রিলিজ হলো মাইক্রোসফট অফিস ২০১৯ এর পরিপূর্ণ বাংলা ভিডিও টিউটোরিয়াল কোর্স!! (এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড)

প্রকাশিতঃ 13 ডিসেম্বর, 2021, দেখা হয়েছেঃ

মাইক্রোসফট অফিস ২০১৯ এর পরিপূর্ণ বাংলা ভিডিও টিউটোরিয়াল কোর্স


কম্পিউটার ব্যবহারের শুরু থেকেই বাংলাদেশিরা যেই সফটওয়্যারের সাথে খুবই সুপরিচিত- তা হল মাইক্রোসফট অফিস ২০১৯ এর ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট।মাইক্রোসফট অফিস ২০১৯ এর এই তিনটি সফটওয়্যারের ব্যবহার সমগ্র বিশ্বের মত বাংলাদেশেও বেশ জনপ্রিয়। এগুলি এতই প্রচলিত সফটওয়্যার যে, গ্রাম বা শহর, সরকারি বা বেসরকারি বিভিন্ন কোম্পানী, শিক্ষা-প্রতিষ্ঠান, ব্যাংক থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমাদের এই সফটওয়্যারগুলো দিয়ে কাজ করতে হয়। মাইক্রোসফট (এম এস) অফিসের আরো বেশ কিছু সফটওয়্যার যেমনঃএম এস একসেস বা এই ধরণের আরো অনেক সফটওয়্যার থাকলেও এই তিনটি প্রধান সফটওয়্যারই সর্বক্ষেত্রে জনপ্রিয়।


মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে সিভি বা কভার লেটার রাইটিং নতুন চাকুরি প্রত্যাশিতদের জন্য একটি অত্যাবশ্যকীয় কাজ। চাকুরি জীবনে প্রবেশের পূর্বে শিক্ষাজীবনেও কিন্তু ওয়ার্ড থাকে প্রত্যেক মানুষের নিত্য সংগী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন এসাইনমেন্ট, রিসার্চ পেপার , রিপোর্ট রাইটিং এর কাজ করার সময় ব্যবহার করে থাকেন এই সফটওয়্যার। এই সফটওয়্যারের ব্যবহারের ব্যপ্তি অনেক বেশি হওয়ায় এটি শিক্ষার্থীদের সাথে শিক্ষকদেরকেও বেঁধে ফেলেন একই বন্ধনে। শিক্ষকরা তাদের বিভিন্ন লেকচার শিট তৈরিতে ব্যবহার করেন এই সফটওয়্যার; পাশাপাশি পরীক্ষার প্রশ্ন-পত্র তৈরি ও নানবিধ অফিসিয়াল ডকুমেন্ট তৈরিতেও ওয়ার্ড সফটওয়্যারের স্বরণাপন্ন হন। আর চাকুরিতে প্রবেশের সাথে সাথেই সবারই ওয়ার্ড সফটওয়্যার এর সাথে শুরু হয় নিত্য পথচলা। বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট থেক শুরু করে বিজনেস রিপোর্ট রাইটিং সর্বক্ষেত্রেই এই সফটওয়্যারের উপর সবাই নির্ভর করেন চোখ বন্ধ করেই। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যাংকার, ডাটা এনালিস্ট, সরকারি বা বেসরকারি সর্ব ধরণের কর্মকর্তা- সবাই একবিন্দুতে মিলিত হন এম এস ওয়ার্ডের ব্যবহারের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে কোম্পানীর বিভিন্ন লেটার , এনভেলাপ অনেক কর্মকর্তার কাছে কম সময়ে পাঠানোর জন্য সবাই ব্যবহার করেন মেইল মার্জ অপশন যা মাইক্রোসফট ওয়ার্ডের মেইলিং ট্যাবের একটি গুরুত্বপূর্ণ ফিচার। পূর্বে যা ম্যানুয়েলি অনেক সময় নিয়ে বিভিন্ন কর্মকর্তার জন্য আলাদাভাবে টাইপ রাইটার দিয়ে টাইপ করে আলাদা এনভেলাপে করে অনেক সময় নিয়ে পাঠান লাগত-সেই ঝামেলার কাজটি বেশ সহজ করে দিয়েছে এম এস ওয়ার্ড।


