ডাউনলোড করে নিন গ্রাফিক ডিজাইনারদের জন্য ১০টি চমৎকার ফ্রি রেজিউম টেমপ্লেট
Published on:

পোর্টফোলিও বা রেজিউম এই দুটি একজন ডিজাইনার কিংবা ডিজাইন সংশ্লিষ্ট পেশাদারের কাছে একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত ডিজাইনের সাথে সম্পর্কিত জব সার্কুলেশনগুলোতে চাকুরিপ্রার্থীদের কাছ থেকে রেজিউম বা পোর্টফোলিও চাওয়া হয়। আবার অনেকসময় কোনো নতুন ক্লায়েন্টের কাছে খুব তড়িঘড়ি করে রেজিউম পাঠাতে হয়। এই স্বল্প সময় ও তাড়াহুড়া করার কারণে অনেকেই মানসম্পন্ন রেজিউম তৈরি করতে পারেন না। তাই এসবক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড ফ্রি রেজিউম টেমপ্লেট ডাউনলোড করে সেটাকে কাস্টোমাইজ করে নিয়ে জমা দেয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এতে করে একদিক থেকে যেমন ডিজাইনারের কার্য হাসিল হয় তেমন একজন ডিজাইনার হিসেবে রেজিউমের কোয়ালিটিও বজায় থাকে।
আজ আমি কিছু ফ্রি রেজিউম টেম্পলেট নিয়ে আলোচনা করবো। আর সাথে প্রত্যেকটা রেজিউমের ডাউনলোড লিঙ্ক দেয়া আছে। তাই ডিজাইনাররা এখান থেকে রেজিউম টেম্পলেট ডাউনলোড ও কাস্টোমাইজ করে তার বহু আকাঙ্ক্ষিত চাকুরি বা ক্লায়েন্টের কাজ পাওয়ার জন্য এক ধাপ এগিয়ে যাবেন।
- Modern resume
- YA resume
- Elegant resume
- Graphical resume
- Colourful resume
- Creative Vintage Resume
- Creative Designer Resume Template
- Project-based resume
- Two-column layout
- Timeline resume
১। Modern resume:
চমৎকার এই রেজিউম টেম্পলেটটি আপনি আপনার পছন্দসই ডিজাইন অনুযায়ী কাস্টোমাইজ করে নিতে পারবেন। এখানে যে ডিজাইন দেয়া আছে সেটা ছাড়াও আপনি এর টেক্সট ও ফটোগ্রাফ পরিবর্তন করে নিতে পারবেন। এছাড়াও এই রেজিউমের কালার ও লেআউট যতক্ষণ না পর্যন্ত একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার ব্যক্তিসত্ত্বাকে ফুটিয়ে তুলতে না পারছে ততক্ষণ পর্যন্ত মোডিফাই করে নিতে পারবেন। অসাধারণ এই রেজিউম টেম্পলেটটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
২। YA resume:
এই রেজিউমটি ডিজাইন করেছেন Angga Baskara। উনি একজন ইন্দোনেশিয়ান গ্রাফিক ডিজাইনার। তিনি তার ডিজাইন করা এই রেজিউম টেম্পলেটকে প্রধানত তিন ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে তিনি মূল সিভি রেখেছেন যেখানে একজন ডিজাইনারের দক্ষতাকে প্রগ্রেস বারে ইলাস্ট্রেশন করা হয়েছে। দ্বিতীয় ভাগে একটা কাভারিং লেটার এবং তৃতীয় ভাগে একটি পোর্টফোলিও সেকশন রয়েছে যেখানে আপনি আপনার কাজের অভিজ্ঞতা কিছু ইমেজ ও সংক্ষিপ্ত বিবরণী দিয়ে উপস্থাপন করতে পারবেন। অসাধারণ এই রেজিউম টেম্পলেটটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
৩। Elegant resume:
রেজিউমে ছিমছাম, পরিচ্ছন্ন ও মার্জিত ভাব রাখতে চান? তাহলে এই টেম্পলেটটি আপনার জন্য! এই টেম্পলেটে বেশ সূক্ষ্ম ইলাস্ট্রেশন এবং হোয়াইট স্পেসের ব্যবহার করা হয়েছে। এই টেম্পলেটটি ডিজাইন করেছেন Vladyslav Tulinovskyi। এই রেজুউমটি PSD ফরম্যাটে থাকায় আপনি আপনার পছদমত কালার স্কিম, টেক্সট ও অন্যান্য ডিজাইনগুলো পরিবর্তন করে নিতে পারবেন। অসাধারণ এই রেজিউম টেম্পলেটটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
৪। Graphical resume:
এই টেম্পলেটটি ডিজাইন করেছেন Fay Zodiac। বোল্ড লেটারপ্রেস স্টাইলের আইকন, প্যাটার্ন ও টেক্সট এই রেজিউমকে অন্যান্য সকল রেজিউম থেকে একটি ভিন্নমাত্রায় উপস্থাপন করেছে। তাই যেকোনো জব ইন্টার্ভিউতে এই রেজিউম আপনাকে আত্মবিশ্বাসী করে তুলতে সহায়তা করবে। সম্পূর্ণ কাস্টোমাইজ করার যোগ্য এবং ফন্ট ও আইকনের অনন্য বৈশিষ্ট্যসম্পন্ন এই রেজুউমটি ফটোশপ রেজিউম টেম্পলেটে পাওয়া যাবে। অসাধারণ এই রেজিউম টেম্পলেটটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
