এডোবি ফটোশপ এমন একটি সফটওয়্যার যেটা এখন প্রায় সকল অফিশিয়াল কাজেই প্রয়োজন হয়। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ফটোগ্রাফি, থ্রিডি অ্যানিমেশন, ভিডিও প্রোডাকশন সহ সকল মাল্টিমিডিয়া সম্পর্কিত কাজে ফটোশপ সফটওয়্যার ব্যবহার লাগবেই। অর্থাৎ শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের জন্য ফটোশপ দরকার হয় এমন নয়; এই সফটওয়্যার এখন মাইক্রোসফট অফিসের মত সকলের জন্যই জানা আবশ্যক।
এডোবি সফটওয়্যার শেখার অন্যতম সুবিধা হচ্ছে একটি শিখলে অন্যগুলোতেও কাজ করা সহজ হয়ে যায়। তবে হ্যা শেখার সময় শুধু টুলসের উপর ফোকাস করে শিখলে হবে না। ডিজাইন সেন্স ডেভেলপ করাও বেশ জরুরী। শুরুতেই ডিজাইন সেন্স নিয়ে চিন্তা করা দরকার নেই। ধীরে ধীরে সেটা ডেভেলপ করতে হবে এবং প্রচুর অনুশীলন করতে হবে।
এডোবি ফটোশপ সিসি ২০১৯ ভার্শনে এমন সব নতুন ফিচার যুক্ত করা হয়েছে যা পূর্বের ভার্শনগুলোতে করতে অনেক সময় লাগতো। আমাদের এই টিউটোরিয়াল কোর্স সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে অর্থাৎ নতুন করে এডোবি ফটোশপ সিসি ২০১৯ ভার্শনে রেকর্ড করা হয়েছে। টিউটোরিয়াল সময় বৃদ্ধি, কন্টেন্ট ভ্যারিয়েশন সহ এখন এই কোর্স আরও বেশি পরিমার্জিত এবং নির্ভুল। আমাদের নিজস্ব সাউন্ড রেকর্ডিং স্টুডিওতে টিউটোরিয়ালগুলো রেকর্ড করা হয়েছে। তাই টিউটোরিয়াল কোর্সগুলো HD কোয়ালিটি এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। কোয়ালিটি যাচাই করতে দেখুন আমাদের ফ্রি টিউটোরিয়াল।
অর্থাৎ এই ফটোশপ কোর্স পরিপূর্ণভাবে শেষ করতে পারলে আপনি ভবিষ্যতে গ্রাফিক ডিজাইনের পাশাপাশি মাল্টিমিডিয়া সেক্টরের যে কোন জায়গাতেই কাজ করতে পারবেন।
এবার জেনে নেই শুধুমাত্র এই ফটোশপ কোর্স করেই অনলাইনে/ চাকরীতে যে কাজগুলো পাবেনঃ
আমরা এই টিউটোরিয়াল প্যাকেজে বিশেষভাবে নতুনদের জন্য শূন্য থেকে এডভান্স সকল টিপস এবং ট্রিকস আলোচনা করেছি। আমাদের টিউটোরিয়াল অনুসরণ করে শত শত ফ্রিল্যান্সার তৈরি হয়েছে। আমরা নিশ্চিত হয়েই বলতে পারি বাংলায় ফটোশপ নিয়ে আমরাই সবচেয়ে সফল টিউটোরিয়াল তৈরি করেছি।রকমারিতে গত ৭ বছর ধরে আমাদের টিউটোরিয়াল ডিভিডিগুলো রয়েছে বেস্ট সেলার তালিকার শীর্ষে! আমাদের একটি টিউটোরিয়াল প্যাকেজ যারা নিয়েছেন তাদের মধ্যে ৮০% শিক্ষার্থীই বাকি টিউটোরিয়ালগুলোও সংগ্রহ করেছেন। সব চেয়ে বড় কথা আমরা বিশ্বের সেরা সেরা টিউটোরিয়াল অনুসরণ করে তৈরি করে থাকি। এছাড়াও আমরা সরাসরি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকি।
প্রধান যে টপিকগুলো আলোচনা করা হয়েছেঃ
এক নজরে আমাদের কোর্স কন্টেন্টঃ
মোট কথা এই সবগুলো টিউটোরিয়াল দেখে শেষ করলে ফটোশপের পরিপূর্ণ ধারণা পাওয়া যাবে। অর্থাৎ ফটোশপ নিয়ে কখনো কোথাও আটকাতে হবে না। অনুগ্রহ করে ধৈর্য্য সহকারে টিউটোরিয়ালগুলো দেখবেন এবং প্রচুর অনুশীলন করবেন তাহলেই পাবেন সফলতা। নিশ্চিত হয়েই বলতে পারি এত বিস্তারিত গাইডলাইন সহ টিউটোরিয়াল আর কোথাও পাবেন না। রকমারি লক্ষাধিক বই/ডিভিডি এর মধ্যে বেস্ট সেলার এমনিতেই হয়নি!!
