ডিজাইন সেক্টর একটা বিশাল পরিমণ্ডল যা শুধু গ্রাফিক ডিজাইনের ভেতরেই সীমাবদ্ধ না। কেউ যদি নিজেকে শুধু ডিজাইনার বলে পরিচয় দেয় তাহলে সেক্ষেত্রে আসলে বোঝা যায় না সে কোন ডিজাইনার। কেননা, ডিজাইন সেক্টরে রয়েছে গ্রাফিক ডিজাইন, টেক্সটাইল ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন, সিরামিক ডিজাইন, প্রিন্ট ডিজাইন কিংবা UI/UX ডিজাইন। আর এই UI ডেভেলপার ও UX ডিজাইনাররা সামনের দিনগুলোতে আরও বেশ ভালো ভূমিকা রাখতে যাচ্ছে এই সেক্টরে!
UX ডিজাইনাররা যেখানে ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে কাজ করেন সেখানে UI ডেভেলপাররা কাজ করেন ইন্টারফেস ডিজাইন নিয়ে। কোনো আইটি প্রোডাক্ট ডেভেলপের ক্ষেত্রে এই সেক্টরের মানুষদের একসাথে কাজ করতে হয়। আলাদা আলাদা কাজ হওয়া সত্ত্বেও দিনশেষে এই সেক্টরের ডিজাইনাররা একে অপরের উপরে অনেকাংশেই নির্ভরশীল।
ডিজাইনের সাথে সম্পৃক্ত অনেক কোম্পানির জন্য এখন পর্যন্তও UX ডিজাইন একটা নতুন ক্ষেত্র! আর অনেক কোম্পানি জানেই না এই UX ডিজাইনাররা তাদের পণ্যকে গ্রাহকদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে কতটা সাহায্য করতে পারে! কারণ এখন পর্যন্ত অনেক মানুষ ডিজাইন সেক্টরের মানুষদের শুধু সৃজনশীলতা, রঙ, গ্রাফিক্স – এই কয়টি ট্যাগের ভেতরেই আবদ্ধ করে রেখেছে। কিন্তু যখন কোনো পণ্যের ফাংশনালিটি, সেটার পেছনের গল্প আর শতশত গ্রাহকদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠে তখন এই UX ডিজাইনারদেরকেই সবার আগে লাগে! কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, অনেক ইন্টার্ভিউ বোর্ডে এখন পর্যন্ত UX ডিজাইনার রিক্রুটমেন্টের সময় শুধু তাদের গ্রাফিক ডিজাইনের দক্ষতাকেই মানদণ্ড হিসেবে যাচাই করা হয়!
কারা কোনো পণ্যের টার্গেট গ্রাহক, তারা কেন আপনার পণ্য কিনবে আর পণ্য কেনার পর সেই পণ্যের সাথে তাদের অভিজ্ঞতা কেমন – এসব বিষয় নিয়ে কাজ করে UX ডিজাইন টিম। তারা মূলত কোনো পণ্যের ফাংশনালিটি, ইউজেবিলিটি, প্রোটোটাইপ, ইউজার অ্যাডাপ্টিবিলিটি ও সাইকোলোজি – এসব বিষয় নিয়ে গবেষণা করেন। তাই UX ডিজাইনাররা সরাসরি কোনো ডিজিটাল পণ্যের ডেভেলপমেন্ট লেভেলের কাজ করেন। এজন্য UX ডিজাইনারদের দায়িত্ব বেশ জটিল এবং চ্যালেঞ্জিং। কোম্পানির বিজনেস গোল ও পণ্যের সাথে গ্রাহকদের ভালো অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১। কম্পেটিটর ও কাস্টোমার অ্যানালাইসিসঃ
