবং কর্পোরেট ব্র্যান্ডিং ডিজাইন কোর্স টিউটোরিয়াল দেখে শেষ করেছেন। সেই হিসেবে এবার আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠনের দিকে যেতে পারেন। সেই জন্যই আমাদের এই ফ্রিল্যান্স ক্যারিয়ার গাইডলাইন। এই জন্য থাকছে ৭টি মডিউল। চলুন জেনে নেয়া যাক মডিউলগুলো সম্পর্কে।

Module 01

ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সঠিক পিকচার আইডিয়া পাবেন। কিভাবে শুরু করবেন, সেলফ সার্চিং এবং প্রথম স্টেপ কি হবে তা জানা। আপনি জানতে পারবেন কিভাবে এবং কেন আরো বেশি ইনকাম করা যায়, বেটার ক্লায়েন্ট পছন্দ করা এবং একটি প্রমানিত ফ্রিল্যান্স জীবন কিভাবে এনজয় করবেন তা জানতে পারবেন।

Module 02

বিজনেস বা ফ্রিল্যান্সিং শুরুর সময় কি কি বিষয় ঠিক রাখতে হবে। কিভাবে ব্যবসা এবং আপনার ব্যক্তিগত জীবন ব্যালেন্স করবেন সেটা থাকবে এই মডিউলে।

Module 03

কিভাবে উদ্যোক্তা জীবন গড়লে সফল হবেন থাকবে সেই গাইডলাইন। আপনার মাইন্ডসেট পরিবর্তন, স্কিলের উপর ফোকাস করা এবং কোন কোন টুল থাকলে হতে পারবেন একজন সফল উদ্যোক্তা তা জানতে পারবেন। এই মডিউল আপনাকে সাহায্য করবে সঠিক অভ্যাস তৈরিতে যা আপনাকে সফল উদ্যোক্তা হতে হেল্প করবে।

Module 04

একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে, শক্তিশালী এবং ইউনিক ব্র্যান্ড ডেভেলপ করতে হবে, সঠিক ক্লায়েন্ট যেন আপনাকে হায়ার করে সেভাবেই নিজেকে তৈরি করতে হবে। কিভাবে বিশ্বাস তৈরি করবেন যাতে করে অন্য সবার চেয়ে আপনি হয়ে উঠেন আলাদা এবং বিশ্বস্ত।

Module 05

ভ্যালু তৈরি করতে হবে, কিভাবে আপনার মূল্য নির্ধারণ করবেন এবং কিভাবে কাজের সঠিক এস্টিমেট তৈরি করবেন আর কিভাবে রেভেনিউ বাড়াবেন। এই মডিউলে জানতে পারবেন আপনার কিভাবে চার্জ করা উচিত এবং সঠিক প্রাইস কেমন হওয়া উচিত।

Module 06

সঠিক ক্লায়েন্ট পেতে আপনার করতে হবে নেটওয়ার্কিং এবং কাজের আদর্শ পরিবেশ। হ্যাপি ক্লায়েন্টকে দিয়েই করা যায় একাধিক কাজ এবং রিটার্নিং ক্লায়েন্ট। এই মডিউলে পাবেন কিভাবে ক্লায়েন্টের সাথে সুসম্পর্ক করলে আপনার কাজের অভাব হবে না!

Module 07

এবার সময় হয়েছে আপনার মাঠে নামার! আপনার পোর্টফোলিও, ডেমো রিল আপনার হয়ে কথা বলবে। কিভাবে আপনি আপনার সেরা পোর্টফোলিও, ডেমোরিল তৈরি করবেন সেটাই পাবেন এই শেষ ফাইনাল মডিউলে।

07 Switch from graphic designer to UX/UI

একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনি এখন কালার, লে আউট বুঝেন এবং ক্লায়েন্টের সাথে কোলাবরেট করে কাজ করতে জানেন। তাই এখন খুব সহজেই User Experience (UX) and User Interface (UI) ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইনের পরের লেভেল। আপনি এই কোর্সে ধারণা পাবেন কিভাবে গ্রাফিক ডিজাইন থেকে UX/UI তে আপগ্রেড করবেন নিজেকে। এই কোর্সে প্রয়োজনীয় UI ও UX কন্সেপ্ট ডেভেলপ, এডোবি এক্সডি সিসি ভার্শন ব্যবহার করে প্রটোটাইপ ডেভেলপ করার পদ্ধতি জানতে পারবেন। UX ডিজাইন ওয়ার্কফ্লো এবং প্রটোটাইপিং টুলের সেরা ব্যবহার পদ্ধতি এই কোর্সে আলোচনা করা হয়েছে।

একনজরে টিউটোরিয়াল ট্রেইলারঃ

এখানে কিছু প্রজেক্ট সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। শুধু ট্রেইলারে আটকে থাকলে ভুল করবেন!