অফিস ২০১৯ টিউটোরিয়াল


অফিসিয়াল ডাটা ম্যানেজমেন্টের এক অপরিহার্য সফটওয়্যার হল এম এস এক্সেল। এমন কোন কোম্পানী খুঁজে পাওয়া দুষ্কর যারা তাদের ডাটা ট্র্যাকিং এর জন্য এক্সেলের স্বরণাপন্ন হচ্ছে না। কারণ, এক্সেলের বিকল্প কোন সহজ সফটওয়্যার নেই যা এত সুন্দরভাবে ডাটাবেজ ম্যানেজমেন্টের এই কাজটি করতে পারবে। একাউন্টন্স, স্টোর, সাপ্লাই চেইন থেকে শুরু করে এইচ-আর পর্যন্ত সর্বক্ষেত্রেই ডাটা স্টোর ও রেকর্ডের জন্য এক্সেলের ব্যবহার সর্বক্ষেত্রে বেশ লক্ষ্যণীয়। মাইক্রোসফট এক্সেলের সাহায্যে আমরা দৈনন্দিন হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ করতে পারি ও বার্ষিক বাজেট প্রণয়ন করতে পারি। এছাড়াও ব্যাংক ব্যবস্থাপনায়  কাজ করতে পারি ও আয়কর ও অন্যান্য হিসাব-নিকাশ তৈরি করতে পারি। বৈজ্ঞানিক ক্যাল্কুলেশনের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক ভূমিকা রাখে এক্সেল এর ক্যালকুলেশন। এছাড়াও, বিভিন্ন অফিসের বেতন-বোনাসের হিসাব ও স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রস্তুতকরণেও এক্সেল এর কোন বিকল্প তৈরি হয়নি এখনো। সায়েন্টিস্টরা তাদের গবেষণার যে বিশাল ডাটা বছরের পর বছর সংরক্ষণ করেন তার জন্যও নির্ভরতার এক নাম হল এক্সেল। ব্যাংক কর্মকর্তারা এক্সেলের স্ট্যাস্টিক্যাল ফাংশনগুলোর মাধ্যমে ব্যাংক লোনসহ ব্যাংকের যাবতীয় বিষয়াবলী হিসাব করে থাকেন।এছাড়াও, লজিক্যাল ফাংশনের মাধ্যমে শিক্ষা বোর্ড কর্মকর্তারা খুব দ্রুত গ্রেড ভিত্তিক রেজাল্ট তৈরি করে থাকেন।বিভিন্ন কোম্পানীর বিপণ্ন বিভাগের কর্মকর্তারা সেলস ডাটা ব্যবহার করে ফোরকাস্টিং করার জন্য মাইক্রোসফট এক্সেলের সহায়তা নিয়ে থাকেন। এভাবেই, মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে ওতোপ্রোতভাবে জড়িয়ে থাকে।


মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ব্যবহার শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবি সবাই করে থাকেন। আর আপনি যদি কোন কোম্পানীর মার্কেটিং বিভাগের সদস্য হন তাহলে তো আর কথাই নেই। মার্কেটিং এর কর্মকর্তাদের জীবিকা অর্জনের অনেকটাই নির্ভর করে পাওয়ার পয়েন্টের দক্ষতার উপর। যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে যত বেশি দক্ষতা প্রদর্শন করে ক্লায়েন্টের কাছে কোম্পানীর ব্র্যান্ড ইমেজ তুলে ধরতে পারেন, তার প্রমোশনও এই ফিল্ডে তত দ্রুত হয়। কারণ, প্রোডাক্ট যত ভালই হোক না কেন, তার বিক্রয়ের বিষয়টি পুরোপুরি নির্ভর করে মার্কেটিং বিভাগের তৎপরতার উপর।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পুরো শিক্ষাজীবনে বিভিন্ন বিষয়ে যে প্রেজেন্টেশন প্রদান করেন, তা পুরোপুরি পাওয়ার পয়েন্ট নির্ভর। এমনকি থিসিস পেপার প্রেজেন্টেশনের জন্যও প্রয়োজন হয় পাওয়ার পয়েন্টে দক্ষতার। তাই, বলা যায় যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাওয়ার পয়েন্টে দক্ষতার কোন বিকল্প নেই।


এক নজরে এই প্যাকেজে যা থাকছেঃ
• ধারাবাহিক ১২৫+ HD ভিডিও টিউটোরিয়াল, যা সব মিলিয়ে প্রায় ২২+ ঘন্টার টিউটোরিয়াল! (৩ টি ডিভিডি)
• টিউটোরিয়ালে ব্যবহৃত সকল অনুশীলন ফাইল
• ২৪/৭ ঘন্টা অনলাইন সাপোর্ট সিস্টেম
• সবগুলো টিউটোরিয়াল রেকর্ড করা হয়েছে আমাদের সাউন্ডপ্রুফ রেকর্ডিং স্টুডিওতে তাই পুরোপুরি নয়েজমুক্ত ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড


টিউটরের সংক্ষিপ্ত পরিচিতিঃ

Trainer Picture

ইঞ্জিনিয়ার আলী কায়সার

আলী কায়সার, একজন ইঞ্জিনিয়ার ও ডিজাইনার। বিএসসি করেছেন, ম্যাটেরিয়ালস এন্ড ম্যাটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বুয়েট থেকে।এরপর বেশ কয়েক বছর সফলতার সাথে কাজ করেছেন দেশের সনামধন্য ফ্যাক্টরিতে ম্যাটেরিয়াল সিলেকশন ও ডিজাইনিং এ ।

ম্যাটেরিয়াল সিলেকশন করে তার সাপেক্ষে পণ্যের ডিজাইনের বিভিন্ন নকশার কাজ করে তিনি কুড়িয়েছেন সুনাম। এছাড়াও পণ্যের বিভিন্ন ডিজাইনের মার্কেট এনালাইসিসের কাজও তিনি করেছেন সফল্ভাবে।প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বেশ কিছুদিন।বর্তমানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন।


কেন নিবেন আমাদের এই টিউটোরিয়াল কোর্স?