কম্পেটিটর ও কাস্টোমার অ্যানালাইসিসের মাধ্যমে কোনো কোম্পানির মার্কেট, প্রোডাক্ট ও টার্গেট গোল সম্পর্কে অবহিত হওয়া যায়। আর এটাও সত্য যেখানে বাজার ভালো সেখানে প্রচুর প্রতিযোগীও থাকবে। গ্রাহকরা কেন অন্যদের প্রোডাক্ট না কিনে আপনার পণ্য কিনবে – এই বিষয়টি নিয়ে কাজ করে UX ডিজাইনাররা। আর এই কাজের জন্য তাদের অন্যান্য কোম্পানির বিজনেস স্ট্র্যাটেজি, পণ্যের গুণগতমান পরিবর্তন প্রভৃতি বিষয়ের দিকে নজর রাখতে হয়। অন্যদিকে গ্রাহক হচ্ছে কোনো একটি ব্যবসার প্রাণ। কোনো পণ্য কেনার পর তাদের অভিজ্ঞতা কেমন বা তাদের চাওয়া পাওয়া কি এসব বিষয় নিয়ে গবেষণা করেন তারা। আর এভাবেই তারা তাদের গ্রাহকদের জন্য আলাদা ও চমৎকার ইউজার ইন্টারফেস হাজির করতে সক্ষম হন।
শুধু ইন্টারফেস ডিজাইনের দিকে নজর দিলেই সেটা গ্রাহকদের মন কাড়বে তা নয়। কারণ কোনো পণ্যের ইউজার ইন্টারফেসের পাশাপাশি কন্টেন্টও গ্রাহকদের কাছে বেশ গুরুত্ব লাভ করে। উন্নতমানের কন্টেন্ট যথার্থভাবে উপস্থাপনের মাধ্যমে গ্রাহকদের নজর কাড়া সম্ভব। আর এই বিষয়ের দিকে নজর রেখে UI ডিজাইনাররা কাজ করে থাকেন।
৩। ওয়্যার ফ্রেমিং ও প্রোটোটাইপিংঃ
অনেক ডিজাইনারই ওয়্যার ফ্রেমিং ও প্রোটোটাইপিং এই টার্ম দুটিকে একই ভেবে ভুল করে বসেন। ওয়্যার ফ্রেমিং এর মাধ্যমে মূলত নিচের কাজ করা হয়ঃ
অপরদিকে প্রোটোটাইপিং টার্মটি ওয়্যার ফ্রেমিং বা ইন্টারফ্রেমিং এর থেকে বেশ বড় একটি কনসেপ্ট। এটি হাই ফিডেলিটি প্রোটোটাইপ ও ফাইনাল ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করে।
৪। টেস্টিং ও ইটারেশনঃ
একজন ডেভেলপার কোনো UX ডিজাইনার ছাড়া কোনো ওয়্যারফ্রেম, ডিজাইন বা প্রোটোটাইপ কল্পনা করতে পারেন না। অপরদিকে একজন ডেভেলপার ছাড়া কোনো UX ডিজাইনার তার কাজের কোনো বাস্তব রুপ দেখতে পারেন না। কাজেই এই দুই সেক্টরের মানুষকে বেশ সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে একসাথে কাজ করতে হয়।
একটি পরিপূর্ণ UI ডিজাইন করা বেশ চ্যালেঞ্জিং একটা কাজ যা UI ডিজাইনাররা করে থাকেন। যেমনঃ Apple ও Samsung ফোনের মধ্যে তুলনা করলে অনেক ব্যবহারকারীই Apple কে প্রাধান্য দিবেন। কিন্তু প্রোডাক্ট হিসেবে এই দুটি প্রোডাক্টের অভিজ্ঞতা প্রায় একই। কিন্তু তারপরেও কেন মানুষ Samsung এর থেকেও Apple কে গুরুত্ব দেয়? এককথায় বলতে গেলে এই প্রশ্নের উত্তর হচ্ছে, Samsung এর তুলনায় Apple এর ইউজার এক্সপেরিয়েন্স যথেষ্ট ভালো ও উন্নতমানের। অনেকে আবার বলতে পারে, এই দুই ব্র্যান্ডের থেকে একইরকম সুবিধা পাওয়া সত্ত্বেও Apple কিভাবে Samsung এর থেকে এগিয়ে গেলো! আর হ্যাঁ, এখানেই Apple এর UI ডিজাইনারদের সাফল্য! তারা তাদের পণ্য ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের যে ভালো অনুভূতি দিতে পেরেছে সেটা Samsung এর ডেভেলপাররা দিতে পারেননি!