একনজরে টিউটোরিয়াল ট্রেইলারঃ
এখানে কিছু প্রজেক্ট সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। শুধু ট্রেইলারে আটকে থাকলে ভুল করবেন!
আমাদের কিছু শিক্ষার্থীর রিভিউঃ
গ্রাফিক্স ডিজাইনের উপর আমার কালেকশনে অন্তত ১০-১৫ জনের টিউটোরিয়াল আছে।
তার মধ্যে বাংলায় হাসান যোবায়েরের টিউটোরিয়ালই সেরা বলে মনে হয়েছে।
এর কারণগুলো হলো-
১. ভিডিও টিউটোরিয়ালগুলো আপডেটেট সফটওয়ার দিয়ে তৈরি করা হয়েছে।
২. টিউটোরিয়ালের সাথে আপডেটেট সফটওয়ারটিও দিয়ে দেওয়া হয়েছে।
৩. প্র্যাকটিসের জন্যে প্রয়োজনীয় ফাইল দেওয়া হয়েছে।
৪. বাস্তব ভিত্তিক প্রজেক্ট দেখানো হয়েছে।
৫. টিউটোরিয়ালগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার উপযোগী করে তৈরি করা হয়েছে।
সব শেষ এক কথায় বলছি, হাসান যোবায়েরের সবগুলো টিউটোরিয়াল কেউ যদি যথাযথভাবে দেখে প্রাকটিস করে তার আর অন্য কোন টিউটোরিয়াল দেখার প্রয়োজন হবে না, সে সরাসরি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বা লোকাল মার্কেটে কাজ করার জন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।
আমি মনে করি, হাসান যোবায়েরের মতো আপডেটেট টিউটোরিয়াল বাজারে আর দ্বিতীয়টি নেই।
আমি হাসান যোবায়েরের দীর্ঘায়ু কামনা করি, যেন তিনি ভবিষ্যতে বাংলাদেশের জন্যে আরো ভালো কিছু উপহার দিতে পারেন।
সাইদুল ইসলাম
টপ রেটেড ফ্রিল্যান্সার, Upwork.com
Tarek Khan বলেছেনঃ
প্রথমেই ধন্যবাদ যানাই হাসান যুবায়ের ভাইকে। যার ভিডিও টিউটরিয়াল দেখে কাজ শিখে আজ আমি ইনকাম করছি এবং ভাল আছি।
আমি অনেক বাংলা টিউটরিয়াল দেখেছি কিন্তু এত সহজ এবং বিস্তারিত ভাবে কেউ টিউটরিয়াল তৈরি করে নাই। যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতে চান, আপনারা নিরদিধায় হাসান যুবায়ের ভাইয়ের ফটোশপ ,ফটোশপ এডভান্স, এডোব ইলাস্ট্রেটর সিএস৬, লোগো এবং বিজনেস কার্ড ডিজাইন এবং প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল কিনতে পারেন। আমি মনে করি অন্য সব টিউটরিয়াল থেকে এটাতে ভাল এবং তারাতারি শিখতে পারবেন।
Mohammad Ali বলেছেনঃ