এই টিউটরিয়াল প্যাকেজে আমরা একদম নতুনদের জন্য সফটওয়্যারের প্রাথমিক ধারণা থেকে শুরু করে উচ্চতর ধাপ পর্যন্ত এর প্রায়োগিক বিষয়গুলোর ব্যপারে বিস্তারিত আলোচনা করেছি।বাংলা টিউটোরিয়াল নির্মাণের জগতে আমাদের সফলতার উপর ভিত্তি করেই আমরা নিয়ে এসেছি বাংলায় তৈরি প্রথম সবচেয়ে বিস্তারিত মাইক্রোসফট অফিস ২০১৯ এর টিউটোরিয়াল।এর আগে কেউ এত বড় পরিসরে মাইক্রোসফট অফিস ২০১৯ নিয়ে বাংলা টিউটোরিয়াল তৈরি করেনি। আমাদের টিউটোরিয়াল অনুসরণ করে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন বিভিন্ন কর্মক্ষেত্রে যুক্ত হতে পেরেছেন। মাইক্রোসফট অফিস ২০১৯ এর দক্ষতা তাতে যুক্ত করবে এক নতুন মাত্রা। এই টিউটোরিয়াল্গুলো নির্মাণে আমরা সহায়তা নিয়েছি বিশ্বের সবচেয়ে দর্শক সমাদৃত টিউটোরিয়ালের, যা আমাদের কাজকে করেছে আরো সমৃদ্ধ।


এক নজরে দেখে নিই এই টিউটোরিয়াল কোর্স কাদের জন্যঃ

  • শিক্ষক
  • স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
  • ব্যবসায়ী
  • একাউন্টস বিভাগের কর্মকর্তা
  • মার্কেটিং বিভাগের কর্মকর্তা
  •  বুক পাবলিকেশন এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা
  • সরকারি চাকুরিজীবি
  • বেসরকারি চাকুরিজীবি
  • ইঞ্জিনিয়ার
  • ডাক্তার
  • ল্যাব এনালিস্ট
  • রিসার্চার
  • বিজনেস ডাটা এনালিস্ট

এবার জেনে নিই এই কোর্সটি করে আপনি চাকরি/অনলাইনে কি কি কাজ করতে পারবেনঃ

  • এক্সেল ব্যবহার করে অফিস ডাটাবেজ ম্যানেজমেন্ট
  • এক্সেল ডাটা ব্যবহার করে সেলস এনালাইসিস
  • এক্সেল টেবল ও চার্ট ব্যবহার করে ডাটা এনালাইসিস
  • এক্সেল ম্যাক্রোস
  • ওয়ার্ড ডকুমেন্ট ডিটেইলস
  • ডাটা এন্ট্রি
  • ডাটা প্রসেসিং
  • ডাটা আর্কিটেকচার
  • বুক কিপিং
  • ইমেইল হ্যান্ডেলিং
  • পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডিটেইলস
  • পাওয়ার পয়েন্ট ব্যবহার করে চার্ট ও ডাটা প্রেজেন্টেশন
  • ইনফোগ্রাফিক ও পাওয়ার পয়েন্ট স্লাইড ডিজাইনিং

অর্থাৎ এই কোর্সটি সম্পূর্ণরূপে শেষ করতে পারলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড-এক্সেল-পাওয়ার পয়েন্টের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।


মাইক্রোসফট অফিস ২০১৯ টিউটোরিয়াল কোর্স ট্রেইলারঃ

 

 

 

