ফ্রিল্যান্সিং সেক্টরে গ্রাফিক ডিজাইন শিখার প্রতি আগ্রহটা একটু বেশি দেখা যায়। হুমম, অনলাইনে সুযোগ রয়েছেও অনেক। ভাল মানের ডিজাইনারদের চাহিদা মার্কেটপ্লেসগুলোতে অনেক বেশি। কাজ শিখার পর অনেকদিন প্রাকটিস করার পর যে কেউ ভালমানের ডিজাইনার হতে পারে। ডিজাইনার হয়ে কেউ জন্মায় না। অনেক প্রাকটিস যে কাউকে ডিজাইনার বানাতে পারে।
♦ ডিজাইন প্রতিযোগিতা: শুধুমাত্র বিভিন্ন ডিজাইন প্রতিযোগীতাতে অংশগ্রহণ করে আয় করা যায় এরকম অনেক মার্কেটপ্লেস রয়েছে। এসব মার্কেটপ্লেসে কোন বায়ার তাদের প্রয়োজনীয় ডিজাইন যোগাড় করার জন্য প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগীতাতে অংশগ্রহনকারী যে ডিজাইনারের ডিজাইন পছন্দ হবে, নির্দিষ্ট সময় শেষে তাকে পুরস্কৃত করা হয়।
সাধারণত ৩০০ডলার থেকে ১২০০ডলার পযন্ত পুরস্কার দেওয়া হয়।
এরকম বিখ্যাত সাইটের নাম: 99designs.com
♦ ডিজাইন বিক্রি: কিছু মার্কেটপ্লেস আছে, যেখানে নিজের করা ডিজাইন জমা রাখা যায়। সেখানে বিভিন্ন বায়ার এসে তাদের পছন্দ অনুযায়ি ডিজাইনটি কিনে থাকে। একটা ডিজাই্ন একের অধিক যতবার ইচ্ছে বিক্রি হতে পারে। অর্থাৎ আপনার একটা ডিজাইন অনেকবার বিক্রি হয়ে আপনাকে এনে দিচ্ছে বসে বসে ইনকাম।
এরকম বিখ্যাত সাইটের নাম: graphicriver.net
♦ বিড করে কাজ যোগাড়: অনেক মার্কেটপ্লেস রয়েছে যেখানে বায়ার তার কাজে বর্ণনা করে পোস্ট করে। ফ্রিল্যান্সাররা সেখানে কাজটি করতে চেয়ে আবেদন করে, যাকে বিড করা বুঝায়। এখানে পোর্টফলিও শক্তিশালী না থাকার কারনে নতুনদের জন্য কাজ পাওয়াটা কষ্টদায়ক হয়ে থাকে।
এরকম বিখ্যাত সাইটের নাম: upwork.com
♦ গিগ বিক্রির মাধ্যমে আয়: ফ্রিল্যান্সাররা তাদের সার্ভিসের কথা উল্লেখ করে রাখে যাকে গিগ বলে। এসব গিগ পড়ে বিভিন্ন বায়ার তাদের পছন্দ অনুযায়ি অর্ডার দিয়ে থাকে। একটা গিগেই হাজার হাজার বার অর্ডার আসতে পারে। বিড করার জন্য টেনশন করতে হয়না।
এরকম বিখ্যাত সাইটের নাম: fiverr.com
এছাড়াও আরো অনেক রকম ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকেও অনলাইনে আয় করা সম্ভব হয়।
যেমন: গেঞ্জি কিংবা অন্যান্য গিফট আইটেম ডিজাইন করে সেগুলোর বিক্রি থেকেও ভাল আয় করার মত অনলাইনে সাইট রয়েছে।
♦ ধাপঃ ১
অনলাইনে বিভিন্ন টিউটোরিয়ালগুলো খুজে বের করুন, সেগুলো পড়ুন কিংবা ভিডিও হলে দেখুন।
ইউটিউবে সার্চ করে ভাল ভিডিও সোর্স খুজে বের করতে পারবেন।
দেখে দেখে ৫টি প্রজেক্ট করুন এবং আপনার দক্ষতাকে আরও বৃদ্ধি করতে পারেন।
গ্রাফিক ডিজাইন শিখার জন্য ইংরেজিতে সবচাইতে বিখ্যাত ওয়েবসাইট:
১) http://www.lynda.com/
২) http://tutsplus.com/
এছাড়া বাংলার জন্য দেখতে পারেন
www.projuktiteam.com
♦ ধাপঃ ২
অনেক কিছু শিখতে হবে। যদি আপনার কম্পিউটার সম্পর্কে প্রাথমিক কিছু জ্ঞান থেকে থাকে, তাহলে ইতিমধ্যে হয়ত অনেক কিছুই আপনার জানা আছে।
কি কি শিখতে হবে, তার কিছু এখানে উল্লেখ করছি।
