রিলিজ হলো অটোক্যাড ২০২০ এর পরিপূর্ণ ভিডিও টিউটোরিয়াল কোর্স (আর্কিটেক্ট, মেকানিক্যাল ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য)

প্রকাশিতঃ 6 সেপ্টেম্বর, 2021, দেখা হয়েছেঃ

অটোক্যাড ২০২০ এর পরিপূর্ণ ভিডিও টিউটোরিয়াল কোর্স

অটোক্যাড ২০২০ এমন একটি সফটওয়্যার যা আরকিটেকচারাল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল বিভিন্ন ডিজাইনিং এর কাজে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্মে ও ফ্যাক্টরিতে বহুল ব্যবহৃত হয়। বিভিন্ন সহজ ও জটিল নকশা তৈরির জন্য ডিজাইনারদের প্রথম পছন্দই হল অটোক্যাড। অটোক্যাড হল একটি Computer Aided Design software যা 2-D ও 3-D ডিজাইনে বহুল ব্যবহৃত হয়। এর প্রস্তুতকারক ও প্রকাশক হল Autodesk Inc. পিসিতে প্রথম দিকের Computer Aided Design এর সফটওয়্যার গুলার একটি হল অটোক্যাড। প্রায় ৩৭ বছর যাবত এই অটোক্যাড সফটওয়্যার রাজত্ব করছে এবং ভবিষ্যতেও করবে।

অটোক্যাডের ভার্শন প্রতি বছরই আপডেট করা হয়। এর উল্লেখযোগ্য একটি ভার্শন হল AutoCAD ২০২০. নতুন ভার্শনে ডিজাইনিং এর কাজগুলো আগের চেয়ে হয়েছে  আরো সহজ ও আকর্ষণীয়। এর বিভিন্ন ট্যাব  ও তার অধীনে বিভিন্ন প্যানেল্গুলো পেয়েছে স্মার্ট লুক।বিভিন্ন শর্টকার্ট কী এর মাধ্যমে এর ব্যবহার হয়েছে আরো মসৃণ। 3 D Modelling করা অনেক পুরনো  ভার্শনগুলোতে খুব একটা সুবিধাজনক না হলেও নিয়মিত আপডেট করার ফলে এই ভার্শনে এটি বেশ গ্রহনযোগ্য পর্যায়ে পৌছেছে। এছাড়াও, এর ডাইনামিক ব্লক, ডব্লিউ ব্লক সহ বিভিন্ন মজার মজার কমান্ড রয়েছে যার মাধ্যমে অনেক কাজ অনেক কম পরিশ্রমে করা যায়। তারমানে, আপনি এই আপডেটেড ভার্শন  ব্যবহার করে অনেক সহজে অনেক জটিল নকশা বাস্তবায়ন করতে পারবেন।

এর মাধ্যমে মেকানিক্যাল, আর্কিটেকচার,  ইলেক্ট্রিক্যালের বিভিন্ন ডিজাইন খুব সহজে বাস্তবায়ন করা যায়। মেকানিক্যাল বিভিন্ন মেশিন পার্টস, বিভিন্ন ডিভাইস ডিজাইনে বহুল ব্যবহৃত সফটওয়্যার হল AutoCAD .বিল্ডিং ফ্লোর প্ল্যান, ফ্রন্ট এলিভেশন প্রভৃতি কাজে আর্কিটেক্টদের বহুল ব্যবহৃত সফটওয়্যারও এটি। ইলেক্ট্রিক্যাল ড্রয়িং এর বিভিন্ন বিষয়গুলিও অটোক্যাডের মাধ্যমে করা সম্ভব। তবে এক্ষেত্রে অটোক্যাডের চেয়ে অটোক্যাড ইলেক্ট্রিক্যাল ২০২০ সফটওয়্যারটি বেশি সুবিধাজনক। কারণ, এর বিভিন্ন রিবনগুলি যেমনঃ ইনসার্ট ওয়্যার, ইনসার্ট ল্যাডার ইত্যাদির সাহায্যে সহজেই আপনি অনেক ডিজাইনের কাজ করে ফেলতে পারবেন।এছাড়াও, কেউ আউটসোর্সিং করতে চাইলে এই সফটওয়্যারে পারদর্শিতা এনে দিতে পার অনেক নামিদামি বিদেশি কোম্পানির অনেক হাই-পেইড কাজ ;যার মাধ্যমে চলে আসবে অর্থনৈতিক সমৃদ্ধি।

 

 

