ডিজাইনারদের জন্য সেরা ৯টি ফ্রি মক-আপ টেমপ্লেট সাইট

Published on:

ডিজাইনারদের জন্য সেরা ৯টি ফ্রি মক-আপ টেমপ্লেট সাইট

ডিজাইন প্রদর্শনের জন্য রেডিমেড মকআপের কোনো বিকল্প নেই এ ব্যাপারে কারো সন্দেহ নেই! বিভিন্ন ডিভাইস কিংবা মাধ্যমে আপনার করা ডিজাইনটি দেখতে কেমন হবে তা মকআপ ডিজাইন থেকে ধারণা করা সম্ভব। তবে খুব স্বল্প ডেডলাইনের ভেতর ডিজাইনের জন্য উপযুক্ত মকআপ খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার। এছাড়া অনেক সাইটে মকআপ ডাউনলোডের ক্ষেত্রে পেইড ব্যবস্থা থাকার কারণে অনেক সময়ই ডিজাইনারদের ঝামেলায় পড়তে হয়। আর তাই ডিজাইনারদের ঝামেলা এড়ানোর জন্য কিছু ফ্রি মকআপ সাইটের সাথে পরিচিতি করিয়ে দিতেই আজকে আমাদের এই আয়োজন। আজ আমি সেরা ফ্রি ৯টি ফ্রি মকআপ সাইট নিয়ে আলোচনা করবো।

  • GraphicBurger
  • Mockplus
  • Futuramo
  • Placeit
  • Designmoo
  • Pixeden
  • Pixel Buddha
  • Mockup World
  • Premium Pixels

 

১। GraphicBurger:

অনলাইন কমিউনিটিতে GraphicBurger একটি অন্যতম সেরা সাইট বিনামূল্যে মকআপ ডিজাইনের জন্য। এই সাইটে বেশ মানসম্পন্ন প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন রিসোর্স রয়েছে। এছাড়াও আপনি এখানে সারাবিশ্বের কিছু প্রখ্যাত ডিজাইনারদের করা এক্সক্লুসিভ PSD ফাইল পাবেন। অসাধারণ এই সাইটে ভিজিট করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

http://graphicburger.com/

mockup

 

২। Mockplus:

Mockplus এ আপনি বিভিন্ন মোবাইল, ওয়েব কিংবা ডেস্কটপ অ্যাপস এর জন্য মকআপ ডিজাইন করতে পারবেন। প্রচুর ফ্রি আইকন ও রেডিমেট UI কম্পোনেন্টের এক বিশাল ভাণ্ডার এই সাইট। এছাড়াও এখানে আপনার ডিজাইনটি ভালোভাবে উপস্থাপনের জন্য আপনার ডিজাইনের লেআউটের একটা চমৎকার প্রোটোটাইপ তৈরি করা সম্ভব এই সাইটে। এখনকার নতুন ভার্সনে বেশ কিছু চমৎকার ফিচার অ্যাড করা হয়েছে এই সাইটে। রিপিটার, UI ফ্লো, টেমপ্লেট, স্কেচ ইম্পোর্ট, মাইন্ড ম্যাপ ডিজাইন মডেল ও ইমেজ কিংবা টেক্সটে ডাটা সংযুক্তির মতো সুবিধাগুলো পাওয়া যাবে এই সাইটে। অসাধারণ এই সাইটে ভিজিট করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

https://www.mockplus.com/

mockup

 

৩। Futuramo:

ওয়েবে ব্যবহারের জন্য এক বিশাল সংখ্যক আইকন সেটের এক অপূর্ব সমন্বয় ঘটেছে Futuramo সাইটে। এখানে প্রায় ৪৫০০০ হাজারেরও অধিক UI আইকনের ভাণ্ডার রয়েছে। যেখানে প্রায় ৩০০০ আইকন প্রায় ১৬ টি স্টাইলে পাওয়া যাবে। যেকোনো ডিজাইনের জন্য প্রয়োজনীয় আইকনটি খুঁজে পেতে আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে এই সাইটটিতে! অসাধারণ এই সাইটে ভিজিট করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

https://futuramo.com/

mockup

 

৪। Placeit:

আপনি যদি ডিজাইনের জন্য প্রয়োজনীয় স্ক্রিনশট আপনার iPhone কিংবা iPad মকআপ টেমপ্লেটে ব্যবহার করতে চান তবে সেক্ষেত্রে এই সাইটটি আপনাকে বহুলাংশে সাহায্য করবে। এখানে আপনি শুধু ৬০০ এর বেশি প্রোডাক্ট মকআপ পাবেন না বরং অ্যাপ স্ক্রিনশটটি এই মকাআপে শুধু drag-and-drop করেই ব্যবহার করতে পারবেন। এছাড়াও ডিজাইনের জন্য যদি আপনার হাই রেজুলেশনের ইমেজের প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে আপনি এই সাইটে যেকোনো যেকোনো ইমেজের জন্য ১৫% কমে কিনতে পারবেন কিংবা প্রথম মাসের জন্য সাবস্ক্রিপশন করে কিনে ব্যবহার করতে পারবেন। অসাধারণ এই সাইটে ভিজিট করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

https://placeit.net/

mockup

 

