পিএইচপি টিউটোরিয়াল ১ – পিএইচপি পরিচিতি

প্রকাশিতঃ 20 এপ্রিল, 2014, দেখা হয়েছেঃ

কেমন আছো বন্ধুরা? আশা করি ভালই আছো 🙂
আমি ইবনুল, তোমাদেরকে পিএইচপি সম্পর্কে কিছু ধারনা দিতে আজ আমি এখানে। চলুন তাহলে শুরু করা যাক…।

পিএইচপি কি?

পিএইচপি হল একটি ল্যাঙ্গুয়েজ, যা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে ব্যাবহার করা হয়। পিএইচপি কে বলা হয় হাইপারটেক্সট প্রিপ্রসেসর(Hypertext Preprocessor). সাধারণত পিএইচপি ওয়েবসাইট কে ডাইনামিক করতে ব্যাবহার করা হয়।  এটি একটি ওপেন সোর্স জেনারেল পারপোজ স্ক্রিপ্টিং ল্যঙ্গুয়েজ হওয়ায় ওয়েব প্রোগ্রামারদের কাছে অধিক জনপ্রিয়। এছাড়া পিএইচপি ওয়েবে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে। আবার কোন ওয়েবসাইটে নিরাপত্তার ক্ষেত্রেও পিএইচপি খুবই জরুরি। এইচটিএমএল এবং সিএসএস দ্বারা ওয়েবসাইট কে ডিজাইন করা হয়, আর সেই ওয়েবসাইটটিকে শক্তিশালী এবং ডাইনামিক করতে পিএইচপি ব্যাবহার করা হয়। বর্তমানে ২০ মিলিয়নেরও বেশী ওয়েবসাইট ও ১ মিলিয়ন ওয়েব সার্ভারে পিএইচপি ব্যবহৃত হচ্ছে।

পিএইচপি এর কাজ

আমরা Facebook, Twitter, Google ইত্যাদি ওয়েবসাইট এর নাম সুনেছি। আমরা দৈনন্দিন জীবনে এই ওয়েবসাইট গুলো ব্যাবহার করে থাকি। কিন্তু সবথেকে মজার ব্যাপার হল আমাদের মধ্যে অনেকেই জানে না যে Facebook, Twitter, Google ইত্যাদি ওয়েবসাইট গুলো কীভাবে আমাদের কাছে কন্টেন্ট গুলো প্রদর্শন করে। পিএইচপি হল এইরকম একটি ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে ওয়েবসাইটকে আমরা করে তুলতে পারি ডাইনামিক এবং উল্লেখ্য এই যে Facebook, Twitter, Google এই ওয়েবসাইট গুল তৈরি করতে পিএইচপি এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করা হয়েছে। এছারাও বর্তমানে আমরা সিএমএস এর নাম সুনেছি। যেমন – ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল ইত্যাদি। এই সিএমএস গুলও পিএইচপি দিয়েই করা হয়েছে। এছাড়া ই-কমার্স, ম্যানেজমেন্ট, অনলাইন ব্যাংকিং সফটওয়্যার ইত্যাদি তৈরিতেও পিএইচপি ব্যাপকভাবে ব্যাবহার করা হচ্ছে।

লাইসেন্স

পিএইচপি একটি ফ্রি সফটওয়্যার যা PHP License এর অধীনে রিলিজ হয় , যেটা হল:

Products derived from this software may not be called “PHP”, nor
may “PHP” appear in their name, without prior written permission
from [email protected].  You may indicate that your software works in
conjunction with PHP by saying “Foo for PHP” instead of calling
it “PHP Foo” or “phpfoo”

 

এতক্ষণ আমি আপনাদেরকে পিএইচপি এর সম্পর্কে কিছু তথ্য দিলাম, আপনারা পিএইচপি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন নিচের ওয়েবসাইট গুলো থেকে –
http://www.php.net
http://en.wikipedia.org/wiki/PHP

 

পিএইচপি ও এইচটিএমএল এর একটি উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<head>
<title>This is a tutorial from Leo Ibnul</title>
</head>
<body>

<?php

echo ‘My Name  is Ibnul<br>’;
echo ‘This is a PHP tutorial’;

?>

</body>
</html>

ফলাফল
Screenshot_1


এটি হল পিএইচপি এর একটি উদাহরণ। আমরা আগামী টিউটোরিয়াল গুলোতে এক এক করে পিএইচপি শিখব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন।

সকল মন্তব্য (11)

swapan

29 এপ্রিল, 2014 at02:20:32 অপরাহ্ন, জবাব

brother you are so nice. lot of thanks.

    Ibnul

    29 এপ্রিল, 2014 at06:10:06 অপরাহ্ন, জবাব

    thnx bro @swapan

মন্তব্য করুন

ফেইসবুক দিয়ে মন্তব্য