এক নজরে এই প্যাকেজে যা থাকছে ঃ
• ধারাবাহিক ১০০+ HD ভিডিও টিউটোরিয়াল, যা সব মিলিয়ে প্রায় ২০+ ঘন্টার টিউটোরিয়াল! (৩ টি ডিভিডি)
• অটোক্যাড ২০২০ ও অটোক্যাড ইলেক্ট্রিক্যাল ২০২০ ইন্সটল করার গাইডলাইন
• টিউটোরিয়ালে ব্যবহৃত সকল অনুশীলন ফাইল
• ২৪/৭ ঘন্টা অনলাইন সাপোর্ট সিস্টেম
• সবগুলো টিউটোরিয়াল রেকর্ড করা হয়েছে আমাদের সাউন্ডপ্রুফ রেকর্ডিং স্টুডিওতে তাই পুরোপুরি নয়েজমুক্ত ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড

 

টিউটরের সংক্ষিপ্ত পরিচিতিঃ

sir and me

আলী কায়সার, একজন ইঞ্জিনিয়ার ও ডিজাইনার। বিএসসি করেছেন, ম্যাটেরিয়ালস এন্ড ম্যাটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বুয়েট থেকে।এরপর বেশ কয়েক বছর সফলতার সাথে কাজ করেছেন দেশের সনামধন্য ফ্যাক্টরিতে ম্যাটেরিয়াল সিলেকশন ও ডিজাইনিং এ ।

ম্যাটেরিয়াল সিলেকশন করে তার সাপেক্ষে পণ্যের ডিজাইনের বিভিন্ন নকশার কাজ করে তিনি কুড়িয়েছেন সুনাম। এছাড়াও পণ্যের বিভিন্ন ডিজাইনের মার্কেট এনালাইসিসের কাজও তিনি করেছেন সফল্ভাবে।প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বেশ কিছুদিন।বর্তমানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন।

কেন নিবেন আমাদের এই টিউটোরিয়াল কোর্স?

এই টিউটরিয়াল প্যাকেজে আমরা একদম নতুনদের জন্য সফটওয়্যারের প্রাথমিক ধারণা থেকে শুরু করে উচ্চতর ধাপ পর্যন্ত এর প্রায়োগিক বিষয়গুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি।বাংলা টিউটোরিয়াল নির্মাণের জগতে আমাদের সফলতার উপর ভিত্তি করেই আমরা নিয়ে এসেছি বাংলায় তৈরি প্রথম সবচেয়ে বিস্তারিত অটোক্যাড এর টিউটোরিয়াল।এর আগে কেউ এত বড় পরিসরে অটোক্যাড নিয়ে বাংলা টিউটোরিয়াল তৈরি করেনি। আমাদের টিউটোরিয়াল অনুসরণ করে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত হতে পেরেছেন। অটোক্যাড ২০২০ এর দক্ষতা তাতে যুক্ত করবে এক নতুন মাত্রা। এছাড়াও ইলেক্ট্রিক্যাল ডিজাইনের কাজকে সহজ করে তুলে ধরার জন্য আমরা ব্যবহার করেছি অটোক্যাড ইলেক্ট্রিক্যাল ২০২০ সফটওয়্যার। এই টিউটোরিয়াল্গুলো নির্মাণে আমরা সহায়তা নিয়েছি বিশ্বের সবচেয়ে দর্শক সমাদৃত টিউটোরিয়ালের, যা আমাদের কাজকে করেছে আরো সমৃদ্ধ।

অর্থাৎ এই কোর্সটি সম্পূর্ণরূপে শেষ করতে পারলে আপনি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরের বেসিক থেকে এডভান্সড বিভিন্ন ডিজাইনিং এর বিষয়ে জানতে পারবেন।

 

এক নজরে দেখে নিই এই টিউটোরিয়াল কোর্স কাদের জন্যঃ

  • আর্কিটেক্ট
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
  • ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার
  • সিভিল ইঞ্জিনিয়ার
  • ডিজাইনার
  • ফ্রিল্যান্সার

 

এবার জেনে নিই এই কোর্সটি করে আপনি চাকরি/অনলাইনে কি কি কাজ করতে পারবেনঃ

  • বিল্ডিং ফ্লোর প্ল্যান ডিজাইন
  • ফ্রন্ট এলিভেশন ডিজাইন
  • ইস্ট এলিভেশন ডিজাই
  • মেকানিক্যাল বেস প্লেট ডিজাইন
  • গিয়ার ডিজাইন
  • রেঞ্চ ডিজাইন
  • অরথোগ্রাফিক প্রজেকশন
  • আইসোম্যাট্রিক অবজেক্ট ড্রয়িং
  • 3 D মডেলিং
  • 3 D স্প্রিং ডিজাইন
  • ইলেক্ট্রিক্যাল সার্কিট ডিজাইন(সিম্পল ও কমপ্লেক্স)
  • ইলেক্ট্রিক্যাল সার্কিট মডিফিকেশন
  • ইলেক্ট্রিক্যাল সিংগেল লাইন ডায়াগ্রাম বেসিকস