হাসান জুবায়ের ভায়ের করা ফটোশপ ও ইলাস্ট্রটর এর উপর টিউটোরিয়াল গুলো এক কথায় অনন্য। আমার কালেক্সনে অন্য কোম্পানীর টিউটোরিয়াল আছে যেমন: আল হেরা অথবা ইনফোনেট। সেগুলোর তুলনায় হাসান ভায়ের করা টিউটোরিয়াল গুলো অনেক অনেক ভাল এবং তথ্যবহুল। একদম বেসিক থেকে শুরু করে এ্যাডভান্স লেভেল পর্যন্ত যার যেমন প্রয়োজন সেভাবে তৈরি করা টিউটোরিয়াল। হাসার ভায়ের করা ফটোশপ বা ইলাস্ট্রেটর এর সব গুলো ডিভিডি আমার সংগ্রহে আছে।
প্রতিটা টুল্স গুলো যেভাবে বিস্তারিত বণনা করা আছে তা খুব সহজেই নতুন শিক্ষার্থীর নিকট আয়ত্ত করা সহজ। আবার এ্যাডভান্স লেভেলের শিক্ষার্থীদের জন্য “ফটোশপ এ্যাডভান্স” টিউটোরিয়াল গুলো যথেষ্ট সাহায্যকারী এবং ফ্রিলান্সিং উপযোগী।
সবশেষে, হাসান জুবায়ের ভাইকে বলবো আপনি আরো বেশী ফ্রিলান্সিং উপযোগী টিউটোরিয়াল বানান। আমাদের মতো যারা গ্রাফিক্স ডিজাইন শিখছি এবং আপওযার্কের মতো মার্কেট প্লেস এ নিজেকে মেলে ধরতে চাই তাদের কথা চিন্তা করে আরো বেশী
টিউটোরিয়াল বানান।
এই রকম আরো রিভিউ চেক করতে দেখুন আমাদের প্রযুক্তি টিম ফেসবুক পেজ রিভিউ।
আমিতো নতুন। আমি কি শিখতে পারবো?
-হ্যা অবশ্যই পারবেন কারণ একেবারেই শুরু থেকে ধীরে ধীরে এডভান্স টপিকে যাওয়া হয়েছে।
আমি কি এই ফটোশপ কোর্স শিখে ফ্রিল্যান্সিং করতে পারবো?
-ফ্রিল্যান্সিং/চাকরী করার আগে আপনাকে ভালমত শিখতে হবে এবং ভাল একটি পোর্টফোলিও বানাতে হবে। আপনি যদি এই সবগুলো টিউটোরিয়াল দেখে শেষ করেন তাহলে অনায়াসেই ফ্রিল্যান্সিং করতে পারবেন।
আমার কাছেতো সফটওয়্যার নেই। কিভাবে শিখবো?
-আমাদের টিউটোরিয়াল কোর্সে সফটওয়্যার দেয়া আছে। কিভাবে ইন্সটল করতে হবে সেটাও ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেখানো আছে।
ইউটিউব থেকেইতো সব শেখা যায়। তাহলে এই পেইড টিউটোরিয়ালের কি দরকার?
-ইউটিউব থেকে সব শেখা গেলে সারা বিশ্বে এত জনপ্রিয় পেইড টিউটোরিয়াল সাইট তৈরি হতো না। স্কুল , কলেজ দরকার হতো না। ধারাবাহিকভাবে শিখতে চাইলে সাজানো গোছানো টিউটোরিয়াল এর বিকল্প নেই। তবে হ্যা আপনি যখন এডভান্স হয়ে যাবেন তখন নির্দিষ্ট টপিক সার্চ করে ইউটিউব থেকে শিখতে পারবেন। তবে শুরুটা গোছানোভাবেই করুন!