এক নজরে আমাদের মাইক্রোসফট এক্সেল-ওয়ার্ড-পাওয়ার পয়েন্ট কোর্স কন্টেন্টঃ

মাইক্রোসফট এক্সেল ২০১৯ টিউটোরিয়াল (পর্ব ০১-৭০)ঃ

  • পর্ব ০১ঃ এক্সেল ২০১৯ ইউজার ইন্টারফেস পরিচিতি
  • পর্ব ০২ঃ এক্সেলে ডাটা এন্ট্রি
  • পর্ব ০৩ঃ ফরমেটিং বেসিকস
  • পর্ব ০৪ঃ বর্ডারস ও এলাইনমেন্ট
  • পর্ব ০৫ঃসুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট ও আনডারলাইন
  • পর্ব ০৬ঃকাস্টম ডেট তৈরি ও নিউমেরিক এন্ট্রি
  • পর্ব ০৭ঃর‍্যাপ টেক্সট ও এলাইন টেক্সট
  • পর্ব ০৮ঃ কন্ডিশনাল ফরমেটিং
  • পর্ব ০৯ঃ কন্ডিশনাল ফরমেটিং লজিক
  • পর্ব ১০ঃ নিউমেরিক ফরমেট
  • পর্ব ১১ঃ স্পেশাল ফরমেট
  • পর্ব ১২ঃ মার্জ এন্ড সেন্টার-ইন্ডেন্টিং
  • পর্ব ১৩ঃ রো এন্ড কলাম ফরমেটিং
  • পর্ব ১৪ঃ মুভ, কপি, ইন্সার্ট, ফাইন্ড, রিপ্লেস
  • পর্ব ১৫ঃ সিম্পল ফর্মুলা
  • পর্ব ১৬ঃসাম এন্ড এভারেজ
  • পর্ব ১৭ঃ হায়ারারকি অপারেশন, ইন্সার্ট ফাংশন
  • পর্ব ১৮ঃ পিএমটি এর ব্যবহার
  • পর্ব ১৯ঃ এবসোলিউট রিলেটিভ রেফারেন্সের ব্যবহার
  • পর্ব ২০ঃমিক্সড রেফারেন্সের ব্যবহার
  • পর্ব ২১ঃ ইফ ফাংশন ও নেস্টেড ইফের ব্যবহার
  • পর্ব ২২ঃ ইফ ফাংশনের সাথে এন্ড, অর ও নটের ব্যবহার
  • পর্ব ২৩ঃ ভিলুক আপ, এইচ লুক আপ-এপ্রোক্সিমেট ম্যাচের ব্যবহার
  • পর্ব ২৪ঃভিলুক আপ, এইচ লুক আপ-এক্সেক্ট ম্যাচের ব্যবহার
  • পর্ব ২৫ঃ লার্জ ভিলুক আপ, চুজ ফাংশনের ব্যবহার
  • পর্ব ২৬ঃ ম্যাচ-ইনডেক্স
  • পর্ব ২৭ঃ স্ট্যাটিস্টিক্যাল ফাংশন-মেডিয়ান-মোডের ব্যবহার
  • পর্ব ২৮ঃস্ট্যাটিস্টিক্যাল ফাংশন-ম্যাক্স, মিন, কাউন্ট ব্ল্যাঙ্কের  ব্যবহার
  • পর্ব ২৯ঃম্যাথ ফাংশন-রাউন্ডের ব্যবহার
  • পর্ব ৩০ঃম্যাথ ফাংশন-ট্রাঙ্ক-ইন্ট-অড- মডের ব্যবহার
  • পর্ব ৩১ঃম্যাথ ফাংশন-র‍্যান্ডম-কনভার্টের ব্যবহার
  • পর্ব ৩২ঃডেট-টাইম বেসিকস
  • পর্ব ৩৩ঃডেট টাইম ফাংশন
  • পর্ব ৩৪ঃউইকডে-নেটওয়ার্কডে
  • পর্ব ৩৫ঃ ডেট ডিফ-ইডেট-ইমান্থ
  • পর্ব ৩৬ঃএরে ফর্মুলা-ইউনিক
  • পর্ব ৩৭ঃফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন-ট্রান্সপোস
  • পর্ব ৩৮ঃফাইন্ড ফর্মুলা-অডিটিং টুলস
  • পর্ব ৩৯ঃরো-কলাম রেফারেন্স-কপি কলাম
  • পর্ব ৪০ঃফর্মুলা-ভ্যালুস-আপডেট
  • পর্ব ৪১ঃপিভোট টেবল ইন্ট্রোডাকশন
  • পর্ব ৪২ঃ রিকোমেন্ড-পিভোটিং পিভোট টেবল
  • পর্ব ৪৩ঃকনফিগার পিভোট-এক্সটারনাল
  • পর্ব ৪৪ঃকনসোলিডেটিং আইডেন্টিক্যাল-মেনেজার
  • পর্ব ৪৫ঃসাব-গ্র্যান্ড টোটাল-সামারি টেবল
  • পর্ব ৪৬ঃ সর্টিং ডাটা-কলাম সর্ট
  • পর্ব ৪৭ঃসিলেকশন-ফিল্টার রুল
  • পর্ব ৪৮ঃসার্চ ফিল্টার-স্লাইসার-ফরম্যাট
  • পর্ব ৪৯ঃ রিপোর্ট ফিল্টার-ক্লিয়ারিং
  • পর্ব ৫০ঃকন্ডিশনাল রুলস-টপ-নিউ
  • পর্ব ৫১ঃডাটা বারস,কালার স্কেলস
  • পর্ব ৫২ঃক্রিয়েট পিভোট চার্ট
  • পর্ব ৫৩ঃফিল্টার পিভোট চার্ট-ফরমেট পিসি
  • পর্ব ৫৪ঃ চেইঞ্জ লেয়াউট-চেইঞ্জ চার্ট টাইপ
  • পর্ব ৫৫ঃ প্রিন্টিং পিভোট টেবল এন্ড চার্ট
  • পর্ব ৫৬ঃরেকর্ডিং এন্ড রিভিউ ম্যাক্রো
  • পর্ব ৫৭ঃএক্সেল চার্ট বেসিক
  • পর্ব ৫৮ঃ বিল্ডিং চার্ট
  • পর্ব ৫৯ঃ স্পার্কলাইন-চার্ট বিল্ড
  • পর্ব ৬০ঃএড এলিমেন্ট-কুইক লেয়াউট
  • পর্ব ৬১ঃসুইচ রো-কলাম,চেইঞ্জ লেয়াউট অফ সোর্স ডাটা
  • পর্ব ৬২ঃ এক্সিস মোডিফাই-চার্ট টাইটেল-লিংক টাইটেল
  • পর্ব ৬৩ঃ ডাটা লেভেলস-ডাটা টেবলস
  • পর্ব ৬৪ঃ এরোর বারস, গ্রিডলাইন লিজেন্ডস
  • পর্ব ৬৫ঃলাইন-ট্রেন্ডলাইন্স
  • পর্ব ৬৬ঃইউজ পিকচার- এড শেইপস এন্ড এরো
  • পর্ব ৬৭ঃ প্রিন্টিং পেইজ লেয়াউট,পেইজ ব্রেক প্রিভিউ
  • পর্ব ৬৮ঃওয়ার্কশিট ভিউ, স্প্লিট স্ক্রিন
  • পর্ব ৬৯ঃ প্রোটেক্ট ওয়ার্কশিট-ওয়ার্কবুক
  • পর্ব ৭০ঃশেয়ারিং-ট্র্যাকিং ওয়ার্কশিট

মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯ টিউটোরিয়াল (পর্ব ৭১-১০০)ঃ

  • পর্ব ৭১ঃএম এস ওয়ার্ড ২০১৯ ইউজার ইন্টারফেস পরিচিতি
  • পর্ব ৭২ঃএডিট টেক্সট-কাট-কপি-পেস্ট-ফাইন্ড-রিপ্লেস কমান্ড
  • পর্ব ৭৩ঃএডিট টেক্সট-ফন্ট- কেস
  • পর্ব ৭৪ঃ প্যারগ্রাফ-ফরমেট
  • পর্ব ৭৫ঃটেক্সট ইন কলাম-টেবল
  • পর্ব ৭৬ঃপেইজ ফরমেটিং-লেয়াউট-হেডার
  • পর্ব ৭৭ঃ সেকশন হেডার-ফুটার
  • পর্ব ৭৮ঃবুলেটস-নাম্বারিং
  • পর্ব ৭৯ঃইলাস্ট্রেট ডকুমেন্ট-শেইপ-ইমেজ-আইকন
  • পর্ব ৮০ঃঅটো কারেক্ট প্রুফিং
  • পর্ব ৮১ঃস্পেলিং এন্ড গ্রামার
  • পর্ব ৮২ঃপ্রিন্ট-পাসওয়ার্ড
  • পর্ব ৮৩ঃমেইল মার্জ
  • পর্ব ৮৪ঃম্যাচ ফিল্ড-এড্রেস ব্লক
  • পর্ব ৮৫ঃ মার্জ
  • পর্ব ৮৬ঃ এনভেলাপ-লেভেলস
  • পর্ব ৮৭ঃগ্লোবাল ফিল ইন
  • পর্ব ৮৮ঃ স্পেসিফিক ফিল ইন
  • পর্ব ৮৯ঃ আস্ক কমান্ড
  • পর্ব ৯০ঃ ফর্ম-ডেভেলাপার ট্যাব ইন্টারফেস পরিচিতি
  • পর্ব ৯১ঃফর্মেটিং ফর্মস
  • পর্ব ৯২ঃ কন্ট্রোলস-রিচ-প্লেইন টেক্সট
  • পর্ব ৯৩ঃ কম্বো বক্স-ড্রপ ডাউন লিস্ট
  • পর্ব ৯৪ঃ ডেট পিকার-চেক বক্স কন্ট্রোল
  • পর্ব ৯৫ঃ রিপিট কন্ট্রোল-পিকচার কন্টেন্ট কন্ট্রোল
  • পর্ব ৯৬ঃরেস্ট্রিক্ট এডিটিং-গ্রুপ ইন কন্ট্রোল
  • পর্ব ৯৭ঃ ওয়ার্ড টেমপ্লেট
  • পর্ব ৯৮ঃ বিল্ডিং ব্লক অনুধাবন
  • পর্ব ৯৯ঃ বিল্ডিং ব্লক তৈরি ও সেভ করা
  • পর্ব ১০০ঃডেভেলাপার কন্ট্রোল-বিল্ডিং ব্লক

মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ২০১৯ টিউটোরিয়াল (পর্ব ১০১-১২৭)ঃ

