মাইক্রোসফট ওয়ার্ড টিপস এন্ড ট্রিক্স – পর্বঃ১০ (অটোফরমেট-অটোকারেক্ট ফিচার)

প্রকাশিতঃ 16 অক্টোবর, 2021, দেখা হয়েছেঃ

  মাইক্রোসফট ওয়ার্ড টিপস এন্ড ট্রিক্স 

অটোফরমেট ফিচার ইনেবল এবং ডিজেবল করা এম এস ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ ফিচার। এছাড়াও, অটোকারেক্ট ফিচারের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ওয়ার্ড ডকুমেন্টের সংশোধনীর কাজ খুব সহজেই করতে পারেন। এটিও আপনি আপনার সুবিধামত ইনেবল বা ডিজেবল করতে পারেন। এম এস ওয়ার্ডে বিভিন্ন ভার্শনে এই কাজগুলি কিন্তু বিভিন্ন পদ্ধতিতে হয়। আশা করি, এই বিষয়গুলো বিস্তারিতভাবে জানার জন্য, মাইক্রোসফট ওয়ার্ডের টিপস এন্ড ট্রিক্স  সিরিজের এই ব্লগটি আপনাদের উপকারে আসবে। চলুন, জেনে নিই এই ব্লগে এম এস ওয়ার্ডের বেশ গুরুত্বপূর্ণ এই টিপস এন্ড ট্রিক্সগুলো।

কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে অটোফরমেট ফিচার ইনেবল এবং ডিজেবল করবেন?

Microsoft Word

মাইক্রোসফট ওয়ার্ডে AutoFormat ফিচার এবং অপশন ইনেবল/ডিজেবল করতে, আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডের ভার্শন অনুযায়ী নিচের ধাপগুলো অনুসরণ করুন।

মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ এবং এর পরের ভার্শনগুলোর জন্যঃ

১) মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন।

২) File ট্যাবে ক্লিক করুন।

৩)বামের নেভিগেশন পেন থেকে Options লিংকে ক্লিক করুন।

৪)ওয়ার্ড অপশন উইন্ডোতে, বামের নেভিগেশন পেনে Proofing এ ক্লিক করুন।

৫) AutoCorrect Options বাটনে ক্লিক করুন।

৬) AutoCorrect উইন্ডোতে, ক্লিক করুন AutoFormat ট্যাবে।

এই সেকশনে, ব্যবহারকারীরা তারা যেই AutoFormat ফিচারটা ব্যবহার করতে চায় না তা ইনেবল/ডিজেবল করতে পারে।

মাইক্রোসফট ওয়ার্ড ২০০৩ এবং এর আগের ভার্শনগুলোর জন্যঃ.

১) মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন।

২) প্রথমে Format এবং তারপর AutoFormat ক্লিক করুন।

৩) ক্লিক করুন Options বাটনে।

এই সেকশনে, ব্যবহারকারীরা তারা যেই AutoFormat ফিচারটা ব্যবহার করতে চায় না তা ইনেবল/ডিজেবল করতে পারে।

কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে AutoCorrect ফিচার ডিজেবল করবেন?

Autocorrect in actionমাইক্রোসফট ওয়ার্ডে  AutoCorrect ফিচার ব্যবহার করে আপনি ভুল বানান এবং শব্দের আদ্যাক্ষর বড় করার বিষয়টি ঠিক করে নিতে পারেন। যাহোক, আপনি যদি চান যে, কিছু সংশোধনী স্বয়ংক্রিয়ভাবে না হোক, তবে আপনি কিছু বা সব  AutoCorrect ফিচার টার্ন অফ করে দিতে পারেন।

সকল মন্তব্য (0)

মন্তব্য করুন

ফেইসবুক দিয়ে মন্তব্য