 

এক নজরে আমাদের কোর্স কন্টেন্টঃ

অটোক্যাড ২০২০ সফটওয়্যারের নতুন ফিচারসমূহঃ

  • পর্ব ১ঃ অটোক্যাড ২০২০ এর নতুন রাইট ক্লিক মেন্যু
  • পর্ব ২ঃ অটোক্যাড ২০২০ এর কিবোর্ড শর্টকাট
  • পর্ব ৩ঃ অটোক্যাড ২০২০ ইউজার ইন্টারফেসে নেভিগেশন
  • পর্ব ৪ঃ অটোক্যাড ২০২০ তে অবজেক্ট লেয়ার প্রোপার্টিজ
  • পর্ব ৫ঃ অটোক্যাড ২০২০ এর কুইক ম্যাজার কমান্ড- টুল প্যালেট

অটোক্যাড  বেসিক ফিচারঃ

  • পর্ব ৬ঃ ইউজার ইন্টারফেস ইন্ট্রোডাকশন (এপ্লিকেশন মেন্যু, ট্যাবস, রিবন, প্যানেল)
  • পর্ব ৭ঃ স্ট্যাটাস বারের ব্যবহার
  • পর্ব ৮ঃ অবজেক্ট স্ন্যাপ এবং অবজেক্ট ট্র্যাকের ব্যবহারিক প্রয়োগ
  • পর্ব ৯ঃ অর্থো মুড এবং পোলার ট্র্যাকিং এর ব্যবহার
  • পর্ব ১০ঃ ড্রয়িং লাইন, আর্ক, সারকেল, রেকটেঙ্গেল, পলিগন
  • পর্ব ১১ঃ ড্রয়িং পলিলাইন, স্প্লাইন
  • পর্ব ১২ঃ লেয়ার প্রোপার্টিজ এর প্রাথমিক ধারণা
  • পর্ব ১৩ঃ প্যান, জুম, ভিউ কিউব, নেভিগেশন বার এর ব্যবহার
  • পর্ব ১৪ঃ সিলেক্টিং অবজেক্ট
  • পর্ব ১৫ঃ ডাইমেনশন স্টাইল সেট আপ
  • পর্ব ১৬ঃ গ্রিড , স্ন্যাপ, কো-অর্ডিনেট ব্যবহার করে ড্রয়িং
  • পর্ব ১৭ঃটেক্সট স্টাইল এর ব্যবহার
  • পর্ব ১৮ঃ টাইটেল ব্লক তৈরি এবং পেইজ সেটাপ- পার্ট ১
  • পর্ব ১৯ঃ টাইটেল ব্লক তৈরি এবং পেইজ সেটাপ- পার্ট ২
  • পর্ব ২০ঃ টাইটেল ব্লক তৈরি এবং পেইজ সেটাপ- পার্ট ৩
  • পর্ব ২১ঃ মুভ-কপি-রোটেট-স্কেল কমান্ড এর প্রয়োগ
  • পর্ব ২২ঃ রেক্টেংগুলার এবং পোলার এরে
  • পর্ব ২৩ঃ অফসেট ও মিররের ব্যবহারিক প্রয়োগ
  • পর্ব ২৪ঃ ফিলেট ও চেমফারের ব্যবহার
  • পর্ব ২৫ঃ স্ট্রেচ ও লেংদেনের ব্যবহার
  • পর্ব ২৬ঃ ট্রিম ও এক্সটেন্টের ব্যবহার
  • পর্ব ২৭ঃ ব্রেক ও জয়েন কমান্ডের ব্যবহার
  • পর্ব ২৮ঃ ডিভাইড ও মেজার কমান্ডের ব্যবহার
  • পর্ব ২৯ঃ কুইক এক্সেস টুলবার কাস্টোমাইজ করা
  • পর্ব ৩০ঃ ডাইমেনশন ও ডাইমেনশন ওভাররাইডের এডিটিং
  • পর্ব ৩১ঃ কন্টিনিউয়াস ডাইমেনশনিং ও বেজলাইন ডাইমেনশনিং
  • পর্ব ৩২ঃ অবজেক্ট লেয়ার প্রোপার্টিজের ব্যবহার এবং এলটি স্কেল এর প্রয়োগ
  • পর্ব ৩৩ঃ হাইড এবং আইসোলেট অবজেক্ট এর সিস্টেম
  • পর্ব ৩৪ঃ অটোক্যাডে একটি টেবল তৈরি করার পদ্ধতি
  • পর্ব ৩৫ঃ টেবলে ফিল্ড ব্যবহার করা
  • পর্ব ৩৬ঃ গ্রুপ ম্যানেজার এর প্রয়োগ
  • পর্ব ৩৮ঃ ব্লক রিডিফাইন করা
  • পর্ব ৩৯ঃ ডাইনামিক ব্লক ব্যবহার করা
  • পর্ব ৪০ঃ ডাব্লিউ ব্লকের প্রয়োগ
  • পর্ব ৪১ঃ সেন্টার লাইন ডাইমেনশনিং
  • পর্ব ৪২ঃ রিজিওনের ব্যবহার
  • পর্ব ৪৩ঃ মেজার টুলের ব্যবহারিক প্রয়োগ
  • পর্ব ৪৪ঃ এরিয়া টুলের ব্যবহার
  • পর্ব ৪৫ঃ ডিফল্ট টেমপ্লেটের সাহায্যে ড্রয়িং সেটাপ
  • পর্ব ৪৬ঃ কাস্টোম টেমপ্লেটের মাধ্যমে ড্রয়িং সেটাপ
  • পর্ব ৪৭ঃ ১১ ধরণের আর্ক কমান্ড এর প্রয়োগ
  • পর্ব ৪৮ঃ স্কেচ- ডোনাট কমান্ড
  • পর্ব ৪৯ঃ একটি দ্বিমাত্রিক গাড়ির ড্রয়িং
  • পর্ব ৫০ঃ দ্বিমাত্রিক ব্যবস্থায় ফ্যান ড্রয়িং