১। ডিজাইন রিসার্চঃ
২। ব্র্যান্ডিং ও গ্রাফিক ডেভেলপমেন্টঃ
গ্রাহকদের কাছে পণ্যের সকল তথ্য পৌঁছিয়ে দিতে ব্র্যান্ডিং অদ্বিতীয়। আপনি আপনার পণ্যের ব্র্যান্ডিং এর জন্য যত অর্থ ব্যয় করবেন তত আপনার পণ্যের প্রসার ঘটবে। কোনো পণ্যের প্রসারের ক্ষেত্রে সেটি কতটা যথার্থভাবে হচ্ছে সেদিকে নজর রাখে UI ডিজাইনাররা। আর এই ব্র্যান্ডিং নিচের ভিজ্যুয়াল জিনিসগুলোর উপর নির্ভর করে।
৩। ইউজার গাইড ও স্টোরিলাইনঃ
সেলফ সার্ভিস ওয়েব বেজড গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য ইউজার গাইড ও স্টোরিলাইন অত্যন্ত গুরুত্ব বহন করে। অ্যাডমিনিস্ট্রেটর থেকে শুরু করে ডিজাইনার ও এন্ড-ইউজারদের সকল ধরণের ফাংশন অ্যাক্সেস করার দায়িত্ব পালন করে এটি। অ্যাডমিন ভিউ, ক্যাটালগ ভিউ, ডিজাইনার ভিউ, ক্লাউড অ্যাপস প্রভৃতি এই সেকশনের অন্তর্ভুক্ত। তবে একটি বিষয় মনে রাখতে হবে এই সব ভিউ সকল ইউজারদের ব্যবহারের জন্য অ্যাকসেস দেয় না। UI ডিজাইনাররা তাই ইউজার গাইড ও স্টোরিলাইন ডিজাইনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এখনকার দিনে স্মার্টফোন ছাড়া যেন আমাদের চলেই না! স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশন আমাদের জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে। একজন UI ডিজাইনারকেও তাই ইউজারের চাওয়া পাওয়ার প্রতি সম্মান রেখে সেটার অ্যানিমেশন ও ডিভাইস স্ক্রিন নিয়ে কাজ করতে হয়। তারা বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনের ফাংশনালিটির দিকে নজর রেখে সেটার ডিজাইন নিয়ে কাজ করেন।
ডিজাইন সেক্টরে UI কিংবা UX ডিজাইনার – এই দুইই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আর্টিকেল পড়ার পর আপনি কোন সেক্টরে যাচ্ছেন তা কমেন্ট করে জানান!
তথ্যসূত্রঃ
https://theblog.adobe.com
https://uxplanet.org
https://community.articulate.com
Md. Ragib-Ur-Rahman
18 December, 2020 at08:16:37 PM,
UX & UI = Design. So, I want to be an ideal designer by using UX & UI both concept to make a design. Thanks for your article.
Hasan Jubair
20 December, 2020 at11:12:18 PM,
Most Welcome.
Md. Nazmul Haque
27 January, 2022 at02:03:17 AM,
অনেক ভালো লিখেছেন। অনেক কিছু ভালো করে বুঝতে পেরেছি। অনেক ধণ্যবাদ
Hasan Jubair
4 February, 2022 at06:17:27 PM,
প্রযুক্তি টিমের সাথেই থাকুন সব সময়।
সুজন
16 February, 2022 at07:00:51 PM,
ভাই আমি ডিজাইন শিখতে চাই কিন্তু আমি কিভাবে যে শিখব তা ভেবে পাচ্ছি না ,তাই আমার কিছু পরামর্শ দরকার কিন্তু পরামর্শ দেওয়ার মত কোন মানুস পাচ্ছি না বলে আমি আমার ডিজািইন সেক্টরে এগিয়ে যেতে পারছি না। তাই আশা করছি আপনার কাছ থেকে আমি কিছুু পরামর্শ পাব। ধন্যবাদ ভাই ভাল থাকবেন সবসময়
Md rafsan
28 February, 2022 at10:18:37 PM,
This is a best artical for me. Every topics are clear in this artical..
Dip
16 October, 2023 at08:29:42 AM,
ভাইয়া ui ux desing শেখার জন্য কি প্রোগ্রামিং শেখা লাগবে??