৫। Designmoo:

এই সাইটটিও গ্রাফিক ডিজাইনারদের জন্য বিশাল সংখ্যক ফ্রি মকআপ নিয়ে হাজির হয়েছে। এছাড়াও আপনি এখানে UI Kits, ভেক্টর ফন্ট, প্যাটার্ন, টেক্সচার, PSD ও ডিজাইনের জন্য অন্যান্য রিসোর্সগুলো ব্যবহার ও ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। অসাধারণ এই সাইটে ভিজিট করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

http://designmoo.com/

mockup

 

৬। Pixeden:

হাই কোয়ালিটির গ্রাফিক টেম্পলেটের জন্য একটি অন্যতম সাইট Pixeden। এছাড়াও এই সাইটে প্রচুর ব্যাকগ্রাউন্ড গ্রাফিক, টেক্সট ইফেক্ট গ্রাফিক, ওয়েব গ্রাফিকের এক বিশাল সম্ভার রয়েছে। তাই ফ্রি মকআপ PSD ডিজাইনের জন্য একটি অসাধারণ স্থান হতে পারে এই সাইটটি। অসাধারণ এই সাইটে ভিজিট করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

http://www.pixeden.com/

mockup

 

 

 

৭। Pixel Buddha:

এই সাইটটি অধিকাংশ প্রোডাক্ট মকআপ ডিজাইনের জন্য বিখ্যাত ও সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের জন্য ডিজাইনারদের কাছে পছন্দের। এগুলো ব্যক্তিগত বা কমার্শিয়াল ব্যবহারের জন্যও ডাউনলোড করা যাবে। সফটওয়্যার থেকে শুরু করে ওয়েব অ্যাপস, টেম্পলেট, থিম ও অন্যান্য কাজেও ব্যবহার করা যাবে এই ডিজাইনগুলো। বিনামূল্যে ব্যবহারের পাশাপাশি পেইড ইউজারদের জন্যও এই সাইটে রয়েছে অত্যন্ত চমৎকার কিছু মকাআপ টেম্পলেট। অসাধারণ এই সাইটে ভিজিট করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

https://pixelbuddha.net/plus

mockup

 

 

৮। Mockup World:

মকআপ ডিজাইনের জন্য একটি সেরা সাইট Mockup World যেখান থেকে আপনি আপনার পছন্দমত একটি ডাইনলোড করে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখানে প্রচুর পরিমাণে রেডিমেট PSD ফরম্যাটে মকআপ টেমপ্লেট ব্যবহার করা যাবে। আর এই সবগুলো ডিজাইন কোনো না কোনো প্রখ্যাত ডিজাইনার কিংবা এজেন্সির করা। আর এই সবগুলো মকআপ একটি থাম্বনেইলের সাথে সরাসরি ডাউনলোডের ব্যবস্থা রয়েছে এখানে! এছাড়াও এই সাইটের ইন্টারফেসটি ব্যবহারকারিদের জন্য অত্যন্ত সহজভাবে ডিজাইন করায় যেকোনো কিছু খুব সহজে খুঁজে পাওয়া সম্ভব। অসাধারণ এই সাইটে ভিজিট করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

http://www.mockupworld.co/

mockup

 

৯। Premium Pixels:

Premium Pixels সাইটও বেশ জনপ্রিয় ফ্রি মকআপ ডিজাইনের জন্য। এখানে আপনি অপূর্ব সব স্কেচ টেম্পলেটের খোঁজ পাবেন। এছাড়াও এখানে আইকন, প্যাটার্ন, ব্রাশ ও টেক্সচার খুঁজে পাবেন এই সাইটে। আর এই সব রিসোর্সগুলো সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড ও ব্যবহার করা যাবে! অসাধারণ এই সাইটে ভিজিট করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

 

http://www.premiumpixels.com/

mockup

 

ডিজাইনের শেষে আপনার করা ডিজাইনটি বিভিন্ন মাধ্যমে কেমন দেখাচ্ছে তা পরিক্ষা করে দেখার সর্বোত্তম উপায় মকআপ টেম্পলেট। দিনশেষে একজন ক্লায়েন্ট আপনার ডিজাইনটিকে কোনো মকআপের আদলেই দেখতে চাইবে। তাই ডিজাইনের জন্য উপযুক্ত মকআপ টেম্পলেটটি খুঁজে পেতে উপরের সাইটগুলোর তুলনা নেই!

 

তথ্যসূত্রঃ

http://makerbook.net

 

Categories:
Share:
Other Blog
Related Posts

Author

Jubair Hasan

Joined 2 years ago

📬 Let's keep in touch

Join our mailing list for the latest updates

Resend verification link

Something went wrong!
Please try again.

Please enter your name.

Please enter a valid email address.