ডিজাইনারদের জন্য প্রয়োজনীয় ৯ টি ফ্রি ই-বুক যা অবশ্যই পড়া উচিত
Published on:

বহুল প্রচলিত একটা কথা আছে, “জ্ঞান কখনো সংকুচিত হয়, এটা কেবল প্রসারিতই হতে পারে!” আর জ্ঞান প্রসারিত করার সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র মাধ্যম হচ্ছে বই। এই কথাগুলো যেমন সর্বস্তরের মানুষের জন্য প্রয়োজনীয়, যেমনটা প্রয়োজনীয় ডিজাইনারদের ক্ষেত্রেও! ডিজাইনাররা সাধারণত তাদের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন টিউটোরিয়াল কিংবা গুগলের উপর নির্ভর করে থাকেন। কিন্তু তারা জেনে অবাক হবেন যে, ডিজাইনের বিভিন্ন সূক্ষ্ম বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্মভাবে করার জন্য তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরণের ফ্রি ই-বুকও! সারাবিশ্বের জনপ্রিয় ডিজাইনারদের দ্বারা লিখিত এসব ফ্রি ই-বুক ব্যবহার করে একজন ডিজাইনার একদিক থেকে তার কাজের মধ্যে যেমন আনতে সুনিপুণতা তেমন রুচিশীলতাও!
ডিজাইন শেখার জন্য অনেক প্রিন্টেড এবং পেইড ই-বুকও আছে। কিন্তু একজন প্রাথমিক পর্যায়ের ডিজাইনার অবশ্যই এসব পেইড ভার্সনের রিসোর্সের প্রতি আগ্রহবোধ করবেন না! সে যদি হাতের নাগালে বিনামূল্যের লার্নিং রিসোর্স পেয়ে যায় তাহলে তো কথাই নেই!
আজ যে ফ্রি ই-বুকগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছেঃ
- The Shape of Design
- The DesignBetter.co library
- Practical Responsive Typography
- 50 Must Read Tips From Designers, To Designers
- Brand House Book
- The Practical Interaction Design Bundle
- An Introduction to Adobe Photoshop
- The Building Blocks of Visual Hierarchy
- The Freelancer’s Bible
১। The Shape of Design:
শুধু ডিজাইন শেখার জন্য নয় বরং ফ্র্যাঙ্ক চিমেরোর The Shape of Design বইটি বিভিন্ন সৃজনশীল কাজ শেখার জন্য কিংবা অনুপ্রেরণা দেয়ার জন্য একটি অতি প্রয়োজনীয় বইও বটে! বিশেষতঃ যারা ডিজাইন সেক্টরে নতুন তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ও পাঠ্য ফ্রি ই-বুক এটি। এই বইটিতে ডিজাইনের বিভিন্ন টুলস কিংবা পদ্ধতি শেখানোর বদলে ডিজাইনের বিভিন্ন সুযোগ, সমস্যা ও সম্ভাবনার কথা অতি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বইটি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
https://shapeofdesignbook.com/download/
২। The DesignBetter.co library:
অ্যারন ওয়ালটার ও এলি উলারি’র এই বইটি আপনাকে ডিজাইন সম্পর্কে দিবে এক নতুন ধারণা। ভালো ও প্রফেশনাল মানের কাজ শিখতে The DesignBetter.co library বইটির বিকল্প নেই! এছাড়া এই বইটি আপনাকে বিভিন্ন প্রখ্যাত প্রতিষ্ঠানের ডিজাইন প্রোডাক্ট ডিজাইন নিয়ে কাজ করে, ডিজাইনের ধারণা, ডিজাইন লিডারশীপ প্রভৃতি সম্পর্কে ধারণা দিবে! বইটি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
https://www.designbetter.co/books