অটক্যাডের থ্রিডি বেসিক কমান্ড এর টিউটোরিয়াল  

  • পর্ব ৫১ঃ অটোক্যাড থ্রিডিতে বক্স-কোণ- স্ফিয়ার কমান্ড
  • পর্ব ৫২ঃ ডাইনামিক ইউসিএস -কোঅর্ডিনেটের কাজ
  • পর্ব ৫৩ঃ থ্রিডি এক্সট্রুড কমান্ড
  • পর্ব ৫৪ঃ লফট কমান্ড
  • পর্ব ৫৫ঃ থ্রিডি রিভোলভ কমান্ড
  • পর্ব ৫৬ঃ থ্রিডি সুইপ কমান্ড এর প্রয়োগ
  • পর্ব ৫৭ঃ প্রেসপুল কমান্ড এর ব্যবহারিক প্রয়োগ
  • পর্ব ৫৮ঃ ত্রিমাত্রিক ব্যবস্থায় বুলিয়ান অপারেশন
  • পর্ব ৫৯ঃ থ্রিডিতে রেকটেংগুলার এবং পোলার এরে
  • পর্ব ৬০ঃ সেকশন এবং প্লেনের বিস্তারিত আলোচনা
  • পর্ব ৬১ঃ ফিলেট – এইজ – চেমফার কমান্ড এর প্রয়োগ
  • পর্ব ৬২ঃ সারফেস কমান্ড এর প্রয়োগ

আর্কিটেক্টদের জন্য অটোক্যাডঃ  

  • পর্ব ৬৩ঃ স্ক্র্যাচ থেকে একটি ফ্লোর প্ল্যানের ডিজাইনিং শুরু
  • পর্ব ৬৪ঃ ফ্লোর প্ল্যানে ডাইমেনশনের ব্যবহার
  • পর্ব ৬৫ঃ ফ্লোর প্ল্যানে টেক্সটের ব্যবহার
  • পর্ব ৬৬ঃ ফ্লোর প্ল্যানে হ্যাচের ব্যবহার
  • পর্ব ৬৭ঃ পূর্বে আঁকা ফ্লোর প্ল্যান থেকে ফ্রন্ট এলিভেশন ড্রয়িং
  • পর্ব ৬৮ঃ ফ্রন্ট এলিভেশনে ডোর ও উইন্ডো আঁকা
  • পর্ব ৬৯ঃ ফ্রন্ট এলিভেশনে সিঁড়ি আঁকা
  • পর্ব ৭০ঃ ফ্রন্ট এলিভেশনে রেলিং দেয়া
  • পর্ব ৪৯ঃ ফ্রন্ট এলিভেশনে রেলিং দেয়া
  • পর্ব ৫০ঃ ফ্রন্ট এলিভেশনে হ্যাচ ব্যবহার
  • পর্ব ৭১ঃ ফ্রন্ট এলিভেশনে হ্যাচ ব্যবহার
  • পর্ব ৭২ঃ পূর্বে আঁকা ফ্লোর প্ল্যান থেকে ইস্ট এলিভেশন আঁকা শুরু
  • পর্ব ৭৩ঃ পূর্বে আঁকা ফ্লোর প্ল্যান থেকে ইস্ট এলিভেশন আঁকা শুরু
  • পর্ব ৭৪ঃ ইস্ট এলিভেশনে উইন্ডো আঁকা
  • পর্ব ৭৫ঃ ইস্ট এলিভেশনে ডাইমেনশন ব্যবহার করা