টোটাল গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল প্যাকেজ মূল্যঃ

এখানে ৩টি কোর্স একসাথে রয়েছে। ডিসকাউন্ট ছাড়া যে প্যাকেজের দাম হয় ৪৫০০ টাকা। কিন্তু এই প্যাকেজে ৫৬% ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র ২০০০ টাকায়!

অনলাইনে এই কোর্স করার পদ্ধতিঃ

আমাদের এই নতুন প্রযুক্তি টিম সাইটে চাইলে অনলাইনেই কোর্স করা যাবে। কোর্স করার পর সার্টিফিকেটও সংগ্রহ করা যাবে। অনলাইন কোর্সের মূল্যও কম। পেমেন্ট করার সাথে সাথে অনলাইন কোর্স আনলকড হয়ে যাবে এবং যখন ইচ্ছে টিউটোরিয়ালগুলো দেখা যাবে এবং লাইফটাইম থাকবে। অনলাইন কোর্সগুলো অর্ডার করা যাবে এখানে।  

অনলাইন কোর্স করার বিস্তারিত গাইডলাইন দেখুন এই ভিডিওতে।

DVD সংগ্রহ করার পদ্ধতিঃ

 প্রযুক্তি টিম টিউটোরিয়াল কোর্স ডিভিডি নিতে চাইলেঃ

আপনি আমাদের টিউটোরিয়াল কোর্স ডিভিডি রকমারিদারাজ/ ইভ্যালি/  মাল্টিপ্ল্যান সেন্টার/ আইডিবি থেকে সংগ্রহ করতে পারেন। আর সরাসরি আমাদের মাধ্যমে যদি নিতে চান তাহলে নিচের এই অর্ডার ফর্ম ফিল আপ করুন। আমরাই আপনার সাথে যোগাযোগ করে ডিভিডি পাঠানোর ব্যবস্থা করে দিবো। যে কোন তথ্য জানতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল এই নাম্বারেঃ ০১৮৭৩৫৫৪৬৬৮

অনলাইন মার্কেট রকমারি.কম(rokomari.com):

projukti team
graphic design bangla tutorial

অনলাইন মার্কেট দারাজ(daraz.com.bd):

projukti team daraz

দারাজ ভেরিফাইড প্রযুক্তি টিম স্টোর। 

ইভ্যালি প্রযুক্তি টিম শপ(evaly.com.bd)

projukti team evaly

বর্তমানে ইকমার্স জগতে আমাদের দেশে সবচেয়ে আলোচিত সাইট হলো ইভ্যালি। আনন্দের বিষয় হচ্ছে এখন আমাদের  প্রযুক্তি টিমের সবগুলো টিউটোরিয়াল ইভ্যালিতেও পাওয়া যাবে। বিশাল ডিসকাউন্ট এবং ছাড়ের জন্য ইভ্যালি অনেক অনেক জনপ্রিয়। আমাদের প্রযুক্তি টিম শপেও রয়েছে  আপ টু ২০% ডিসকাউন্ট এবং আপ টু ১০০% ক্যাশব্যাক। তাই আপনার সুবিধামত এখানেও অর্ডার দিতে পারেন।

আরো যে সব জায়গায় পাওয়া যাবেঃ

বিভিন্ন মার্কেটে টিউটোরিয়াল ডিভিডিগুলো পাওয়া যাবে। যেখানে যেখানে পাওয়া যাবে সেই মার্কেটের লিস্টঃ

  • মাল্টি প্ল্যান সেন্টার (এলিফ্যান্ট রোড, ঢাকা)। দোকানের নামঃ SOLAR SOFT দোকান নাম্বারঃ ১৫৮, নিচ তলা(01912278913)। মঙ্গলবার বন্ধ থাকে।
  • BCS কম্পিউটার সিটি IDB ভবন।  দোকানের নামঃ Nikor, দোকানের সিরিয়াল নাম্বারঃ ১২১ ( দ্বিতীয় তলা) (01914266383)। । রবিবার বন্ধ থাকে।

সারা বাংলাদেশ থেকে নেয়ার জন্য rokomari.com ; daraz.com.bd  আর evaly.com.bd তো আছেই!

কাস্টমার সাপোর্টের জন্য জয়েন করুনঃ

প্রযুক্তি টিম অফিসিয়াল ফ্যান পেজ।

প্রযুক্তি টিম অফিসিয়াল ফেসবুক গ্রুপ।

প্রযুক্তি টিম লিংকডইন অফিসিয়াল ফ্যান পেজ। 

প্রযুক্তি টিম অফিসিয়াল লিংকডইন গ্রুপ।

প্রযুক্তি টিম টুইটার একাউন্ট

পরিশেষে বলতে চাই টিউটোরিয়াল কেমন হয়েছে বা কেমন আশা করেন সব কিছুই জানতে চাই আপনাদের কাছ থেকে।

ধন্যবাদ সবাইকে।

সকল মন্তব্য (0)

মন্তব্য করুন

ফেইসবুক দিয়ে মন্তব্য