– স্ক্যালিং: আপনার ইচ্ছেমত ছবিকে বড় এবং ছোট করা জানতে হবে।
– নির্দিষ্ট এলাকাকে কালার, টেক্সচার দিয়ে ফিল আপ করা শিখতে হবে।
– ছবির কালার এবং অন্য ধরনের কিছু পরিবর্তন করা শিখুন।
– বিভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ফরম্যাটে ছবিকে সংরক্ষণ করুন।
– ছবির একটি নির্দিষ্ট অংশকে ডিলিট করা কিংবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখুন।
– ছবিকে ক্রপ (crop) করা, আউটলাইন, এডজ ডিটেকশন করুন।
– কপি ও পেস্ট, ড্র্যাগ ও ড্রপ, ডুপলিকেট করা শিখুন।
– ছবিকে ফ্লিপ (Flip) করা, বিভিন্ন অ্যাংগেলে রোটেট করা (rotate) করা
– মুভ (move), নাডজ (Nudge) এর বিষয় জানতে হবে।
– নতুন লেয়ার তৈরি এবং লেয়ারের বিভিন্ন ইফেক্ট জানা থাকতে হবে।
– প্রয়োজন অনুযায়ি কালার ব্যবহার করা জানা জরুরী
– গ্রে স্ক্যাল (gray scale) কিংবা ছবিকে সাদাকালো কিংবা ছবিকে নেগেটিভ করা জানতে হবে।
– টেক্সচার, শ্যাডো এবং অন্যান্য স্পেশাল ইফেক্ট (পোস্টারাইজ (Posterize), পিক্সেলাইজ (Pixelize), অ্যামবুস( Emboss), ব্লার (Blur), শার্পেন ৯ Sharpen) ইত্যাদি ব্যাপারে জানা থাকতে হবে।
– বর্ডার (Borders) তৈরি, স্ক্যাল ব্যবহার।
– ব্যাকগ্রাউন্ড (Background), ফরগ্রাউন্ড (foreground) সম্পর্কে ধারণা
– আইকন এবং লোগো তৈরি
– পেজ লেআউট তৈরি, কলাম তৈরি করা শিখতে হবে।
– লেখার সাইজ পরিবর্তন, বোল্ড, ইটালিক ইত্যাদি করা জানতে হবে।
♦ ধাপঃ৩
নিজের ব্যক্তিগত কিংবা আশেপাশের অন্যদের প্রফেশনাল কাজগুলো ফ্রি করে দিন। অনেকগুলো রিয়েল প্রজেক্ট করলে মোটামুটি কনফিডেন্ট তৈরি হবে।
♦ ধাপঃ৪
ধাপঃ২ এবং ধাপঃ ৩ এর পর আপনি মোটমুটি কাজ শিখে গেছেন। এবার আপনাকে কনটেস্টে অংশগ্রহন করতে হবে। যদিও কনটেস্টে জয় লাভ করা কষ্টকর। কিন্তু আপনি শুধু জেতার জন্য কনটেস্টে অংশগ্রহণ করবেননা। প্রতিযোগিতার বাজার দেখে নিজেকে আরও দক্ষ করা এবং নিজের দক্ষতাকে সবার সামনে প্রকাশ করার জন্য অনলাইনে বিভিন্ন কনটেস্টে অংশগ্রহণ করুন।
♦ ধাপঃ৫
আপনার করা ডিজাইনকে অনলাইনে বিভিন্ন সাইটে (behance.net, dribble.com) কিংবা নিজের তৈরি করা ব্লগের মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করুন।
বিজনেস কার্ড, ফ্লাইয়ার ডিজাইন, ব্লুশিয়ার (বাই ফোল্ড, ট্রাইফোল্ড), ব্যানার (ওয়েব ব্যানার, বিল বোর্ড, পেপার অ্যাড), ইমেজ রিটাচ, ইমেজ ম্যানিপুলেশন, ফেসবুক কভার ছবি, বুক কভার ডিজাইন, স্টেশনারী ডিজাইন (লোগো ডিজাইন, আইকন ডিজাইন, লেটারহেড ডিজাইন, ইনভেলাপ, টি-শার্ট, ক্যালেন্ডার ডিজাইন), প্রোডাক্ট প্যাকেজিং, ওয়েব টেমপ্লেট ডিজাইন, ইনফো গ্রাফিক, অ্যাপস ডিজাইন।
গ্রাফিক ডিজাইন সম্পর্কিত বিভিন্ন টিপস পেতে নিচের গ্রুপে জয়েন করুন।
https://www.facebook.com/groups/beside.designer/
saiful islam
24 অক্টোবর, 2016 at09:46:31 অপরাহ্ন,
Tutorial dekhe practice kore ki valo freelancer howa possible??? oviggho vai a ra kindly bolbn….
