টিউটোরিয়াল ট্রেইলারঃ
এক নজরে দেখে নিন এডোবি আফটার ইফেক্টস সিসি টিউটোরিয়াল ট্রেইলার
দেখুন আমাদের ফ্রি টিউটোরিয়াল।
এক নজরে দেখে নেই এই টিউটোরিয়াল কোর্স কাদের জন্যঃ
*মোশন গ্রাফিক্স আর্টিস্ট
* ভিডিও এডিটর
* ভিডিও গ্রাফার
* ইউটিউবার
* ব্র্যান্ড এক্সিকিউটিব
* সাব এডিটর
* মিডিয়া এক্সিকিউটিব bullet
* ভিএফক্স আর্টিস্ট
* ট্রেইনার
* মিউজিক ডিরেকটর
* ভিডিও টিউটোর ইত্যাদি
অর্থাৎ এই ভিডিও কোর্স ভালমত শেষ করলে মোশন ডিজাইন নিয়ে কোন সমস্যা থাকবে না। যে কোন ধরণের মোশন গ্রাফিক্সের কাজ করা যাবে অনায়াসেই!
এবার জেনে নেই শুধুমাত্র এই কোর্স করেই অনলাইনে/ চাকরীতে যে কাজগুলো পাবেনঃ
* ভিডিও এডিটিং
* বিজ্ঞাপন মিডিয়া হাউজ
* এক্সপ্লেইনার ভিডিও
* ফিল্ম এডিটিং
* মোশন গ্রাফিক্স
* পোস্ট প্রডাকশন
* ভিডিও ব্রডকাস্টিং
* ভিডিও সার্ভিস
* ভিডিওগ্রাফি
* স্টোরিবোর্ড এবং স্ক্রিপ্ট রাইটিং
* ফাইনাল কম্পোজিশন
* ইউটিউব ভিডিও মার্কেটিং
নতুন রিলিজ হওয়াতে ৫০% ছাড় দিয়ে মূল্য রাখা হয়েছে ৭৫০ টাকা।
এই অফার সীমিত সময়ের জন্য।
আমাদের এই নতুন প্রযুক্তি টিম সাইটে চাইলে অনলাইনেই কোর্স করা যাবে। কোর্স করার পর সার্টিফিকেটও সংগ্রহ করা যাবে। অনলাইন কোর্সের মূল্যও কম। পেমেন্ট করার সাথে সাথে অনলাইন কোর্স আনলকড হয়ে যাবে এবং যখন ইচ্ছে টিউটোরিয়ালগুলো দেখা যাবে। অনলাইন কোর্সগুলো অর্ডার করা যাবে এখানে।
অনলাইন কোর্স করার বিস্তারিত গাইডলাইন দেখুন এই ভিডিওতে।
আপনি আমাদের টিউটোরিয়াল কোর্স ডিভিডি রকমারি/ দারাজ/মাল্টিপ্ল্যান সেন্টার/ আইডিবি থেকে সংগ্রহ করতে পারেন। যদি সেভাবে সংগ্রহ করতে অসুবিধা হয় তাহলে নিচের এই অর্ডার ফর্ম ফিল আপ করুন। আমরাই আপনার সাথে যোগাযোগ করে ডিভিডি পাঠানোর ব্যবস্থা করে দিবো। যে কোন তথ্য জানতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল এই নাম্বারেঃ ০১৮৭৩৫৫৪৬৬৮
[wpforms id=”15597″ title=”false”]
আমাদের ক্যাশ অন ডেলেভারি সার্ভিস রয়েছে। অর্থাৎ আপনি আমাদের টিউটোরিয়াল ডিভিডি হাতে পাওয়ার পরেই বিল পরিশোধ করতে পারবেন। তাই উপরের ফর্মটি ফিল আপ করে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন।
সাড়া বাংলাদেশ থেকে ডিভিডি সংগ্রহ করা যাবে এই সাইট থেকে। অনলাইন বই/সিডি/ ডিভিডি স্টোর হিসেবে রকমারি ডটকম এখন সাড়া দেশেই অনেক জনপ্রিয়। ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধা থাকায় এ সাইটে বই/ডিভিডি অর্ডার দেওয়ার সময় টাকা পরিশোধ করতে হয় না। বইটি গ্রাহকের কাছে পৌঁছানোর পরই শুধু গ্রাহককে মূল্য পরিশোধ করতে হয়। দেশের যে প্রান্তেই হোক না কেন, মাত্র ৫০ টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে বই/ ডিভিডি পৌঁছে দেয় রকমারি। বইয়ের সংখ্যা বেশি হলেও চার্জ একই। স্থানভেদে দুই থেকে ৫ দিনের মধ্যে পৌঁছে যায় কাঙ্ক্ষিত বই। অর্ডার করা খুবই সহজ। সাইটে গিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন তারপর আপনার কাংখিত ডিভিডিটি Add to Cart। ডিভিডি অর্ডার লিঙ্কঃ
রকমারি হেল্প লাইনে ফোন করেও অর্ডার দিতে পারেন। হট লাইন নাম্বারঃ Customer care: 16297 , 09609616297 (২৪ ঘন্টা)। সপ্তাহে যে কোন সমস্যায় যে কোন সময়ে ফোন করতে পারেন। সাড়া বাংলাদেশ থেকে এভাবেই আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected]
বিভিন্ন মার্কেটে টিউটোরিয়াল ডিভিডিগুলো পাওয়া যাবে। যেখানে যেখানে পাওয়া যাবে সেই মার্কেটের লিস্টঃ
সারা বাংলাদেশ থেকে নেয়ার জন্য rokomari.com ; daraz.com.bd তো আছেই!
প্রযুক্তি টিম অফিসিয়াল ফ্যান পেজ।
প্রযুক্তি টিম অফিসিয়াল ফেসবুক গ্রুপ।
প্রযুক্তি টিম লিংকডইন অফিসিয়াল ফ্যান পেজ।
প্রযুক্তি টিম অফিসিয়াল লিংকডইন গ্রুপ।
পরিশেষে বলতে চাই টিউটোরিয়াল কেমন হয়েছে বা কেমন আশা করেন সব কিছুই জানতে চাই আপনাদের কাছ থেকে।
ধন্যবাদ সবাইকে।
কিছু সাধারণ প্রশ্ন এবং উত্তরঃ
আমিতো নতুন। আমি কি শিখতে পারবো?
-হ্যা অবশ্যই পারবেন কারণ একেবারেই শুরু থেকে ধীরে ধীরে এডভান্স টপিকে যাওয়া হয়েছে।
আমি কি এই আফটার ইফেক্টস সিসি কোর্স শিখে ফ্রিল্যান্সিং করতে পারবো?
-ফ্রিল্যান্সিং/চাকরী করার আগে আপনাকে ভালমত শিখতে হবে এবং ভাল একটি পোর্টফোলিও/ ডেমোরিল বানাতে হবে। আপনি যদি এই সবগুলো টিউটোরিয়াল দেখে শেষ করেন তাহলে অনায়াসেই ফ্রিল্যান্সিং করতে পারবেন।
আমার কাছেতো সফটওয়্যার নেই। কিভাবে শিখবো?
-আমাদের টিউটোরিয়াল কোর্সে সফটওয়্যার দেয়া আছে। কিভাবে ইন্সটল করতে হবে সেটাও ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেখানো আছে।
ইউটিউব থেকেইতো সব শেখা যায়। তাহলে এই পেইড টিউটোরিয়ালের কি দরকার?
-ইউটিউব থেকে সব শেখা গেলে সারা বিশ্বে এত জনপ্রিয় পেইড টিউটোরিয়াল সাইট তৈরি হতো না। স্কুল , কলেজ দরকার হতো না। ধারাবাহিকভাবে শিখতে চাইলে সাজানো গোছানো টিউটোরিয়াল এর বিকল্প নেই। তবে হ্যা আপনি যখন এডভান্স হয়ে যাবেন তখন নির্দিষ্ট টপিক সার্চ করে ইউটিউব থেকে শিখতে পারবেন। তবে শুরুটা গোছানোভাবেই করুন!
ভিডিও এডিটিং নিয়ে আপনাদের আর কোন টিউটোরিয়াল ডিভিডি রয়েছে কি?
– হ্যা এডোবি প্রিমিয়ার প্রো নিয়ে আমাদের টিউটোরিয়াল কোর্স আছে।
মন্তব্য করুন
ফেইসবুক দিয়ে মন্তব্য