সলিডওয়ার্কসের পরিপূর্ণ বাংলা ভিডিও টিউটোরিয়াল কোর্স (২০ ঘন্টার টিউটোরিয়াল)

প্রকাশিতঃ 1 সেপ্টেম্বর, 2021, দেখা হয়েছেঃ

রিলিজ হলো সলিডওয়ার্কসের পরিপূর্ণ  বাংলা ভিডিও টিউটোরিয়াল!

সলিডওয়ার্কস এমন একটি সফটওয়্যার যা ইঞ্জিনিয়ারিং  থ্রিডি ডিজাইনিং এর কাজে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্মে ও ফ্যাক্টরিতে বহুল ব্যবহৃত হয়।থ্রিডিতে বিভিন্ন সহজ ও জটিল নকশা তৈরির জন্য বিশ্বব্যপী ইঞ্জিনিয়ার ও  ডিজাইনারদের প্রথম পছন্দই হল সলিডওয়ার্কস। সলিডওয়ার্কস হল একটি Computer Aided Design (CAD) software যা 2-D ও 3-D ডিজাইনে বহুল ব্যবহৃত হয়। এর প্রস্তুতকারক ও প্রকাশক হল ড্যাজল্ট  সিস্টেমস (DASSAULT SYSTEMS). পিসিতে প্রথম দিকের Computer Aided Design এর সফটওয়্যারগুলোর একটি হল SolidWorks (SW)। প্রায় ২৬ বছর যাবত সলিডওয়ার্কসের এই  সফটওয়্যার রাজত্ব করছে এবং ভবিষ্যতেও করবে।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি স্নাতক জন হিরশিক সলিডওয়ার্কস  কর্পোরেশন ডিসেম্বর, ১৯৯৩  সালে প্রতিষ্ঠিত করেন। এমআইটি ব্ল্যাকজ্যাক টিমের একজন সদস্য হিসেবে কাজ করার সময়ই তিনি এক মিলিয়ন ডলার  জমান যা তিনি এই কোম্পানী প্রতিষ্ঠায় ব্যবহার করেন। তার প্রধান উদ্দেশ্য ছিল এমন থ্রিডি ক্যাড ডিজাইন সফটওয়্যার তৈরি করা যা উইন্ডোজ ডেস্কটপে সহজে ব্যবহারযোগ্য। এরপর, ১৯৯৭ সালে ক্যাটিয়া ক্যাড সফটওয়্যারখ্যাত ড্যাজল্ট  কোম্পানী সলিডওয়ার্কসকে ৩১০ মিলিয়ন ডলারের বিনিময়ে অধিগ্রহন করে নেয়। সলিডওয়ার্কস এখন ই-ড্রয়িং, কোলাবোরেশন টুল , ড্রফটসাইট, ২ ডি ক্যাড প্রোডাক্টসহ সলিডওয়ার্কসের বিভিন্ন ভার্শন বাজারজাত করছে। এই হল সংক্ষেপে সলিডওয়ার্কস এর ইতিবৃত্ত।সলিডওয়ার্কসের ওয়েবসাইটের লিংকঃ https://www.solidworks.com/

সলিডওয়ার্কসের এই কোর্স করতে আমরা ব্যবহার করেছি সলিডওয়ার্কস ২০১৬ সফটওয়্যার (প্রয়োজনীয় পিসি কনফিগারেশনঃ র‍্যামঃ ৮ জিবি মিনিমাম, গ্রাফিক্স কার্ড, প্রসেসরঃকোর আই থ্রি/ কোর আই ফাইভ)।  এর কারণ হল, সলিডওয়ার্কসের পরের ভার্শনগুলোতে অনেক হাই-কনফিগারেশনের পিসি দরকার হয়; যা অনেক ব্যয়বহুল। বাংলাদেশের অনেক সলিডওয়ার্কসে দক্ষ ডিজাইনারের মতামত নিয়ে আমরা দেখেছি যে, তাঁরাও সলিডওয়ার্কসের ২০১৬ ভার্শন ব্যবহার করে থাকেন। আর এর সাথে রেন্ডারিং এর জন্য আমরা ব্যবহার করেছি সলিডওয়ার্কস ভিজুয়ালাইজ প্রফেশনাল ২০১৬ সফটওয়্যারটি।