  • পর্ব ১০১ঃ পাওয়ার পয়েন্ট ২০১৯ এর ইউজার ইন্টারফেস পরিচিতি
  • পর্ব ১০২ঃপাওয়ার পয়েন্ট থিম নিয়ে আলোচনা
  • পর্ব ১০৩ঃথিম চেইঞ্জ করা ও স্লাইড মাস্টার নিয়ে আলোচনা
  • পর্ব ১০৪ঃহেডার-ফুটার-বেকস্টেইজ ভিউ নিয়ে আলোচনা
  • পর্ব ১০৫ঃ স্লাইড এড করা
  • পর্ব ১০৬ঃ লেয়াউট চেইঞ্জ করা-সেকশন-রিএরেঞ্জ
  • পর্ব ১০৭ঃ পিকচার এড করা-গাইড ব্যবহার করা
  • পর্ব ১০৮ঃ পিকচার ফরমেট করা
  • পর্ব ১০৯ঃঅব্জেক্ট লেয়ারিং-রিমোভ ব্যকগ্রাউন্ড
  • পর্ব ১১০ঃ আই ড্রপার টুল ব্যবহার
  • পর্ব ১১১ঃ বুলেটস-নাম্বারিং-আউটলাইন টেক্সট
  • পর্ব ১১২ঃওয়ার্ড আর্ট-টেক্সট বক্স
  • পর্ব ১১৩ঃ টেবলস
  • পর্ব ১১৪ঃ এড শেইপস-ফরমেট শেইপস
  • পর্ব ১১৫ঃ পিকচার ক্রপিং
  • পর্ব ১১৬ঃচার্ট তৈরি করা
  • পর্ব ১১৭ঃ স্মার্ট আর্ট-ইকুয়েশন
  • পর্ব ১১৮ঃ ভিডিও-অডিও এড করা
  • পর্ব ১১৯ঃ স্লাইড ট্রানজিশন- এনিমেশন
  • পর্ব ১২০ঃ স্পিকার নোট-হ্যান্ডয়াউট-রিহার্স
  • পর্ব ১২১ঃকমেন্ট এড করা
  • পর্ব ১২২ঃ প্রেজেন্টার ভিউ
  • পর্ব ১২৩ঃ সেইভ থিম-প্রিন্ট
  • পর্ব ১২৪ঃসেইভ পাওয়ার পয়েন্ট এজ টেম্পলেট
  • পর্ব ১২৫ঃ সেইভ পাওয়ার পয়েন্ট এজ পিডিএফ/জেপিজি ফরমেট
  • পর্ব ১২৬ঃ মর্ফ এনিমেশন তৈরি
  • পর্ব ১২৭ঃ মাইক্রোসফট অফিসের ফন্ট-পিকচার-আইকন প্রভৃতির সোর্স কন্টেন্ট

মোট কথা এই সবগুলো টিউটোরিয়াল দেখে শেষ করলে কর্মক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড-এক্সেল-পাওয়ার পয়েন্ট ২০১৯ এর ব্যবহার সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যাবে। অর্থাৎ  মাইক্রোসফট ওয়ার্ড-এক্সেল-পাওয়ার পয়েন্ট  নিয়ে কখনো কোথাও আটকাতে হবে না। অনুগ্রহ করে ধৈর্য্য সহকারে টিউটোরিয়ালগুলো দেখবেন এবং প্রচুর অনুশীলন করবেন তাহলেই পাবেন সফলতা। নিশ্চিত হয়েই বলতে পারি বাংলায় এত বিস্তারিত গাইডলাইন সহ টিউটোরিয়াল আর কোথাও পাবেন না। আপনাদের উপকারে আসলেই আমাদের এই প্রচেষ্টা স্বার্থক হবে।আর আপনাদের যেকোন প্রয়োজনে আমরা তো পাশে আছিই !!

মাইক্রোসফট অফিস ২০১৯ টিউটোরিয়াল কোর্স মূল্যঃ

আমরা এই মাইক্রোসফট অফিস টিউটোরিয়াল কোর্সের মূল্য ধরেছি ১৫০০ টাকা। তবে এখন নতুন রিলিজ হওয়াতে ৫০% ছাড় দিয়ে মূল্য রাখা হয়েছে ৭৫০ টাকা। 

এই অফার সীমিত সময়ের জন্য।

অনলাইনে এই কোর্স করার পদ্ধতিঃ

আমাদের এই নতুন প্রযুক্তি টিম সাইটে চাইলে অনলাইনেই কোর্স করা যাবে। কোর্স করার পর সার্টিফিকেটও সংগ্রহ করা যাবে। অনলাইন কোর্সের মূল্যও কম। পেমেন্ট করার সাথে সাথে অনলাইন কোর্স আনলকড হয়ে যাবে এবং যখন ইচ্ছে টিউটোরিয়ালগুলো দেখা যাবে। অনলাইন কোর্সগুলো অর্ডার করা যাবে এখানে।  