৫। Colourful resume:
যেকোনো ডিজাইনে রঙ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Colourful resume নামের এই রেজুইম টেম্পলেটটিও প্রায় ছয়টি কালার স্কিমসমৃদ্ধ ও আকর্ষণীয় প্যাটার্নের হেডার দিয়ে ডিজাইন করা হয়েছে। আর রেজিউমের ডিজাইনের দিক থেকে সমন্বয় সাধন করে এই ডিজাইনার একই সাথে বিজনেস কার্ডও ডিজাইন করেছেন। অসাধারণ এই রেজিউম টেম্পলেটটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
৬। Creative Vintage Resume:
ইলাস্ট্রেটর ফরম্যাটে থাকায় এই রেজিউমটি আপনি খুব সহজেই মোডিফাই করে নিতে পারবেন। এই রেজিউমের ভেতর একটা সাধারণ ভাব পরিলক্ষনীয়। যেকোনো ফন্ট দিয়ে এই টেম্পলেটের ফন্টগুলোকে রিপ্লেস করার সুযোগ রয়েছে। অসাধারণ এই রেজিউম টেম্পলেটটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
৭। Creative Designer Resume Template:
লেয়ারের উপস্থিতি ও অর্গানাইজড ভাব থাকায় এই রেজিউম খুব সহজেই মোডিফাই করে নিজের কাজ, দক্ষতা ও অন্যান্য বিষয়গুলো সংযুক্ত করা সম্ভব। 300dpi এবং A4 PSD ফরম্যাটে থাকায় এই ফটোশপে মোডিফাই করে নেয়া যাবে। অসাধারণ এই রেজিউম টেম্পলেটটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
৮। Project-based resume:
সিভির সাথে নিজের কাজের অভিজ্ঞতা ও দক্ষতা জানানোর পাশাপাশি কিছু কাজের নমুনা সংযুক্ত করে দিতে পারলে সেটা ঐ সিভি বা রেজিউমকে আলাদা একটি মাত্রা দিবে। এতে করে চাকুরিদাতা বা ক্লায়েন্টের আপনার উপর নির্ভরযোগ্যতা বেড়ে যাবে। এই রেজিউমে আপনার কাজের কিছু ভিজ্যুয়ালাইজেশন জুড়ে দিতে পারবেন। পাশাপাশি এতে কাভার লেটারের জন্য আলাদা স্থান রয়েছে। সম্পূর্ণ ফ্রি ও কাস্টোমাইজ করার যোগ্য এই রেজিউম টেম্পলেটটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
৯। Two-column layout:
একটি রেজিউম যত সংক্ষিপ্ত ও আকর্ষণীয়ভাবে ক্লায়েন্ট বা ইন্টার্ভিউ বোর্ডের সামনে উপস্থাপন করা যাবে একজন ডিজাইনারের কাজ পাওয়ার সম্ভাবনাও তত বেড়ে যাবে। এই রেজিউমের প্রথম পেইজেই অনেক তথ্য খুব মার্জিতভাবে উপস্থাপন করার সুযোগ রয়েছে। এছাড়া দুই কলামের লেআউট এই রেজিউমকে পরিচ্ছন্ন রাখতে সহায়তা করেছে। অসাধারণ এই রেজিউম টেম্পলেটটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
১০। Timeline resume:
এই ফ্রি রেজিউমটি ডিজাইন করেছেন গ্রাফিক ডিজাইনার Patryk Korycki। .AI ফরম্যাটে থাকায় আপনি খুব সহজেই ইলাস্ট্রেটরে এই রেজিউমটিকে মোডিফাই করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে, দক্ষতা, উৎসাহ আরও বিভিন্ন অভিজ্ঞতা শেয়ারের অপূর্ব সুযোগ রয়েছে এই রেজিউমে। অসাধারণ এই রেজিউম টেম্পলেটটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
একটি আকর্ষণীয় ও অত্যাধুনিক রেজিউমের মাধ্যমেই মূলত একজন ক্লায়েন্ট বা চাকুরিদাতার মন কাড়া সম্ভব। এছাড়াও নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে একটি ভালোমানের রেজিউমের তুলনা নেই। কাজেই রেজিউম সকল ডিজাইনারেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। উপর্যুক্ত রেজিউম টেম্পলেটগুলো ডাউনলোড ও নিজের মতো কাস্টোমাইজ করে উপস্থাপন করতে পারলে আপনার আকাঙ্ক্ষিত স্বপ্নগুলো ধরা দিতে পারে এক নিমেষেই!
তথ্যসূত্রঃ
https://www.creativebloq.com
Other Blog
Related Posts
Author

Jubair Hasan
Joined 2 years ago
📬 Let's keep in touch
Join our mailing list for the latest updates
Something went wrong!
Please try again.