সেরা ১২টি ব্রাশ ফন্ট যা আপনার ডিজাইনকে করে তুলবে আকর্ষণীয়

প্রকাশিতঃ 19 এপ্রিল, 2021, দেখা হয়েছেঃ

 

ওয়েবের দুনিয়ায় কতই না ফন্ট আছে! ডিজাইনাররা কাজের ধরণ বুঝে একেক সময় একেক ধরণের ফন্ট ব্যবহার করেন। এছাড়া ব্যতিক্রমি কাজের জন্য হ্যান্ড রাইটিং ফন্ট এবং ক্যালিগ্রাফি ফন্টও বেশ জনপ্রিয়। কিন্তু আপনি চাইলেই আপনার প্রজেক্টকে আরও চমৎকার ও মজাদার করে তুলতে পারেন। আর এই ফন্টগুলো ব্যবহার করার ফলে ক্লায়েন্ট যেমন খুশি হবেন তেমন অডিয়েন্সের মুখেও এক চিলতে হাসি চলে আসবে। অনেক পেইড ফন্টের পাশাপাশি অনেক ফ্রি ফন্টও আছে যেগুলো ডিজাইনাররা তাদের প্রজেক্ট বা ডিজাইনে ব্যবহার করতে পারেন।

আজ আমি তেমন কিছু ফ্রি ব্রাশ ফন্ট নিয়ে আলোচনা করবো।

  • Julian
  • Leafy
  • Brusher
  • Macbeth
  • Atmosphere
  • Rustico
  • Peomy
  • Westfalia
  • Wild Youth
  • Banaue
  • Summer Hearts
  • Selima
  • Rissa
  • Kust
  • Beacon

 

১। Julian:

অনেক ডিজাইনার Julian ফন্টটিকে কোমল ভাব সৃষ্টিকারী ফন্ট হিসেবেও অভিহিত করে থাকেন। আসলে কোনো ডিজাইনের মধ্যে মিষ্টি, আনন্দময় ও উষ্ণতাময় ভাব আনতে এই ফন্টটির জুড়ি নেই। বিভিন্ন ধরণের যতিচিহ্ন, সংখ্যা, ছোট ও বড় হাতের ক্যারেক্টার এই সব কিছুই পাওয়া যাবে অসাধারণ এই ফন্টটিতে। ফন্টটি ডাউনলোড করতে পারবেন নিচের লিঙ্ক থেকেঃ

ডাউনলোড 

brush font

 

২। Leafy:

Leafy একটি ফ্রি হ্যান্ডরিটেন ব্রাশ ফন্ট। এই ফন্টের ডিজাইনার Krisijanis Mezulis। প্রায় ৯৫ ধরণের ক্যারেক্টার সমৃদ্ধ এই ফন্টটি অন্যান্য সকল ফন্টের তুলনায় বেশ আধুনিক এবং অতুলনীয়। এছাড়াও এই অল-ক্যাপস ফন্টে একটি ছিমছাম ভাব রয়েছে। ফন্টটি ডাউনলোড করতে পারবেন নিচের লিঙ্ক থেকেঃ

ডাউনলোড 

brush font

 

৩। Brusher:

ডিজাইনাররা বলে থাকেন ব্রাশ ফন্টগুলোর মধ্যে স্কেচ ও কর্কশ ভাব থাকা উচিত না। Brusher একটি মার্জিত ও সাবলীল ফন্ট যা সাধারণত অন্য ফন্টগুলোর মধ্যে দেখা যায় না। Behance থেকে এই ফন্টটি ফ্রি ডাউনলোড করা যাবে। ফন্টটি ডাউনলোড করতে পারবেন নিচের লিঙ্ক থেকেঃ

ডাউনলোড 

brush font

 

৪। Macbeth:

Behance এ বিভিন্ন ডিজাইনারের কাছে বেশ জনপ্রিয়তা পাওয়া এই Macbeth ব্রাশ ফন্টটি মূলত একটি  SVG ফন্ট। ব্যক্তিগত ও কমার্শিয়াল ব্যবহারের জন্য এই ফন্টটি বিনামূল্যে ব্যবহার করা যাবে। SVG ফরম্যাট সাধারণত হ্যান্ড ড্রইং ক্যারেক্টারগুলোর মধ্যে বেশ নির্ভরযোগ্য ব্রাশের বিবরণী দিয়ে থাকে। যেকোনো ডিসপ্লে, পোশাক কিংবা মিউজিক আর্টওয়ার্কে এই ফন্টটি বেশ শক্তিশালী ভূমিকা রাখে। ফন্টটি ডাউনলোড করতে পারবেন নিচের লিঙ্ক থেকেঃ

ডাউনলোড 

brush font

 

৫। Atmosphere:

Macbeth ফন্টের মতো এই ফন্টটিও ব্যক্তিগত ও কমার্শিয়াল ব্যবহারের জন্য বিনামূল্যে ব্যবহার করা যাবে। ছোট ও বড় হাতের ক্যারেক্টার সমৃদ্ধ এই ফন্টে যতিচিহ্ন ও বিভিন্ন ধরণের চিহ্ন ব্যবহারেরও সুযোগ রয়েছে। এই সবগুলো ফন্ট হ্যান্ড ড্রয়িং দিয়ে তৈরি যা স্কেচি ব্রাশ টেক্সচার দিয়ে সম্পন্ন হয়েছে। এছাড়াও এই ফন্টে প্রায় ২০ ধরণের ওয়াটার কালারের অপশন আছে যা আপনার প্রজেক্টকে করে তুলবে আরও আকর্ষণীয়। ফন্টটি ডাউনলোড করতে পারবেন নিচের লিঙ্ক থেকেঃ

ডাউনলোড 

brush font

 

৬। Rustico:

এটি একটি বোল্ড ব্রাশ ফন্ট যা কোনো ডিজাইনকে দৃষ্টিনন্দন করতে সহায়তা করবে। অন্যান্য ফন্টের মতো এই ফন্টটি ব্যক্তিগত ও কমার্শিয়াল ব্যবহারের জন্য বিনামূল্যে ব্যবহার করা যাবে। অল-ক্যাপস লেটারে কিছুটা ইটালিক ভাব রয়েছে এই ফন্টে। এছাড়া কিছুটা অকৃত্রিম ভাব এই ফন্টে একটি চমৎকার রুপ দিয়েছে। ফন্টটি ডাউনলোড করতে পারবেন নিচের লিঙ্ক থেকেঃ

ডাউনলোড 

brush font

 

৭। Peomy:

অন্যান্য ব্রাশ ফন্টের মতো Peomy ফন্টে ছোট ও বড় হাতের ক্যারেক্টার রয়েছে। মাল্টি-ল্যাঙ্গুয়েজ ফিচারটি এই ফন্টকে আলাদা একটি মাত্রা দিয়েছে। এছাড়া লোগো, মিনি-ইলাস্ট্রেশন ও বিভিন্ন ফ্লোরাল ইলিমেন্টস বাছাই করা যাবে এই ফন্টে। ফন্টটি ডাউনলোড করতে পারবেন নিচের লিঙ্ক থেকেঃ

ডাউনলোড 

brush font

 

৮। Westfalia:

এটি একটি হ্যান্ড পেইন্ট ব্রাশ ফন্ট। Westfalia ফন্টটি ডিজাইন করেছে Pixel Surplus। সকল নির্ভরযোগ্য হাতে লিখিত ফন্টের ভাব রয়েছে এতে, বিভিন্ন আউটডোর ও ডিজাইনের কাজে এই ফন্টটি একটি চমৎকার ভাব এনে দিবে! ফন্টটি ডাউনলোড করতে পারবেন নিচের লিঙ্ক থেকেঃ

ডাউনলোড 

brush font

 

৯। Wild Youth:

ডিজাইনারদের জন্য একটি চমৎকার হ্যান্ড ড্রইং ব্রাশ ফন্ট এই Wild Youth। এটি ডিজাইন করেছেন Jeremy Vessey। এটি একটি অত্যাধুনিক ফন্ট যা আউটডোরের বিভিন্ন ডিজাইনে ব্যবহার করা যেতে পারে। এছাড়া লোগো, ষ্টেশনারী, অ্যাপারেল ও অন্যান্য সকল ডিজাইনেও এটি একটি আলাদা মাত্রা দিতে সক্ষম। অন্যান্য ফন্টের মতো এই ফন্টটি ব্যক্তিগত ও কমার্শিয়াল ব্যবহারের জন্য বিনামূল্যে ব্যবহার করা যাবে। ফন্টটি ডাউনলোড করতে পারবেন নিচের লিঙ্ক থেকেঃ

ডাউনলোড 

brush font

 

১০। Banaue:

 

হ্যান্ড ব্রাশড এই ফন্টটি যেকোনো ডিজাইনে একটি ঘরোয়া ভাব এনে দিতে পারে। এর ডিজাইনার Ieva Mezule। Banaue নামটি একটি ফিলিপাইনের একটা শহরের নাম থেকে নেয়া হয়েছে। এই ফন্টে প্রায় ১০৮ ধরণের ক্যারেকটার রয়েছে। ফন্টটি ডাউনলোড করতে পারবেন নিচের লিঙ্ক থেকেঃ

ডাউনলোড 

brush font

 

১১। Summer Hearts:

হ্যান্ড পেইন্টেড এই ব্রাশ টুলটি অন্যান্য সকল ব্রাশ ফন্টের মতো সমান জনপ্রিয়। এটি ডিজাইন করেছে Hustle Supply Co.। বিভিন্ন ডিজিটাল প্রজেক্ট, পোস্টার, ব্র্যান্ডিং ও লোগো ডিজাইনে এই ফন্টটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ফন্টটি ডাউনলোড করতে পারবেন নিচের লিঙ্ক থেকেঃ

ডাউনলোড 

brush font

 

১২। Selima:

চমৎকার এই ব্রাশ টুলটি ডিজাইন করেছে ইন্দোনেশিয়ার একটি ক্রিয়েটিভ এজেন্সি Jroh Creative। সুন্দর ও নান্দনিক এই ব্রাশ ফন্ট ব্যক্তিগত ও কমার্শিয়াল ব্যবহারের জন্য বিনামূল্যে ব্যবহার করা যাবে। এটার কার্ভড লেটার ও সামান্য র’এজ সম্পন্ন এই ফন্ট যেকোনো ধরণের পোস্টার কিংবা লোগো ডিজাইনে ব্যবহার করা যাবে। ফন্টটি ডাউনলোড করতে পারবেন নিচের লিঙ্ক থেকেঃ

ডাউনলোড 

brush font

 

১৩। Rissa: 

বিভিন্ন ষ্টেশনারী ও লোগো ডিজাইনে এই চমৎকার ফন্টটি ব্যবহার করা যাবে। এটিও ইন্দোনেশিয়ার একটি প্রতিষ্ঠান Maulana Creative তৈরি করেছে। ফন্টটি ডাউনলোড করতে পারবেন নিচের লিঙ্ক থেকেঃ

ডাউনলোড 

brush font

 

 

 

 

অনেকে হয়তো ভাবছেন কিভাবে এই ফন্টগুলো ব্যবহার করবো! ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে জিপ ফাইলগুলো আনজিপ করে ফাইলটিকে ওপেন করলেই ইন্সটলের একটি অপশন আসবে। এরপর ইন্সটল করলেই এগুলো ফটোশপ, ইলাস্ট্রেটর প্রভৃতি সফটওয়্যারে ব্যবহার করা যাবে!

ডিজাইনের জন্য ডিজাইনাররা এই চমৎকার ব্রাশ ফন্টগুলো ব্যবহার করে তার প্রজেক্টকে করে তুলতে পারেন আকর্ষণীয়!

 

তথ্যসূত্রঃ

https://www.creativebloq.com

সকল মন্তব্য (0)

মন্তব্য করুন

ফেইসবুক দিয়ে মন্তব্য