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য অটোক্যাডঃ

  • পর্ব ৭৬ঃ বিভিন্ন ধরণের ২ ডি ড্রয়িং আঁকা
  • পর্ব ৭৭ঃ ২ ডি ড্রয়িং এ ডাইমেনশন ব্যবহার
  • পর্ব ৭৮ঃ বেইজ প্লেট আঁকা
  • পর্ব ৭৯ঃ সিমেট্রি আছে এমন অবজেক্ট আঁকা
  • পর্ব ৮০ঃ মেকানিক্যাল গিয়ার আঁকা
  • পর্ব ৮১ঃ রেঞ্চ আঁকা
  • পর্ব ৮২ঃ আইসোম্যাট্রিক অবজেক্ট আঁকা
  • পর্ব ৮৩ঃ অর্থোগ্রাফিক প্রজেকশন
  • পর্ব ৮৪ঃ আইসোম্যাট্রিক অবজেক্ট থেকে টপ ভিউ, ফ্রন্ট ভিউ, এন্ড ভিউ আঁকা
  • পর্ব ৮৫ঃ অর্থোগ্রাফিক প্রজেকশন
  • পর্ব ৮৬ঃ সিম্পল থ্রিডি অবজেক্ট ড্রয়িং
  • পর্ব ৮৬-৮৭-৮৮ঃ সিম্পল থ্রিডি অবজেক্ট ড্রয়িং
  • পর্ব ৮৯ঃ  ্কমপ্লেক্স থ্রিডি অবজেক্ট ড্রয়িং
  • পর্ব ৯০ঃ থ্রিডি স্প্রিং ডিজাইন

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য অটোক্যাড ইলেক্ট্রিক্যাল ২০১৯ঃ

  • পর্ব ৯১ঃ অটোক্যাড ইলেক্ট্রিক্যাল ২০১৯ ইউজার ইন্টারফেস ইন্ট্রোডাকশন
  • পর্ব ৯২ঃ রাইট ক্লিক শর্টকাট বা রাইট ক্লিক মার্কিং মেন্যু এর ব্যবহার
  • পর্ব ৯৩ঃ ডাব্লিউডিপি ফাইল ওপেন করা
  • পর্ব ৯৪ঃপ্রজেক্ট ম্যানেজার ওপেন করা
  • পর্ব ৯৫ঃ ইলেক্ট্রিক্যাল ড্রয়িং ফাইল ওপেন করা
  • পর্ব ৯৬ঃ নিউ ইলেক্ট্রিক্যাল ড্রয়িং ফাইল ওপেন করা
  • পর্ব ৯৭ঃ ড্রয়িং এ ল্যাডার ইন্সার্ট করা
  • পর্ব ৯৮ঃ ড্রয়িং এ ওয়্যার এডিং ও ওয়্যার এডিটিং
  • পর্ব ৯৯ঃ ল্যাডারে রাং এড করা
  • পর্ব ১০০ঃ এডিং রাং নাম্বার ও ওয়্যার নাম্বার
  • পর্ব ১০১ঃ সোর্স এরো ও ডেস্টিনেশন এরো
  • পর্ব ১০২ঃ ড্রয়িং এ কম্পোনেন্ট এড করা
  • পর্ব ১০৩ঃ প্যারেন্ট ও চাইল্ড কম্পন্যান্ট
  • পর্ব ১০৪ঃ ড্যাশ লিংক ওয়্যারিং এর ব্যবহার
  • পর্ব ১০৫ঃড্রয়িং এ থ্রি ফেইজ ল্যাডার ব্যবহার করা
  • পর্ব ১০৬ঃ মাল্টিপল ওয়্যার বাসের ব্যবহার
  • পর্ব ১০৭ঃ থ্রি ফেইজ কম্পোন্যান্ট ব্যবহার করে সার্কিট তৈরি করা
  • পর্ব ১০৮ঃ থ্রি ফেইজ ওয়্যার নাম্বারিং
  • পর্ব ১০৯ঃ ক্যাবল মার্কার ইন্সার্ট করা
  • পর্ব ১১০ঃ ড্রয়িং এ সেইভড সার্কিট ব্যবহার করা
  • পর্ব ১১১ঃ নিউ সার্কিট ব্লক ইম্পোর্ট করা
  • পর্ব ১১২ঃ কপি সার্কিট কমান্ড ও মুভ সার্কিট কমান্ড ব্যবহার করা
  • পর্ব ১১৩ঃ ক্লিপবোর্ড এ সার্কিট কপি ও মুভ করা
  • পর্ব ১১৪ঃসার্কিট বিল্ডার এর ব্যবহার
  • পর্ব ১১৫ঃসার্কিট এডিটিং ও প্রজেক্ট টাস্ক লিস্ট ব্যবহার করা
  • পর্ব ১১৬ঃ স্কুট কমান্ডের ব্যবহার
  • পর্ব ১১৭ঃ মুভ কমান্ডের ব্যবহার
  • পর্ব ১১৮ঃ কপি কমান্ডের ব্যবহার
  • পর্ব ১১৯ঃ ডিলিট কমান্ডের ব্যবহার
  • পর্ব ১২০ঃ সার্ফার কমান্ডের ব্যবহার
  • পর্ব ১২১ঃ সিংগেল লাইন ডায়াগ্রাম থিওরি- পার্টঃ ০১
  • পর্ব ১২২ঃ সিংগেল লাইন ডায়াগ্রাম থিওরি- পার্টঃ ০২
  • পর্ব ১২৩ঃডেমো সিংগেল লাইন ডায়াগ্রাম ড্রয়িং
  • পর্ব ১২১ঃ অটোক্যাড ইলেক্ট্রিক্যাল ২০১৯ ফাইল ব্যবহারের জন্য হেল্প টিউটোরিয়াল

