ইলাস্ট্রেটরে যেভাবে রবি লোগো ডিজাইন করবেন (স্টেপ বাই স্টেপ)

Published on:

ইলাস্ট্রেটরে যেভাবে রবি লোগো ডিজাইন করবেন (স্টেপ বাই স্টেপ)

রবি অ্যাক্সিয়াটা লিমিটেড বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় মোবাইল ফোন কোম্পানি। এটি মূলতঃ মালয়েশিয়া, ভারত, জাপান ও বাংলাদেশের মালিকানাধীন একটি যৌথ প্রতিষ্ঠান। ব্যবহারকারী ও আয়ের দিক থেকে এটি বাংলাদেশের ২য় বৃহত্তম মোবাইল ফোন কোম্পানী।

আগে রবি অ্যাক্সিয়াটা টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) নামে পরিচিত ছিল। ১৯৯৭ সালে একটেল নামে বাংলাদেশে এর যাত্রা শুরু হয়। ২০১০ সালে এই কোম্পানি ‘রবি’ ব্র্যান্ড হিসেবে নতুনভাবে সবার সামনে আসে এবং রবি অ্যাক্সিয়াটা লিমিটেড নামে পরিচিত হয়।

আজ আমি ইলাস্ট্রেটরে কিভাবে রবি লোগো ডিজাইন করতে হবে তা ধাপে ধাপে দেখাবো।

ধাপ ১ঃ

প্রথমে আমরা একটা New Document নিবো। Height এবং Width 900 px করে নিবো। আর প্রত্যেক পাশে 3 px করে Bleed point নিবো।

robi

ধাপ ২ঃ

এই ধাপে রবির লোগোর জন্য নির্দিষ্ট কালার স্কিমটি ডাউনলোড করে নিবো। এটি এখান থেকে ডাউনলোড করা যাবে।

robi

ধাপ ৩ঃ

এবার Ploygon tool দিয়ে একটি Polygon আঁকবো।

robi

ধাপ ৪ঃ

এবার এই polygon টির উপর Right ক্লিক করে transform -> Rotate অপশনে গিয়ে 90 Degree করে নিবো।

robi

ধাপ ৫ঃ

এবার Pen tool দিয়ে Polygon টিতে Pencil tool দিয়ে তিনটি লাইন ড্র করবো। এরপর Pathfinder-> Divide অপশনটি সিলেক্ট করব।

robi

 

ধাপ ৬ঃ

এই ধাপে Polygon টি Direct Selection tool দিয়ে সিলেক্ট করে Right ক্লিক চেপে Ungroup করে নিবো।

robi logo

ধাপ ৭ঃ

এই ধাপে Polygon এর নিচের ডানপাশের অংশটি Alt চেপে উপরের দিকে বসাই।

robi

ধাপ ৮ঃ

Ploygon এর মাঝের ডানপাশের অংশটি Delete করে দেই।

robi

ধাপ ৯ঃ

এবার আমরা আমাদের ডাউনলোড করা রবির কালার প্যালেট থেকে Eyedropper tool দিয়ে প্রত্যেকটা অংশে কালার করে নেই। Gradient tool দিয়ে রবির লোগোর সাথে সামঞ্জস্যতা রেখে প্রত্যেকটা অংশের কালার ঠিক করে নেই।

robi

robi

 

robi

ধাপ ১০ঃ 

এবার আমরা এই লিঙ্ক থেকে রবির ফন্টটি ডাউনলোড করে নেই। ফন্টের সাইজ এবং কালার প্যালেট থেকে কালার দিয়ে মোডিফাই করে নেই। আর এভাবেই ধাপে ধাপে আমাদের রবি লোগোটি পরিপূর্ণতা পেলো!

robi

 

robi

 

robi

 

Categories:
Share:
Other Blog
Related Posts

Author

Jubair Hasan

Joined 2 years ago

📬 Let's keep in touch

Join our mailing list for the latest updates

Resend verification link

Something went wrong!
Please try again.

Please enter your name.

Please enter a valid email address.