অনলাইন কোর্স করার বিস্তারিত গাইডলাইন দেখুন এই ভিডিওতে।

 

DVD সংগ্রহ করার পদ্ধতিঃ

 প্রযুক্তি টিম টিউটোরিয়াল কোর্স ডিভিডি নিতে চাইলেঃ

আপনি আমাদের টিউটোরিয়াল কোর্স ডিভিডি রকমারি/ দারাজ/ ইভ্যালি/  মাল্টিপ্ল্যান সেন্টার/ আইডিবি থেকে সংগ্রহ করতে পারেন। যদি সেভাবে সংগ্রহ করতে অসুবিধা হয় তাহলে নিচের এই অর্ডার ফর্ম ফিল আপ করুন। আমরাই আপনার সাথে যোগাযোগ করে ডিভিডি পাঠানোর ব্যবস্থা করে দিবো। যে কোন তথ্য জানতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল এই নাম্বারেঃ ০১৮৭৩৫৫৪৬৬৮

আমাদের ক্যাশ অন ডেলেভারি সার্ভিস রয়েছে। অর্থাৎ আপনি আমাদের টিউটোরিয়াল ডিভিডি হাতে পাওয়ার পরেই বিল পরিশোধ করতে পারবেন। তাই নিচের ফর্মটি ফিল আপ করে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন।

[wpforms id=”15650″ title=”false” description=”false”]

 

অনলাইন মার্কেট রকমারি.কম(rokomari.com):

projukti team

সাড়া বাংলাদেশ থেকে ডিভিডি সংগ্রহ করা যাবে এই সাইট থেকে।  অনলাইন বই/সিডি/ ডিভিডি স্টোর হিসেবে রকমারি ডটকম  এখন সারা দেশেই অনেক জনপ্রিয়। ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধা থাকায় এ সাইটে বই/ডিভিডি অর্ডার দেওয়ার সময় টাকা পরিশোধ করতে হয় না। বইটি গ্রাহকের কাছে পৌঁছানোর পরই শুধু গ্রাহককে মূল্য পরিশোধ করতে হয়। দেশের যে প্রান্তেই হোক না কেন, মাত্র ৪০ টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে বই/ ডিভিডি পৌঁছে দেয় রকমারি। বইয়ের সংখ্যা বেশি হলেও চার্জ একই। স্থানভেদে দুই থেকে ৫ দিনের মধ্যে পৌঁছে যায় কাঙ্ক্ষিত বই।  অর্ডার করা খুবই সহজ। সাইটে গিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন  তারপর আপনার কাংখিত ডিভিডিটি   Add to Cart।  ডিভিডি অর্ডার লিঙ্কঃ

ms office order

 

রকমারি হেল্প লাইনে ফোন করেও অর্ডার দিতে পারেন। হট লাইন নাম্বারঃ Customer care: 16297 ,  01519521971 (২৪ ঘন্টা)। সপ্তাহে যে কোন সমস্যায় যে কোন সময়ে ফোন করতে পারেন। সাড়া বাংলাদেশ থেকে এভাবেই আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। এমনকি এখানে থেকে আপনি গিফটও করতে পারবেন। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected] 

এছাড়া একসাথে নিতে পারেন আমাদের টোটাল গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল প্যাকেজ যেখানে ছাড় রয়েছে এবং কুরিয়ার চার্জ ফ্রি।

 

গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়াল

অনলাইন মার্কেট দারাজ(daraz.com.bd):

এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপের (এপিএজিআইসি) একটি অনলাইন শপিং প্রতিষ্ঠান দারাজ। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দারাজ বাংলাদেশে কার্যক্রম শুরু করে। দেশি ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ড দারাজ বাংলাদেশ প্ল্যাটফর্মটি ব্যবহার করে অনলাইনে পণ্য বিক্রি করে। দারাজ বাংলাদেশ ব্যবহার করে ঘরে বসেই পণ্য ফরমায়েশ দেওয়া যায় এবং পণ্য বুঝে নেওয়ার পর অর্থ পরিশোধ করার সুযোগ রয়েছে। পণ্য পৌঁছে দেওয়ার জন্য আলাদা কোনো খরচ দিতে হয় না। দারাজের নিজস্ব কর্মীরাই পণ্য পৌঁছে দেন।

projukti team daraz

 

সুখবর হচ্ছে আমাদের প্রযুক্তি টিম টিউটোরিয়াল ডিভিডি কোর্স এখন দারাজ থেকেও পাওয়া যাবে। ফ্রি ডেলেভারি, কুপন/ ভাউচার, মূল্য ছাড় সহ অনেক সুবিধা থাকছে দারাজে। দারাজে অর্ডার দিতে নিচের প্রযুক্তি টিম স্টোরে ক্লিক করুন।

দারাজ প্রযুক্তি টিম স্টোর। 

 