 

মোট কথা এই সবগুলো টিউটোরিয়াল দেখে শেষ করলে ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ফিল্ডে অটোক্যাডের ব্যবহার সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যাবে। অর্থাৎ  অটোক্যাড  নিয়ে কখনো কোথাও আটকাতে হবে না। অনুগ্রহ করে ধৈর্য্য সহকারে টিউটোরিয়ালগুলো দেখবেন এবং প্রচুর অনুশীলন করবেন তাহলেই পাবেন সফলতা। নিশ্চিত হয়েই বলতে পারি বাংলায় এত বিস্তারিত গাইডলাইন সহ টিউটোরিয়াল আর কোথাও পাবেন না। আপনাদের উপকারে আসলেই আমাদের এই প্রচেষ্টা স্বার্থক হবে।আর আপনাদের যেকোন প্রয়োজনে আমরা তো পাশে আছিই !!

 

একনজরে টিউটোরিয়াল ট্রেইলারঃ

এই কোর্সে অনেক টপিক নিয়েই আলোচনা করা হয়েছে। তারমধ্যে অন্যতম প্রজেক্টগুলো সম্পর্কে আইডিয়া নিতে দেখুন এই টিউটোরিয়াল ট্রেইলার।

কোর্স মূল্যঃ

৩৭% ছাড় দিয়ে মূল্য রাখা হয়েছে ৯৫০ টাকা। 

অনলাইনে কোর্স এর মূল্যঃ মাত্র ৭৯৯ টাকা 

 

অনলাইনে এই কোর্স করার পদ্ধতিঃ

আমাদের এই নতুন প্রযুক্তি টিম সাইটে চাইলে অনলাইনেই কোর্স করা যাবে। কোর্স করার পর সার্টিফিকেটও সংগ্রহ করা যাবে। অনলাইন কোর্সের মূল্যও কম। পেমেন্ট করার সাথে সাথে অনলাইন কোর্স আনলকড হয়ে যাবে এবং যখন ইচ্ছে টিউটোরিয়ালগুলো দেখা যাবে। অনলাইন কোর্সগুলো অর্ডার করা যাবে এখানে।  

অনলাইন কোর্স করার বিস্তারিত গাইডলাইন দেখুন এই ভিডিওতে।

 

DVD সংগ্রহ করার পদ্ধতিঃ

 প্রযুক্তি টিম টিউটোরিয়াল কোর্স ডিভিডি নিতে চাইলেঃ

আপনি আমাদের টিউটোরিয়াল কোর্স ডিভিডি রকমারি/ দারাজ/ ইভ্যালি/  মাল্টিপ্ল্যান সেন্টার/ আইডিবি থেকে সংগ্রহ করতে পারেন। যদি সেভাবে সংগ্রহ করতে অসুবিধা হয় তাহলে নিচের এই অর্ডার ফর্ম ফিল আপ করুন। আমরাই আপনার সাথে যোগাযোগ করে ডিভিডি পাঠানোর ব্যবস্থা করে দিবো। যে কোন তথ্য জানতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল এই নাম্বারেঃ ০১৮৭৩৫৫৪৬৬৮

আমাদের ক্যাশ অন ডেলেভারি সার্ভিস রয়েছে। অর্থাৎ আপনি আমাদের টিউটোরিয়াল ডিভিডি হাতে পাওয়ার পরেই বিল পরিশোধ করতে পারবেন। তাই নিচের ফর্মটি ফিল আপ করে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন।