ফটোশপ নিয়ে আপনাদের আর কোন টিউটোরিয়াল ডিভিডি রয়েছে কি?
– না নেই। এই টিউটোরিয়াল কোর্সেই পুরো ফটোশপ নিয়ে আলোচনা করা হয়েছে।
আমরা এই ফটোশপ টিউটোরিয়াল কোর্সের মূল্য ধরেছি ১৫০০ টাকা। তবে এখন নতুন রিলিজ হওয়াতে ৫০% ছাড় দিয়ে মূল্য রাখা হয়েছে ৭৫০ টাকা।
এই অফার সীমিত সময়ের জন্য।
আপনি আমাদের টিউটোরিয়াল কোর্স ডিভিডি রকমারি/ মাল্টিপ্ল্যান সেন্টার/ আইডিবি থেকে সংগ্রহ করতে পারেন। যদি সেভাবে সংগ্রহ করতে অসুবিধা হয় তাহলে এই গুগল ফর্ম ফিল আপ করুন। আমরাই আপনার সাথে যোগাযোগ করে ডিভিডি পাঠানোর ব্যবস্থা করে দিবো। যে কোন তথ্য জানতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল এই নাম্বারেঃ ০১৮৭৩৫৫৪৬৬৮
আমাদের ক্যাশ অন ডেলেভারি সার্ভিস রয়েছে। অর্থাৎ আপনি আমাদের টিউটোরিয়াল ডিভিডি হাতে পাওয়ার পরেই বিল পরিশোধ করতে পারবেন। তাই গুগল ফর্মটি ফিল আপ করে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন।
সাড়া বাংলাদেশ থেকে ডিভিডি সংগ্রহ করা যাবে এই সাইট থেকে। অনলাইন বই/সিডি/ ডিভিডি স্টোর হিসেবে রকমারি ডটকম এখন সাড়া দেশেই অনেক জনপ্রিয়। ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধা থাকায় এ সাইটে বই/ডিভিডি অর্ডার দেওয়ার সময় টাকা পরিশোধ করতে হয় না। বইটি গ্রাহকের কাছে পৌঁছানোর পরই শুধু গ্রাহককে মূল্য পরিশোধ করতে হয়। দেশের যে প্রান্তেই হোক না কেন, মাত্র ৪০ টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে বই/ ডিভিডি পৌঁছে দেয় রকমারি। বইয়ের সংখ্যা বেশি হলেও চার্জ একই। স্থানভেদে দুই থেকে ৫ দিনের মধ্যে পৌঁছে যায় কাঙ্ক্ষিত বই। অর্ডার করা খুবই সহজ। সাইটে গিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন তারপর আপনার কাংখিত ডিভিডিটি Add to Cart। ডিভিডি অর্ডার লিঙ্কঃ
রকমারি হেল্প লাইনে ফোন করেও অর্ডার দিতে পারেন। হট লাইন নাম্বারঃ Customer care: 16297 , 01519521971 (২৪ ঘন্টা)। সপ্তাহে যে কোন সমস্যায় যে কোন সময়ে ফোন করতে পারেন। সাড়া বাংলাদেশ থেকে এভাবেই আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। এমনকি এখানে থেকে আপনি গিফটও করতে পারবেন। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected]
এছাড়া একসাথে নিতে পারেন আমাদের টোটাল গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল প্যাকেজ যেখানে ছাড় রয়েছে এবং কুরিয়ার চার্জ ফ্রি।
বিভিন্ন মার্কেটে টিউটোরিয়াল ডিভিডিগুলো পাওয়া যাবে। যেখানে যেখানে পাওয়া যাবে সেই মার্কেটের লিস্টঃ
সারা বাংলাদেশ থেকে নেয়ার জন্য rokomari.com তো আছেই!
