বাংলায় শিখুন জাভা! জাভা ব্যাসিক টিউটোরিয়াল পর্ব-০২

প্রকাশিতঃ 9 জানুয়ারি, 2014, দেখা হয়েছেঃ

জাভা টিউটোরিয়ালে স্বাগতম। আগের টিউটোরিয়ালে আমরা শিখেসিলাম eclipse ,jdk ,এই সব টুলস কোথায় পাবো এবং কি করে এই টুলস গুলি install করব । আজকে আমি class এবং object এর প্রধান ৩টি মূলনীতি সম্পর্কে সংক্ষেপে কিছু বলব আর কিছু বেসিক প্রোগ্রাম করব । তাহলে আর কথা বাড়িয়ে সময় নষ্ট করলাম না মেইন টপিকে ফিরে যাই ।

class কী ?

ক্লাস একটি ইউজার-ডিফাইন্ড ডেটা টাইপ , যা প্রোগ্রামের বিল্ট-ইন ডেটা টাইপের মত ক্রিয়া করে ।ক্লাস হল একই ধরনের কতগুলো অবজেক্টের সমষ্টি । যেমন ফল একটি ক্লাস বিবেচনা করলে ঐ শ্রেণীর কয়েকটি বস্তু যেমন , আম ,জাম ,কলা ,কাঠাল ,নারিকেল etc এক একটি অবজেক্ট । আগের টিউটোরিয়ালিও আমরা ক্লাস ও অবজেক্ট সম্পর্কে জেনে সিলাম , আজকে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে আশা করি ।

প্রোগ্রামে এক বা একাধিক ক্লাস থাকতে পারে ,এর উদারন আজকে আমরা একটু পরেই দেখব ।

object (অবজেক্ট ) কী ?

সাধারণভাবে অবজেক্ট বলতে বুজায় কোনো বস্তু ; যেমন , মানুষ একটি অবজেক্ট ;বই ,কলম ,পেন্সিল এগুলোর

প্রত্যেকটিই এক একটি অবজেক্ট ।

অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু বৈশিষ্ট বা মূলনীতি আছে ।

এই গুলো হলো :

১)inheritance

২)polymorphism

৩)Encapsulation

৪)Data Hiding

৫)Static Binding

৬)Dynamic Binding

৭)Message Passing

আজকে এই গুলো নিয়ে আলোচনা করব না , কারণ মাথা hang হয়ে যেতে পারে । এখন প্রোগ্রামিং এ আশা যাক ।

আগের টিউটোরিয়ালে আমরা একটি লাইন console বা output এ ডিসপ্লে করে ছিলাম ।

আজকে সেই কাজই করব কিন্তু সেটি multiple class এ । main ক্লাস public static void main(String[] args) {} এটি হলো প্রোগ্রামিং এর এন্ট্রি পয়েন্ট , অর্থাৎ এই main ক্লাস এর modde যা লেখব সেটিই আউটপুট এ আসবে ।এখন আগের দিনের test ক্লাসটি ওপেন করি ।

public class Test {

public static void main(String[] args) {

}
}

এই রকম একটি কোড আমরা দেখতে পাব ।

আগের দিনের মত প্রজেক্টি সিলেক্ট করি ,এরপর মাউস এর রাইট ক্লিক করে নিউ অপসনে যাব

এবং সেখানে গিয়া class সিলেক্ট করব ।

তবে এইবার public static void main(String[] args) এই অপসনটি থেকে টিক চিন্ন তুলে দিব

কারণ আমাদের already একটি main ক্লাস আছে ,একটি প্রজেক্টে একটি মাত্র main ক্লাস হবে ।

এই ভাবে class A {}, class B {}, class C {} create করি ।

public class A {

}

public class B {

}

public class C {

}

এখন ক্লাস A double ক্লিক করে ওপেন করি ,আগের দিনের মত একটি লাইন প্রিন্ট করার জন্য কোড টুকু লেখি

 

জাভা

 

public class A {

public void A(){

System.out.println(“This is A class”);

}

}

public class B {

public void B(){

System.out.println(“This is B class”);

}

}

public class C {

public void C(){

System.out.println(“This is C class”);

}

}

এখানে ক্লাস A এর ভিতর আমরা public void A(){} এইটি লেখেছি ।এটি হলো Method ।

এখন method কি ?

method হলো এমন একটি function যেকানে কিছু ডাটা থাকবে , যেমন test class এ মেথড হলো public static void main(String[] args) {}

মেথড এর definition নেক্সট টিউটোরিয়ালে আরো details আলোচনা করা হবে ।

এখন test class টি ওপেন করি main মেথডে নিচের কোড টুকু লেখি :

public class Test {

public static void main(String[] args) {

A a=new A();

B b=new B();

C c=new C();

a.A();

b.B();

c.C();

}

}

এখানে new একটি Keyword ,যেটি অবজেক্ট create করে থাকে ।

আমরা A ,B ,C ক্লাসের অবজেক্ট create করে মেথড গুলি access করব ।

খেয়াল করে দেখো আমরা main ক্লাসে কিছু প্রিন্ট করি নাই

সব কিছু A ,B ,C ক্লাসে করেছি ।

এখন প্রোগ্রামটি রান করি ।

কি -বোর্ড এর ctrl +F11 press করলে প্রোগ্রাম রান হবে ।

আজকে অনেক প্রেসার দিলাম , তাই আজকে আর না beginner বন্ধুরা নেক্সট টিউটোরিয়ালে

আরো details আলোচনা করব ।

Author : M. Raihan

সকল মন্তব্য (2)

Faysal Yousuf

12 জানুয়ারি, 2014 at03:41:47 পূর্বাহ্ন, জবাব

আমার একজন কনটেন্ট রাইটার দরকার।
আর্টিকেল লিখতে হবে ফুড রিলেটেড ব্লগের জন্য। আর্টিকেল রাইটার কে অবশ্যই ইংলিশে ভাল হতে হবে, গ্রামার এ ভুল থাকা চলবে না এবং আর্টিকেল কোয়ালিটি ভাল রাখতে হবে।
আগ্রহীরা আমাকে আপনার রেট এবং স্যাম্পল সহ ইনবক্স করুন।
The much better article, the much you will be payed 🙂
Thanks.

jis

15 মে, 2015 at11:31:45 অপরাহ্ন, জবাব

আপনার টিউটোরিয়াল গুলা অনেক ভাল। কিন্তু সমস্যা একটাই Next টিউটোরিয়াল মোবাইলে খুঁজে পেতে সমস্যা হয়। যদি Next টিউটোরিয়ালের Link টা দিতেন সবগুলাতে তাহলে ভাল হতো।
ধন্যবাদ

মন্তব্য করুন

ফেইসবুক দিয়ে মন্তব্য