সলিডওয়ার্কস এর কাজ শুরু হয় ২ ডি স্কেচ ডিজাইনের মাধ্যমে। ২ ডিতে যেকোন ডিজাইন প্রথমে এঁকে তারপর সেটিকে থ্রিডিতে রূপান্তরিত করে নিতে হয়।এজন্য প্রথমে ২ ডি স্কেচ ট্যাবের বিভিন্ন কমান্ড যেমনঃ লাইন কমান্ড, সারকেল, রেকটেংগেল, এলিপস প্রভৃতি কমান্ড সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হয়। এরপর ফিচার  ট্যাবের বিভিন্ন ফিচার যেমনঃ এক্সট্রুডেড বেইজ/বস, এক্সট্রুডেড কাট, লফটেড বস/বেইজ,সয়েপ্ট বস/বেইজ, সয়েপ্ট কাট, র‍্যাপ কমান্ড,বাউন্ডারি বস/বেইজ, ইন্টারসেক্ট টুল, হোল উইজার্ড প্রভৃতি ফিচারগুলো ডিজাইনের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হয়। এভাবেই ধীরে ধীরে গড়ে ওঠে থ্রি ডি মডেলিং পার্টের প্রাথমিক ধারণা। এরপর এই সলিডওয়ার্কস পার্টগুলো নিয়ে তৈরি করা হয় হয় এসেম্বলি পার্ট। এসেম্বলিতে বিভিন্ন আলাদা পার্টগুলো একসাথে নিয়ে একত্রিত করা হয়। এর ফলে গড়ে ওঠে সম্পূর্ণ থ্রিডি মডেল।এসেম্বলিতে লিনিয়ার প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন, ম্যাট টাইপ, এডভান্সড ম্যাট ,পাথ ম্যাট প্রভৃতি অপশনের মাধ্যমে খুব সহজেই আপনি এসেম্বলির কাজ করতে পারেন।এসেম্বলির মাধ্যমে ম্যাট কমান্ডের কাজই আসলে বেশি করা হয়ে থাকে।

এছাড়াও সলিডওয়ার্কসে রয়েছে সারফেস ট্যাব, যার সাহায্যে আপনি বিভিন্ন ধরণের থিন সরফেস(০.২ মিমি এর কাছাকাছি) নিয়ে কাজ করতে পারবেন। সারফেস ডিজাইনিং এর বিভিন্ন ক্ষেত্রে সারফেস এক্সট্রুড, রিভলভ সারফেস, সয়েপ্ট সারফেস টুল্‌, লফটেড সারফেস, বাউন্ডারি সারফেস, ফ্রি ফর্ম সারফেস এরকম বিভিন্ন ধরণের সারফেস কমান্ড নিয়ে কাজ করা যায়।সলিডওয়ার্কসে আরো রয়েছে ওয়েল্ডমেন্ট ট্যাব। এই ট্যাবে রয়েছে স্ট্রাকচারাল মেম্বার, গাসেট প্রভৃতি কমান্ড যার সাহায্যে খুব সহজেই আমরা বিভিন্ন ওয়েল্ডিং পার্টের খসড়া আমরা সফটওয়্যারের সাহায্যেই করে ফেলি। তবে, একটা কথা বলে রাখা ভাল; অনেকে মনে করেন, ওয়েল্ডিং পার্ট নিজেই একটি এসেম্বলি , যা আসলে ভুল ধারণা।  এটার কারণ হলো, সলিডওয়ার্কসে  সাধারণত ছোট ছোট পার্ট বানিয়ে, পরে তা নিয়ে এসেম্বলি করা হয়। ওয়েল্ডমেন্ট পার্টে স্ট্রাকচারাল মেম্বারের মাধ্যমে আসলে মাল্টিবডি  পার্ট তৈরি করা হয়। পরে সেই পার্ট নিয়ে তৈরি করা হয় ওয়েল্ডিং এসেম্বলি।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য সলিডওয়ার্কস আসলে একটি অপরিহার্য সফটওয়্যার। বিভিন্ন ধরণের ম্যাটেরিয়াল (যেমনঃ প্লাস্টিক, স্টিল প্রভৃতি) দিয়ে মোল্ড বা প্যাটার্ন ডিজাইনের ক্ষেত্রে বেশিরভাগ মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা চোখ বন্ধ করে বিশ্বাস করেন সলিডওয়ার্কসকে। সলিডওয়ার্কসে মোল্ড ডিজাইন অনেক সহজে ও সুনিপুণ উপায়ে করা যায় যা অনেক ক্ষেত্রেই বিশাল পরিমাণের প্রোডাকশন সংশ্লিষ্ট অপচয়ের হাত থেকে কোম্পানিগুলোকে রক্ষা করে।তাছাড়াও, সলিডওয়ার্কস এর মাধ্যমে ম্যাটেরিয়াল অনুযায়ী সেন্টার অফ গ্রাভিটি, ম্যাস, ওয়েট প্রভৃতি মেপে ফেলা যায়; যার মাধ্যমে প্রোডাক্টের বাস্তবরূপ লাভের পূর্বেই প্রোডাক্টের ক্যারেকটারিস্টিক সম্বন্ধে ধারণা পাওয়া যায়। এছাড়াও, বিশ্বব্যপী মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা অটোমোবাইল, শিট মেটাল ডিজাইন, স্টিল ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সলিডওয়ার্কসের সাহায্যে বিভিন্ন অত্যাধুনিক ডিজাইনিং এর কাজ করে থাকেন।