প্রযুক্তি টিম অফিসিয়াল ফ্যান পেজ।
প্রযুক্তি টিম অফিসিয়াল ফেসবুক গ্রুপ।
পরিশেষে বলতে চাই টিউটোরিয়াল কেমন হয়েছে বা কেমন আশা করেন সব কিছুই জানতে চাই আপনাদের কাছ থেকে।
ধন্যবাদ সবাইকে।
Rafikul Islam
12 জানুয়ারি, 2014 at02:22:18 পূর্বাহ্ন,
Brother, I am an Indian. How shall i buy your DVD . Please tell.
হাসান যোবায়ের
13 জানুয়ারি, 2014 at10:58:49 পূর্বাহ্ন,
add me here …….. i will contact with u
https://www.facebook.com/hasan.jubair1
Nur Mohammad Bin Gazi
10 জুলাই, 2014 at01:08:39 পূর্বাহ্ন,
Thank You for this work………………
হাসান যোবায়ের
10 জুলাই, 2014 at03:54:45 পূর্বাহ্ন,
welcome 🙂
রিলিজ হলো ফটোশপ A-Z টিউটোরিয়াল সিরিজ 'ফটোশপ এডভান্স টিউটোরিয়াল ডিভিডি' সাথে গ্রাফিক্স ডিজাইন
2 সেপ্টেম্বর, 2014 at12:50:24 অপরাহ্ন,
[…] শিখছেন তাদের জন্য অবশ্যই আমার প্রথম ফটোশপ টিউটোরিয়াল প্যাকেজটি দেখে নিতে হবে। তারপর এই এডভান্স […]
Ashfaq
16 জানুয়ারি, 2015 at09:14:30 অপরাহ্ন,
Is it available near Gulshan/banani area?
হাসান যোবায়ের
16 জানুয়ারি, 2015 at11:39:33 অপরাহ্ন,
u just order in rokomari.com…….. they will deliver it with in 3 days……… call for order: 01519521971
Ashfaq
17 জানুয়ারি, 2015 at05:08:29 অপরাহ্ন,
Rokomari.com is unable to access..what should I do?
মাহাবুর রহমান
12 ফেব্রুয়ারি, 2015 at01:19:44 অপরাহ্ন,
শিক্ষক ডট কম থেকে সাইটির সন্ধান পেয়ে আমার খুব ভালো লাগছে যে এখান থেকে নতুন অনেক কিছু জানা ও শিখা যাবে।
thanks
হাসান যোবায়ের
12 ফেব্রুয়ারি, 2015 at07:15:12 অপরাহ্ন,
আপনাকেও ধন্যবাদ। 🙂
Emran Chowdhury
26 আগস্ট, 2015 at12:39:11 অপরাহ্ন,
vai chittagong e apnader kono shaka ace?
Emran Chowdhury
26 আগস্ট, 2015 at12:39:51 অপরাহ্ন,
pls ans diben…
হাসান যোবায়ের
26 আগস্ট, 2015 at07:01:30 অপরাহ্ন,
আপনি অনলাইনে অর্ডার করলে সাড়া দেশ থেকেই ডিভিডি সংগ্রহ করতে পারবেন। অর্ডার করতে পারেন এখানে।
http://rokomari.com/book/91066
Emran chowdhury
29 আগস্ট, 2015 at11:59:55 পূর্বাহ্ন,
Thanks bro….. ami aj apnar dvd peyeci….. many many thanks
হাসান যোবায়ের
29 আগস্ট, 2015 at07:59:37 অপরাহ্ন,
welcome 🙂
mdnozibulgoni
6 সেপ্টেম্বর, 2015 at08:02:11 অপরাহ্ন,
ami 1150 takar packge ta nite cai.kintu tate bistarito dekhacchena!jate rokomarite orderdite pari!
