কিভাবে প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করবেন? (শেষ পর্ব)

Published on:

কিভাবে প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করবেন? (শেষ পর্ব)

১ম পর্ব পড়ে নিন এখানে।

ছবি তুলুন হাই কোয়ালিটি

Abu Kalam Shamsuddin

আবু কালাম সামসুদ্দিন স্যারের পোর্টফোলিও

আপনার যদি শুধুমাত্র প্রিন্ট করা কিংবা হাতে আর্ট করা ড্রয়িং পেপার থাকে আর সেগুলো যদি অনলাইন পোর্টফোলিও তে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই খুব ভাল ক্যামেরা কিংবা স্ক্যানার দিয়ে স্ক্যান করুন। সবচেয়ে ভাল হয় প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ছবি তুললে। কারণ আপনার পোর্টফোলিও হবে আপনার কাজের বহিঃপ্রকাশ। সেখানে মোবাইল দিয়ে দিয়ে তোলা সাধারণ ছবি আপনার অসাধারণ কাজকে ম্লান করে দিবে।

আপনার এই ছোট বিনিয়োগ একসময় অবশ্যই অনেক বড় আকারে ফিরে আসবে।

 

স্মার্টলি উপস্থাপন করুন

Total Graphic Package

এখানে মকআপ ব্যবহার করা হয়েছে।

 

আপনার ডিজাইন করা পোস্টার কিংবা লোগো সরাসরি ওয়েবসাইটে না দিয়ে সেটা যদি সুন্দর কোন মকআপ ব্যবহার করে উপস্থাপন করেন তাহলে সেটা আরো বেশি প্রফেশনাল মনে হবে। মকআপ কি কিংবা কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানতে আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন।

অনেক প্রিমিয়াম মকআপের পাশাপাশি ফ্রি মকআপ পাওয়া যায়। যেমন দেখতে পারেন এখানে কিংবা এখানে। 

বিভিন্ন প্রিমিয়াম পোর্টফোলিও থিম পাওয়া যায় যেগুলো ডিজাইনই করা হয়েছে পোর্টফোলিও এর জন্য। সেগুলো ব্যবহার করে তৈরি করতে পারেন আপনার নিজের পোর্টফোলিও সাইট।

ফেসবুক পেজ হতে পারে আপনার পোর্টফোলিও

আপনার যদি মনে হয় ওয়েবসাইট চালানো আপনার জন্য অনেক বেশি সময়সাপেক্ষ কিংবা টেকনিক্যাল তাহলে খুব সহজ সমাধান ফেসবুক পেজ!। হ্যা আপনি শুরুতে একটি ফেসবুক পেজ কিংবা ফ্লিকার ব্যবহার করেই পোর্টফোলিও সাজাতে পারেন। আমাদের দেশে যেহেতু এমনিতেই ফেসবুক অনেক জনপ্রিয় তাই ফেসবুক পেজ দিয়েও পেতে পারেন প্রচুর ক্লায়েন্ট এবং অডিয়েন্স।

তবে অবশ্যই ভবিষ্যতে আপনার ওয়েবসাইট তৈরি করার পরিকল্পনা রাখবেন। কারণ ফেসবুক আমাদের দেশে অনেক জনপ্রিয় হলেও বাইরের দেশের অনেক ক্লায়েন্ট ফেসবুকে প্রফেশনাল কাজ দেখতে পছন্দ করেন না।

Tanmoy Cartoons

তন্ময় কার্টুনস ফেসবুক পেজ।

প্রজেক্টের সাথে উল্লেখযোগ্য গল্প যুক্ত করতে পারেন

Emma Dime / Portfolio
Emma Dime / Portfolio

 

অনেক সময় প্রজেক্ট করতে গিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেই চ্যালেঞ্জ কিভাবে সমাধান করা হয়েছে সেটা এবং ক্লায়েন্টের ফিডব্যাক সহ ছোট গল্প সহ পোর্টফোলিও সাজাতে পারেন। এতে করে অডিয়েন্সের ভিন্ন এক অভিজ্ঞতা হতে পারে। আরো বেশি ডায়নামিক একটি পোর্ট ফোলিও হতে পারে।

আপনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন এবং সেটা সমাধান করেন সেটাও পোর্টফোলিও ডিজাইনের মাধ্যমে খুব সহজেই প্রকাশ করতে পারেন। যেমনটা করেছেন উপরের পোর্টফোলিও আর্টিস্ট।

ডিজাইনের ধাপগুলো দেখাতে পারেন

Pinegate Road / Portfolio
Pinegate Road / Portfolio

ডিজাইনের শুরুটাই হয় স্কেচিং করে। হোক সেটা লোগো ডিজাইন কিংবা ওয়েবসাইট ডিজাইন। আপনি হয়তো ৬-৭টি লোগো ডিজাইন করেছেন কিংবা আইডিয়া দিয়েছেন সেখান থেকে ক্লায়েন্ট একটি বাছাই করেছেন। তাই বলে বাকিগুলো মুছে দিবেন? না। আপনার এই ডিজাইন প্রসেসটাও অনেক সময় ক্লায়েন্টকে ইম্প্রেস করবে। ক্রিয়েটিভ ডিরেকটর দেখতে চায় আপনার ধাপগুলো ঠিকভাবে পালন করছেন কিনা। এছাড়াও অনেক সময় ক্লায়েন্ট মনে করে কাজগুলো খুবই সোজা। অথচ একজন ডিজাইনার কত পরিশ্রম করে ডিজাইন করে এবং কতগুলো ধাপ পার হয়ে ডিজাইন করে সেটা শুধুমাত্র আপনি যদি ধাপগুলো প্রকাশ করেন তাহলেই বুঝানো সম্ভব।

ভিএফক্স আর্টিস্ট কিংবা থ্রিডি মডেলার যখন শোরিল/ডেমোরিল প্রকাশ করে তখন সেখানে মেকিংটাও দেখানো হয়। এটার কারণ ক্লায়েন্টকে কাজের ধাপগুলো সম্পর্কে ধারণা দেয়া। যেমন দেখুন এই ভিডিওটা।

 

ফ্ল্যাশ অথবা অ্যানিমেশন ব্যবহার করবেন না

Philip Andrews / portfolio
Philip Andrews / portfolio

সব সময়ই সিম্পল ডিজাইন ব্যবহার করুন। উলটা পালটা রঙ চং, ফ্ল্যাশ অ্যানিমেশন কিংবা হিবিজিবি ওয়েবসাইট ডিজাইন না করাই বুদ্ধিমানের কাজ। কারণ ক্লায়েন্ট কিংবা অডিয়েন্স যখন দেখবে আপনার ওয়েবসাইট পরিস্কার নয় তখন ধরেই নিবে আপনার কাজও তেমন ক্লিন নয়। তাই সব সময়ই মিনিমাল ডিজাইনে জোর দিন।

Arun / portfolio
Arun / portfolio

রিভিউ, যুক্ত করুন, ডিলেট করুন এবং আবার রিভিউ

La Beubar / portfolio
La Beubar / portfolio

 

অনেক বাছাই করে পোর্টফোলিও সাইট ডিজাইন করে পাবলিশ করলেন। তারপর কি? কাজ শেষ? না। প্রতি ৬-৭ মাস পর পর রিভিউ করুন। আপনার নতুন কাজগুলো যুক্ত করুন। যেগুলো পুরাতন মনে হচ্ছে মুছে দিন। অনেক সময় ক্লায়েন্ট কিংবা অডিয়েন্সের কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন। আপনার পোর্টফোলিও তে সময় দেয়া মানে আপনার কাজের উপর ইনভেস্ট করা। ডিজাইনারদের একটি সাধারণ ব্যাপার হচ্ছে অনেক ক্লায়েন্ট যখন হয়ে যায় তখন পোর্টফোলিও আর আপডেট করে না। এই কাজটি করবেন না। আপনার পোর্টফোলিও আপডেটেড মানে আপনিও আপডেটেড। নাহলে ১০-১৫ বছর পর ব্যাকডেটেড আর্টিস্ট হিসেবে কাজ তেমন পাবেন না!