যেকোন প্রোডাক্ট ডিজাইনিং এর ক্ষেত্রে অনেক বিষয় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মাথায় রাখতে হয়। প্রথমতঃ কি ম্যাটেরিয়াল দিয়ে প্রোডাক্ট তৈরি করতে হবে ও তা কোথায় ব্যবহৃত হবে ? কারণ, প্লাস্টিক দিয়ে একটি প্রোডাক্ট বানালে তা হয়ত কক্ষ তাপমাত্রায় ব্যবহার করা যায় এমন ক্ষেত্রেই শুধু কাজ করবে; কিন্তু এই প্রোডাক্ট উচ্চ তাপমাত্রায় ব্যবহার  করা যাবে না যেহেতু প্লাস্টিক উচুঁ তাপমাত্রায় গলে যায়। এজন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা ম্যাটেরিয়ালস সিলেকশন ডায়াগ্রাম ব্যবহার করে থাকেন; যার মাধ্যমে খুব সহজেই অপটিমাম প্রোপার্টিসহ ম্যাটেরিয়াল খুঁজে পাওয়া যায়। দ্বিতীয়তঃ পণ্যের মূল্য কীভাবে সাধ্যের মাঝে রাখা যাবে? ধরুন, একজন ইঞ্জিনিয়ার একটি পণ্য সঠিক কিন্তু দামি ম্যাটেরিয়াল দিয়ে বানালেন; যে পণ্যটি আরো কম দামি ও তুলনামূলক টেকসই ম্যাটেরিয়াল দিয়ে বানান যেত। আর ধরুন প্রোডাক্টি ব্যবহারও করা হবে দৈনন্দিন কাজে প্রতিনিয়ত ব্যবহার করা হবে এমন কোন ক্ষেত্রে। তাহলে, কি সাধারণ মানুষজন এরকম কোন প্রোডাক্ট এত দাম দিয়ে কিনতে পারবেন? এর উত্তর অবশ্যই হবে, “না”। তাই সহজেই বলা যায় যে, ইঞ্জিনিয়ার তার প্রোডাক্ট সিলেকশনের সময় দামের ব্যপারটা পুরোপুরি ভুলে গিয়েছিলেন। ইঞ্জিনিয়ারিং কস্ট ম্যানেজমেন্টের এই বিষয়টি অন্য ইঞ্জিনিয়ারদের মত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্যও খুবই  গুরুত্বপূর্ণ বিষয়। আর এই কাজগুলি একজন ইঞ্জিনিয়ার সলিডওয়ার্কস সিমুলেশন টেকনিক ব্যবহার করে সফটওয়্যারের মাধ্যমে সেন্টার অফ গ্র্যাভিটি, ম্যাস ক্যালকুলেশন, ক্রিটিক্যাল এরিয়া সিলেকশন প্রভৃতির মাধ্যমে খুব সহজেই করে ফেলতে পারেন।

এক নজরে এই প্যাকেজে যা থাকছেঃ
• ধারাবাহিক ১০০+ HD ভিডিও টিউটোরিয়াল, যা সব মিলিয়ে প্রায় ২০+ ঘন্টার টিউটোরিয়াল! (৪ টি ডিভিডি)
• সলিডওয়ার্কস ২০১৬ ও সলিডওয়ার্কস ভিজুয়ালাইজার প্রফেশনাল ২০১৬ ইন্সটল করার গাইডলাইন
• টিউটোরিয়ালে ব্যবহৃত সকল অনুশীলন ফাইল
• ২৪/৭ ঘন্টা অনলাইন সাপোর্ট সিস্টেম
• সবগুলো টিউটোরিয়াল রেকর্ড করা হয়েছে আমাদের সাউন্ডপ্রুফ রেকর্ডিং স্টুডিওতে তাই পুরোপুরি নয়েজমুক্ত ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড

টিউটরের সংক্ষিপ্ত পরিচিতিঃ

Ali Kaiser

ইঞ্জিনিয়ার আলী কায়সার

আলী কায়সার, একজন ইঞ্জিনিয়ার ও ডিজাইনার। বিএসসি করেছেন, ম্যাটেরিয়ালস এন্ড ম্যাটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বুয়েট থেকে।এরপর বেশ কয়েক বছর সফলতার সাথে কাজ করেছেন দেশের সনামধন্য ফ্যাক্টরিতে ম্যাটেরিয়াল সিলেকশন ও ডিজাইনিং এ ।

ম্যাটেরিয়াল সিলেকশন করে তার সাপেক্ষে পণ্যের ডিজাইনের বিভিন্ন নকশার কাজ করে তিনি কুড়িয়েছেন সুনাম। এছাড়াও পণ্যের বিভিন্ন ডিজাইনের মার্কেট এনালাইসিসের কাজও তিনি করেছেন সফল্ভাবে।প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বেশ কিছুদিন।বর্তমানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন।

কেন নিবেন আমাদের এই টিউটোরিয়াল কোর্স?

এই টিউটরিয়াল প্যাকেজে আমরা একদম নতুনদের জন্য সফটওয়্যারের প্রাথমিক ধারণা থেকে শুরু করে উচ্চতর ধাপ পর্যন্ত এর প্রায়োগিক বিষয়গুলোর ব্যপারে বিস্তারিত আলোচনা করেছি।বাংলা টিউটোরিয়াল নির্মাণের জগতে আমাদের সফলতার উপর ভিত্তি করেই আমরা নিয়ে এসেছি বাংলায় তৈরি প্রথম সবচেয়ে বিস্তারিত সলিডওয়ার্কস এর টিউটোরিয়াল।এর আগে কেউ এত বড় পরিসরে সলিডওয়ার্কস নিয়ে বাংলা টিউটোরিয়াল তৈরি করেনি। আমাদের টিউটোরিয়াল অনুসরণ করে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত হতে পেরেছেন। সলিডওয়ার্কস এর দক্ষতা তাতে যুক্ত করবে এক নতুন মাত্রা। এছাড়াও রেন্ডারিং এর কাজকে সহজ করে তুলে ধরার জন্য আমরা ব্যবহার করেছি সলিডওয়ার্কস ভিজুয়ালাইজ প্রফেশনাল ২০১৬ সফটওয়্যার। এই টিউটোরিয়াল্গুলো নির্মাণে আমরা সহায়তা নিয়েছি বিশ্বের সবচেয়ে দর্শক সমাদৃত টিউটোরিয়ালের, যা আমাদের কাজকে করেছে আরো সমৃদ্ধ।

এক নজরে দেখে নিই এই টিউটোরিয়াল কোর্স কাদের জন্যঃ

  • ইঞ্জিনিয়ার
  • থ্রিডি ডিজাইনার
  • ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার
  • শিট মেটাল ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল
  • ওয়েল্ডিং ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল
  • প্লাস্টিক ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল
  • অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল
  • প্রোডাক্ট ডিজাইনার
  • রোবোট ডিজাইনার
  • ফ্রিল্যান্সার
  • বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও ডিজাইনিং এর শিক্ষার্থী
  • ইউ এক্স/ইউ আই ডিজাইনার

এবার জেনে নিই এই কোর্সটি করে আপনি চাকরি/অনলাইনে কি কি কাজ করতে পারবেনঃ

  • মেশিন পার্ট ডিজাইন
  • এসেম্বলি ডিজাইন
  • সাব এসেম্বলি ডিজাইন
  • সারফেস ডিজাইন
  • ওয়েল্ডিং ডিজাইন
  • শিট মেটাল ডিজাইন
  • রেন্ডারিং

অর্থাৎ এই কোর্সটি সম্পূর্ণরূপে শেষ করতে পারলে আপনি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরের বেসিক থেকে এডভান্সড বিভিন্ন ডিজাইনিং এর বিষয়ে জানতে পারবেন।

সলিডওয়ার্কস কোর্স ট্রেইলারঃ

একনজরে দেখে নিন আমাদের টিউটোরিয়াল কোর্সে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে।

 

সলিডওয়ার্কস ফ্রি টিউটোরিয়ালগুলো দেখা যাবে এখানে। 

 