হাসান যোবায়ের
6 সেপ্টেম্বর, 2015 at11:01:39 অপরাহ্ন,
প্যাকেজের অর্ডার লিঙ্ক। পাবেন এখানে।
http://rokomari.com/book/69976
আলি
25 এপ্রিল, 2016 at06:07:17 অপরাহ্ন,
ভাই আপনার কাছে ডিভিডি কিনে আমি ফটোশপ শিখেছি । আমি শিখতে পেরেছি। আরও এডভান্স বের করলে জানাবেন।
হাসান যোবায়ের
25 এপ্রিল, 2016 at09:05:20 অপরাহ্ন,
হুম এডভান্স ডিভিডি বের হয়েছে। এটা অর্ডার করতে পারেন।
https://www.rokomari.com/book/86919
Ashraf Jaman
4 অক্টোবর, 2016 at12:29:25 অপরাহ্ন,
bai. ,,, 4 ta cd ekshathe kinle price koto hobe….delivery dite koydin shomuy lagbe,,
হাসান যোবায়ের
4 অক্টোবর, 2016 at08:29:01 অপরাহ্ন,
১১৫০ টাকা। ৩-৪ দিনের ভিতরেই পেয়ে যাবেন। অর্ডার দিতে পারেন এখানে
http://rokomari.com/book/69976
nayan
19 ডিসেম্বর, 2016 at12:37:22 অপরাহ্ন,
assa vai ami rokomary .com theke apnar 2 to DVD kini to apnar busness card je tutrial silo sekhane help file name akta file koresilen jeta graphic river name website suppoort hisebe dite hoi to vai sei file korbo kivabe ar apanr video turial ti oneak valo hoise ata theke oneak kisu sikhasi thanks apanke
হাসান যোবায়ের
19 ডিসেম্বর, 2016 at07:11:51 অপরাহ্ন,
গ্রাফিক রিভার সাইট নিয়ে একটু ঘাটুন তাহলেই এগুলো জানতে পারবেন। নিজে নিজে শেখার বিকল্প নেই। ধন্যবাদ আপনার রিভিউ এর জন্য।
dipu
29 এপ্রিল, 2017 at12:21:24 পূর্বাহ্ন,
vai apnader grapic ar dvd gula onkk valo ami nije nije dekhe sikher try kortaci 🙂
হাসান যোবায়ের
29 এপ্রিল, 2017 at09:11:49 অপরাহ্ন,
ধন্যবাদ আপনার রিভিউ এর জন্য। 🙂
sohag
15 আগস্ট, 2017 at11:36:43 পূর্বাহ্ন,
ছবির কাজ করে কিভাবে প্রিন্ট দিতে হবে তা দেখানো হয়নি। তাই টিউটোরিয়াল দেখে তেমন বুঝতেছিনা।
হাসান যোবায়ের
15 আগস্ট, 2017 at12:29:29 অপরাহ্ন,
আমাদের পুরো গ্রাফিক প্যাকেজ দেখে শেষ করুন। প্রিন্ট নিয়ে আলোচনা করা হয়েছে।
http://rokomari.com/book/69976
maruf ahmed
26 সেপ্টেম্বর, 2019 at06:49:10 অপরাহ্ন,
আমি ফটোসপের জন্য ডিভিডি কিনতে চাই , তবে আমার লেপটপে সিডি রোম নাই আমি এখন কিভাবে ভিডিও পেতে পারি ?
হাসান যোবায়ের
26 সেপ্টেম্বর, 2019 at06:54:03 অপরাহ্ন,
আমাদের টিউটোরিয়াল ডিভিডি কপি করা যাবে যে কোন কম্পিউটার থেকে। তাই আপনি যে কোন কম্পিউটার থেকে ডিভিডি ফাইল কপি করে পেন ড্রাইভ দিয়ে নিতে পারবেন।