হাসান যোবায়ের
25 অক্টোবর, 2016 at12:14:34 পূর্বাহ্ন,
আমাদের টিউটোরিয়ালগুলো নিয়ে যারা শিখেছে তাদের রিভিউ গুলা দেখতে পারেন। রকমারিতে তাদের মন্তব্যগুলো চেক করুন।
http://rokomari.com/book/62946
mitun biswas
14 ডিসেম্বর, 2016 at12:23:23 পূর্বাহ্ন,
vai ami graphics design shike freelancing korte sai.akon ami ki vabe shuru korte pari
হাসান যোবায়ের
14 ডিসেম্বর, 2016 at07:21:24 অপরাহ্ন,
আমাদের টোটাল গ্রাফিক প্যাকেজ টিউটোরিয়াল ডিভিডি নিতে পারেন। একসাথে চারটি ডিভিডি সংগ্রহ করে সেগুলো ভাল মত দেখলে এবং অনুশীলন করলেই যথেষ্ট। ডিভিডি অর্ডার দিতে পারেন এখানে
http://rokomari.com/book/69976
MD MEHEDI HASAN
9 সেপ্টেম্বর, 2017 at07:01:35 অপরাহ্ন,
I want to be a grafix designer. But I don’t know how to start!
হাসান যোবায়ের
9 সেপ্টেম্বর, 2017 at09:19:57 অপরাহ্ন,
আমাদের গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল প্যাকেজ রয়েছে। সেগুলো দেখতে পারেন। অনেকেই এগুলো দেখে শিখেছে এবং এখন অনলাইনে আয় করছে। পুরো প্যাকেজ পাবেন এখানে
http://rokomari.com/book/69976
Tania
25 এপ্রিল, 2020 at01:10:02 অপরাহ্ন,
পোস্টটা পড়ে অনেক কিছুই বুঝতে পারলাম আমি আসলে প্রাথমিকভাবে শুরু করতে যাচ্ছিলাম অনেকটা জানতে পারলাম
S.M. Shahbaj Islam Sobuj
8 ডিসেম্বর, 2020 at10:47:19 পূর্বাহ্ন,
আমি গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী। এখানে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানতে পারলাম।
মোহাম্মদ আতিকুর রহমান
17 জানুয়ারি, 2021 at11:01:52 অপরাহ্ন,
ভাই আমি গ্রাফিক্স ডিকাইন শিখতে চাই। অনলাইনে কি আমাকে শিখানো যাবে।
হাসান যোবায়ের
17 জানুয়ারি, 2021 at11:04:54 অপরাহ্ন,
আমাদের এই টোটাল গ্রাফিক ডিজাইন প্যাকেজটা নিতে পারেন। গ্রাফিক ডিজাইন শেখার জন্য এটা পরিপূর্ণ গাইডলাইন।
https://projuktiteam.com/16389/graphic-design-package/
শাহনেওয়াজ
13 মার্চ, 2021 at08:34:26 অপরাহ্ন,
মোটামুটি বুঝলাম কিন্তু কাজ শেখার পর শুরু করতে হয় কিভাবে? অর্থাৎ যিনি ডিজাইনের কাজ পারেন বা ডিজাইনার তিনি ফ্রী ল্যান্সিং শুরু করবেন কিভাবে?
হাসান যোবায়ের
14 মার্চ, 2021 at11:27:53 পূর্বাহ্ন,
আমাদের টোটাল গ্রাফিক ডিজাইন প্যাকেজটা নিতে পারেন। এখানে ডিজাইন শেখানোর পাশাপাশি অনলাইন আয়ের বিস্তারিত গাইডলাইন দেয়া আছে।
https://projuktiteam.com/blog/16389/graphic-design-package/
faysal
30 সেপ্টেম্বর, 2021 at08:49:39 অপরাহ্ন,
i have intaresteng
designer
Jannat
6 অক্টোবর, 2021 at07:10:25 অপরাহ্ন,
vai ami graphics design sikhesi akhn freelancer hobo kivabe plz janaben