এক নজরে আমাদের কোর্স কন্টেন্টঃ

সলিডওয়ার্কস  বেসিক ঃ

  • ইউজার ইন্টারফেস পরিচিতি
  • নেভিগেশন নিয়ে আলোচনা
  • টেমপ্লেট এর  ব্যবহার
  • সলিডওয়ার্কসে প্রথম ড্রয়িং তৈরি
  • রিলেশন তৈরি করা
  • এক্সট্রুড বস, কাট, রিভোল্ভ বস,কাট  নিয়ে আলোচনা
  • ইউনিট সেটাপ ও সিস্টেম অপশন নিয়ে আলোচনা
  • লাইন-সেন্টারলাইন-রেক্টেংগেল-সার্কেল-পলিগন এর ২ ডি ড্রয়িং নিয়ে আলোচনা
  • ্ট্রিম, অফসেট, মুভ, কপি, মিরর-কমান্ড নিয়ে আলোচনা
  • ফিলেট,চেমফার (২ ডি, থ্রিডি), লিনিয়ার ও সার্কুলার প্যাটার্ন নিয়ে আলোচনা
  • লফটেড গাইড, লাফটেড কাট, সয়েপ্ট বস, সয়েপ্ট কাট, বাউন্ডারি বস, র‍্যাপ-কমান্ড নিয়ে আলোচনা
  • ব্লক তৈরি ও ব্লক ব্যবহার নিয়ে আলোচনা

সলিডওয়ার্কস এসেম্বলিঃ  

  • এসেম্বলি ট্যাবের পরিচিতি
  • ম্যাট নিয়ে বিস্তারিত আলোচনা
  • এসেম্বলিতে লিনিয়ার ও সার্কুলার প্যাটার্ন নিয়ে আলোচনা
  • বিভিন্ন টাইপের এডভান্সড ম্যাট নিয়ে আলোচনা
  • ডাইমেনশন নোটাশনের ব্যবহার

সলিডওয়ার্কস সারফেসঃ

  • সারফেস এক্সট্রুড, রিভোল্ভড সারফেস, সয়েপ্ট সারফেস, লফটেড সারফেস, বাউন্ডারি সারফেস নিয়ে আলোচনা
  • সারফেস্ ফিলেট, ফ্রি ফর্ম সারফেস, বাউন্ডারি সারফেস নিয়ে আলোচনা
  • ট্রিম-এক্সটেন্ড, থিকেন সারফেস এন্ড কাট, নিট এন্ড ফিলেট সারফেস কমান্ড নিয়ে আলোচনা

সলিডওয়ার্কস ওয়েল্ডমেন্টঃ

  • স্ট্রাকচারাল মেম্বার, কর্নার ট্রিট্মেন্ট, গ্রুপ নিয়ে বিস্তারিত আলোচনা
  • গাসেট ফিচারের ব্যবহার, কাস্টম ওয়েল্ডমেন্ট পার্ট, ওয়েল্ডমেন্টে এসেম্বলি ও প্যাটার্নের ব্যবহার

সলিডওয়ার্কস শিট মেটালঃ

  • শিট মেটাল বেসিক লেকচার
  • বেইজ ফ্ল্যানজ, ট্যাব, এইজ ফ্ল্যানজ, মাইটার ফ্ল্যানজ নিয়ে আলোচনা
  • জগ, হ্যাম, ফোল্ড/আনফোল্ড, নরমাল কাট নিয়ে আলোচনা
  • কর্নারস, ওয়েল্ডেড কর্নার, ক্রসব্রেক, কনভার্ট টু শিট্মেটাল নিয়ে বিস্তারিত আলোচনা

সলিডওয়ার্কস ভিজুয়ালাইজ প্রফেশনাল রেন্ডারিং ঃ

  • সলিডওয়ার্কস ভিজুয়ালাইজ প্রফেশনাল ২০১৬ ইন্সটলেশন নিয়ে আলোচনা
  • সলিডওয়ার্কস ভিজুয়ালাইজ প্রফেশনাল ২০১৬ এর ইউজার ইন্টারফেস নিয়ে আলোচনা
  • টার্ন -টেবল, এপেয়ারেন্স এর ব্যবহার
  • লাইটিং ও ব্যাকগ্রাউন্ড এর ব্যবহার
  • রেন্ডারিং এর পুরো প্রসেস দেখানো
  • কুইক রেন্ডারিং টেকনিক নিয়ে আলোচনা
  • মাল্টিপল কনফিগারেশনে রেন্ডারিং প্রসেস নিয়ে আলোচনা