৩। Practical Responsive Typography:
একটা ভিন্নমাত্রার সুন্দর টাইপোগ্রাফি একদিক দিয়ে যেমন আপনার কাজের রুচিশীলতাকে প্রকাশ করে তেমনি একটা আলাদা স্বতন্ত্র পরিচয় দিতেও সাহায্য করে। ড্যারিও কোলোনাকি’র Practical Responsive Typography বইটি আপনাকে প্রফেশনাল মানের টাইপোগ্রাফির নাড়িনক্ষত্র সম্পর্কে ধারণা দিবে। এই বইয়ের ব্যাসিকস অফ স্কেলিং এবং স্ক্রিন স্পেস অপটিমাইজিং আপনাকে ভিন্নমাত্রার ওয়েব ফন্ট তৈরি করতে সহায়তা করবে। এছাড়াও বিভিন্ন ধরণের টাইপোগ্রাফি কাস্টোমাইজ করে একটা স্বতন্ত্রমানের সুন্দর সুন্দর টাইপোগ্রাফি ডিজাইন করতেও সহায়তা করবে সম্পূর্ণ বিনামূল্যের এই ই-বুকটি। বইটি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
https://www.creativebloq.com/news/free-ebook-on-practical-typography-techniques
৪। 50 Must Read Tips From Designers, To Designers:
নাম শুনেই হয়তো এই বইটি সম্পর্কে স্পষ্ট ধারণা হয়ে যাওয়ার কথা! সারাবিশ্বের সব বিখ্যাত বিখ্যাত ডিজাইনারদের ডিজাইন সম্পর্কে সেরা টিপসগুলো দেয়া আছে এই বইটিতে। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে ডিজাইনের সাধারণ খুঁটিনাটি বিষয়গুলো, টাইপোগ্রাফি, ডিজাইন সম্পর্কে বিভিন্ন জনপ্রিয় প্রতিষ্ঠানের ধারণা, ব্র্যান্ডের স্বাতন্ত্র্যতা ধরে রাখতে বিভিন্ন বিকল্প টেক্সচারের ব্যবহার, ডিজাইনের বিভিন্ন ব্যবহারিক টিপস – এই সব কিছু পাবেন এই একটিমাত্র বইটিতে। এককথায়, কিভাবে ডিজাইন সম্পর্কে আলাদাভাবে চিন্তা করা যায় তা এই পড়েই ধারণা পাওয়া যাবে। বইটি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
https://www.route1print.co.uk/50-design-tips-ebook
৫। Brand House Book:
অনেক ডিজাইনার আধুনিক বিশ্বের ডিজাইন ট্রেন্ডের সাথে নিজেকে মেলে ধরতে পারেন না। আজকের নতুন ডিজাইন আগামীকাল আর নতুন থাকবে না। যুগের পরিবর্তনের সাথে সবকিছু যেমন বদলায়, ডিজাইনের বেলায়ও ঠিক একই রকম ঘটে! Brand House Book নামের এই ফ্রি ই-বুকটি আপনাকে নতুন বিশ্বের সকল নতুন নতুন ডিজাইন, আধুনিক ট্রেন্ড প্রভৃতি সম্পর্কে ধারণা দিবে। একটা বিল্ডিং বানানোর আগে কিছু পদ্ধতি আর ধাপ অনুসরণ করে এগোতে হয়। ডিজাইনের বেলায়ও একইরকম কিছু ধাপ অনুসরণ করে এগুলো সেই কাজটি ভালো ও প্রফেশনাল লেভেলের হবে। এই বইটির লেখক রজার লিন্ডব্যাক মূলত এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করে এই বইটি রচনা করেছেন। আধুনিক বিশ্বের সাথে নিজের ডিজাইন স্কিলকে মেলে ধরতে এবং তাল মিলিয়ে চলতে যথেষ্ট সাহায্য করবে সম্পূর্ণ বিনামূল্যের এই ই-বুকটি। বইটি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
http://www.brandhousebook.com/mobile/index.html#p=1
৬। The Practical Interaction Design Bundle:
এই বিনামূল্যের ই-বুকটি তিনটি খণ্ডের সমন্বয়ে রচিত হয়েছে। এর ভেতর একটি খন্ড ৬০ টি সেরা ইউএক্স ডিজাইনের উদাহরণ দেয়া হয়েছে। এছাড়া এই বইটির প্রথম ও দ্বিতীয় খণ্ড তিনটি করে মোট ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করে রচিত হয়েছে। প্রথম খণ্ডে রয়েছে ওয়ার্ড, ভিজুয়াল ও স্পেস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অপরদিকে দ্বিতীয় খণ্ডে আলোচিত হয়েছে টাইম, রেসপন্সিভনেস ও বিহেভিয়ার নিয়ে! তিন খণ্ডের এই বইটি মূলত ইউএক্স ডিজাইনের এক দৃঢ় সমন্বয় তৈরি করেছে। আর বই তিনটি অনুসরণ করে ডিজাইনের ভেতর এই সমন্বয় তৈরি করতে পারলে কাজ হয়ে উঠবে আরও উন্নতমানের! বইটি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
https://www.creativebloq.com/web-design/free-e-books-practical-interaction-design-21619074
৭। An Introduction to Adobe Photoshop:
অ্যাডোব ফটোশপে কাজ শেখার জন্য একেবারে প্রাথমিক পর্যায়ের বিষয়গুলো আলোচনা করা হয়েছে এই বইটিতে। বইটির লেখক ডিজাইনার স্টিভ বারক। প্যানেলস, টুলস, লেয়ারস ও ব্যাসিক প্রিন্টিং এর সবকিছু তুলে ধরা হয়েছে এই বইটিতে। এই বইটির প্রাথমিক জ্ঞান দিয়ে নিজেকে ঝালাই করার পর সবাই নিশ্চয়ই আরও অ্যাডভানস লেভেলের কাজ করতে চাইবেন। স্টিভ বারক তাদের জন্যও ব্যবস্থা করে রেখেছেন! এই বইটিরই আলাদা একটা ইন্টারমিডিয়েট গাইড রয়েছে যেখানে আপনি ভেক্টর টুলস, স্মার্ট অবজেক্ট কিংবা ক্লিপিং মাস্ক সম্পর্কে বিশদ ধারণা পাবেন। বইটি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
https://bookboon.com/en/an-introduction-to-adobe-photoshop-ebook
৮। The Building Blocks of Visual Hierarchy:
ধরা যাক, আপনি ওয়েবের জন্য একটি ডিজাইন করতে চান যেখানে ইন্টারফেস ও লেআউটগুলো সহজবোধ্য এবং সুন্দর করতে চান। এক্ষেত্রে আপনার The Building Blocks of Visual Hierarchy বইটি পড়া অত্যন্ত অত্যাবশ্যকীয়! এখানে সাইজ, স্পেস, লেআউট, কালার প্রভৃতি বিষয়গুলো ক্রমেক্রমে সাজানো হয়েছে। বইটি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
৯। The Freelancer’s Bible:
ফ্রিল্যান্সারদের জন্য অতি প্রয়োজনীয় এই বইটি। এতে পাবেন কিভাবে আপনার বিজনেসকে মার্কেটে সুদৃঢ়তার সাথে দাঁড় করানো, কাজের লাইসেন্স, ক্লায়েন্টের সাথে সুসম্পর্ক বজায় রাখা, ট্যাক্স রিটার্ন প্রভৃতি খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারবেন। বইটি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
https://www.route1print.co.uk/freelancers-bible
শেখার শেষ নেই। ডিজাইনারদের ক্ষেত্রে এই বিষয়টি আরও ভালোভাবে রক্ষা করতে হয়। উপরের ফ্রি ই-বুকগুলো আপনার ডিজাইনের যেমন আনবে প্রফেশনাল ভাব তেমন আকর্ষণীয়!
তথ্যসূত্রঃ
https://www.creativebloq.com/design/free-ebooks-designers-7133700
Author

Jubair Hasan
Joined 2 years ago
📬 Let's keep in touch
Join our mailing list for the latest updates
Something went wrong!
Please try again.