[wpforms id=”15646″ title=”false” description=”false”]

অনলাইন মার্কেট রকমারি.কম(rokomari.com):

projukti team

সাড়া বাংলাদেশ থেকে ডিভিডি সংগ্রহ করা যাবে এই সাইট থেকে।  অনলাইন বই/সিডি/ ডিভিডি স্টোর হিসেবে রকমারি ডটকম  এখন সাড়া দেশেই অনেক জনপ্রিয়। ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধা থাকায় এ সাইটে বই/ডিভিডি অর্ডার দেওয়ার সময় টাকা পরিশোধ করতে হয় না। বইটি গ্রাহকের কাছে পৌঁছানোর পরই শুধু গ্রাহককে মূল্য পরিশোধ করতে হয়। দেশের যে প্রান্তেই হোক না কেন, মাত্র ৪০ টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে বই/ ডিভিডি পৌঁছে দেয় রকমারি। বইয়ের সংখ্যা বেশি হলেও চার্জ একই। স্থানভেদে দুই থেকে ৫ দিনের মধ্যে পৌঁছে যায় কাঙ্ক্ষিত বই।  অর্ডার করা খুবই সহজ। সাইটে গিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন  তারপর আপনার কাংখিত ডিভিডিটি   Add to Cart।  ডিভিডি অর্ডার লিঙ্কঃ

autocad 2019 order

 

 

রকমারি হেল্প লাইনে ফোন করেও অর্ডার দিতে পারেন। হট লাইন নাম্বারঃ Customer care: 16297 ,  01519521971 (২৪ ঘন্টা)। সপ্তাহে যে কোন সমস্যায় যে কোন সময়ে ফোন করতে পারেন। সাড়া বাংলাদেশ থেকে এভাবেই আপনি আমাদের অটোক্যাড ২০১৯ কোর্স সংগ্রহ করতে পারবেন। এমনকি এখানে থেকে আপনি গিফটও করতে পারবেন। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected] 

এছাড়া একসাথে নিতে পারেন আমাদের টোটাল গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল প্যাকেজ যেখানে ছাড় রয়েছে এবং কুরিয়ার চার্জ ফ্রি।

 

গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়াল

 

অনলাইন মার্কেট দারাজ(daraz.com.bd):

এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপের (এপিএজিআইসি) একটি অনলাইন শপিং প্রতিষ্ঠান দারাজ। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দারাজ বাংলাদেশে কার্যক্রম শুরু করে। দেশি ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ড দারাজ বাংলাদেশ প্ল্যাটফর্মটি ব্যবহার করে অনলাইনে পণ্য বিক্রি করে। দারাজ বাংলাদেশ ব্যবহার করে ঘরে বসেই পণ্য ফরমায়েশ দেওয়া যায় এবং পণ্য বুঝে নেওয়ার পর অর্থ পরিশোধ করার সুযোগ রয়েছে। পণ্য পৌঁছে দেওয়ার জন্য আলাদা কোনো খরচ দিতে হয় না। দারাজের নিজস্ব কর্মীরাই পণ্য পৌঁছে দেন।

projukti team daraz

 

সুখবর হচ্ছে আমাদের প্রযুক্তি টিম টিউটোরিয়াল ডিভিডি কোর্স এখন দারাজ থেকেও পাওয়া যাবে। ফ্রি ডেলেভারি, কুপন/ ভাউচার, মূল্য ছাড় সহ অনেক সুবিধা থাকছে দারাজে। দারাজে অর্ডার দিতে নিচের প্রযুক্তি টিম স্টোরে ক্লিক করুন।

দারাজ প্রযুক্তি টিম স্টোর। 

আরো যে সব জায়গায় পাওয়া যাবেঃ

বিভিন্ন মার্কেটে টিউটোরিয়াল ডিভিডিগুলো পাওয়া যাবে। যেখানে যেখানে পাওয়া যাবে সেই মার্কেটের লিস্টঃ

  • মাল্টি প্ল্যান সেন্টার (এলিফ্যান্ট রোড, ঢাকা)। দোকানের নামঃ SOLAR SOFT দোকান নাম্বারঃ ১৫৮, নিচ তলা(01912278913)। মঙ্গলবার বন্ধ থাকে।
  • BCS কম্পিউটার সিটি IDB ভবন।  দোকানের নামঃ Nikor, দোকানের সিরিয়াল নাম্বারঃ ১২১ ( দ্বিতীয় তলা) (01914266383)। । রবিবার বন্ধ থাকে।

সারা বাংলাদেশ থেকে নেয়ার জন্য rokomari.com ; daraz.com.bd  আর evaly.com.bd তো আছেই!