সলিডওয়ার্কসের রিসোর্স নিয়ে বিস্তারিত আলোচনা

এক নজরে আমাদের কোর্স কন্টেন্ট (ইংরেজি)ঃ 

  1. User Interface Introduction
  2. Navigation
  3. Using Templates
  4. Creating 1 st 3 D part
  5. Creating 1 st Assembly
  6. Making 1 st CAD Drawing
  7. Basic Steps of 3 D Modelling
  8. Creating Sketch
  9. Adding Relations
  10. Using Extruded Boss/Base Feature
  11. Using Extruded Cut Feature
  12. Creating Revolve Feature
  13. Using Revolved Cut
  14. Selecting Material, Color, Background
  15. Using Evaluate Mass properties
  16. Setting Units, System Options
  17. Using Line, Center-line
  18. Using Rectangle Command
  19. Using Circle & Arc Command
  20. Using Slots & Elipses
  21. Sketching Polygon
  22. Using Text
  23. Using Equations & Linked Variables
  24. Using Spline Command
  25. Using Trim/Extend Command
  26. Using Offset Command
  27. Using Move Command, Copy Command & Sketch Entity
  28. Using Delete,Selection,Redo & Undo Command
  29. Using Mirror Command
  30. Repeating Pattern in Sketch
  31. Using Construction Lines to Build a Robust Sketch
  32. Using Convert Entities
  33. Adding Fillet & Chamfer
  34. Creating Planes
  35. Using Axis
  36. Using Co-ordinate System
  37. Using Fillet Command
  38. Using Chamfer Command
  39. Using Draft Command
  40. Using Shell Command
  41. Using 3 D Mirror Command
  42. Using Linear Pattern
  43. Using Circular Pattern
  44. Using Lofted Boss/Basse
  45. Redefining Lofted Guides
  46. Using Lofted Cut
  47. Using Swept Boss/Base
  48. Using Swept Cut
  49. Using Wrap Command
  50. Using Boundary Base/Boss
  51. Using Intersect Tool
  52. Working With Hole Wizard
  53. Dimensioning Hole Wizard
  54. Working With Reusable Sketches & Blocks
  55. Creating Blocks
  56. Assembly Tab Introduction
  57. Using Mate
  58. Making Sub-Assembly From Assembly
  59. Using Linear Pattern in Assembly
  60. Using Circular Pattern in Assembly
  61. Working With Mate Types
  62. Working With Advanced Mate
  63. Working With Path Mate
  64. Using Dimension Notation
  65. Annotation Tab Overview
  66. Using Surface Extrusion
  67. Using Revolved Surface & Swept Surface Tool
  68. Using Lofted Surface
  69. Using Boundary Surface
  70. Using Surface Fillet
  71. Using Free-form Surface
  72. Using Offset Surface
  73. Using Trim/ Extend Surface Command
  74. Using Knit & Fillet Command
  75. Using Thicken Surface & Cut
  76. Using Structural Members
  77. Using Groups
  78. Using Corner Treatment
  79. Using Trim/Extend Command
  80. Using Gusset Feature
  81. Using Custom Weldment Part
  82. Using Assembly & Pattern in Weldment
  83. Sheet Metal Basics Lecture
  84. Using Base Flange Feature
  85. Using Tab Tool
  86. Using Edge Flange
  87. Using Miter Flange Feature
  88. Using Jog
  89. Using Hem
  90. Using Unfold/ Fold
  91. Using Normal Cut/Cuts
  92. Using Corners/Welded Corners/Crossbreak
  93. Using Convert to Sheet Metal Feature
  94. Using RIP Command
  95. SolidWorks Vizualize Professional Installation Instruction
  96. User Interface Introduction to SolidWorks Vizualize Professional 2016
  97. Using Turntable in SolidWorks Vizualize
  98. Navigation & Appearance in Vizualize
  99. Using Background & Lighting for Rendering a 3 D Model
  100. Rendering & Printing of 3 D Model
  101. Rendering Trial Technique
  102. Using Multiple Configuration & It’s Rendering Process
  • Resources of SolidWorks Learning:
  • In Tutorial 103, the complete resources of SolidWorks & Industrial Design learning is elaborately Discussed. You will surely get blessed by the resources by continuous practice of reading.

মোট কথা এই সবগুলো টিউটোরিয়াল দেখে শেষ করলে ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ফিল্ডে সলিডওয়ার্কস এর ব্যবহার সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যাবে। অর্থাৎ  সলিডওয়ার্কস  নিয়ে কখনো কোথাও আটকাতে হবে না। অনুগ্রহ করে ধৈর্য্য সহকারে টিউটোরিয়ালগুলো দেখবেন এবং প্রচুর অনুশীলন করবেন তাহলেই পাবেন সফলতা। নিশ্চিত হয়েই বলতে পারি বাংলায় এত বিস্তারিত গাইডলাইন সহ টিউটোরিয়াল আর কোথাও পাবেন না। আপনাদের উপকারে আসলেই আমাদের এই প্রচেষ্টা স্বার্থক হবে।আর আপনাদের যেকোন প্রয়োজনে আমরা তো পাশে আছিই !!