Super Eight Studio / portfolio
Super Eight Studio / portfolio

আপনার পোর্টফোলিওতো হয়ে গেল, এরপর কি?

অনেক খুটে খুটে আপনার ডিজাইন দেখলেন, যত্নের সাথে সেগুলো সিলেক্ট করলেন, ক্রিয়েটিভ পদ্ধতিতে এবং ভিন্নভাবে ইন্টারনেট জগতে প্রকাশ করার জন্য প্রস্তুত হলেন। তারপর কি?

  • একজন ওয়েবডিজাইনারের সাহায্য নিয়ে খুব কম খরচেই ডোমেইন, হোস্টিং নিয়ে ওয়েবসাইট তৈরি করে ফেলুন। আর যদি আগে থেকেই ওয়েবসাইট থাকে তাহলে ‘পোর্টফোলিও’ নামের একটি সেকশন সাইটে যুক্ত করে ফেলুন। মাত্র কয়েক হাজার টাকা দিয়েই সব করা সম্ভব।
  • আর আপনার যদি মনে হয় ওয়েবসাইট ডিজাইন করা এখনই সম্ভব নয় তাহলে Behance অথবা Dribble এর সাহায্য নিতে পারেন। যেখানে পুরো বিশ্ব থেকে সকল নামকরা ডিজাইনাররাই তাদের কাজগুলো প্রদর্শন করে থাকেন। তবে ড্রিবলে একাউন্ট খুলতে এবং ইনভাইট পেতে অবশ্যই কোয়ালিটি মেনটেইন করতে হবে।
  • আপনি যদি থ্রিডি আর্টিস্ট হয়ে থাকেন তাহলে দেখতে পারেন এই দুইটি সাইট। যেখানে বিশ্বের সকল বাঘা বাঘা আর্টিস্টরা তাদের কাজ শেয়ার করে থাকেন। দেখুন ArtStation এবং CGSociety
  • এছাড়াও অনেকে ভিডিও পোর্টফোলিও, ডেমোরিল কিংবা শোরিল ভিডিও ইউটিউবে দিয়ে থাকেন। কিন্তু প্রফেশনাল ব্যাপার হচ্ছে Vimeo ব্যবহার করা। কারণ আপনার পোর্টফোলিও যখন আপডেট করবেন তখন একই লিংক ঠিক রেখে আপডেট করতে পারবেন এবং বিজ্ঞাপন ছাড়াই সকলে ভিডিও দেখতে পারবে।
  • আপনি যদি ফটোগ্রাফি করে থাকেন তাহলে Flickr এর কথা এমনিতেই জানেন। ফটোগ্রাফারদের জন্য ফ্লিকার হচ্ছে শষ্যক্ষেতের মত। ইচ্ছে মত ছবি দেখুন এবং সেরা সেরা ছবিগুলো তথ্য সহ আপলোড করুন!

“একজন ক্রিয়েটিভ মানুষের মেরুদন্ড হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও আপনার রক্ত, ঘাম, মেধা এবং বিজয়কে প্রকাশ করে। এটি আপনার ব্রান্ড যা নিয়ে অনায়াসেই গর্ব করতে পারেন।” – জ্যাকব ক্যাস

(এখানে আমাদের দেশের বিভিন্ন স্টুডিও এবং ডিজাইনারের পোর্টফোলিও শেয়ার করা হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন ডিজাইনারের কাজও শেয়ার করা হয়েছে। ক্যানভা.কম থেকে বিভিন্ন সোর্স এবং ব্লগ অনুসরণ করা হয়েছে)

 

Categories:
Share:
Other Blog
Related Posts

Author

হাসান যোবায়ের

Joined 11 years ago

📬 Let's keep in touch

Join our mailing list for the latest updates

Resend verification link

Something went wrong!
Please try again.

Please enter your name.

Please enter a valid email address.