কাস্টমার সাপোর্টের জন্য জয়েন করুনঃ

প্রযুক্তি টিম অফিসিয়াল ফ্যান পেজ। 

প্রযুক্তি টিম অফিসিয়াল ফেসবুক গ্রুপ।

প্রযুক্তি টিম লিংকডইন অফিসিয়াল ফ্যান পেজ। 

প্রযুক্তি টিম অফিসিয়াল লিংকডইন গ্রুপ।

প্রযুক্তি টিম টুইটার একাউন্ট

পরিশেষে বলতে চাই টিউটোরিয়াল কেমন হয়েছে বা কেমন আশা করেন সব কিছুই জানতে চাই আপনাদের কাছ থেকে।

ধন্যবাদ সবাইকে।

সকল মন্তব্য (21)

Atiqur Rahman

29 এপ্রিল, 2019 at03:46:42 অপরাহ্ন, জবাব

I want this tutorial.

Sm Omor Faruk Hosen

1 মে, 2019 at05:43:19 অপরাহ্ন, জবাব

I want this tutoria.

Sm Omor Faruk Hosen

1 মে, 2019 at05:43:19 অপরাহ্ন, জবাব

I want this tutoria.

Uddoy

7 মে, 2019 at02:17:25 অপরাহ্ন, জবাব

If i buy this tutorial then have i to buy the autocad Software again from websit???

Engr Md Shamim Miah

9 জানুয়ারি, 2020 at06:36:48 অপরাহ্ন, জবাব

Have practice course?

Md. Mahdi hasan

3 ফেব্রুয়ারি, 2020 at09:30:47 অপরাহ্ন, জবাব

Engineers cara onno kew ki sikhte parbe?
Ar sikhley ba ki lav hobe!!?

    Eng. Ali Kaiser

    6 ফেব্রুয়ারি, 2020 at04:35:42 অপরাহ্ন, জবাব

    জ্বি, ইঞ্জিনিয়ার ছাড়াও অন্যরা শিখতে পারবে। আর অটোক্যাডের জ্ঞান এই যুগে এসে শুধু ইঞ্জিনিয়ারদের মাঝেই সীমাবদ্ধ নেই। সব ধরণের ডিজাইনিং এই দরকার হয়। কাজ শিখেই দেখুন না, কি লাভ হয়।

Md ziaur Rahman

6 ফেব্রুয়ারি, 2020 at09:56:17 অপরাহ্ন, জবাব

How l can benifited of this link????

    Eng. Ali Kaiser

    6 ফেব্রুয়ারি, 2020 at10:54:32 অপরাহ্ন, জবাব

    Order Dvd and learn the tips and trix of autocad along with detailed project. Thus, you will be benifited.

Md.Selim Mir

11 জুলাই, 2020 at12:14:46 অপরাহ্ন, জবাব

আমি অট ক্যাড এর কাজ করতে চাই। কিভাবে করবো ।

    ইঞ্জি. আলী কায়সার

    11 জুলাই, 2020 at05:13:27 অপরাহ্ন, জবাব

    আপনি আমাদের অটোক্যাড অনলাইন কোর্সে এনরোল করুন বা গুগল ডক ফর্ম ফিলাপ করে ডিভিডি অর্ডার করে বেসিক থেকে এডভান্স লেভেলের কাজ শিখুন

মোঃ শাকিল

26 জুলাই, 2020 at03:19:21 অপরাহ্ন, জবাব

ইট্যাবস এর টিউটোরিয়াল তৈরি করলে ভালো হতো।

Md. Rafiqul Islam

21 আগস্ট, 2020 at11:04:27 পূর্বাহ্ন, জবাব

Is there AUTOCAD 2017 tutorial?

Md. Moniruzzaman

22 সেপ্টেম্বর, 2020 at07:31:32 অপরাহ্ন, জবাব

If i buy this tutorial (DVD) then have i to buy the autocad Software again from website OR software is provided in dvd.

Md Abdul Hannan

26 জানুয়ারি, 2021 at04:58:34 অপরাহ্ন, জবাব

স্যার,
আসসালামু আলাইকুম,
অটোক্যাড ২০২০ এবং অটোক্যাড ২০১৯ ইলেক্ট্রিক্যাল, সফটওয়্যার কিভাবে পাবো? এটার কি কনো লিংক বা সফটওয়্যার দিবেন?

    হাসান যোবায়ের

    26 জানুয়ারি, 2021 at06:06:09 অপরাহ্ন, জবাব

    এটা টিউটোরিয়াল ডিভিডি। ডিভিডি তে সফটওয়্যার থাকবে। কিভাবে ইন্সটল করবেন সেটাও বলা আছে। ধন্যবাদ।

মন্তব্য করুন

ফেইসবুক দিয়ে মন্তব্য