সলিডওয়ার্কস টিউটোরিয়াল কোর্স মূল্যঃ

সলিডওয়ার্কস বাংলা টিউটোরিয়াল কোর্স (৪টি ডিভিডি) কোর্স মূল্য রাখা হয়েছে “৯৫০” টাকা।

 

অটোক্যাড টিউটোরিয়াল কোর্সঃ

এই ধরণের কাজের জন্য সলিডওয়ার্কস এবং অটোক্যাড দুইটাই সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের রয়েছে অটোক্যাড টিউটোরিয়াল কোর্স। বিস্তারিত জানুন এখানে। 

অনলাইনে এই কোর্স করার পদ্ধতিঃ

আমাদের এই নতুন প্রযুক্তি টিম সাইটে চাইলে অনলাইনেই কোর্স করা যাবে। কোর্স করার পর সার্টিফিকেটও সংগ্রহ করা যাবে। অনলাইন কোর্সের মূল্যও কম। পেমেন্ট করার সাথে সাথে অনলাইন কোর্স আনলকড হয়ে যাবে এবং যখন ইচ্ছে টিউটোরিয়ালগুলো দেখা যাবে। অনলাইন কোর্সগুলো অর্ডার করা যাবে এখানে।  

অনলাইন কোর্স করার বিস্তারিত গাইডলাইন দেখুন এই ভিডিওতে।

 

DVD সংগ্রহ করার পদ্ধতিঃ

 প্রযুক্তি টিম টিউটোরিয়াল কোর্স ডিভিডি নিতে চাইলেঃ

আপনি আমাদের টিউটোরিয়াল কোর্স ডিভিডি রকমারি/ দারাজ/ ইভ্যালি/  মাল্টিপ্ল্যান সেন্টার/ আইডিবি থেকে সংগ্রহ করতে পারেন। যদি সেভাবে সংগ্রহ করতে অসুবিধা হয় তাহলে নিচের এই অর্ডার ফর্ম ফিল আপ করুন। আমরাই আপনার সাথে যোগাযোগ করে ডিভিডি পাঠানোর ব্যবস্থা করে দিবো। যে কোন তথ্য জানতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল এই নাম্বারেঃ ০১৮৭৩৫৫৪৬৬৮

আমাদের ক্যাশ অন ডেলেভারি সার্ভিস রয়েছে। অর্থাৎ আপনি আমাদের টিউটোরিয়াল ডিভিডি হাতে পাওয়ার পরেই বিল পরিশোধ করতে পারবেন। তাই নিচের ফর্মটি ফিল আপ করে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন।

[wpforms id=”15648″ title=”false” description=”false”]

 

অনলাইন মার্কেট রকমারি.কম(rokomari.com):

projukti team

সাড়া বাংলাদেশ থেকে ডিভিডি সংগ্রহ করা যাবে এই সাইট থেকে।  অনলাইন বই/সিডি/ ডিভিডি স্টোর হিসেবে রকমারি ডটকম  এখন সাড়া দেশেই অনেক জনপ্রিয়। ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধা থাকায় এ সাইটে বই/ডিভিডি অর্ডার দেওয়ার সময় টাকা পরিশোধ করতে হয় না। বইটি গ্রাহকের কাছে পৌঁছানোর পরই শুধু গ্রাহককে মূল্য পরিশোধ করতে হয়। দেশের যে প্রান্তেই হোক না কেন, মাত্র ৪০ টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে বই/ ডিভিডি পৌঁছে দেয় রকমারি। বইয়ের সংখ্যা বেশি হলেও চার্জ একই। স্থানভেদে দুই থেকে ৫ দিনের মধ্যে পৌঁছে যায় কাঙ্ক্ষিত বই।  অর্ডার করা খুবই সহজ। সাইটে গিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন  তারপর আপনার কাংখিত ডিভিডিটি   Add to Cart।  ডিভিডি অর্ডার লিঙ্কঃ

rokomari

 

 

রকমারি হেল্প লাইনে ফোন করেও অর্ডার দিতে পারেন। হট লাইন নাম্বারঃ Customer care: 16297 ,  01519521971 (২৪ ঘন্টা)। সপ্তাহে যে কোন সমস্যায় যে কোন সময়ে ফোন করতে পারেন। সাড়া বাংলাদেশ থেকে এভাবেই আপনি আমাদের সলিডওয়ার্কস কোর্স সংগ্রহ করতে পারবেন। এমনকি এখানে থেকে আপনি গিফটও করতে পারবেন। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected] 

অনলাইন মার্কেট দারাজ(daraz.com.bd):

এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপের (এপিএজিআইসি) একটি অনলাইন শপিং প্রতিষ্ঠান দারাজ। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দারাজ বাংলাদেশে কার্যক্রম শুরু করে। দেশি ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ড দারাজ বাংলাদেশ প্ল্যাটফর্মটি ব্যবহার করে অনলাইনে পণ্য বিক্রি করে। দারাজ বাংলাদেশ ব্যবহার করে ঘরে বসেই পণ্য ফরমায়েশ দেওয়া যায় এবং পণ্য বুঝে নেওয়ার পর অর্থ পরিশোধ করার সুযোগ রয়েছে। পণ্য পৌঁছে দেওয়ার জন্য আলাদা কোনো খরচ দিতে হয় না। দারাজের নিজস্ব কর্মীরাই পণ্য পৌঁছে দেন।

projukti team daraz

 

সুখবর হচ্ছে আমাদের প্রযুক্তি টিম টিউটোরিয়াল ডিভিডি কোর্স এখন দারাজ থেকেও পাওয়া যাবে। ফ্রি ডেলেভারি, কুপন/ ভাউচার, মূল্য ছাড় সহ অনেক সুবিধা থাকছে দারাজে। দারাজে অর্ডার দিতে নিচের প্রযুক্তি টিম স্টোরে ক্লিক করুন।

দারাজ প্রযুক্তি টিম স্টোর। 

আরো যে সব জায়গায় পাওয়া যাবেঃ

বিভিন্ন মার্কেটে টিউটোরিয়াল ডিভিডিগুলো পাওয়া যাবে। যেখানে যেখানে পাওয়া যাবে সেই মার্কেটের লিস্টঃ

  • মাল্টি প্ল্যান সেন্টার (এলিফ্যান্ট রোড, ঢাকা)। দোকানের নামঃ SOLAR SOFT দোকান নাম্বারঃ ১৫৮, নিচ তলা(01912278913)। মঙ্গলবার বন্ধ থাকে।
  • BCS কম্পিউটার সিটি IDB ভবন।  দোকানের নামঃ Nikor, দোকানের সিরিয়াল নাম্বারঃ ১২১ ( দ্বিতীয় তলা) (01914266383)। । রবিবার বন্ধ থাকে।

সারা বাংলাদেশ থেকে নেয়ার জন্য rokomari.com ; daraz.com.bd  আর evaly.com.bd তো আছেই!

কাস্টমার সাপোর্টের জন্য জয়েন করুনঃ

প্রযুক্তি টিম অফিসিয়াল ফ্যান পেজ। 

প্রযুক্তি টিম অফিসিয়াল ফেসবুক গ্রুপ।

প্রযুক্তি টিম লিংকডইন অফিসিয়াল ফ্যান পেজ। 

প্রযুক্তি টিম অফিসিয়াল লিংকডইন গ্রুপ।

প্রযুক্তি টিম টুইটার একাউন্ট

পরিশেষে বলতে চাই টিউটোরিয়াল কেমন হয়েছে বা কেমন আশা করেন সব কিছুই জানতে চাই আপনাদের কাছ থেকে।

ধন্যবাদ সবাইকে।

 

সকল মন্তব্য (6)

mahmudul alam kanak

22 আগস্ট, 2020 at01:41:21 অপরাহ্ন, জবাব

apnara please civil engineer der Etabs and safe 10 story building design er ekti dvd release koren …onk sell hobe ..onk upokar o hobe

Rasheduzzaman

4 সেপ্টেম্বর, 2020 at10:34:50 অপরাহ্ন, জবাব

Ai corse ta amar valo mnehoyce ami ai corseti krtechai akhon ami ki krbo

Md. Alauddin khan

21 সেপ্টেম্বর, 2020 at12:31:36 পূর্বাহ্ন, জবাব

Ami solid works ar 4 ta DVD kenaci but packing kholar por dakhi 3ta ase akta missing

    হাসান যোবায়ের

    22 সেপ্টেম্বর, 2020 at01:49:18 অপরাহ্ন, জবাব

    আমাদের প্রযুক্তি টিম ফেসবুক পেজ এ ম্যাসেজ দিন। সমাধান পেয়ে যাবেন।

SWADESH BHOWMICK

24 মার্চ, 2023 at07:26:00 অপরাহ্ন, জবাব

west bengal a kothai pabo

    হাসান যোবায়ের

    4 এপ্রিল, 2023 at09:07:29 অপরাহ্ন, জবাব

    ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে পেমেন্ট করলে আমাদের অনলাইন ভার্শন নিতে পারবেন।

মন্তব্য করুন

ফেইসবুক দিয়ে মন্তব্য