আরো যে সব জায়গায় পাওয়া যাবেঃ

বিভিন্ন মার্কেটে টিউটোরিয়াল ডিভিডিগুলো পাওয়া যাবে। যেখানে যেখানে পাওয়া যাবে সেই মার্কেটের লিস্টঃ

  • মাল্টি প্ল্যান সেন্টার (এলিফ্যান্ট রোড, ঢাকা)। দোকানের নামঃ SOLAR SOFT দোকান নাম্বারঃ ১৫৮, নিচ তলা(01912278913)। মঙ্গলবার বন্ধ থাকে।
  • BCS কম্পিউটার সিটি IDB ভবন।  দোকানের নামঃ Nikor, দোকানের সিরিয়াল নাম্বারঃ ১২১ ( দ্বিতীয় তলা) (01914266383)। । রবিবার বন্ধ থাকে।

সারা বাংলাদেশ থেকে নেয়ার জন্য rokomari.com ; daraz.com.bd  আর evaly.com.bd তো আছেই!

কাস্টমার সাপোর্টের জন্য জয়েন করুনঃ

প্রযুক্তি টিম অফিসিয়াল ফ্যান পেজ। 

প্রযুক্তি টিম অফিসিয়াল ফেসবুক গ্রুপ।

প্রযুক্তি টিম লিংকডইন অফিসিয়াল ফ্যান পেজ। 

প্রযুক্তি টিম অফিসিয়াল লিংকডইন গ্রুপ।

প্রযুক্তি টিম টুইটার একাউন্ট

পরিশেষে বলতে চাই টিউটোরিয়াল কেমন হয়েছে বা কেমন আশা করেন সব কিছুই জানতে চাই আপনাদের কাছ থেকে।

ধন্যবাদ সবাইকে।

সকল মন্তব্য (18)

Md Mahbub Hasan

7 ডিসেম্বর, 2019 at08:38:01 অপরাহ্ন, জবাব

10/6 Shantibagh, Shantinagar, Dhaka-1217

মোঃ মাহমুদুল হাসান

25 জানুয়ারি, 2020 at12:08:08 পূর্বাহ্ন, জবাব

access er tutrial pawa jabe

Amin Faysal

11 জুলাই, 2020 at10:42:15 পূর্বাহ্ন, জবাব

What is the procedure to collect

    ইঞ্জি. আলী কায়সার

    11 জুলাই, 2020 at05:12:04 অপরাহ্ন, জবাব

    আপনি অনলাইনে কোর্সে এনরোল করতে পারেন, বা পোস্টে উল্লেখিত গুগল ডক ফর্ম ফিলাপ করতে পারেন।

নাজমুল হাসান

11 জুলাই, 2020 at04:31:36 অপরাহ্ন, জবাব

অনলাইন কোর্স এর মূল্য কত? এটা কি লাইভ ক্লাস? আমি জানতে চাচ্ছ, এখানে কি উল্লেখিত ১২৭ টি পর্বই কি আছে? একটু বিস্তারিত বলেন।

    ইঞ্জি. আলী কায়সার

    11 জুলাই, 2020 at05:05:44 অপরাহ্ন, জবাব

    অনলাইন কোর্সের মূল্য : ৫৯৯৳
    এখানে ১২৭ পর্বই আছে। অনলাইনে এনরোল করুন কোর্সে অথবা টিউটোরিয়াল ডিভিডি অর্ডার দিন।

মোঃ সুমন মিয়া

17 জুলাই, 2020 at06:20:30 পূর্বাহ্ন, জবাব

আমি আপনাদের সিডি গুলো পেতে চাই। শিখতে চাই।

    হাসান যোবায়ের

    18 জুলাই, 2020 at06:52:15 অপরাহ্ন, জবাব

    ৭৫০ টাকা। ২০ ঘন্টার ১০০+ ভিডিও টিউটোরিয়াল কোর্স ডিভিডি অর্ডার দিতে ফিল আপ করুন এই ফর্মঃ https://bit.ly/2L956Ll

Md jamir uddin

7 আগস্ট, 2020 at03:01:19 অপরাহ্ন, জবাব

Electrical auto cat paowa jabe??

Md Jamir Uddin

7 আগস্ট, 2020 at03:03:00 অপরাহ্ন, জবাব

Electrical auto cat pawa jabe??

M NASIM

6 সেপ্টেম্বর, 2020 at11:44:30 পূর্বাহ্ন, জবাব

আপনাদের কি কোন ইউটিউব চ্যনেলে বিডিও গুলো আপলোড করেছেন / কিংবা করবেন কিনা.
তাহলে চ্যনেলের লিংক টা কি দেওয়া যাবে?

Md. Mazharul Islam

11 জানুয়ারি, 2022 at09:13:45 পূর্বাহ্ন, জবাব

Is online enrollment valid for specific time? Please mention.

Md Sohag

28 জুলাই, 2022 at12:07:17 পূর্বাহ্ন, জবাব

Office 2019 software ki crack version thakbe

মন্তব্য করুন

ফেইসবুক দিয়ে মন্তব্য